S.News ২৪

S.News ২৪ S.News ২৪
আপনার কথা বলে।
সত্যে ও বস্তুনিষ্ঠ সংবাদ সব সময়।

রাজশাহী বাঘার বাবুকে আটক করেছে কলকাতা পুলিশ, তাদের দাবি রুগি সেজে এসে চোরাই মোবাইল এর কারবার করতো সে।সুত্র TV9 বাংলা
04/08/2025

রাজশাহী বাঘার বাবুকে আটক করেছে কলকাতা পুলিশ, তাদের দাবি রুগি সেজে এসে চোরাই মোবাইল এর কারবার করতো সে।
সুত্র TV9 বাংলা

রাজশাহীর পুঠিয়ায় যুবকের লাশ উদ্ধাররাজশাহীর পুঠিয়া উপজেলায় কাজল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার ঝল...
04/08/2025

রাজশাহীর পুঠিয়ায় যুবকের লাশ উদ্ধার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় কাজল (২৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। তিনি উপজেলার ঝলমলিয়া গ্রামের জামানের ছেলে।

"আমি আমার বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি সরাবো না"রাজনৈতিক পট এবং সরকার পরিবর্তনের পর সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান থেকে ব...
04/08/2025

"আমি আমার বিদ্যালয় থেকে বঙ্গবন্ধুর ছবি সরাবো না"

রাজনৈতিক পট এবং সরকার পরিবর্তনের পর সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সরিয়ে ফেলা হয়েছে। তবে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সোনারগোপ রমেশচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দেয়ালে এখনো তাঁর ছবি টাঙানো রয়েছে।

এ প্রসঙ্গে বিদ্যালয়টির প্রধান শিক্ষক শামিমা ইয়াছমিন বলেন, "আমি একজন মুক্তিযোদ্ধার মেয়ে। বঙ্গবন্ধু না হলে স্বাধীন বাংলাদেশ হতো না। তাই আমি আমার বিদ্যালয় থেকে তাঁর ছবি সরাবো না। কেউ যদি বঙ্গবন্ধুর ছবি সরাতে চায়, তাহলে নিজে এসে সরাবে। আমার হাত দিয়ে এই ছবি সরানো হবে না।"

তথ্য ও ছবি : ইত্তেফাক।

৮ জোড়া ট্রেন ভাড়া  ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে ছাত্র-জনতাকে আনতে...
03/08/2025

৮ জোড়া ট্রেন ভাড়া ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ অনুষ্ঠানে ছাত্র-জনতাকে আনতে...

ভারতের বিখ্যাত ডাক্তার দেবী শেঠীর কাছে...চিকিৎসা নিয়ে পা হারালেন রুগি হার্টে ব্লক হয়েছিল। গিয়েছিলেন দেবী শেঠীর কাছে। যদি...
03/08/2025

ভারতের বিখ্যাত ডাক্তার দেবী শেঠীর কাছে...চিকিৎসা নিয়ে পা হারালেন রুগি

হার্টে ব্লক হয়েছিল। গিয়েছিলেন দেবী শেঠীর কাছে। যদিও কথিত আছে, ওনার টিম কেবল অপারেশন করে, উনি করেন না। যা হোক, অপারেশন হলো। সফল অপারেশন। দেখতে দেখতে দেশে ফেরার সময় হয়ে গেল। সম্ভবত অপারেশনের ৮ম দিন। এমন সময় পায়ে একটু ব্যথা, ঠান্ডা হয়ে যাওয়া। দুই পায়েই।

প্রথমটায় কেউই পাত্তা দেননি। যখন দিলেন ততক্ষণে অনেক দেরি। পায়ে সাডেন ব্লক হয়ে নষ্ট হয়ে গেছে। অ্যাকিউট লিম্ব ইস্কেমিয়া। সিদ্ধান্ত দেওয়া হলো, ডান পা হাঁটুর নিচে আর বাম পায়ের পাতার গোড়ালির সামনে থেকে কেটে ফেলতে হবে! রোগীর মেয়ে নিজেও ডাক্তার। বিষয়টা মেনে নিতে পারলেন না। পারবেন কী করে! এসেছেন হার্টের বাইপাস করতে, এখন দুই পা হারানোর ঝুঁকি।

একটা কমপ্লেইন লিখে সরাসরি দেশে ফিরে এলেন। দেশে ফিরে আমাদের আন্ডারে ভর্তি হলেন। মেডিকেল বোর্ড করলাম। চিকিৎসা শুরু হলো। না, পা আর কাটতে হয়নি। তবে পায়ের পাতার কিছু অংশ দুপাশেই হারাতে হয়েছে। তবুও তিনি মহাখুশি। কারণ তার চাওয়া ছিল কষ্ট হলেও নিজের পায়ে হাটতে চান।

রোগীরা ব্যথা পায়, ডুকরে কাঁদে, নীরবে কাঁদে। আমার এই রোগীর কান্নার শব্দ শুনি নাই। নীরবে শুধু অশ্রু ঝরাতে দেখেছি। দুটো পা হারাতে হবে এটা তিনি মেনে নিতে পারছিলেন না। কেউই পারার কথা না।

আজ এসেছিলেন প্রায় ৫ বছর পরে। নিজপায়ে হেটে। সঙ্গী এই বিশেষ জুতা। নিজের বিজনেস নিজেই দেখভাল করছেন। স্বাধীনভাবে চলাফেরা করছেন। এতেই যেন শান্তি তার।

গল্পটা আগেই লিখতে পারতাম। রোগী, রোগীর লোকের ভিডিও আগেই আপলোড করতে পারতাম। কিন্তু সাহস পাইনি। সত্যি বলতে আগ্রহ পাইনি। দেবী শেঠীর কাছে বাইপাস অপারেশন করতে গিয়ে পা হারিয়ে এসেছেন, এমন সংবাদ মার্কেট পাবে না। মানুষ খাবে না।

ভুল আমাদেরও হয়। হয় জটিলতা। তবে সবচেয়ে বেশি হয় সফলতা বা সাকসেস। এই সাকসেসের খবরগুলো এ দেশে মার্কেট পায় না। যতটা মার্কেট পায় ভুল চিকিৎসার তকমা পাওয়া বেশিরভাগ জানা জটিলতাগুলো। চিকিৎসা মানেই কেবল চিকিৎসক নয়। চিকিৎসক কেবল অন্যতম একটা উপাদান। প্রয়োজন দক্ষ নার্স থেকে শুরু করে সব স্বাস্থ্যসেবক। সবার ওপরে প্রয়োজন গুড গভর্নেস, যেখানে স্বাস্থ্যখাত অগ্রাধিকার পাবে।

দেশের মানুষ দেশেই চিকিৎসা নিতে চায়। দেশি মুরগি, দেশি পেঁয়াজের মতো প্রয়োজনে বেশি দামে নিতে চায়। দরকার শুধু তাদের আস্থার জায়গাটা তৈরি করা। এই জায়গাটা তৈরি করতে আন্তরিকতার সাথে সবার এগিয়ে আসা জরুরি। শুধু চিকিৎসকের ওপর অঙুলি তুলে নিজের দায় শোধ করা যায় না।

(লেখা ও ছবি ডা. সাকলায়েন রাসেলের ফেসবুক আইডি থেকে নেওয়া)

সুত্র Rtvnews

রাজশাহীর বাঘায় তীব্র বিদ্যুৎ ঝলকে ও বজ্রপাতে ১১টি মহিষ নি**ত হয়েছে।শনিবার (৩ আগস্ট) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার চৌমাদিয়...
03/08/2025

রাজশাহীর বাঘায় তীব্র বিদ্যুৎ ঝলকে ও বজ্রপাতে ১১টি মহিষ নি**ত হয়েছে।

শনিবার (৩ আগস্ট) রাত সাড়ে তিনটার দিকে উপজেলার চৌমাদিয়া গ্রামের বাংলা বাজার চরে অবস্থিত একটি বাতান বাড়িতে এই ঘটনা ঘটে ।

দুর্ঘটনাকবলিত ওই বাতান বাড়িটি নতুন নির্মিত। পদ্মা নদীর ভাঙনের প্রভাব থেকে বাঁচতে নবীর আলী শেখ নামের একজন ব্যক্তি এই বাতাস বাড়িতে মহিষগুলো রাখছিলেন।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী, সারা রাত প্রচণ্ড বৃষ্টির সময় ব-জ্র-পাত শুরু হলে মুহূর্তেই বাজে গর্জন এবং তীব্র বিদ্যুৎ ঝলকে মহিষগুলো তৎক্ষণাৎ নীরব হয়ে পড়ে। পরে কোনো ভাবেই মহিষগুলোর প্রা-ণ র-ক্ষা করা যায়নি। পরবর্তীকালে মৃ-ত-দেহ-গুলো নদীতে ভাসিয়ে দেওয়া হয়।

মালিক নবীর আলী শেখ দাবি করেছেন, এককালে এই ১১টি মহিষের বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। বজ্রপাতের ফলে সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়ে তিনি নিজেকে নিঃস্ব অনুভব করেন। প্রতিপাদ্য ক্ষ-তি তাঁকে কঠিন সংকটে ফেলেছে।

চকরাজাপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চেয়ারম্যান আবদুর রহমান মুঠোফোনে জানান, নদীমাতার এই চরাঞ্চলে বৃষ্টিতে শতবার বজ্রপাত ঘটেছে। আবার মহিষ রাখার মতো প্রথা ক্রমশই উন্নয়ন ও নিরাপত্তা ব্যবস্থার অভাবে একই বিপদের সৃষ্টি করে।

তিনি সতর্ক করেন, বিশেষ করে রাতের আকাশে বজ্র-পাত শোনা মাত্রই অন্তত ৩০ মিনিট সময় কাভার্ড বা ঘরের ভেতরে নিরাপদ আশ্রয়ে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বর্তমানে মালিক নবীর আলী বৃহস্পতিবার উপজেলা প্রাণিসম্পদ অফিসে ও ইউপি সদস্যের কাছে লিখিত অ-ভি-যোগ দিয়েছেন। তার দাবি ঘটনার যথাযথ তদন্ত, বাজারমূল্য হারে ক্ষতিপূরণ এবং ভবিষ্যতে নিরাপদ অবকাঠামো নির্মাণের ব্যবস্থা দ্রুত করতে — যাতে পুনরায় এমন বিপর্যয় সৃষ্টি না হয়।

মুরগির রানীক্ষেত রোগের ভ্যাকসিন উদ্ভাবন করলেন রাবি শিক্ষকরানীক্ষেত  ভাইরাসজনিত এমন একটি সংক্রামক রোগ, যার ভাইরাস মুরগির ...
03/08/2025

মুরগির রানীক্ষেত রোগের ভ্যাকসিন উদ্ভাবন করলেন রাবি শিক্ষক

রানীক্ষেত ভাইরাসজনিত এমন একটি সংক্রামক রোগ, যার ভাইরাস মুরগির দেহে ঢুকে ১৫ দিন পর্যন্ত সুপ্ত থাকতে পারে। পরে এটি যখন প্রকাশ পায় তখন পানি, খাবার, বাতাস, এমনকি মানুষের মাধ্যমে এক মুরগি থেকে অন্য মুরগিতে দ্রুত ছড়িয়ে পড়ে। কোনো খামারে এ রোগ ছড়িয়ে পড়লে অধিকাংশ মুরগি মারা যায়। ফলে এই রোগ নিয়ে সবসময় চিন্তিত থাকেন খামারীরা।

মুরগির এই রানীক্ষেত রোগ প্রতিরোধী ভ্যাকসিন উদ্ভাবন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্সেস বিভাগের সহযোগী অধ্যাপক শশি আহমেদ।

এরই মধ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের পর্যবেক্ষণ ও ল্যাবরেটরি পরীক্ষায় ভ্যাকসিনটির পর্যাপ্ত কার্যকারিতা পাওয়া গেছে।

তথ্য ও ছবি : জাগো নিউজ।

রাজশাহীতে বিরল ঘটনা: মিশন হাসপাতালে জন্ম নিল দুই মাথাওয়ালা নবজাতকরাজশাহী প্রতিনিধি:রাজশাহীতে বিরল এক ঘটনার জন্ম দিল রাজশ...
03/08/2025

রাজশাহীতে বিরল ঘটনা: মিশন হাসপাতালে জন্ম নিল দুই মাথাওয়ালা নবজাতক

রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীতে বিরল এক ঘটনার জন্ম দিল রাজশাহী মিশন হাসপাতাল। আজ শনিবার বিকেলে এখানে জন্ম নিয়েছে এক নবজাতক, যার রয়েছে দুটি মাথা। এ খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটি জন্মের পর থেকেই চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার শারীরিক অবস্থা স্থিতিশীল কিনা তা নিশ্চিত হতে বিশেষজ্ঞ দল কাজ করছে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, এ ধরনের জন্মকে চিকিৎসাবিজ্ঞানে কনজয়েন্ট টুইনস (Conjoined Twins) বলা হয়। সাধারণত এ ক্ষেত্রে দুটি মস্তিষ্ক থাকলেও শরীরের বেশিরভাগ অঙ্গপ্রত্যঙ্গ একত্রিত থাকে, যা চিকিৎসার দিক থেকে অত্যন্ত জটিল।

স্থানীয়রা এ বিরল ঘটনার খবর শুনে হাসপাতালে ভিড় জমাচ্ছেন। তবে চিকিৎসকরা শিশুর জন্য শান্ত পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, শিশুটির বেঁচে থাকার সম্ভাবনা তার অঙ্গপ্রত্যঙ্গের গঠন ও কার্যকারিতার ওপর নির্ভর করছে। প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য তাকে বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের প্রস্তুতি নেওয়া হতে পারে।

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে wcl champion সাউথ আফ্রিকা
02/08/2025

পাকিস্তানকে উড়িয়ে দিয়ে wcl champion সাউথ আফ্রিকা

রাজশাহীতে এক নবজাতকের দুই মাথা।
02/08/2025

রাজশাহীতে এক নবজাতকের দুই মাথা।

wcl ভারত বয়কট করলে পাকিস্তান সরাসরি ফাইনালে উঠে ফাপরের শেষ ছিল না। কিন্তু রেজাল্ট পাকিস্তান আবার বিড়ালের মত নেজ গুটিয়ে ব...
02/08/2025

wcl ভারত বয়কট করলে পাকিস্তান সরাসরি ফাইনালে উঠে ফাপরের শেষ ছিল না। কিন্তু রেজাল্ট পাকিস্তান আবার বিড়ালের মত নেজ গুটিয়ে বাড়ি।

WCL 2024: ফাইনালে পাকিস্তানকে হারিয়েছিল ভারত।

WCL 2025: ফাইনালে পাকিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা।

পাকিস্তান যেখানেই যায় সেখানেই পরাজয় বরণ করে 🥶

ভারত থেকে আশাবন্ধ হওয়াই এক ইনজেকশনের অভাবে ভুগছে লাখো পরিবার!ফ্লুয়েনএক্সোল ডিপোট ৪০, এই একটি ইনজেকশনের অভাবে ভুগছে লাখো ...
02/08/2025

ভারত থেকে আশাবন্ধ হওয়াই এক ইনজেকশনের অভাবে ভুগছে লাখো পরিবার!

ফ্লুয়েনএক্সোল ডিপোট ৪০, এই একটি ইনজেকশনের অভাবে ভুগছে লাখো পরিবার। ইনজেকশনটি না পাওয়ায় সিজোফ্রেনিয়া (মানসিক সমস্যা) রোগীদের জীবন এখন দুর্বিষহ। আমদানি বন্ধ হওয়াই সংকটের মূল কারণ বলছেন সংশ্লিষ্টরা।

১১ বছর ধরে সিজোফ্রেনিয়ায় ভুগছেন প্রীতম। মাসে দুটি ‘ফ্লুয়েনএক্সোল ডিপোট ৪০’ ইনজেকশনেই চলছিল তার স্বাভাবিক জীবন। তবে কয়েক মাস ধরে দেশে মিলছে না প্রয়োজনীয় এই ওষুধ। ফলে মানসিক অবস্থার অবনতি ঘটায় ভর্তি হয়েছেন রিহ্যাবে।



প্রীতম জানান, ২০১৪ সালের ডিসেম্বরে তার সিজোফ্রেনিয়া ধরা পড়ে। ১৫ দিন পর ফ্লুয়েনএক্সোল ডিপোট নিতে হয় তাকে। তাহলে অচরণ স্বাভাবিক থাকে।



একই সংকটে ভুগছেন প্রীতমের মা-ও। উদ্বেগ, বিষণ্ণতা আর আত্মহত্যার প্রবণতা নিয়ে দিশেহারা পুরো পরিবার। প্রীতমের বড় ভাই ইমতিয়াজ সাকিব বলেন, ‘সিজোফ্রেনিয়া রোগী যে পরিমাণ কষ্টে ভোগে, তাদের দেখাশোনা করা ব্যক্তিকেও একই কষ্ট পেতে হয়। কাজেই ইনজেকশনটা সচরাচর পাওয়া না গেলে রোগীর পরিবারের ওপর প্রভাব পড়ে।’

ভারত থেকে এনে এই ইনজেকশন ব্যবহার করলেও সরকার পতনের পর তাও বন্ধ হয়ে গেছে। এমনকি দেশে এই ইনজেকশনের কার্যকরী কোনো বিকল্পও নেই৷



মাইন্ড কিওর সাইক্রিয়াটিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল হক বলেন, ‘ফ্লুয়েনএক্সোল ডিপোট মানসিক রোগীদের জন্য খুবই কার্যকরী। বাজারে এই ইনজেকশন না থাকায় চিকিৎসকরা এখন আর এটি প্রেসক্রিপশনে লেখেন না। কিন্তু রেজিসটেন্স ক্যাটাগরির যেসব রোগী রয়েছে, তাদের জন্য এটি খুবই প্রয়োজনীয়।’



জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রেজিস্ট্রার মো. তৈয়বুর রহমান বলেন, ‘ওষুধটি কার্যকরী। তাই যারাই এই ওষুধ আমদানি করছিলেন, তাদের বলবো দ্রুত উদ্যোগ নিয়ে বাজারে আনতে।’



শুধু প্রীতম ও তার মা-ই নয়, ফ্লুয়েনএক্সোল ডিপোটের অভাবে এমন অসংখ্য রোগীর জীবন এখন দুর্বিষহ। রাজধানীর বিভিন্ন ফার্মেসি ঘুরে রোগীদের বক্তব্যের সত্যতাও মেলে।

Address

Rajshahi
6000

Telephone

+8801764223000

Website

Alerts

Be the first to know and let us send you an email when S.News ২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S.News ২৪:

Share