
21/07/2025
মেহরিন চৌধুরী! তিনি একজন শিক্ষিকা। দুর্ঘটনার সময় ক্লাসরুমে থাকা ২০+ বাচ্চাকে আগুন থেকে বের করেছেন। তারপর ভেতরে আটকা পড়েছেন। এবং নিজের শরীর ৮০ পার-সেন্টের বেশী পুড়ে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থেকে সন্ধ্যা সাড়ে সাতটায় মারা গিয়েছেন হসপিটালে।
আমরা নামটা মনে রাখি। আমাদের বাচ্চারা যেন নামটা মনে রাখে। আমাদের স্কুলগুলোর পাঠ্যবইগুলো যেন 'মেহরিন চৌধুরী'কে স্মরণ করে বৎসরে অন্তত একবার। কত আটপৌরে সুপারওম্যান সব আমাদের পাশ কেটে হেঁটে যায়, ভীড়ে মিশে যায়, চোখ এড়িয়ে যায় রোজ।
আপনাদের স্যালুট জানাই। 🫡
আল্লাহতালা যেন আপনাকে জান্নাত নসিব করে , আমিন। 😓🤲