Islami Chhatra Andolan Bangladesh Patharghata upazila

Islami Chhatra Andolan Bangladesh Patharghata upazila Official

সফল হোক
04/08/2025

সফল হোক

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাব...
01/08/2025

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে- '৩৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী ছাত্র সমাবেশ'

🗓️ ২২ আগস্ট'২৫ শুক্রবার
🕑দুপুর ২টা
📍শাহবাগ চত্ত্বর ঢাকা

▫️প্রধান অতিথি
মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম
(পীর সাহেব চরমোনাই) আমীর, ইসলামী আন্দোলন বাংলাদেশ

▫️সভাপতি
ইউসুফ আহমাদ মানসুর
কেন্দ্রীয় সভাপতি, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

আমাদেরকে সাথে পেতে
website: www.chhatraandolan.org
online library: www.icabdlibrary.com
e-mail: [email protected]
fb page: www.fb.com/icabd91
twitter: www.twitter.com/icabd91
instagram: www.instagram.com/icabd_91
YouTube-(ICABD): www.youtube.com/icabd91

01/08/2025

বরগুনা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতী মিজানুর রহমান কাসেমী এর গনসংযোগ থেকে সরাসরি

28/07/2025

ছাত্ররাজনীতি সম্পর্কে এমন মন্তব্য করেছেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি,
এম মাহমুদুল হাসান জাকারিয়া।

27/07/2025
ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বরগুনা - আসনের পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী মুফতী মিজান...
24/07/2025

ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত বরগুনা - আসনের পীর সাহেব চরমোনাই মনোনীত প্রার্থী মুফতী মিজানুর রহমান কাসেমী হাফিজাহুল্লাহ্ এর পাথরঘাটায় শুভ আগমন উপলক্ষ্যে পথ সভায় বক্তব্য রাখেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, পাথরঘাটা উপজেলা শাখার সভাপতি, এম মাহমুদুল হাসান জাকারিয়া।

24/07/2025

পাথরঘাটা বামনা বেতাগীর গণমানুষের নেতা M***i Mizanur Rahman Qasemi পাথরঘাটায় পাথরঘাটায় আগমন উপলক্ষে মোটরসাইকেল শোডাউন।

আগামীকাল সকাল ৯ টায়, পাথরঘাটায় আগমন করবেন, এদেশের গণমানুষের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারম আমীর, হযরত...
23/07/2025

আগামীকাল সকাল ৯ টায়, পাথরঘাটায় আগমন করবেন, এদেশের গণমানুষের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মুহতারম আমীর, হযরত পীর সাহেব চরমোনাই মনোনীত বরগুনা -২ (পাথরঘাটা বামনা ও বেতাগী) আসনের এমপি পদপ্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশ বরগুনা জেলা শাখার সংগ্ৰামী সভাপতি
মুফতী মিজানুর রহমান কাসেমী হাফিজাহুল্লাহ্।

রাজধানীর উত্তারায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্থ: ঘটনায় নিহতদের রু...
22/07/2025

রাজধানীর উত্তারায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্থ: ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ পাথরঘাটা উপজেলা শাখার উদ্যোগে দলীয় কার্যালয় দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর শোক।সামরিক প্রশিক্ষণ বিমান উড্ডয়নে নিরাপদ আকাশসীমা...
21/07/2025

উত্তরার মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর শোক।

সামরিক প্রশিক্ষণ বিমান উড্ডয়নে নিরাপদ আকাশসীমা নির্ধারণের দাবি।

আজ সোমবার (২১ জুলাই ২০২৫) রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন মাঠে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান (F-7 BGI) বিধ্বস্ত হয়ে এক হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। এতে বিমান কর্মকর্তাসহ একাধিক নিহত ও শিক্ষার্থীসহ বহু মানুষ আহত হন বলে বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে।

এ মর্মান্তিক ঘটনার পর ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ইউসুফ আহমাদ মানসুর ও সেক্রেটারি জেনারেল শেখ মাহবুবুর রহমান নাহিয়ান এক যৌথ বিবৃতিতে গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করেছেন।

নেতৃদ্বয় বলেন,আমরা গভীর দুঃখের সঙ্গে উত্তরা মাইলস্টোনে বিমান বিধ্বস্ত হয়ে একাধিক ব্যক্তির শাহাদাত ও বহু কোমলমতি শিক্ষার্থীর আহত হওয়ার খবর জানতে পেরেছি। আমরা শহীদদের মাগফিরাত কামনা করছি এবং আহতদের দ্রুত সুস্থতা ও পরিবারগুলোর জন্য ধৈর্যের দোয়া করছি।

নেতৃদ্বয় আরও জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর নেতৃত্বে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর একটি প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক টিম তাৎক্ষণিকভাবে দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছে। এছাড়া আহতদের রক্তের চাহিদা পূরণে ইশা ব্লাড ব্যাংক প্রস্তুত রয়েছে। বিপদের এই মুহূর্তে মানবিক দায়িত্ববোধ থেকে আমরা সর্বাত্মক সহযোগিতার মনোভাব নিয়ে মাঠে আছি এবং ভবিষ্যতেও পাশে থাকব ইনশাআল্লাহ।

নেতৃদ্বয় সরকারের কাছে জোর দাবি জানান, যেন এই দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে, সে লক্ষ্যে দ্রুত কার্যকর নীতিমালা বাস্তবায়ন করতে হবে।

এই দুর্ঘটনা জনাকীর্ণ মহানগরের ওপর দিয়ে সামরিক প্রশিক্ষণ উড্ডয়নের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। নেতৃদ্বয় বলেন, এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের সামনে একটি বড় প্রশ্ন -জণবহুল রাজধানীর আকাশে সামরিক প্রশিক্ষণ উড্ডয়ন কতটা নিরাপদ?

উন্নত বিশ্বে যেমন যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA), যুক্তরাজ্যের CAA বা জাপানের MLIT -জনবসতিপূর্ণ এলাকায় এই ধরনের সামরিক ফ্লাইট নিষিদ্ধ বা কঠোরভাবে নিয়ন্ত্রিত। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে এর বিকল্প খোলা ও নির্জন প্রশিক্ষণ এলাকা নির্ধারণ করা এখন সময়ের দাবি।

নেতৃদ্বয় অনতিবিলম্বে রাজধানীর আকাশ থেকে সামরিক প্রশিক্ষণ উড্ডয়ন বন্ধ ও নিরাপদ আকাশসীমা নির্ধারণের দাবি জানান।

বার্তা প্রেরক
মুহাম্মাদ খাইরুল কবির
কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সম্পাদক
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ

21/07/2025

উত্তরা মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় আটকে পড়া আহতদের উদ্ধারে ইতিমধ্যেই ইসলামী আন্দোলনের একটি চৌকস স্বেচ্ছাসেবক টিম কাজ করছে। আল্লাহ সবাইকে হেফাজত করুক।

জীবন দিয়ে যারা করে গেলে ঋণীতোমাদের আমরা ভুলিনি ভুলিনিজালিমের সাথে মোরা আপোষ করিনিতোমাদের আমরা ভুলিনি ভুলিনি-আইনুদ্দীন আল...
19/07/2025

জীবন দিয়ে যারা করে গেলে ঋণী
তোমাদের আমরা ভুলিনি ভুলিনি
জালিমের সাথে মোরা আপোষ করিনি
তোমাদের আমরা ভুলিনি ভুলিনি
-আইনুদ্দীন আল আজাদ রহ.

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর সদস্য শহীদ তাহমিদ ভূঁইয়া।

Address

Patharghata

Alerts

Be the first to know and let us send you an email when Islami Chhatra Andolan Bangladesh Patharghata upazila posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share