Maw Abdullah Al Mamun Nomani

Maw Abdullah Al Mamun Nomani সেই ব্যক্তিই অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। [হযরত আবু বকর রাঃ]

24/07/2025

🌊 "وَآيَةٌ لَّهُمْ أَنَّا حَمَلْنَا ذُرِّيَّتَهُمْ فِي الْفُلْكِ الْمَشْحُونِ"
"তাদের জন্য এক নিদর্শন এই যে, আমি তাদের সন্তানদের বোঝাই নৌকায় আরোহন করিয়েছি।"
📖 [সূরা ইয়াসীন: আয়াত ৪১]

ফয়েজ লেকের জলে নৌকা যখন ভেসে চলে, তখন হৃদয় মনে পড়ে এই আয়াত…
আল্লাহর সৃষ্টি কত অপূর্ব!
আজ আমি আর আমার বড় ভাই—জীবনের ছোট্ট এক যাত্রায়, অথচ মনে হলো কত গভীর প্রশান্তি।

24/07/2025

⛵ দুই ভাই এক নৌকায়, মন যেন ফিরে গেল ছোটবেলায়…
পাহাড়ের পাশে, নীল জলের মাঝে—আজ আমি আর আমার বড় ভাই একটু হারিয়ে গেলাম শৈশবের সাদামাটা আনন্দে।
কে বলেছে শুধু ছোটবেলাতেই ভাইয়ে ভাইয়ে প্রতিযোগিতা থাকে?
এখনও চলছে—কে বেশি ছবি তোলার যোগ্য?

18/07/2025

"ভাঙ্গা ফরিদপুর থেকে মাওয়া—প্রকৃতির আঁকা এক স্বপ্নের রাস্তা।
আকাশ, সবুজ আর পথ যেন একসাথে গেয়ে যাচ্ছে সৌন্দর্যের গান।
এই পথ শুধু গন্তব্য নয়, এক অনুভবের যাত্রা।

#বাংলারসৌন্দর্য #মাওয়া_সড়ক #ভ্রমণপিপাসু #বাংলাদেশ_চলচ্চিত্রে"

17/07/2025

⛴️ এক শান্ত সকাল, নদীর বুক চিরে এগিয়ে চলেছি ফেরিতে...
হালকা বাতাস, রোদের মিষ্টি ছোঁয়া আর জলরেখার নীরব গল্প।
চলো, এই মুহূর্তগুলো লাইভে একসাথে উপভোগ করি। 🌤️🌊

05/07/2025

২০১৩ সালের হেফাজত আন্দোলনের মিছিল। কেউ আর জীবিত নাই

05/07/2025

এই ধরনের ক্ষতি বাংলার প্রতিটি মসজিদে মসজিদে হওয়া উচিত। প্রত্যেকটি মসজিদের মিম্বর থেকে এরকম হক কথা আওয়াজ ওঠা উচিত।

আল্লাহ তাআলা আমাদের জাতীয় মসজিদের সম্মানিত খতিব মাওলানা আব্দুল মালেক সাহেব দাঃবাঃ কে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন এবং সুস্থতার সাথে দীর্ঘ অনেক হায়াত দান করুন।

01/07/2025

একজন শিক্ষিকা থেকে তিনি এখন সকল ছাত্র সমাজের একজন মমতাময়ী মা।
ম্যামের এক একটি কথা এক একটি বারুদ হয়ে প্রস্ফুটিত হয়েছিল। ম্যামের এক একটি কথা এক একটি অস্ত্র হয়েছিল আমাদের সকলের জন্য।
আল্লাহ তা'আলা ম্যামকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুন।

ড. চৌধুরী সায়মা ফেরদৌস,

অধ্যাপক আন্তর্জাতিক ব্যবসা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়

📹 July movement,

Follow my page 👉 Maw Abdullah Al Mamun Nomani

27/06/2025

এইটা শুধুমাত্র একটা ভিডিও না, এটা আমার মতো হাজারো হেফাজতে ইসলাম প্রেমীদের জন্য একটা ১৩ সালের স্মৃতি 🥲

Mahmud Hasan এতো সুন্দর একটা ভিডিও দেওয়ার জন্য শুকরিয়া ভাই 🥰

বেশি বেশি প্রচার হোক, তাই সবাই শেয়ার দিন বেশি বেশি।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maw Abdullah Al Mamun Nomani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share