Hello Rajshahi

Hello Rajshahi Hello Rajshahi is the most popular fb page that contains current affairs, jokes, troll, tv & movies, Hello everyone! Welcome to Hello Rajshahi.

Hello Rajshahi is the most popular fb page that contains news bulletins, current affairs, jokes, troll, fashion, educational, job career, religious, tv & movies, travel, lifestyle, sports, historical, food recipe, nature and other entertainment information.

পৃথিবীতে অনেক কিছুই চেয়ে নেওয়া যায় , কিংবা চেয়ে নেওয়ার মত জিনিস আছে অনেক । কিন্তু ভালোবাসা ,যত্ন , সম্মান , গুরুত্ব...
23/06/2025

পৃথিবীতে অনেক কিছুই চেয়ে নেওয়া যায় , কিংবা চেয়ে নেওয়ার মত জিনিস আছে অনেক । কিন্তু ভালোবাসা ,যত্ন , সম্মান , গুরুত্ব এগুলো কখনো কারো কাছ থেকে চেয়ে নেয়া যায়না । এগুলো চেয়ে নেওয়ার মতো জিনিসও না । এগুলো স্বাভাবিকভাবে কারো জন্য মন খেতে আসতে হয় , অনুভব করতে হয় ।

ভালোবাসা চেয়ে নেওয়া কি যে ভীষণ যন্ত্রণার , কি যে অবহেলার , আক্ষেপের ! আহা !

-মেহেদী হাসান শুভ্র

ভেবেছিলাম পৃথিবীর আর কোথাও না হোক , তোমার কাছেই শান্তি মিলবে । এখন তোমার আমার দূরত্বের পরিধি ক্রমশ গভীর হতে হতে , আমি নি...
18/06/2025

ভেবেছিলাম পৃথিবীর আর কোথাও না হোক , তোমার কাছেই শান্তি মিলবে । এখন তোমার আমার দূরত্বের পরিধি ক্রমশ গভীর হতে হতে , আমি নিজেকে ভালবাসতে ভুলে গেছি ! তোমার বুকে ঠাঁই পেতে গিয়ে হতাশাকে আঁকড়ে ধরে বেঁচে আছি ।

মো:ফাহাদ মিয়া

আরেকটি সুন্দর দিনের অপেক্ষায় ।
15/06/2025

আরেকটি সুন্দর দিনের অপেক্ষায় ।

15/06/2025

"সত্য বললে পাপ হয়"

জীবনটা এত জঞ্জাল,এত অপূর্ণতায় ভরা তাই কথা কম বলি ,
চুপ থাকি ।

আশেপাশের মানুষ আমার কম কথা বলা দেখে ভাবে বড় জ্ঞানী। কোন কোন সময় অল্পভাষী মনে করে। কেউ কেউ আবার আগ বাড়িয়ে ভাবে ,আমি অহংকারী।

মূলত আমি জ্ঞানী ,অল্পভাষী কিংবা অহংকারী কোনটাই না। আমি মূলত চুপ থাকি ,মিথ্যা কথা কম বলবো বলে।

জীবনটা এত জঞ্জাল ,অপূর্ণতায় ভরা যে,
মিথ্যা ছাড়া কথা বলা যায় না ।
সত্য বললে পাপ হয়।
তাই চুপ থাকি ,কম বলি।

বই : মা পৃথিবীর রাস্তা
কাইকর ।

14/06/2025

রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,

মেয়েরা মেজাজ খারাপ করার মত
উল্টাপাল্টা কথা বলবেই !
বাম পাজরের হাড়
যেমন বাঁকা , তাঁরাও বাঁকা ।
তাই ধৈর্য্য ধরে মেনে নিন
সুখী হবেন ।🥰🥰🥰

এরকম একটা বাথরুম বানানোর খুব শখ আমার । কিন্তু আফসোস আমার টাকা নাই 😭😭😭 ।
13/06/2025

এরকম একটা বাথরুম বানানোর খুব শখ আমার । কিন্তু আফসোস আমার টাকা নাই 😭😭😭 ।

কোরবানি ঈদের শুভেচ্ছা আমাদের পক্ষ হতে।
07/06/2025

কোরবানি ঈদের শুভেচ্ছা আমাদের পক্ষ হতে।

29/05/2025

বই ; হেমন্তের শূন্যতা:

ইদানিং খুব করে নিখোঁজ হতে মন চায় । বড্ডো ইচ্ছে করে কাউকে কিছু না বলে কোন এক পূর্ণিমার রাতে বিদায় নিতে । সত্যি বলতে তোমাকে ছাড়া বেঁচে থাকার চাইতে , মরে যাওয়া অনেক ভালো । সামান্য একটু সাহসের অভাবে আত্মহত্যাটা ঠিক করতে পারছি না । পরক্ষণেই ভাবি , মরে গেলে তোমাকে আর ভালোবাসা হবে না । এমন করে তোমাকে অনুভব করতে পারব না । হেমন্তের গানের শোনা হবে না ,তুমি আমাকে ভালোবাসো না !
তবুও , হঠাৎ করে যদি কখনো শুনতে পাও আমি মরে গেছি , আমাকে দেখতে এসো না । আমি চাইনা তুমি আমাকে দেখো । যে দেখাই শুধু তুমি দেখবে এমন দেখা না হোক । হেমন্তের পাতা ঝরার শোক তোমাকে না ছুঁয়ে যাক । আমার মৃত্যুর শোক ,তোমার সুখ হয়ে যাক ।

লেখক, জয় বিশ্বাস । ゚viralシypシ゚viralシhtag

পেটের শান্তি এখানেই । খালামনির বাসায় নাস্তা ।  ゚viralシ
25/05/2025

পেটের শান্তি এখানেই । খালামনির বাসায় নাস্তা । ゚viralシ

ধুতরা :ধুতরাফুল আমাদের কাছে বেশ পরিচিত একটি নাম। আশেপাশের ঝোপঝাড়,জঙ্গল এবং রাস্তার পাশে অবহেলায় পড়ে থাকতে দেখা যায় এ...
24/05/2025

ধুতরা :
ধুতরাফুল আমাদের কাছে বেশ পরিচিত একটি নাম। আশেপাশের ঝোপঝাড়,জঙ্গল এবং রাস্তার পাশে অবহেলায় পড়ে থাকতে দেখা যায় এই ফুলটিকে। ফুলকে সাধারণত সৌন্দর্যের প্রতীক ভাবা হলেও এই ফুলটিকে মানুষ প্রায় এড়িয়ে চলে। কারণ এটি যে বিষাক্ত তা সকলেই জানে। তবে চিকিৎসাশাস্ত্রেও ধুতরার অনেক ব্যবহার রয়েছে। ধুতরার বীজ থেকে চেতনানাশক ওষুধও তৈরি হয়।

ধুতরার বৈজ্ঞানিক নাম হলো Dutura metel। এই গাছের প্রায় প্রত্যেকটা অংশই বিষাক্ত। এতে রয়েছে Tropane allaloids নামক বিষাক্ত উপাদান। ধুতরার রস মানুষের মস্তিষ্কে বেশ প্রভাব ফেলে। অধিক পরিমাণে ব্যবহারে দৃষ্টিশক্তি আবছা হয়ে যাওয়া এবং লোপ পাওয়া,বমি বমি ভাব,স্মৃতিলোপ হয়। সেই সাথে ধুতরার বিষক্রিয়ায় পশু পাখি এবং মানুষের মৃত্যু পর্যন্ত হয়। তাই অনেক দেশেই ধুতরার উৎপাদন,বিপননএবং গহনে রয়েছে আইনি নিষেধাজ্ঞা।

19/05/2025

লেডি মেহেরবাঈ টাটা ১৯২৪ সালে প্যারিস অলিম্পিকে টেনিসে মিক্সড ডাবলসে খেলেছিলেন । তিনি শাড়ি পড়তে ভালোবাসতেন । তাই সব সময় তিনি শাড়িই পরতেন ।

লেডি মেহেরবাই টাটার স্বামীর নাম ডোরাবজি টাটা । ডোরাবজি টাটা ১৯০০ সালে তার স্ত্রীকে উপহার হিসাবে ২৪৫ ক্যারেটের একটি হীরা উপহার দিয়েছিলেন ।যার আকার কোহিনুর হীরার দ্বিগুণ ।

লেডি মেহেরবাই টাটা ১৯৩১ সালে লিউকোমিয়াতে মৃত্যুবরণ করে ।

এরপর তার স্বামী ডোরাবজি টাটা তার সেই হীরা এবং তার সমস্ত গহনা বিক্রি করে একটি তহবিল গঠন করে এবং সেই তহবিল থেকেই "টাটা ক্যান্সার হসপিটালের" সৃষ্টি হয় ।

প্রতিবছর হাজার হাজার ক্যান্সার রোগী এই হাসপাতালে চিকিৎসা করে সুস্থ হয়ে বাড়ি ফেরেন ।

এই লেখাটা লেখার একটা কারণ আছে , তা হল একটা মেয়েকে আপনি যা দিবেন পরবর্তীতে তা আপনার কাজে অথবা আপনার পরিবারের কাজে লেগে যেতে পারে ।

যেসব মেয়েরা পুরুষের সমান অধিকার দাবি করছে তারা নিজেরাও জানে না যে তারা পুরুষের চেয়ে উচ্চতর । মহান আল্লাহ তায়ালাই তাদের স্থান অনেক উচ্চস্তরে রেখেছে ।

নোবেল জয়ী ব্রিটিশ সাহিত্যিক উইলিয়াম গোল্ডিন বলেছেন , "মেয়েরা বোকা দেখেই তাঁরা পুরুষের সমান অধিকার দাবি করে । কারণ তাঁরা জানে না , তারা পুরুষের চেয়ে অনেক বেশি উচ্চতর ।"

মেয়েদেরকে আপনি যাই দেন না কেন , সে সেটাকে আরো উচ্চতার কিছু বানিয়ে দেবে । আপনি মেয়েদেরকে শুক্রানু দিবেন সে আপনাকে একটি বাচ্চা উপহার দেবে । আপনি তাকে একটি ঘর দিবেন , সেটাকে থাকার উপযোগী বাড়ি বানিয়ে ফেলবে । আপনি তাকে বাজার করে দিবেন সে আপনার সামনে মুখরোচক খাবারের পসরা সাজিয়ে দেবে । আপনি তাকে একটু মুচকি হাসি দিবেন , সে আপনাকে হৃদয় দিয়ে দিবে । আপনি তাকে যায় দিবেন সে আপনাকে আরও কয়েক গুণ বেশি করে ফেরত দিবে ।

কিন্তু আফসোস আমরা নিজেরাই নিজেদের এত ছোট করে ফেলি যে নিজেরাই তা বুঝতে পারিনা । আর বুঝতে পারি না জন্যেই এত অধিকারের লড়াই । ইসলাম মেয়েদের অধিকার এত উচ্চ পর্যায়ে দিয়েছে যে এর চাইতে আর বেশি কিছু আশা করা প্রতিবন্ধী ছাড়া আর কারো কাজ হতে পারে না । আমার কাছে মনে হয় তারা আসলে বুদ্ধি প্রতিবন্ধী ।

ভুল ত্রুটি মার্জনীয় । ゚viralシypシ゚viralシhtag

বলুন তো এটা কি ? এটা আমার খুব পছন্দের একটা খাবার ।
16/05/2025

বলুন তো এটা কি ? এটা আমার খুব পছন্দের একটা খাবার ।

Address

Patgram

Alerts

Be the first to know and let us send you an email when Hello Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hello Rajshahi:

Share

Category