21/02/2024
ব্রাজিলের হয়ে নেইমার জুনিয়র : - 🇧🇷
ম্যাচ: ১২৫ টা
জয় : ৯১ টা
গোল: ৭৯ (ব্রাজিলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা)
এসিস্ট: ৫৬ (ফুটবল ইতিহাসে সর্বোচ্চ)👑
পুরো বছর ইনজুরির সাথে যুদ্ধ করা খেলোয়াড়ের এমন রেকর্ড দেখ অবাক হবেন না, কারণ নামটা তার নেইমার, ব্রাজিলের একজন জীবন্ত কিংবদন্তীর তিনি।
১৯ বছর বয়সী নেইমার যখন দুর্দান্ত পায়ে বল নিয়ে দৌরাতো ব্রাজিলের খেলা চলাকালীন, তখন এই খেলোয়াড়ের পায়ের জাদুতে মুগ্ধ হয়ে বন্ধুদের বলেছিলাম "একজন ফুটবল ফ্যান হলে নেইমার ফ্যান হওয়া উচিত" 🇧🇷👑
তিনি আমার কাছে একজন ইমোশন, তিনি আমার কাছে একজন কিংবদন্তী ❤️🔥
আবারো তোমার পায়ের জাদুতে মুগ্ধ হতে চাই, Come back Boss 🤙☺️