S.News ২৪

S.News ২৪ S.News ২৪
আপনার কথা বলে।
সত্যে ও বস্তুনিষ্ঠ সংবাদ সব সময়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সদয় নির্দেশে রাজশাহী-৬ (বাগমারা) আসনের নির্...
27/10/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সদয় নির্দেশে রাজশাহী-৬ (বাগমারা) আসনের নির্বাচনী মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকারে উপস্থিত থাকার জন্য রমেশ দত্ত কে আমন্ত্রণ জানানো হয়েছে।
এটি আমার রাজনৈতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেরন তিনি। দলের প্রতি, নেতাকর্মীদের প্রতি এবং প্রিয় জনগণের প্রতি অঙ্গীকার — সৎ, নিষ্ঠাবান ও জনগণকেন্দ্রিক রাজনীতি চর্চা করা।
আপনাদের সকলের দোয়া ও সমর্থন কামনা করছেন তিনি।

বিএনপি ক্ষমতায় এলে সুন্দরী নারীরা রাস্তায় বেরোতে পারবে না --ফয়জুল করিম সুত্র কালের কন্ঠ
27/10/2025

বিএনপি ক্ষমতায় এলে সুন্দরী নারীরা রাস্তায় বেরোতে পারবে না --ফয়জুল করিম

সুত্র কালের কন্ঠ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের  ৪৭তমপ্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরযুবদলের উদ্যোগে সকাল ৭টা ৪৫মিনিটে রাজশাহী মহা...
27/10/2025

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম
প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগর
যুবদলের উদ্যোগে সকাল ৭টা ৪৫মিনিটে রাজশাহী মহানগর বিএনপি পার্টি অফিসের সামনে, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, পায়রা, বেলুন ফেস্টুন উড়িয়ে, ও দোয়া মোনাজাতের মাধ্যমে সকালের অনুষ্ঠান শেষ হয়েছে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর যুবদলের আহবায়ক মাহফুুজুর রহমান রিটন, বিশেষ অতিথিঃ সদস্য সচিব রফিকুল ইসলাম রবি, সিনিয়র যুগ্ন আহবায়ক শরিফুল ইসলাম জনি, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকোসহ স্থানীয় অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মুখে ভারত বিরোধী অন্তরে ভারত....
27/10/2025

মুখে ভারত বিরোধী অন্তরে ভারত....

জামায়াত হচ্ছে একটি মোনাফেক দল : মিলনজামায়াতে ইসলামী একটি মোনাফেক দল দাবি করে রাজশাহী-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপি...
27/10/2025

জামায়াত হচ্ছে একটি মোনাফেক দল : মিলন

জামায়াতে ইসলামী একটি মোনাফেক দল দাবি করে রাজশাহী-৩ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সহসম্পাদক শফিকুল হক মিলন বলেছেন, তারা নির্বাচনের পরিবেশ ঘোলা করতে গভীর ষড়যন্ত্র করছে। তারা নির্বাচন করার জন্য প্রতিটি সংসদীয় আসনে প্রার্থী চূড়ান্ত করে ঢাকাতে বসে পিআর পিআর করে পাগল হয়ে গেছে।

রবিবার (২৬ অক্টোবর) বিকালে রাজশাহীর মোহনপুরের গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে মৌগাছী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মিলন এসব কথা বলেন। তিনি মোনাফেক এই দল থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান।

মিলন বলেন, এবার প্রতিহিংসামুক্ত ও সুষ্ঠু নির্বাচন করতে সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি-ডামি নির্বাচন আর কেউ করতে পারবে না। যারাই চেষ্টা করবে, তাদেরই স্বৈরাচার হাসিনার মতো পরিণতি হবে বলে উল্লেখ করেন তিনি। আসছে জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট প্রদানের জন্য সবাইকে অনুরোধ করেন মিলন।

মৌগাছী ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আলফাজ আলী সরকারের সভাপতিত্বে এবং সাধারণ স্পাদক শাফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন মোহনপুর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব আর রশিদ, সাংগঠনিক সম্পাদক বাচ্চু রহমান ও শাহিন আক্তার শামসুজ্জোহা, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজেম উদ্দিন সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিলন, মৌগাছী ইউনিয়ন বিএনপি’র সভাপতি নূর-এ আলম সিদ্দিকী মুকুল, সাধারণ সম্পাদক ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক নূরুল ইসলাম মাসুদ ও মোহনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম।

তথ্য ও ছবি : সংগৃহীত।

উইমেন্স ওয়ার্ল্ড কাপে ভারত-বাংলাদেশ ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেল! 7 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে চার নম্বরে শেষ করল ভারত! 🇮🇳সেম...
27/10/2025

উইমেন্স ওয়ার্ল্ড কাপে ভারত-বাংলাদেশ ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেল! 7 ম্যাচে 7 পয়েন্ট নিয়ে চার নম্বরে শেষ করল ভারত! 🇮🇳

সেমিফাইনালের চার দল - অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত! 🏆

ভারতের বিপক্ষে ৩৬ রান করেছেন শারমিন আক্তার
26/10/2025

ভারতের বিপক্ষে ৩৬ রান করেছেন শারমিন আক্তার

চালু হচ্ছে পাকিস্তানের সাথে বিমান চলাচল কয়েক মাসের মধ্যে বাংলাদেশের।
26/10/2025

চালু হচ্ছে পাকিস্তানের সাথে বিমান চলাচল কয়েক মাসের মধ্যে বাংলাদেশের।

আপনারা আজ যা ভালো হয় বলেন।সব মিলে মিশে একাকার
26/10/2025

আপনারা আজ যা ভালো হয় বলেন।সব মিলে মিশে একাকার

26/10/2025

রাকসু ও হল সংসদ সিনেটের নির্বাচিত প্রতিনিধিদের শপথ অনুষ্ঠান

বক্তা নিজেই জাল সনদ দিয়ে চাকরি করেছে ১০ বছর
26/10/2025

বক্তা নিজেই জাল সনদ দিয়ে চাকরি করেছে ১০ বছর

হাসপাতালে অসুস্থ বাবার বেডের নিচে বসে পড়তেন, এইচএসসিতে পেয়েছেন জিপিএ–৫ইফতেখার আহমেদ যখন অষ্টম শ্রেণির ছাত্র, তখন তাঁর অস...
26/10/2025

হাসপাতালে অসুস্থ বাবার বেডের নিচে বসে পড়তেন, এইচএসসিতে পেয়েছেন জিপিএ–৫

ইফতেখার আহমেদ যখন অষ্টম শ্রেণির ছাত্র, তখন তাঁর অসুস্থ প্রধান শিক্ষক বাবা কামাল উদ্দিনকে ভর্তি করা হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে। সেসময় হাসপাতালে কাটত ইফতেখারের দিন। চিকিৎসাধীন বাবার বেডের নিচে বসে পড়তেন। ৫ মাস ৬ দিন চেতনাহীন থেকে বাবা যখন মারা যান, তাঁর চিকিৎসা করাতে গিয়ে পরিবারটি ততোদিনে প্রায় নিঃস্ব।

তবু পড়ালেখা ছাড়েননি ইফতেখার। শিক্ষক-শুভানুধ্যায়ীদের সহযোগিতায় এসএসসি পরীক্ষা দিয়ে পেয়েছেন জিপিএ-৫। মোট নম্বর ১ হাজার ২৫৮। রাজশাহী কলেজরে ভর্তির পর সব বই কিনে দিতে পারেননি তার মা। বন্ধুবান্ধবের কাছ থেকে বই নিয়ে পড়তে হয়েছে। রাজশাহী শহরে থেকে থাকা–খাওয়ার খরচ দিয়েছেন তার দুলাভাই। এরপরও উচ্চমাধ্যমিক পরীক্ষায় সব বিষয়ে জিপিএ–৫ পেয়েছেন তিনি। মোট নম্বর ১ হাজার ২১১।

কলেজে নিজের পড়ালেখার খরচের দায়িত্ব ইফতেখার নিজেই নিয়েছেন। নানা রকম বৃত্তি, প্রতিযোগিতার পুরস্কার হিসেবে পাওয়া ‘প্রাইজ মানি’ই ছিলো তাঁর সম্বল। এক সময় মেধাবী এই শিক্ষার্থীর খোঁজ পেয়ে মাসে দুই হাজার টাকা করে পাঠানো শুরু করেন ঢাকার এক স্কুল শিক্ষক। সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা থেকে ৩৬ হাজার টাকা পেয়েছিলেন। এ ছাড়া আরও কিছু বৃত্তির টাকা দিয়ে ছাগল কিনে লালনপালন করেছেন। ছাগল বিক্রি করে কিছুটা লাভ হয়েছে। এভাবেই জোড়াতালি দিয়ে চলেছে তার পড়ালেখা।

তথ্য ও ছবি : প্রথম আলো।

Address

Rajshahi
6000

Telephone

+8801764223000

Website

Alerts

Be the first to know and let us send you an email when S.News ২৪ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to S.News ২৪:

Share