Maw Abdullah Al Mamun Nomani

Maw Abdullah Al Mamun Nomani সেই ব্যক্তিই অভিশপ্ত যে মরে যায় অথচ তার খারাপ কাজগুলো পৃথিবীতে রয়ে যায়। [হযরত আবু বকর রাঃ]

11/09/2025

চার বছর হয়ে গেল… তবুও কায়েদে মিল্লাত আল্লামা হাফেজ জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহর কণ্ঠের দৃপ্ত আহ্বান, চোখের অশ্রু আর উম্মাহর জন্য তার নিঃস্বার্থ ত্যাগ আজও হৃদয়ে বেদনার ঢেউ তোলে। তিনি চলে গিয়েও আমাদের ঈমানের শিরা-উপশিরায় সংগ্রামের আগুন জ্বালিয়ে গেছেন। আল্লাহ তাঁর কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দিন এবং তাঁর রেখে যাওয়া পথ অনুসরণে আমাদের দৃঢ় রাখুন। 🤲🕊️

#কায়েদে_মিল্লাত #বাবুনগরী_রাহিমাহুল্লাহ ্মৃতি

28/08/2025

আগে বিয়ে নাকি ক্যারিয়ার....….⁉️

23/08/2025

মিশরের পিরামিডের ভেতর যখন প্রত্নতাত্ত্বিকরা প্রবেশ করলেন, তখন তারা যেন এক অদ্ভুত জগতের দ্বার উন্মোচন করলেন। অন্ধকার, নিস্তব্ধ আর শত শত বছরের নীরবতা ভেদ করে সেখানে শুয়ে আছে ফারাওদের দেহাবশেষ—সযত্নে সংরক্ষিত মমি।

তাদের বিস্ময় আরও বাড়ল যখন দেখা গেল, মমিকে পাহারা দেওয়ার জন্য নানা ধরণের ব্যবস্থা করা হয়েছিল। কারো প্রবেশ যেন সহজে না হয়, তার জন্য জটিল গোপন দরজা, ফাঁদ, এবং রহস্যময় সুড়ঙ্গ বানানো হয়েছিল। শিলালিপি ও দেয়ালে খোদাই করা ছবি যেন জানিয়ে দিচ্ছিল—
“ফারাও চিরন্তন, তার আত্মা অমর। তাকে বিরক্ত করলে অভিশাপ নেমে আসবে।”

অনেক জায়গায় এমন প্রতীক ও গোপন লিপি খোদাই করা হয়েছে যা আজও পুরোপুরি পাঠোদ্ধার করা সম্ভব হয়নি। প্রত্নতাত্ত্বিকদের ধারণা, সেই লেখার ভেতর লুকিয়ে আছে ফারাওদের পরকালীন যাত্রার নির্দেশিকা, তাদের দেবতার কাছে প্রার্থনা, আর সম্ভবত অজানা গোপন জ্ঞানের ভাণ্ডার।

ফারাওদের বিশ্বাস ছিল—মৃত্যুর পরেও আত্মা থেকে যায়। তাই মমির সঙ্গে রাখা হত সোনা-রুপা, মূল্যবান রত্ন, খাদ্য, পানীয়, অস্ত্রশস্ত্র এমনকি ছোট ছোট ভাস্কর্য। এগুলো তাদের পরকালে সাহায্য করবে বলে তারা মনে করত।

এমনকি দেখা গেছে, অনেক কক্ষে সেনাপতির মূর্তি, সৈন্যের প্রতিরূপ এবং বিশেষ প্রহরী দেবতার ভাস্কর্যও রাখা ছিল। যেন মৃত্যুর পরেও ফারাওকে রক্ষা করবে।

প্রত্নতাত্ত্বিকরা বিস্মিত হন এই ভেবে যে—হাজার হাজার বছর আগে মানুষ কীভাবে এত নিখুঁত পরিকল্পনা করে এইসব গোপন স্থাপনা নির্মাণ করেছিল! আর আজও অনেক রহস্য অনাবিষ্কৃত রয়ে গেছে।

سبحان الله وبحمده سبحان الله العظيم

Abdullah Al Mamun Nomani
Abrarul Houqe
Al Mamun

09/08/2025

বিবাহের শিক্ষা কি? মনোযোগ সহকারে শুনুন....
আলোচনা পেশ করছেন: মুফতি মোহাম্মদ আব্দুল মালেক হাফিজাহুল্লাহ
সম্মানিত খতিব, জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, ঢাকা

24/07/2025

🌊 "وَآيَةٌ لَّهُمْ أَنَّا حَمَلْنَا ذُرِّيَّتَهُمْ فِي الْفُلْكِ الْمَشْحُونِ"
"তাদের জন্য এক নিদর্শন এই যে, আমি তাদের সন্তানদের বোঝাই নৌকায় আরোহন করিয়েছি।"
📖 [সূরা ইয়াসীন: আয়াত ৪১]

ফয়েজ লেকের জলে নৌকা যখন ভেসে চলে, তখন হৃদয় মনে পড়ে এই আয়াত…
আল্লাহর সৃষ্টি কত অপূর্ব!
আজ আমি আর আমার বড় ভাই—জীবনের ছোট্ট এক যাত্রায়, অথচ মনে হলো কত গভীর প্রশান্তি।

24/07/2025

⛵ দুই ভাই এক নৌকায়, মন যেন ফিরে গেল ছোটবেলায়…
পাহাড়ের পাশে, নীল জলের মাঝে—আজ আমি আর আমার বড় ভাই একটু হারিয়ে গেলাম শৈশবের সাদামাটা আনন্দে।
কে বলেছে শুধু ছোটবেলাতেই ভাইয়ে ভাইয়ে প্রতিযোগিতা থাকে?
এখনও চলছে—কে বেশি ছবি তোলার যোগ্য?

05/07/2025

২০১৩ সালের হেফাজত আন্দোলনের মিছিল। কেউ আর জীবিত নাই

05/07/2025

এই ধরনের ক্ষতি বাংলার প্রতিটি মসজিদে মসজিদে হওয়া উচিত। প্রত্যেকটি মসজিদের মিম্বর থেকে এরকম হক কথা আওয়াজ ওঠা উচিত।

আল্লাহ তাআলা আমাদের জাতীয় মসজিদের সম্মানিত খতিব মাওলানা আব্দুল মালেক সাহেব দাঃবাঃ কে সব ধরনের বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন এবং সুস্থতার সাথে দীর্ঘ অনেক হায়াত দান করুন।

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Maw Abdullah Al Mamun Nomani posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share