Hope & Humanity

Hope & Humanity হোপ এন্ড হিউম্যানিটি
বাংলাদেশের মানুষ সমর্থন করে জনগণের মৌলিক অধিকার নিশ্চিতকরণ।দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ, সামাজিক উউন্নয়নের ধারাকে গতিশীল করতে।
(2)

Environment+Weather was🔥🔥
10/08/2025

Environment+Weather was🔥🔥

মাইলস্টোন কলেজের  কথা ভুলে গেলে চলবেনা বাংলাদেশ।Load & Clear🤟
01/08/2025

মাইলস্টোন কলেজের কথা ভুলে গেলে চলবেনা বাংলাদেশ।

Load & Clear🤟

28/07/2025

আপনি কিছু মানুষকে দেখবেন তারা শুধু চাকরি করবে আর বাসায় এসে ঘুমাবে, আর বলবে এতো সমাজ/দেশের সেবা করতে হবেনা,করার অনেক লোক আছে।

এদের কি বলবেন?

👇

"জল ছবি, রঙমশাল, স্কুল ছুটির হজমিরারূপকথার পায়রাদের গল্প বলবন্ধু চল"😔
22/07/2025

"জল ছবি, রঙমশাল,
স্কুল ছুটির হজমিরা
রূপকথার পায়রাদের গল্প বল
বন্ধু চল"😔

28/06/2025

এই লজ্জা পুরো বাংলাদেশের!

কুমিল্লার মুরাদনগরে যে ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে তা বাংলাদেশের হৃদয়ে রক্তক্ষরণ সৃষ্টি করেছে। সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের খুব দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।🤟🤟

তারুন্যের শক্তি উন্নয়ন সংস্থা, রাজশাহী।

30/04/2025

শাওন — এক উজ্জ্বল আত্মার নাম।
তার মানুষের জন্য কিছু করার ইচ্ছে, আর মানুষকে নিয়ে গভীরভাবে ভাবার শক্তি আমাকে বারবার বিস্মিত করত। নোংরা শক্তির প্রভাব আইন-কানুনের মারপ্যাঁচ ঠিকমতো না বোঝার কারণে সামরিক কষ্টে তোমায় পড়তে হলো, এ সুযোগে এলাকার কিছু নেশাখোর, অশিক্ষিত, যাদের বিরুদ্ধে আমরা কথা বলি, যা ইচ্ছা তাই বলল.
মনে মনে শত্রুতা বাঁধিয়ে রাখে।

তাদের জন্য একটা কথা:
তোরা যেমন ছিলি, তেমনই আছিস এই অন্ধকারেই পচে মরবি।
এটাই তোর সাত পুরুষের কপালের দাগ তারচেয়ে বেশি কিছু তোদের ভাগ্যে কোনোদিনও ছিল না, ভাই!

শাওন মতো সন্তানেরা এই এলাকায় জন্মাচ্ছে, , এটা আমাদের কপালের ভাগ্য, যে মানুষটি কোনো স্বার্থ ছাড়া ভাল কাজ করছে। যদি আমরা তার মূল্য দেই, তাহলে সে শক্তি পাবে এবং সামনে ভালো কিছু করার সুযোগ সৃষ্টি হবে। আর যদি না দিই, তবে সে হারিয়ে যাবে। হারালে কিছু স্বার্থপর ও লোভী মানুষ খুশি হলেও, পরিশেষে আল্লাহ যা চাইবেন, তাই হবে

14/03/2025

তারুণ্যের শক্তি জেনজেড উন্নয়ন সংস্থা রাজশাহীর ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে সংস্থার সাধারণ সম্পাদক শাওনের বক্তব্য..









তারুণ্যের শক্তি জেনজেড উন্নয়ন সংস্থা

11/03/2025

নিন্দা প্রকাশের রীতিনীতি ভুলে যান, অ্যাকশনে অগ্রসর হন।🤟🤟

07/03/2025

বাংলাদেশ ভালো নেই..!😭

যেখানে আমাদের সংগঠনের অফিস  অবস্থিত সেখানে মানুষের জন্য সুন্দর একটি ঈদের vibes তৈরি করা এবং ভালো মানের খাবার মানুষকে খাও...
01/03/2025

যেখানে আমাদের সংগঠনের অফিস অবস্থিত সেখানে মানুষের জন্য সুন্দর একটি ঈদের vibes তৈরি করা এবং ভালো মানের খাবার মানুষকে খাওয়ানো উদ্দেশ্যে ইফতার সামগ্রী বিক্রয় করণ প্রকল্প শুরু.

# # এই প্রকল্পের লাভের অংশ চলে যাবে অসহায় দুস্থ মানুষের ঈদ সামগ্রী হিসেবে।

23/02/2025

প্রিয় সরকার,

যদি জীবন তথা জান মালের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে দায়িত্ব থেকে সরে দাঁড়ান।

সাধারণ জনগণকে আইন টাইন বোঝাইতে আইসেন না পড়ে আবার!!

ধন্যবাদ 🙏

21/02/2025

২১শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তারুণ্যের শক্তি জেনজেড উন্নয়ন সংস্থা এর পক্ষ থেকে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাই। মাতৃভাষার মর্যাদা রক্ষার এই দিনে, আসুন আমরা আমাদের ভাষা ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করি।

Address

Rajshahi
6203

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hope & Humanity posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share