অভিমানী রাজকন্যা

অভিমানী রাজকন্যা আল্লাহুমা ইন্নী আসআলুকা মিন্ ফাদ্বলিক!

অর্থ: হে আল্লাহ, আপনি আমার ভাগ্যকে কল্যানকর ভাবে পরিবর্তন করে দিন!'🖤 🥀
(4)

কোনো একদিন আমি আমার ব্যক্তিগত চাঁদ কে নিয়ে আকাশের ওই মিষ্টি কুমড়া টা কে দেখবো 🌚🔪
04/11/2025

কোনো একদিন আমি আমার ব্যক্তিগত চাঁদ কে নিয়ে আকাশের ওই মিষ্টি কুমড়া টা কে দেখবো 🌚🔪

_"কথার সুখ মানুষকে যত'টা মানসিক সুখ এনে দেয়,আবার ততটা দুঃখ'ও দেয় বটে ...!! 🥀💔
04/11/2025

_"কথার সুখ মানুষকে যত'টা মানসিক সুখ এনে দেয়,আবার ততটা দুঃখ'ও দেয় বটে ...!! 🥀💔

আমি ত্যাড়া ত্যাড়া কথা বলে যে ঝামেলা লাগাতে পারবো তা আপনি...!মারামারি করেও লাগাইতে পারবেন না ....🙂
03/11/2025

আমি ত্যাড়া ত্যাড়া কথা বলে যে ঝামেলা লাগাতে পারবো তা আপনি...!

মারামারি করেও লাগাইতে পারবেন না ....🙂

শুধু বাল্য বিবাহ না,, বাল্য প্রেম ও বন্ধ করতে হবে,আমার হিংসা হয়...!! 🫤🤨
03/11/2025

শুধু বাল্য বিবাহ না,, বাল্য প্রেম ও বন্ধ করতে হবে,আমার হিংসা হয়...!! 🫤🤨

ছ্যাকা তো তখনই খাই!!..যখন মোবাইলটা চার্জে দিয়াবাইরে থেকে ২-৩ ঘন্টা ঘুইরা আইসা দেখিচুইসটায় দিতে ভুলে গেছি।..😕🙂
03/11/2025

ছ্যাকা তো তখনই খাই!!..
যখন মোবাইলটা চার্জে দিয়া
বাইরে থেকে ২-৩ ঘন্টা ঘুইরা আইসা দেখি
চুইসটায় দিতে ভুলে গেছি।..😕🙂

মিথ্যা প্রশংসা শুনে ধোকা খেও না। কোনো ব্যক্তি যখন তোমার এমন গুন গায়, যা তোমার মাঝে নেই, তবে ধরে নাও যে__সে তোমার নিন্দা...
02/11/2025

মিথ্যা প্রশংসা শুনে ধোকা খেও না। কোনো ব্যক্তি যখন তোমার এমন গুন গায়, যা তোমার মাঝে নেই, তবে ধরে নাও যে__সে তোমার নিন্দা করতে গিয়েও এমন কথা বলবে, যা আদৌ তোমার মাঝে নেই। ❤️‍🩹

___ওয়াহহাব ইবনু মুনাব্বিহ (রহ.)

আপনার সন্তানদেরকে তাওহীদ শিক্ষা দিন, তাদেরকে এই প্রশ্নগুলো বারবার করার মাধ্যমে:আপনার সন্তানদেরকে তাওহীদ শিক্ষা দিন, তাদে...
02/11/2025

আপনার সন্তানদেরকে তাওহীদ শিক্ষা দিন, তাদেরকে এই প্রশ্নগুলো বারবার করার মাধ্যমে:
আপনার সন্তানদেরকে তাওহীদ শিক্ষা দিন, তাদেরকে এই প্রশ্নগুলো বারবার করার মাধ্যমে:
প্রশ্ন ১: আল্লাহ কোথায়?
উত্তর: আকাশে (সবকিছুর ঊর্ধ্বে বা আরশের উপরে)।
প্রশ্ন ২: আল্লাহ যে আরশের উপর রয়েছেন, এর স্বপক্ষে কুরআনের দলীল কী?
উত্তর: الرَّحْمَنُ عَلَى الْعَرْشِ اسْتَوَىٰ"রহমান (আল্লাহ) আরশের উপর উঠেছেন।" [কুর‘আনুল কারীমঃ সূরাহ্ (২০) ত্বা-হা, আয়াত নং ৫।]
প্রশ্ন ৩: "اسْتَوَىٰ (ইস্তাওয়া)" শব্দের অর্থ কী?
উত্তর: ঊর্ধ্বে ওঠা ও সমুন্নত হওয়া (বাস্তব অর্থে; রূপক অর্থে নয়)।
প্রশ্ন ৪: আমরা আমাদের আক্বীদাহ কোথা থেকে গ্রহণ করি?
উত্তর: কুরআন, সুন্নাহ ও আছার (সাহাবা ও তাবেঈনদের বাণী ও কর্ম) থেকে।
প্রশ্ন ৫: আল্লাহ তা‘আলা জিন ও ইনসান (মানুষ)-কে কেন সৃষ্টি করেছেন?
উত্তর: কেবলমাত্র তাঁর ইবাদতের জন্য, তাঁর সাথে কোনো শরীক না করে।
প্রশ্ন ৬: আল্লাহ যে জিন ও ইনসানকে তাঁর ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, এর স্বপক্ষে কুরআনের দলীল কী?
উত্তর: وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ "আর আমি জিনজাতি ও মানবজাতিকে 'তারা আমারই কেবলমাত্র ইবাদত করবে' এই উদ্দেশ্য ব্যতীত সৃষ্টি করিনি।" [কুর‘আনুল কারীমঃ সূরাহ্ (৫১) যারিয়াত, আয়াত নং ৫৬।]
প্রশ্ন ৭: "ইয়াবুদূন" শব্দের অর্থ কী?
উত্তর: তারা তাওহীদ (একত্ববাদ) প্রতিষ্ঠা করবে এবং আনুগত্য করবে।
প্রশ্ন ৮: "লা ইলাহা ইল্লাল্লাহ" এর অর্থ কী?
উত্তর: আল্লাহ ছাড়া সত্য কোনো মা‘বূদ নেই।
প্রশ্ন ৯: সবচেয়ে বড় ইবাদত কোনটি?
উত্তর: তাওহীদ (একত্ববাদ)।
প্রশ্ন ১০: সবচেয়ে বড় যুলম কোনটি?
উত্তর: শিরক (আল্লাহর সাথে শরীক করা)।
প্রশ্ন ১১: তাওহীদ কী?
উত্তর: ইবাদতের ক্ষেত্রে আল্লাহকে একক করা।
প্রশ্ন ১২: শিরক কী?
উত্তর: আল্লাহর সাথে অন্য কারো ইবাদত করা।
প্রশ্ন ১৩: তাওহীদের কত প্রকার?
উত্তর: তিন প্রকার।
প্রশ্ন ১৪: তাওহীদের প্রকারগুলো কী কী?
উত্তর: রুবূবিয়্যাহ (কর্তৃত্ব ও প্রতিপালন), উবূদিয়্যাহ বা উলূহিয়্যাহ (ইবাদত), এবং আসমা’ ওয়াস সিফাত (আল্লাহর সুন্দর নামসমূহ ও গুণাবলী)।
প্রশ্ন ১৫: "তাওহীদুর রুবূবিয়্যাহ"-এর সংজ্ঞা কী?
উত্তর: আল্লাহর কর্মসমূহের ক্ষেত্রে তাঁকে একক করা, যেমন সৃষ্টি করা, রিযিক দেওয়া ও পরিচালনা করা।
প্রশ্ন ১৬: "তাওহীদুল উবূদিয়্যাহ বা উলূহিয়্যাহ"-এর সংজ্ঞা কী?
উত্তর: বান্দাদের কর্মসমূহের ক্ষেত্রে আল্লাহকে একক করা, যেমন দু‘আ করা, যবাই করা ও সিজদা করা ইত্যাদি এগুলো কেবল আল্লাহর জন্যই নিসবত করা।
প্রশ্ন ১৭: আল্লাহর কি নাম ও গুণাবলী রয়েছে?
উত্তর: হ্যাঁ, তাঁর ঐসব নাম ও গুণাবলী রয়েছে, যা তিনি নিজের জন্য বর্ণনা করেছেন এবং যা নবীজি ﷺ বর্ণনা করেছেন।
প্রশ্ন ১৮: আমরা আল্লাহর নাম ও গুণাবলী কোথা থেকে গ্রহণ করি?
উত্তর: কুরআন ও সুন্নাহ থেকে।
প্রশ্ন ১৯: আল্লাহর গুণাবলী কি মাখলূকের (সৃষ্ট বস্তুর) গুণাবলীর অনুরূপ?
উত্তর: আল্লাহর গুণাবলী তাদের মূলত্বে মাখলূকের গুণাবলীর মতো নয় (যদিও মাঝে মাঝে তাদের নাম একই রকম হতে পারে)।
প্রশ্ন ২০: আল্লাহর গুণাবলী যে মাখলূকের (সৃষ্ট বস্তুর) গুণাবলীর মতো নয়, এর স্বপক্ষে কুরআনের দলীল কী?
উত্তর: لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ ۖ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ "কোনো কিছুই তাঁর অনুরূপ নয়; তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা।" [কুর‘আনুল কারীমঃ সূরাহ্ (৪২) শূরা, আয়াত নং ১১।]
প্রশ্ন ২১: কুরআন কী?
উত্তর: কুরআন হলো আল্লাহ তা‘আলার কালাম (কথা)।
প্রশ্ন ২২: কুরআন কি নাযিলকৃত, নাকি সৃষ্ট?
উত্তর: নাযিলকৃত এবং এটি প্রকৃতপক্ষে আল্লাহর কালাম (শব্দ ও অর্থে)।
প্রশ্ন ২৩: আল-বা‘ছ (পুনরুত্থান) কী?
উত্তর: মৃত্যুর পর মানুষদের জীবিত করা।
প্রশ্ন ২৪: যারা পুনরুত্থানকে অস্বীকার করে, তাদের কুফরীর স্বপক্ষে কুরআনের দলীল কী?
উত্তর: زَعَمَ الَّذِينَ كَفَرُوا أَنْ لَنْ يُبْعَثُوا "কাফিররা ধারণা করে যে, তাদেরকে কখনও পুনরুত্থিত করা হবে না।" [কুর‘আনুল কারীমঃ সূরাহ্ (৬৪) তাগাবুন, আয়াত নং ৭।]
প্রশ্ন ২৫: আল্লাহ যে আমাদেরকে পুনরুত্থিত করবেন, এর স্বপক্ষে কুরআনের দলীল কী?
উত্তর: قُلْ بَلَىٰ وَرَبِّي لَتُبْعَثُنَّ "বলুন, হ্যাঁ, আমার রবের শপথ! তোমরা অবশ্যই অবশ্যই পুনরুত্থিত হবে।" [কুর‘আনুল কারীমঃ সূরাহ্ (৩৪) সাবা, আয়াত নং ৩।]
প্রশ্ন ২৬: "আল-ইসলাম" শব্দের অর্থ কী?
উত্তর: তাওহীদের মাধ্যমে আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, তাঁর আনুগত্যের মাধ্যমে অনুগত থাকা এবং শিরক ও তার অনুসারীদের থেকে নিজেকে মুক্ত রাখা।

উল্লেখ্য যে, এ পোস্টকে আপনাদের টাইমলাইনের পিন পোস্ট করে রাখতে পারেন, যাতে আকীদার ছোটখাটো বিষয়গুলো ব্যাপক হারে প্রচারিত হয়। কেননা আমরা জানি অধিকাংশ মানুষ এসব বিষয়ে অজ্ঞ।

✍️ ফাহাদ ইবনু ইব্রাহীম ইবনি আহমাদ

দাম্পত্য জীবনে সুখের চাবিকাঠি হল উভয় উভয় কে বুঝতে পারা❤️স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়। তার আত্মিক ...
02/11/2025

দাম্পত্য জীবনে সুখের
চাবিকাঠি হল উভয় উভয় কে বুঝতে পারা❤️

স্ত্রীকে ভালো রাখার মানেই ভালো খাবার আর বাসস্থান নয়।

তার আত্মিক শান্তিটা খুবই জরুরী।
সবাই বিলাসিতায় সুখী হয়না,একজন স্বামী মানে যার হাত ধরে তার স্ত্রী সব ছেড়ে আজীবন কাটিয়ে দিবে,যার ফলে তার সর্বগুণ থাকা প্রয়োজন। অথচ সমাজ স্ত্রীর পেছনে লেগে থাকে তাকে জ্যাজ করতে।

আপনি জানেননা আপনার স্ত্রীর ত্যাগের গল্প,
আপনার চোখে সে সর্বসুখী।এরকম হলে সমস্যা আপনার চোখের,সাথে অন্তরেরও। আপনি আসলে তাকে উপলব্ধি করতে পারেননা।
একটা স্বামী শুধু জীবন সঙ্গীই নয়,বরং বাবা মায়ের স্নেহেরও অংশীদার, স্ত্রীর উত্তম বন্ধু,অথচ আপনার মধ্যে ইগো কাজ করে।

স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জ্বলে
তাহলে বুঝে নিন শয়তান আপনাকে অহংকারে কাবু করে ফেলেছে।

স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে তদ্রুপ স্বামীর প্রতিও স্ত্রীর পূর্ণ হক্ব রয়েছে।সংসার জীবনে কলহ আসবেই কিন্তু সেই কলহে জবান দিয়ে যেন এমন কিছু বের যেন নাহয় যেটা সাংসারিক জীবটায় বিষাদ করে দেয়।জীবন কেটে যাবে কিন্তু জবানের কষ্টের ঘাঁ কোনো মলমেই শুকাবে না।

স্ত্রী অনুভুতি গুলো তার হয়ে ভাবলে বুঝতেন তাকে।বিশ্বাস করুন জগতের সব নারীই ভালোবাসা, আদর ও আহ্লাদের কাঙাল। এসব দিয়েই প্রতিটি নারীকে সহজেই কাবু করা যায়।

আপনি একটু ভাবুন,স্ত্রীর পরিবার থেকে কেউ আপনার বিরুদ্ধে কিছু বললে আপনি মারাত্মক চটে যাবেন।হয়তো কোনোদিন শ্বশুর বাড়ি পা রাখবেননা। অথচ প্রতিনিয়ত আপনার স্ত্রীর সাথে এটায় হয়ে চলে। যেখানে আপনিই পারেননা ফ্যামিলি ছাড়া কাউকে আপন করতে সেখানে তার ওপর কিভাবে চাপিয়ে দেন?

মেয়ে বলে? মেয়ে বলে কি মানুষ না? আপনিও যেই মায়ের সন্তান সেও মায়েরই সন্তান বরং বাবার রাজকুমারিও। আচ্ছা কোন আইনে লেখা একটা মেয়েকে এসব সহ্য করতেই হবে? স্ত্রীকে সম্মান দিতে শিখুন

একজন স্বামীকে খুব বেশিই সাপোর্টিভ হতে হয়। উত্তম জীবনসঙ্গী না পেলে জীবনটা এতো বেশি তিক্ত হয়!!!
এটাও ঠিক সবার নসীবে সব জোটেনা।থাকনা অপূর্ণ, চলুক এভাবেই!!
এইতো কয়টা দিন, মৃত্যু আসলেই তো সব শেষ...

আল্লাহ সবাই কে বুজবার তৌফিক দিক, আর উওম জীবন সাথী দান করুক আমিন,

এখন হৃদয়কে মে'রে ফেলা শিখতে হবে, আর কোনো আকাঙ্খা নয়...!
01/11/2025

এখন হৃদয়কে মে'রে ফেলা শিখতে হবে,
আর কোনো আকাঙ্খা নয়...!

ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন;‎—“দুনিয়া হলো এক ছায়ার মতো তুমি যত তাকে ধরার চেষ্টা করবে, সে তত দূরে সরে যাবে। কিন্তু তু...
01/11/2025

ইমাম ইবনুল কাইয়্যিম (রহ.) বলেন;
‎—“দুনিয়া হলো এক ছায়ার মতো তুমি যত তাকে ধরার চেষ্টা করবে, সে তত দূরে সরে যাবে। কিন্তু তুমি যদি আখিরাতের দিকে অগ্রসর হও, দুনিয়া তোমার পেছনে আসবে।”
‎[আল-ফাওয়ায়িদ, পৃষ্ঠা- ৬৩]

‎অর্থ: দুনিয়ার পেছনে ছুটলে শান্তি পাওয়া যায় না, কিন্তু আখিরাতের উদ্দেশ্যে চললে দুনিয়া নিজেই সহজ হয়ে যায়।

নিজের হাশরের দিকে তাকালে দেখি গুনাহের ভারে নুয়ে আছে আমার মিজান.!💔🥲
01/11/2025

নিজের হাশরের দিকে তাকালে দেখি গুনাহের ভারে নুয়ে আছে আমার মিজান.!💔🥲

আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসুল (সঃ)
01/11/2025

আমার সব আয়োজন তোমায় ঘিরে হে রাসুল (সঃ)

Address

Patgram

Website

Alerts

Be the first to know and let us send you an email when অভিমানী রাজকন্যা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অভিমানী রাজকন্যা:

Share