Goldenage24.com

Goldenage24.com Newspaper

একটি সম্পূর্ণ নিরপেক্ষ সংবাদপত্র
I am Md Abu Shayed Ali, Lecturer of Hatibandha Women's Degree college.

I am Md Abu Shayed Ali, Lecturer of Hatibandha Women's Degree college.

03/07/2025

থানায় বিএনপির নেতা-কর্মীদের অনাকাঙ্ক্ষিত আচরণ

পাটগ্রামে বিএনপি-পুলিশ সংঘর্ষ: পুলিশ ও নেতাকর্মী আহত, বিজিবি মোতায়েনলালমনিরহাটে প্রতিনিধি.বুড়িমারী-রংপুর মহাসড়কে চাঁদাব...
03/07/2025

পাটগ্রামে বিএনপি-পুলিশ সংঘর্ষ: পুলিশ ও নেতাকর্মী আহত, বিজিবি মোতায়েন

লালমনিরহাটে প্রতিনিধি.

বুড়িমারী-রংপুর মহাসড়কে চাঁদাবাজির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুই যুবককে ১মাসের কারাদণ্ড দেয় বুধবার ,২ জুলাই।

অভিযুক্ত যুবকদ্বয়, বেলাল ও সোহেলকে
পাটগ্রামের সরেঅ-বাজার এলাকা থেকে রাতে ১ লাখেরও অধিক টাকার রিসিভ মানিসহ আটক করেন বলে জানান পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাস। এই অভিযোগের প্রেক্ষিতে তাদের ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়া হয়।

এই ঘটনায় ক্ষিপ্ত হয় বিএনপির নেতা-কর্মীরা। একপর্যায়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে ইউএনও ও থানা পুলিশের সাথে।

একটি সুত্র বলছে, পাটগ্রাম থানায় এই দু'জনকে নিয়ে যাওয়ার খবরে বিএনপির কর্মী ও সমর্থকেরা ক্ষোভ প্রকাশ করে ও কয়েকজন নেতাকর্মীর সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। গ্রেফতারের ঘটনায় অস্থিরতা সৃষ্টি হলে এক পর্যায়ে সংঘর্ষের ঘটনাটি ঘটে পুলিশের সাথে বিএনপির কর্মী-সমর্থকদের। এসময় বিএনপি নেতা চপলসহ বিএনপির ১৪-১৫ জনের মতো আহত হন বলে জানান তারা।

এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, থানায় হঠাৎ আক্রমনের ঘটনা ঘটলে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে। এ সময় তারা বেশকিছু সরঞ্জামাদি নষ্ট করে দেয়। এ সময় ৮ জন পুলিশ আহত হয়েছেন বলে জানান তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী মোতায়েন হতে পারে বলে জানা যায়।

পাটগ্রামে ধরলা নদী থেকে আনোয়ার নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রাত ১২টার পর এক ব্যক্তি মাছ ধরতে গিয়েছিলেন ...
02/07/2025

পাটগ্রামে ধরলা নদী থেকে আনোয়ার নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রাত ১২টার পর এক ব্যক্তি মাছ ধরতে গিয়েছিলেন ধরলা নদীতে, তখন লাশটি ঐ ব্যক্তির চোখে পড়ে। পরে স্থানীয়দের ডাকলে স্থানীয়রা লাশটিতে আনোয়ার নামের এক ব্যক্তির বলে শনাক্ত করে।

স্থায়ীভাবে চাকরি হারালেন লালমনিরহাটের সেই ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম
02/07/2025

স্থায়ীভাবে চাকরি হারালেন লালমনিরহাটের সেই ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম

01/07/2025

ভেঙ্গে ফেলা হলো কারমাইকেল কলেজ গেইট

আমরা আপনাদের বিরুদ্ধে লড়ব- আমাদের জমিতে, নদীতে, পাহাড়ে-----প্রেস সচিব শফিকুল আলম Desk News জুলাই আমাদের প্রতিকূলতার মুখে...
01/07/2025

আমরা আপনাদের বিরুদ্ধে লড়ব- আমাদের জমিতে, নদীতে, পাহাড়ে-----প্রেস সচিব শফিকুল আলম

Desk News

জুলাই আমাদের প্রতিকূলতার মুখেও মাথা তুলে দাঁড়াতে শিখিয়েছে বলে উল্লেখ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (০১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা বলেন তিনি।

পোস্টে শফিকুল আলম লিখেছেন, আমরা অপেক্ষা করেছি প্রায় দশ মাস- যাতে আওয়ামী লীগের সদস্যরা, নেতৃত্ব এবং তাদের সহানুভূতিশীলরা দুঃখ প্রকাশ করে এবং একটি বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার চেষ্টায় আমাদের পাশে দাঁড়ায়। কিন্তু গত বছরের জুলাই থেকে আপনারা যা করেছেন তা হলো শহীদদের নিয়ে উপহাস, আমাদের সংগ্রামকে তুচ্ছতাচ্ছিল্য, এবং ১৭ কোটি মানুষকে ‘জঙ্গি’ বলে কলঙ্কিত করেছেন- এই আশায় যে, আপনার ঔপনিবেশিক প্রভুরা এসে আবারও আপনাদের হাতে দেশ তুলে দেবে, যেন লুণ্ঠন ও বিশৃঙ্খলার আরেকটি অধ্যায় শুরু করতে পারেন।

তিনি লেখেন, দুঃখিত, এবার আর তা হবে না। জুলাই আমাদের সাহসী করেছে। জুলাই আমাদের শিখিয়েছে প্রতিকূলতার মুখেও মাথা তুলে দাঁড়াতে। জুলাই আমাদের ডিএনএ-তে স্থায়ীভাবে এক বিরল সাহসের জিন প্রবেশ করিয়েছে। আমরা আর আগের মতো নই। জুলাই আমাদের শিখিয়েছে হাল না ছেড়ে ঝড়ের মতো গুলির মধ্যেও দাঁড়িয়ে থাকার দৃঢ়তা।

প্রেস সচিব লিখেছেন, জুলাই আমাদের ভুলতে দেয় না আমাদের শহীদদের, যাদের আপনারা নির্মমভাবে হত্যা করেছেন; যাদের চোখ উপড়ে নিয়েছেন, যাদের আত্মাকে ছিন্নভিন্ন করেছেন। আপনাদের সঙ্গে কখনোই শান্তি হবে না- যতক্ষণ না আপনি ‘দুঃখিত’ বলেন, যতক্ষণ না আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আপনার হাতে রক্ত দেখতে পান।

তিনি আরও লিখেছেন, আমরা আপনাদের বিরুদ্ধে লড়ব- আমাদের জমিতে, নদীতে, পাহাড়ে। আমরা লড়ব ভার্চুয়াল জগতেও। আমরা আপনাদের মুখোশ খুলে ফেলব। আপনারা গণহত্যার সহযোগী, মানবাধিকারের ডাকাত। আমরা মাটি থেকে আপনাদের কুৎসিত প্রভাবের দাগ মুছে ফেলব, এবং তা রক্ত দিয়ে ধুয়ে ফেলব। আপনারা কখনোই শান্তি পাবেন না- যতক্ষণ না শহীদদের ও আহতদের প্রতি সম্মান দেখান, যতক্ষণ না আপনি ‘দুঃখিত’ বলেন।

'ভিক্ষা চাই না কুত্তা সামলাও' অবস্থা প্রেমিক আরিয়ানের!লালমনিরহাট প্রতিনিধি.এক যুবতির প্রেমে হাবুডুবু ভারতীয় এক যুবক অব...
30/06/2025

'ভিক্ষা চাই না কুত্তা সামলাও' অবস্থা প্রেমিক আরিয়ানের!

লালমনিরহাট প্রতিনিধি.

এক যুবতির প্রেমে হাবুডুবু ভারতীয় এক যুবক অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে এসে পুলিশের হাতে পড়েছেন। আইনের বেড়াজালে আটকে পড়া নিরুপায় ঐ যুবক এখন আবারো দেশে ফিরে যাওয়ার আকুতি জানাচ্ছে ন। মুহূর্তেই উবে গেছে প্রেমের সাধ। এ যেন ভিক্ষা চাই না কুত্তা সামলাও অবস্থা।

জানা গেছে, লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের বিচনদই এলাকার এক যুবতির সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুর এলাকায় যুবক আরিয়ান মীর্জার (২৬)।

২বছর স্যোশাল মিডিয়ায় প্রেমের পর যুবক আরিয়ান অবৈধ পথে বাংলাদেশে প্রেমিকার ঠিকানায় চলে আসে আজ সোমবার সকালে।

কিন্তু বিধি বাম! ঘটনা জানাজানি হলে পুলিশের হাতে পড়ে প্রেমিক আরিয়ান। তাঁর বিরুদ্ধে সীমান্ত আইন লঙ্ঘন করে অনুপ্রবেশের অভিযোগ দায়ের করে থানা পুলিশ।

পুলিশ হেফাজতে বিমর্ষ আরিয়ান সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রেমিকাকে ছাড়াই দেশে ফেরার আকুতি জানান । এ সময় প্রেমিকার জন্য কোন আকুতি ও আবেগ প্রকাশ করতে দেখা যায়নি আরিয়ানকে।

এ ঘটনায় প্রেমিকার নিজ উপজেলায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

কেউ কেউ এই প্রেমিক জুটির পক্ষ নিয়ে কথা বলছেন। আবার কেউ কেউ নেতিবাচক মন্তব্য করছেন স্যোশাল মিডিয়ায়।

হাতীবান্ধায় ৫০বোতল ফেন্সিডিলসহ ৩ মাদকসেবী ও চোরাকারবারি আটক
30/06/2025

হাতীবান্ধায় ৫০বোতল ফেন্সিডিলসহ ৩ মাদকসেবী ও চোরাকারবারি আটক

পাটগ্রাম রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীর ৬ মাসের জেল
30/06/2025

পাটগ্রাম রেলওয়ে স্টেশনে ভ্রাম্যমাণ আদালতে এক মাদকসেবীর ৬ মাসের জেল

30/06/2025

হামির উদ্দিন গ্রামার স্কুল: সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ থেকে অক্সিজেন নির্গমন পরীক্ষা।

29/06/2025

আজ সকালে লালমনিরহাটে ১৭ জন মাদক ব্যবসায়ি ও চোরাকারবারিকে আটক করে পুলিশ।

29/06/2025

মুরাদনগরে হিন্দু নারীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী ও তার ৪ সাঙ্গাত আটক।

Address

Patgram
1000

Alerts

Be the first to know and let us send you an email when Goldenage24.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Goldenage24.com:

Share