
23/06/2025
পৃথিবীতে অনেক কিছুই চেয়ে নেওয়া যায় , কিংবা চেয়ে নেওয়ার মত জিনিস আছে অনেক । কিন্তু ভালোবাসা ,যত্ন , সম্মান , গুরুত্ব এগুলো কখনো কারো কাছ থেকে চেয়ে নেয়া যায়না । এগুলো চেয়ে নেওয়ার মতো জিনিসও না । এগুলো স্বাভাবিকভাবে কারো জন্য মন খেতে আসতে হয় , অনুভব করতে হয় ।
ভালোবাসা চেয়ে নেওয়া কি যে ভীষণ যন্ত্রণার , কি যে অবহেলার , আক্ষেপের ! আহা !
-মেহেদী হাসান শুভ্র