04/10/2025
🕌 ওয়াজ : সুদের ভয়াবহতা কুরআন ও হাদিসের আলোকে
ভূমিকা
সম্মানিত মুসল্লীগণ!
আমরা এমন এক সময়ের মধ্যে বসবাস করছি, যেখানে সুদ মানুষের জীবনের সাথে গভীরভাবে জড়িয়ে গেছে। অথচ কুরআন ও হাদিসে সুদকে বড় গুনাহ ও ধ্বংসাত্মক বলা হয়েছে। আসুন আজ আমরা এ বিষয়ে আলোচনা করি।
📖 কুরআনের আলোকে
১. সুদের ভয়াবহ অবস্থা
আল্লাহ তায়ালা বলেন:
Arabic:
ٱلَّذِينَ يَأۡكُلُونَ ٱلرِّبَوٰا لَا يَقُومُونَ إِلَّا كَمَا يَقُومُ ٱلَّذِي يَتَخَبَّطُهُ ٱلشَّيۡطَٰنُ مِنَ ٱلۡمَسِّ
Bangla:
"যারা সুদ খায়, তারা দাঁড়াবে না, ঠিক সেই ব্যক্তির মতো যাকে শয়তান ছুঁয়ে উন্মাদ বানিয়েছে।"
(সূরা আল-বাকারা ২:২৭৫)
২. সুদ না ছাড়লে আল্লাহ ও তাঁর রাসূলের সাথে যুদ্ধ
Arabic:
فَإِن لَّمۡ تَفۡعَلُواْ فَأۡذَنُواْ بِحَرۡبٖ مِّنَ ٱللَّهِ وَرَسُولِهِۦ
Bangla:
"যদি তোমরা সুদ না ছাড়, তবে আল্লাহ ও তাঁর রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা জেনে নাও।"
(সূরা আল-বাকারা ২:২৭৯)
৩. সুদ দ্বিগুণ-তিগুণ করা হারাম
Arabic:
يَٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُواْ لَا تَأۡكُلُواْ ٱلرِّبَوٰٓا أَضۡعَٰفٗا مُّضَٰعَفَةٗ
Bangla:
"হে ঈমানদারগণ! তোমরা দ্বিগুণ-তিগুণ করে সুদ খেও না।"
(সূরা আলে ইমরান ৩:১৩০)
🤲 হাদিসের আলোকে
১. সবাই অভিশপ্ত
Arabic:
لَعَنَ رَسُولُ اللَّهِ ﷺ آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَكَاتِبَهُ وَشَاهِدَيْهِ، وَقَالَ: هُمْ سَوَاءٌ
Bangla:
রাসূলুল্লাহ ﷺ অভিশাপ দিয়েছেন—
সুদখোরকে,
সুদদাতাকে,
সুদ লেখককে,
এবং সাক্ষীদ্বয়কে।
তিনি বললেন: "তারা সবাই সমান অপরাধী।"
(সহিহ মুসলিম, হাদিস ১৫৯৮)
২. ৭টি মহাপাপের একটি হলো সুদ
Arabic:
اجْتَنِبُوا السَّبْعَ الْمُوبِقَاتِ ... وَأَكْلُ الرِّبَا
Bangla:
“৭টি ধ্বংসাত্মক পাপ থেকে বাঁচো … তার একটি হলো সুদ খাওয়া।”
(সহিহ বুখারি ও মুসলিম)
৩. সুদ ব্যভিচারের থেকেও ভয়াবহ
Arabic:
دِرْهَمٌ رِبًا يَأْكُلُهُ الرَّجُلُ ... أَشَدُّ عِنْدَ اللَّهِ مِنْ سِتٍّ وَثَلَاثِينَ زَنْيَةً
Bangla:
"কেউ জেনে শুনে এক দিরহাম সুদ খেলেও, তা আল্লাহর কাছে ছত্রিশ বার ব্যভিচার করার চেয়েও ভয়াবহ।"
(ইবনে মাজাহ, হাদিস ২২৭৫)
উপসংহার
প্রিয় বন্ধুগন!
সুদ শুধু অর্থনৈতিক অপরাধ নয়, এটি আধ্যাত্মিক ধ্বংসও বয়ে আনে।
সুদ থেকে বেঁচে থাকা মানে আল্লাহর সাথে যুদ্ধ থেকে বেঁচে থাকা।
তাই আসুন, আমরা হালাল উপায়ে রুজি উপার্জন করি, ব্যবসা-বাণিজ্য করি এবং যাকাত ও সদকা দিয়