Daily Life

Daily Life চুপ থাকার বড় সুবিধা হলো,
উত্তরটা আপনার হয়ে সময় দিয়ে দিবে!
(1)

22/10/2025

রান্না একটা basic skill

তুমি 20 বছর বয়সে ভাত ডাল চা বানাতে জানো না, এটা তোমাকে cute বানায় না অকর্মের ঢেকি বানায়! 😂

22/10/2025

জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ কুটুম…
যত দিন যায়, ততই সে আপন হয়ে ওঠে।
আমরা দৌড়াই জীবনের পেছনে,
আর মৃত্যু ধীরে ধীরে আমাদের পিছু নেয় — নিঃশব্দে, নিঃস্বার্থে।

শেষমেশ দু’জনের দেখা হবেই…
একটা নিঃশব্দ সন্ধ্যায়,
যখন হৃদয়ের ঘড়ি থেমে যাবে—
তখন বুঝব, আসলে জীবনটা ছিল মৃত্যুর কাছেই ফেরার এক দীর্ঘ সফর… ❤️‍🩹

21/10/2025

জীবন এতো টাও সহজ না, যতটা সহজ করে, আমরা কল্পনা করি.!

21/10/2025

আমার মা ১৭ দিন যাবত ব্রে*ইন স্ট্রো%*ক করে বিছানায় পরে আছেন😰
কোনো কথা বলতে পারছে না, খেতে পারে না, চোখ খুলে তাকায়ও না😰মাকে উওর সিতান করে রেকে দিছে, কোনো রকম ভাবে দ%*ম টাই শুধু আছে ভিতরে😭
আর এইদিকে আমার আপন কাকা তার নাতির সুন্নতে খাৎনা করছেন বিশাল আয়োজন করে,,আয়োজন করছে তাতে কষ্ট নাই কিন্তু ২টা বক্স সাথে মিক্সার বাজাচ্ছে
আমরা ম%*রা মানুষ নিয়ে কান্না করছি আর তারা এসব করছে,,
মায়ের সারা শরিল কাপচ্ছে বুক ধরফর করছে, মানুষ কতোটা বিবেক হীন হলে এমন করতে পারে,,অনেক বার গেছি কাকার কাছে, যে মায়ের অনেক বেশি কষ্ট হচ্ছে কাকা একটু সাউন্ডটা কমিয়ে দেন কিন্তু এখন আরো বাড়িয়ে দিছে 😭😭😭মানুসের মধ্যে এখন আর কোনো বিবেক,মনুষ্যত্ব কিছুই নেই
আল্লাহ যেনো তাদের হেদায়েত দান করে🤲😭😭😭
আমাদের কি তাদের অনুষ্ঠানে যাওয়া উচিত তোমরাই বলো আপুরা
বিদ্র:কেউ বাজে মন্তব্য করো না প্লিজ🙏

20/10/2025

মেয়েদের কপাল শুরু হয় মূলত বিয়ের পরে থেকে...
কেউ বা'ন্দী থেকে হয় রাজরানী... আর কেউ রাজরানী থেকে হয় চা'করানী...!!💔 এটাই বাস্তব ✌️💯

19/10/2025

তাকদীরে যা আছে তাই হবে, তাকদীরে সুখ কখনো কেউ কেড়ে নিতে পারবে না, সুতরাং ধৈর্য্য ধরুন!

প্রিয় স্বামী তুমি কি জানো আমার বাড়ির সবাই তোমাকে এত সম্মান করে কেন? কারণ আমি সে জায়গাটা তৈরি করে দিয়েছি!...আর তোমার ব...
19/10/2025

প্রিয় স্বামী তুমি কি জানো আমার বাড়ির সবাই তোমাকে এত সম্মান করে কেন? কারণ আমি সে জায়গাটা তৈরি করে দিয়েছি!...
আর তোমার ব৷ড়ির লোকজন তোমার সামনে আমাকে কেন অসম্মান করে জানো? কারণ তুমি সে সুযোগটা তাদের করে দিয়েছো!

,
,



# ...

19/10/2025

স্বার্থের বন্ধুত্ব করি না,
স্বার্থপরের সাথেও বন্ধুত্ব রাখি না আমি।🙂

19/10/2025
19/10/2025
19/10/2025
19/10/2025

পৃথিবীর সবচেয়ে অশিক্ষিত ও মূর্খ জাতি আমরা! সুযোগ পেলেই সবাই দেশটাকে খেয়ে ফেলতে চায়; নিজের স্বার্থের জন্য দেশকেও ছাড়ে না কেউ!

Address

Patgram

Website

Alerts

Be the first to know and let us send you an email when Daily Life posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share