Art of Susmita

Art of Susmita A good mindset is definitely a messenger of good relationship.
(257)

এখানে ওখানে কোন মলিনতা নেই, কারণ তুমি সাথে আছো তাই।⭐❤️🫂
13/07/2025

এখানে ওখানে কোন মলিনতা নেই, কারণ তুমি সাথে আছো তাই।⭐❤️🫂

খাবেন নাকি 😄
13/07/2025

খাবেন নাকি 😄

অবেলায় যদি সান্ধ্য আসে,একুল ওকুল মায়ায় ভাসে তবে জেনে নিও সে বিধির বিধান;তাহা খন্ডনের সাদ্ধি কাহার ও নাই।❤️✍️ সুস্মিতা
13/07/2025

অবেলায় যদি সান্ধ্য আসে,একুল ওকুল মায়ায় ভাসে তবে জেনে নিও সে বিধির বিধান;তাহা খন্ডনের সাদ্ধি কাহার ও নাই।❤️✍️ সুস্মিতা

রাত নামে স্তব্ধতায়, তোমার মায়াবী চোখের ভাঁজে আমি  নিজেকে খুঁজে পাই মুগ্ধতায়।⭐❤️
12/07/2025

রাত নামে স্তব্ধতায়, তোমার মায়াবী চোখের ভাঁজে আমি নিজেকে খুঁজে পাই মুগ্ধতায়।⭐❤️

তুমি হৃদয় ও গহীনে এমন এক স্বজন যার অনুভূতি আমার অনন্ত সুখের আচ্ছাদন, তোমার জন্য হিমালয় সিংহল পাড়ি দিতে চাই আমৃত্যু - ...
12/07/2025

তুমি হৃদয় ও গহীনে এমন এক স্বজন যার অনুভূতি আমার অনন্ত সুখের আচ্ছাদন,
তোমার জন্য হিমালয় সিংহল পাড়ি দিতে চাই আমৃত্যু - আজীবন,
গ্রাম থেকে শহরের প্রতিটি কোণায় তোমায় খুঁজে পাই সারাক্ষণ, যেমনটি কৃষাণির একমাত্র আশ্রয় তার স্বামীর খড়কুটোয় বানানো ঘরের মতন।⭐❤️✍️ সুস্মিতা 🥀

সুস্থ ভালোবাসা সবসময় ই সুন্দর ও পবিত্র; যেখানে আমি, তুমি বলে কিছু নেই; আসলে তুমি মানেই আমি আর আমি মানেই তুমি ⭐❤️✍️ সুস্...
11/07/2025

সুস্থ ভালোবাসা সবসময় ই সুন্দর ও পবিত্র; যেখানে আমি, তুমি বলে কিছু নেই; আসলে তুমি মানেই আমি আর আমি মানেই তুমি ⭐❤️✍️ সুস্মিতা 🥀

একটা নতুন দিনের স্বপ্ন; নতুন গল্পে হোক মুখরিত পথচলা, ভালোবাসার জমানো বাকি কথাগুলো আবার নতুন করে হোক বলা।⭐❤️✍️ সুস্মিতা
10/07/2025

একটা নতুন দিনের স্বপ্ন; নতুন গল্পে হোক মুখরিত পথচলা,
ভালোবাসার জমানো বাকি কথাগুলো আবার নতুন করে হোক বলা।⭐❤️✍️ সুস্মিতা

এই বরষায় শূন্য হৃদয় ক্ষ*ত হয় মেঘের অমানিশায়, সেই যে গেলে দুরে! আসবে তুমি যখন বলো প্রতিনিয়ত হৃদয় টলে,তবুও পথ পানে চ...
10/07/2025

এই বরষায় শূন্য হৃদয় ক্ষ*ত হয় মেঘের অমানিশায়, সেই যে গেলে দুরে!
আসবে তুমি যখন বলো প্রতিনিয়ত হৃদয় টলে,

তবুও পথ পানে চেয়ে থাকি অপেক্ষার প্রহর টেনে ফেলে,
এতো শত অপেক্ষা যে শুধু তোমায় ভালবাসি বলে।⭐❤️🙂✍️ সুস্মিতা

সে ফুল যাহাই হোক ;তা কেবলই ফুল নয় তা তো পবিত্রতার শ্লোক, ভালোবাসা যেমন অন্তরে থাকে তাহা প্রিয় মানুষের সাথে প্রকাশ করাত...
09/07/2025

সে ফুল যাহাই হোক ;তা কেবলই ফুল নয় তা তো পবিত্রতার শ্লোক, ভালোবাসা যেমন অন্তরে থাকে তাহা প্রিয় মানুষের সাথে প্রকাশ করাতে থাকে এক বুক পূর্ণতার মায়াবী চোখ,যাহা দেখে মিটে যায় সারাদিনের পিপাসার্ত নয়ন,আর বারবার চেয়ে থাকে অপলক।⭐❤️✍️ সুস্মিতা

এসো পাখি হয়ে ছুঁয়ে যাই, বৃষ্টির প্রতিটি ফোটায় তোমার স্নিগ্ধতা হয়ে ধরা দেই ; প্রতিটি বৃষ্টির ফোঁটা হোক ভালোবাসার নতুন...
09/07/2025

এসো পাখি হয়ে ছুঁয়ে যাই, বৃষ্টির প্রতিটি ফোটায় তোমার স্নিগ্ধতা হয়ে ধরা দেই ; প্রতিটি বৃষ্টির ফোঁটা হোক ভালোবাসার নতুন এক অধ্যায়।⭐❤️✍️ সুস্মিতা 🥀

মন ভালো তো সব ভালো 🙂🙃দেখো নাস্তা বানিয়েছি স্বামীর জন্য 😁😄রেসিপি:হাফ প্যাকেট সেমাই, সাথে দুইটা ডিম, এক টেবিল চামচ চিনি, ...
08/07/2025

মন ভালো তো সব ভালো 🙂🙃দেখো নাস্তা বানিয়েছি স্বামীর জন্য 😁😄
রেসিপি:হাফ প্যাকেট সেমাই, সাথে দুইটা ডিম, এক টেবিল চামচ চিনি, এক টেবিল চামচ গুঁড়ো দুধ, সামান্য লবন দিয়ে ফেটিয়ে নিন, তারপর ১০ মিনিট রেস্টে রাখুন তারপর ভেজে ইচ্ছে মতো সার্ভ করুন। 😋🙃

সুরভিত এ ফুল, পুলকিত মন, তোমারি পরশে উতলা দু নয়ন, ছুঁয়ে যায় অবেলায় এ কি শিহরণ!ক্ষণিক বেলায় এই একটাই প্রতিক্ষা এখন, ...
08/07/2025

সুরভিত এ ফুল, পুলকিত মন, তোমারি পরশে উতলা দু নয়ন, ছুঁয়ে যায় অবেলায় এ কি শিহরণ!ক্ষণিক বেলায় এই একটাই প্রতিক্ষা এখন, জানি তুমি এসে ভালোবাসা দিয়ে ভরাবে এ ভূবন।⭐❤️✍️

Address

Patgram

Alerts

Be the first to know and let us send you an email when Art of Susmita posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category