10/07/2025
সাঁথিয়ার পুন্ডুরিয়া গ্রামে বৃষ্টির পানিতে ডুবে গেছে একমাত্র রাস্তা, চরম দুর্ভোগে শিক্ষার্থী ও কৃষকরা
পাবনার সাঁথিয়া উপজেলার পুন্ডুরিয়া গ্রামে টানা বৃষ্টির কারণে গ্রামের একমাত্র চলাচলের রাস্তা পানির নিচে তলিয়ে গেছে। ফলে মারাত্মক ভোগান্তিতে পড়েছে স্থানীয় স্কুলগামী ছাত্রছাত্রী, বাজারমুখী সাধারণ মানুষ ও ক্ষেতের ফসল নিয়ে আসা কৃষকরা।
গ্রামের মধ্য দিয়ে যাওয়া এই রাস্তা দিয়েই পুন্ডুরিয়া উচ্চ বিদ্যালয়, স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পুন্ডুরিয়া দাখিল মাদ্রাসাসহ আশেপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী প্রতিদিন যাতায়াত করে। বর্তমানে রাস্তার ওপর হাটু সমান পানি জমে থাকায় শিক্ষার্থীদের স্কুলে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। অনেকেই বাধ্য হয়ে স্কুলে না গিয়ে ঘরে বসে আছে।
স্থানীয় কৃষকরাও পড়েছেন চরম বিপাকে। এই রাস্তা দিয়েই তারা মাঠ থেকে পাট বিভিন্ন ফসল আনার কাজ করে থাকেন। পানি জমে থাকায় এখন ভ্যান বা ট্রলি কোনো যানবাহনই চলাচল করতে পারছে না। ফসল আনার সময় নষ্ট হয়ে যাচ্ছে, বাড়ছে আর্থিক ক্ষতির আশঙ্কা।
এলাকাবাসীর অভিযোগ, প্রতি বছর বর্ষা এলেই এমন পরিস্থিতি তৈরি হয়। দীর্ঘদিন ধরে সড়কের পাশে সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় অল্প বৃষ্টিতেই রাস্তা ডুবে যায়। বিষয়টি একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের জানানো হলেও আজ পর্যন্ত কোনো স্থায়ী সমাধান হয়নি।
দ্রুত পদক্ষেপের দাবি জানিয়ে স্থানীয় বাসিন্দা সুমাইয়া খাতুন বলেন,
"বাচ্চারা কষ্ট করে স্কুলে যাচ্ছে, কেউ কেউ ভয়ে আর যাচ্ছে না। রাস্তা উঁচু করা আর ড্রেনেজ ব্যবস্থা ঠিক না করলে এই কষ্ট চলতেই থাকবে।"
এলাকাবাসী স্থানীয় প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে রাস্তাটি মেরামত ও পানি নিষ্কাশনের স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে