
23/07/2025
💥২০ জন শিক্ষার্থীকে বাঁচানো মেহেরিন ম্যামের দাফনে কোনো ভিআইপি আসেনি। রাষ্ট্র কোনো সম্মানের ব্যবস্থাও করেনি, কারণ মেহেরিন ম্যাম ছিলেন একজন সাধারণ শিক্ষক।
🔥এখানে যদি কোনো আমলা অথবা বাহিনীর কেউ থাকতেন, তাহলে বিশেষ ট্রিটমেন্ট পেতেন। রাষ্ট্রীয় বিভিন্ন পদক তো আছেই।
✍️যেই পাইলট একটা যুদ্ধ বিমান একটা স্কুল বিল্ডিং-এ ক্র্যাশ করাইলেন, তাকে আপনারা পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করলেন।
✅নিয়ম অনুযায়ী এটা আপনাদের করতে হবে সুতরাং করেন। প্যারা নাই। হয়তো পাইলটের কোনো দোষই ছিল না। হয়তো ছিলো দোষ। আমি জানি না। আমি জীবনে প্লেন উড়াই নাই।
💥কিন্তু যেই শিক্ষিকা নিজের জীবনটা উৎসর্গ করে, আগুনের মধ্যে ঢুকে তার শিক্ষার্থীদের উদ্ধার করলেন, এতোগুলা বাচ্চার জীবন বাঁচালেন, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা গেলো না?
‼️কেন? সিভিলিয়ান বইলা? সিভিলয়ানদের মধ্যে বীরত্ব নাই তাই?
📌📌কী জানি! আমরা তো আসলে সেকেন্ড ক্লাস সিটিজেনও না, আমরা হইতেসি আপনাদের ভূমিদাস। মর্যাদাহীনতাই আমাদের ভাগ্যে আছে।
#সংগৃহীত 💜