BIKE the FRIST CRUSH

BIKE the FRIST CRUSH The more the suffering, the nearer the happiness...

11/09/2024

গত 5 বছরে আর্জেন্টিনা খেলেছে 65 ম্যাচ। হেরেছে 3 টি, 10 টা ড্র, 52 টা জয়।
এদিকে গত 6 ম্যাচের 5 টা হেরে বসে আছে ব্রাজিল ...
বিশ্বকাপ বাছাই পর্ব থেকে ছিটকে পড়ার সম্ভবনা রয়েছে অনেক।

এর পরেও যদি বলেন 5 বারের বিশ্বকাপ জয়ীরাই এখনো সেরার সেরা......
তাহলে আর কি বলব.... অনেকেই তো প্রেমে অন্ধ হয়, মসজিদে সিন্নি দেই, পাগলা বাবার মাজারে যায়..... তাদের মতোই আপনিও....😜😜

এই মালোয়ান এর জন্য দুইটা লাইন বলে যান......😜😜
11/09/2024

এই মালোয়ান এর জন্য দুইটা লাইন বলে যান......😜😜

10/09/2024

উনার ব্যক্তিত্ব উনার কথার মধ্যেই প্রকাশ পাই....
আল্লাহ্ উনাকে হে ফাজত করুক...

07/09/2024

আমার মতে সরকারি চাকরির জন্য কোনো বয়স থাকার দরকার নেই...
শুধু নিয়ম কিছু বদলে দিলেই হবে...
কোনো প্রভিডেন্ট ফান্ড রাখার দরকার নেই..
যে যতদিন পর্যন্ত চাকরি করতে পারবে সর্বোচ্চ বয়স এর নিয়ম অনুযায়ী তাকে ততদিন পর্যন্ত চাকরি করতে দেয়া দরকার।

প্রভিডেন্ট ফান্ড না থাকলে চাকরির প্রতি যেমন উৎসাহ কমবে তেমন যার যার যোগ্যতা আছে সে চাকরি পেতে পারবে...

সহজ সমাধান......❤️❤️

05/09/2024

একজন ছাত্র সমন্বয়ক সড়ক দুর্ঘটনার মারা যাওয়ায় যারা আলহামদুলিল্লাহ বলছেন...
জেনে রাখুন আপনার নেত্রী কেনো তার চোদ্দ গুষ্ঠি মিলেও চেষ্টা করে আর ক্ষমতায় আসতে পারবে না বাঙালি জাতি থাকা পর্যন্ত...

খোলা কথা,
অতো আসা করোনা বুড়ো...
করে মুতে এসে শুয়ে পড়ো...

অন্য দেশ আর পাইলো না
05/09/2024

অন্য দেশ আর পাইলো না

52এর আদলে 24 এর কাহিনী আকানো ছিলো
18/07/2024

52এর আদলে 24 এর কাহিনী আকানো ছিলো

লড়ো ——না লড়তে পারলে বলো ।না বলতে পারলে লেখো ।না লিখতে পারলে সঙ্গ দাও ।না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল ব...
18/07/2024

লড়ো ——
না লড়তে পারলে বলো ।
না বলতে পারলে লেখো ।
না লিখতে পারলে সঙ্গ দাও ।
না সঙ্গ দিতে পারলে যারা এগুলো করছে তাদের মনোবল বাড়াও ।
যদি তাও না পারো যে পারছে তার মনোবল কমিও না ।
কারণ, সে তোমার ভাগের লড়াই লড়ছে..........চায়লাম অধিকার
বানাই দিল রাজাকার
এই রক্তাক্ত ১৫ ই জুলাই আমরা কখনোই ভুলবো না...........দিন আসে দিন যায়, কালের পরিক্রমায় সবকিছু সাদাকালো থেকে রঙিন হয়,
ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে। সবকিছুই বদলে যায়, প্রেক্ষাপট বদলে যায়।
শুধু বদলায় না আমাদের মনোবল,
আমাদের অধিকার আদায়ের লড়াই,
আমাদের ভেতরকার সুপ্ত আগ্নেয়গিরি আর কিছু শব্দের মেলা।
“আসছে ফাল্গুনে আমরা কিন্তু দ্বিগুণ হবো।”
―জহির রায়হান , আরেক ফাল্গুন।
১৯৫২ থেকে ২০২৪। ৭২ বছর! কিচ্ছু বদলায়নি শুধু সাদাকালো হতে রঙিন হতে পেরেছি..........মনে হচ্ছে দেশটা আবার স্বাধীন করতে হবে..........লাখো শহিদের র-ক্তে কেনা
দেশটা কারোর বাপের না।
কোটা পদ্ধতি বাতিল হোক
মেধাবীদের মূল্যায়ন হোক"
পিতার নামে কন্যা খাচ্ছে, কন্যার নামে নাতি,
নাতির নামে পুতি খাবে, উপোশ থাকবে জাতি...
বাবার পেশা ছেলে পাবে, ছেলের পরে নাতি,
চাষার ছেলে চাষাই রবে, কোটায় গড়া জাতি!”
কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা সুযোগ পাক......✊✊✊✊✊✊✊✊রিয়াল মাদ্রিদের সাদা জার্সিটা ঘামে ভিজবে,কাদায় কর্দমাক্ত হয়ে যাবে, রক্তে ভিজে সাদা জার্সি লাল হয়ে যাবে তবু পরাজয়ের গ্লানি মেনে নিবেনা।
সান্তিয়াগো বার্ণাব্যুর কথাটা এখানে এসে মিলে গেলো..........এটা কি ১৯৭১ নাকি ২০২৪
আমার বাংলাদেশ 🥺💔..........ভাষা শহীদের কে দেখি নি,,
দেখেছি আবু সাঈদ ভাই কে!🫡..........তুমি কে? আমি কে?
"রাজাকার, রাজাকার"
"পা চাটলে সঙ্গী, না চাটলে জ'ঙ্গি"
যদি চাও অধিকার, হয়ে যাবে রাজাকার।
তিনি কে, তারা কে?
"স্বৈরাচার স্বৈরাচার"
"কোটা প্রথা নিপাত যাক, মেধাবীরা মুক্তি পাক"
"লাখো শহিদের র'ক্তে কেনা, দেশটা কারোর বাপের না...........কোটার জন্য লড়াই শুধু বর্তমান প্রজন্মের জন্য নয়।
এইটা ভবিষ্যত প্রজন্মের জন্য উপকারে আসবে,
মূখ্য ছাএলীগ, তোদের ভবিষ্যত নষ্ট তো করছোছ,
তোদের ছেলে,নাতি,পুতির ভবিষ্যত নষ্ট করার জন্য উঠে পরে লাগছোছ।🥺
বর্তমান সরকারের কথা অনুযায়ী তুমি ছাএলীগ নেতা,তুমি বুকে হাত দিয়ে বলতে পারবে তুমি রাজাকার নাহ..........ছাত্ররা হেরে গেলে বাংলাদেশ আর কখনো শিক্ষার আলোর পথ দেখবে না
জেগে ওঠো রাজাকার পাল্টাতে হবে সরকার.✊✊..........আজকের এই গোধূলী নান্দনিকতা নয়....
বিদ্রোহের রক্তিম বর্ণে বর্ণিত হয়ে বলে গেলো...বিজয় আবারো আসবে তোমাদেরই হাত ধরে ইনশাআল্লাহ।
ইতিহাসে লাল অক্ষরে লেখা থাকবে ১৫ জুলাই ২০২৪..........আমি ১৯৫২ ছাত্রদল দেখিনাই তবে ২০২৪ ছাত্রদল দেখেছি........... কোন এক মেয়ের পেট থেকে জন্ম নেওয়ার ছেলে টাও
আজ রাজ পথে অন্য মেয়ের গায়ে হাত তুলেছে
আমার দেশ আজ লজ্জিত.......... আমি ১৯৫২ সালে রফিক
জব্বার
সালাম
বরকত
শফিউর কে দেখিনি
আমি ২০২৪ সালে রাফি
ওয়াসিম
সাইদ
আদনান
আসিফ কে দেখেছি ভাষা শহীদের কে দেখি নি,,
দেখেছি আবু সাঈদ ভাই কে..................এটা কি ১৯৭১ নাকি ২০২৪
আমার বাংলাদেশ 🥺💔

17/07/2024

Address

Patgram

Telephone

+8801761514689

Website

Alerts

Be the first to know and let us send you an email when BIKE the FRIST CRUSH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share