Swastik

Swastik ভালোবাসা ভালোবাসে শুধুই তাকে ভালবেসে ভালবাসা বেঁধে যে রাখে

09/08/2025

~ এটি দাসত্ব নয় মূলত এটি সম্মান যত্ন এবং ভালোবাসার বহিঃপ্রকাশ!🤍

06/08/2025

বুড়া বয়সে স্বামীর সাথে তারাই খারাপ ব্যবহার করে। যাদের স্বামী যৌবন বয়সে বউকে শুধু অবহেলাই করেছে। বিন্দুমাত্র মূল্যায়ন করেনি...।

06/08/2025

মানুষ আগামীকাল বাঁচবে কিনা সে চিন্তা নেই....
কিন্তু কাল কাকে কিভাবে ঠকানো যায় সে চিন্তা ঠিকই আছে...

05/08/2025

সারা বছর লেবু🤔বছর জুড়ে লেবু সংরক্ষণ করলাম, এবার আর লেবু নিয়ে চিন্তা করতে হবে না।




মনটা ভীষণ অশান্ত লাগছে 😭
05/08/2025

মনটা ভীষণ অশান্ত লাগছে 😭

জীবনের রঙিন বসন্ত আসার চেয়ে সাফল্য আসা টা বেশি জরুরীএ তো অসময়....😢
04/08/2025

জীবনের রঙিন বসন্ত আসার চেয়ে সাফল্য আসা টা বেশি জরুরী
এ তো অসময়....😢

ক্রোধে নেয়া সিদ্ধান্ত জীবন ধ্বংস করে দেয় 💔
04/08/2025

ক্রোধে নেয়া সিদ্ধান্ত জীবন ধ্বংস করে দেয় 💔

29/07/2025

আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোন ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহার করার অনুমতি দিচ্ছি না।
আগামীকাল একটি বড় দিন। এটা অফিসিয়াল। সকাল ৮:১০ মিনিটে স্বাক্ষর করা হয়েছে। এটা টিভিতেও দেখানো হয়েছে। ভুলে যাবেন না, আগামীকাল থেকে নতুন ফেসবুক নিয়ম (অর্থাৎ নতুন নাম, মেটা) চালু হচ্ছে, যার অধীনে কোম্পানি আপনার ছবিগুলো ব্যবহার করতে পারবে। মনে রাখবেন, এর সময়সীমা আজই শেষ।

এই বার্তার যেকোনো স্থানে আঙুল দিন, “কপি” দেখা যাবে। “কপি” তে ক্লিক করুন। এরপর নিজের পেজে যান, একটি নতুন পোস্ট তৈরি করুন এবং খালি স্থানে আঙুল দিন, “পেস্ট” দেখাবে – “পেস্ট” এ ক্লিক করুন। এটি সিস্টেমকে বাইপাস করতে সাহায্য করবে। যারা কিছু করেন না, তারা সম্মতি দিচ্ছেন বলে ধরে নেওয়া হবে।

৬০ মিনিটস শো অনুযায়ী: যদি আপনি এটি মিস করে থাকেন, তাহলে জানিয়ে রাখি যে একজন আইনজীবী আমাদের এই পোস্টটি করার পরামর্শ দিয়েছেন। গোপনীয়তা লঙ্ঘনের জন্য আইন অনুযায়ী শাস্তি হতে পারে।

নোট: ফেসবুক (মেটা) এখন একটি পাবলিক প্রতিষ্ঠান। প্রতিটি সদস্যকে এরকম একটি ঘোষণা পোস্ট করতে হবে। যদি আপনি অন্তত একবারও এরকম কোনো বিবৃতি প্রকাশ না করেন, তাহলে প্রযুক্তিগতভাবে এটি ধরে নেওয়া হবে যে আপনি আপনার ছবি এবং প্রোফাইল তথ্য ব্যবহারের অনুমতি দিয়েছেন।

আমি এই মর্মে ঘোষণা করছি যে আমি ফেসবুক বা মেটাকে আমার কোনো ব্যক্তিগত তথ্য বা ছবি ব্যবহারের অনুমতি দিচ্ছি না।

"মা-বাবা বুঝিতে পারোনি আর ৮-১০ টা বাচ্চার মত ছিলাম না আমি,গলায় নাড়ি পেচিয়ে গিয়েছে, ছটফট  করছিলাম,বুঝোনি??আমাকে বাচ...
29/07/2025

"মা-বাবা বুঝিতে পারোনি আর ৮-১০ টা বাচ্চার মত ছিলাম না আমি,গলায় নাড়ি পেচিয়ে গিয়েছে, ছটফট করছিলাম,বুঝোনি??

আমাকে বাচাতে সিজারের বিকল্প ছিলোনা,কি ডাক্তার টাকা পয়সা নষ্ট করাচ্ছে?নরমাল ডেলিভারির জন্য অপেক্ষা আর অপেক্ষা করেই গেলা।সরকারি হাসপাতালে হাজার টাকাতেই সব হয়ে যায়।মা হাজার টাকা কি অনেক বেশি?

সময় পার হয়ে যায় । মা নিচ দিয়ে বের হওয়া সম্ভব ছিলনা,অযথা টানাটানি করলা,গলার ফাস আরো গেথে গেছে,কষ্ট পাইনি মা একদমো,কারণ মরে গিয়েছি অনেক আগেই।"

অবশ্য সাধারণ মানুষ আর মিডিয়ার কাছে সিজার মানে ডাক্তারদের সব ইনকামের ধান্দা!!!

াক্তারি_পেশা_ডাক্তারকেই_মানায়_
্যরা_এটার_প্রয়োগ_করলে_
্ষতি_ছাড়া_লাভ_হয়_না_____

Courtesy: Md. Sobuj Sarder

একটা পুরুষ তার বউকে মা বাবা ভাই বোন এদের থেকে বেশি ভালো কোনোদিন বাসতে পারেনা শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব । একটা বউকে স...
28/07/2025

একটা পুরুষ তার বউকে মা বাবা ভাই বোন এদের থেকে বেশি ভালো কোনোদিন বাসতে পারেনা শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব । একটা বউকে সে তখনই ভালোবাসা দেখায় , যখন পুরুষটা বিপদে থাকে কারণ অন্য সব সময় তার মাথার মধ্যে প্রায়োরিটি লিস্টে তার পরিবারের ওই কাটা মানুষই থাকে। অথচ একটা পুরুষের সুখে অসুখে দুর্ভোগে সব সময় তার বউ টাই কেবল তার পাশে থাকে তার হাতটা শক্ত করে ধরে, তাকে সান্ত্বনা দেয় তাকে আবার নতুন করে উঠে দাঁড়ানোর শক্তি যোগায় । পুরুষের হৃদয় কি এতটাই পাষাণ ?

, , , , , , .

🌿🌿স্ত্রীর মন—যে জায়গাটাতে যত্ন নয়, সবচেয়ে বেশি অবহেলা হয়:একজন পুরুষ জীবনের অনেক কিছু গুছিয়ে রাখে। সংসার চালায়, দায়িত্ব ন...
13/07/2025

🌿🌿স্ত্রীর মন—যে জায়গাটাতে যত্ন নয়, সবচেয়ে বেশি অবহেলা হয়:

একজন পুরুষ জীবনের অনেক কিছু গুছিয়ে রাখে। সংসার চালায়, দায়িত্ব নেয়, কাজ করে, বিল মেটায়—সবই ঠিকঠাক থাকে। কিন্তু যে জায়গাটাতে তার সবচেয়ে বেশি মনোযোগ দেওয়া উচিত, সবচেয়ে বেশি যত্ন দেখানো দরকার, সেটা অনেক সময় অবহেলার ছায়ায় ঢেকে যায়।
সেই জায়গাটা হলো—তার স্ত্রীর মন।

একটা মেয়ে যখন কাউকে ভালোবেসে নিজের জীবন সঁপে দেয়, সে শুধু একটা ছাদ চায় না। সে চায় ভালোবাসার ছায়া, বোঝার কোমলতা, অনুভবের সঙ্গ।
সে চায়, কেউ তাকে মন দিয়ে শুনুক। তার না বলা কথাগুলো পড়তে শিখুক। ক্লান্ত দুপুরগুলোতে কেউ বলুক, "তুমি কেমন আছো?" — এটুকু স্নেহই অনেক মেয়ের কাছে বিশ্রামের মতো।

কিন্তু বাস্তবতা বড় কঠিন।
কিছু না বললেই বুঝে নেওয়ার কথা বলা হয়, অথচ কেউ বোঝে না।
দুঃখের কথা বললে বলা হয়, “তুমি অতিরিক্ত ভাবো”, “সবসময় অভিযোগ করো”।
আর এইরকম দিনে দিনে স্ত্রী নিঃশব্দ হয়ে যায়।
সে আর প্রশ্ন করে না, অভিযোগ তো দূরের কথা—দেখে না, বলে না, শুধু চুপ থাকে। কারণ সে জানে, তার অনুভূতির দাম নেই এখানে।

এই নীরবতা থেকেই জন্ম নেয় ভিতরগত এক ভাঙন, যা অনেক সংসারে টেরও পাওয়া যায় না—তবু প্রতিদিন একটু একটু করে মরে যায় সম্পর্ক।
একটা সংসার টিকে থাকে শুধু খরচ চালিয়ে নয়, টিকে থাকে ভালোবাসা দিয়ে, বোঝাপড়া দিয়ে, একে অপরের অনুভবকে গুরুত্ব দিয়ে।

একজন স্ত্রী কি চায়?
সে চায়, তার কষ্টগুলো কেউ নিজের মতো করে বুঝে নিক।
সে চায়, তার হাসিমুখের পেছনের ক্লান্তিটা কেউ খেয়াল করুক।
সে চায়, যখন সে ভেঙে পড়ে তখন কেউ তাকে বলে, "আমি আছি।"

একটা মেয়ে যখন সংসার করে, সে রান্না বা কাপড় ধোয়ার জন্য করে না—সে করে ভালোবাসা দিয়ে। কিন্তু যদি সেই ভালোবাসার কোনো প্রতিধ্বনি না থাকে, তাহলে একটা সময় সে শূন্য হয়ে পড়ে।
তখন সে শুধু কাজ করে যায়—ভিতরে কিছুই থাকে না।
এই অবস্থাটাই সবচেয়ে ভয়ংকর, কারণ তখন সে আর কিছু আশা করে না।

তাহলে কী করণীয়?

পুরুষের কাছে সব সমাধান টাকা নয়, সিদ্ধান্ত নয়।
একটু সময় দিন, একটু মনোযোগ দিন।
চোখে চোখ রেখে জিজ্ঞেস করুন, "তুমি সত্যিই ভালো আছো তো?"
তার ছোট ছোট কাজগুলোকে কৃতজ্ঞতা দিয়ে মূল্য দিন।
আর যেকোনো তুলনা এড়িয়ে চলুন—স্ত্রী আপনার সঙ্গী, প্রতিযোগী নয়।

অনেক সময় পুরুষরা ভাবে, “আমি তো সব দায়িত্ব পালন করছি!”
হ্যাঁ, দিচ্ছেন। কিন্তু দায়িত্ব পালন আর হৃদয় বোঝা এক জিনিস নয়।
স্ত্রীর মনটা নিছক দায়িত্বের জায়গা নয়—ওটা যত্নের, মমতার জায়গা।

একজন স্ত্রী যখন অনুভব করে যে, তার মনটাকেও গুরুত্ব দেওয়া হয়—সে নিজের সমস্তটা দিয়ে পরিবারকে আঁকড়ে ধরে রাখে।
আর যদি সেই মনটাই ভেঙে পড়ে, তবে সংসারের ভিতরে ভিতরে এক অদৃশ্য অন্ধকার জন্ম নেয়।

শেষ কথায় শুধু এটুকু বলা যায়:
একজন পুরুষ যদি একটিবার স্ত্রীর চোখে গভীরভাবে তাকায়, তাহলে সে বুঝবে—সেই চোখে লুকিয়ে আছে অনেক প্রশ্ন, অনেক আশা, আর ভীষণরকম এক ভালোবাসা।

যেটা শুধু একটু যত্ন, একটু বোঝার অপেক্ষায় থাকে… প্রতিদিন।

Address

Patharghata

Alerts

Be the first to know and let us send you an email when Swastik posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Swastik:

Share