
01/07/2025
আমরা চাই প্রিয় মানুষটা আমাদের সময় দিক, গুরুত্ব দিক, প্রতিটি মুহুর্ত আমাদের সাথে ভাগ করে নিক। ভেতরে ভেতরে এই চাহিদা তৈরি হয় নিঃশব্দে। আর যখন সেই প্রত্যাশা পূরন হয় না, তখনই জন্ম নেয় অভিমান। ছোট ছোট উপেক্ষা, সময় না দেওয়া বদলে যাওয়া আচরন-সব মিলিয়ে মনটা ভারী হয়ে ওঠে। সেই অভিমান দিনদিন বাড়তে থাকে,জমা হতে হতে একসময় অভিযোগ এর জন্ম হয়। এই অভিমান অভিযোগ বাড়তে বাড়তে একময় মনে হয় সব শেষ।
এই ভাবনা এতোটাই তিব্র হয়ে উঠে যে, তখন আমরা আজাইরা কিছু অপ্রাসঙ্গিক আচরন করতে থাকি। হঠাৎ রাগ,তুচ্ছ বিষয়ে অভিমান, কারো সাথে বেশি মিশলে হিংসা হওয়া- সবকিছুই সৃষ্টি হয় ভয় থেকে,হারিয়ে ফেলার আতঙ্ক থেকে।
কিন্তু দুঃখজনক এই যে, প্রিয় মানুষ আমাদের এই ভয়টা বোঝে না। বরং সে ধিরে ধিরে বিরক্ত হতে শুরু করে। প্রতিদিনের অভিযোগ, বারবার অভিমান, একজন মানুষকে টানাপোড়েনে তাকে ক্লান্ত করে তোলে। তখন সে একসময় বুঝিয়ে দেয় এই সম্পর্কটা আর ভালো নেই। একসময় সে বেরিয়ে যেতে চায়। যে মানুষটাকে এতো ভালোবেসে আগলে রাখতে চেয়েছিলেন, তাকে নিয়েই একসময় সম্পর্ক বিষিয়ে ওঠে।।
অতঃপর বিচ্ছেদ! 😅