02/03/2024
দরিদ্র পরিবারটির স্বপ্ন পুড়ে ছাই।
ঢাকার বেইলি রোডে অগ্নিকাণ্ডের ঘটনায় বরগুনার নাঈম নিহত হয়েছেন।সদর উপজেলার ৩নং ফুলঝুড়ি ইউনিয়নের ছোট গৌরীচন্না এলাকার দরিদ্র ভ্যান চালক নান্টু - লাকি দম্পত্তির একমাত্র ছেলে নাইম।
বাবা মায়ের কষ্ট লাগবে এইচএসসি পাশ করার পরে এক মাস আগে কাজের সন্ধানে রাজধানী ঢাকায় গিয়েছিলেন নাঈম। এক মাস অন্যত্র কাজ করে মাত্র তিনদিন আগে কাচ্চি ভাই বিরিয়ানির হাউজের ওই ভবনে নিরাপত্তা কর্মীর চাকরি নেয়।