Humaira Hera

Humaira Hera If anyone wants to apply Mehidy inbox me... you will find all kind of videos on this page...

16/09/2025

এখন কয়টা বাজে, রাত হলে উনি এইটা খাবে ওইটা খাবে উনার craving এর শেষ নাই😁

মাঝে মাঝে এমন হয় যে, মোনাজাতে আল্লাহর কাছে হাত তোলার পরে কি চাইবো সেটা ভেবেই দীর্ঘশ্বীস ফেলি কয়েক সেকেন্ড। এতো এতো চাওয়া...
30/08/2025

মাঝে মাঝে এমন হয় যে, মোনাজাতে আল্লাহর কাছে হাত তোলার পরে কি চাইবো সেটা ভেবেই দীর্ঘশ্বীস ফেলি কয়েক সেকেন্ড। এতো এতো চাওয়া, কতো শত অভিমান-অভিযোগ, অনুশোচনা।

কি বলে কি বলবো ,কোনটা রেখে কোনটা বলবো, কিভাবে মাফ চাইবো॥ পরে এটা ভাবি “আল্লাহ-তো সর্বশক্তিমান। সব কিছু জানেন,সবকিছু দেখেন। নিশ্চয়ই নিঃসন্দেহে আমার না বলা অন্তরের কথা জানেন এবং বুঝেন।

এটা ভেবে দীর্ঘশ্বাসে বলি, আল্লাহ আমার সহায় থেকো। তুমি সাথে থাকলে পৃথিবীর কোনো কিছুতেই কিছু যায় আসেনা। আমিন ❤️‍🩹🤲

অদ্ভুত নিয়মের বেড়াজালে আমরা আবদ্ধ!যেখানে সবকিছু মেলে, কিন্তু ইনসাফ মেলে না।মানুষের প্রয়োজন মেটাতে নিজেকে নিঃশেষ করার পরই...
29/08/2025

অদ্ভুত নিয়মের বেড়াজালে আমরা আবদ্ধ!
যেখানে সবকিছু মেলে, কিন্তু ইনসাফ মেলে না।

মানুষের প্রয়োজন মেটাতে নিজেকে নিঃশেষ করার পরই হয়তো টের পাবেন- এই দুনিয়ায় আসলে আপনার জন্য আপনি ছাড়া আর কেউ নেই।

তাই দেরি না করে সময় থাকতে নিজেকে সময় দিন, কারণ নিজের প্রতি দায়িত্বশীল হওয়াটাই হলো জীবনের সবচেয়ে বড় ইনসাফ।

‎আমার কাছে মুগ্ধতা হলো মানুষের ব্যবহার,কথার ধরন,ব্যক্তিত্ব এবং দায়িত্বশীলতা, কারন চেহারার মুগ্ধতার চেয়ে ব্যবহারের মুগ্ধ...
26/08/2025

‎আমার কাছে মুগ্ধতা হলো মানুষের ব্যবহার,কথার ধরন,ব্যক্তিত্ব এবং দায়িত্বশীলতা, কারন চেহারার মুগ্ধতার চেয়ে ব্যবহারের মুগ্ধতা বেশি দীর্ঘস্থায়ী..!!🖤

মানুষ ভাবে আমি চুপ থাকি বলে আমার ভেতরে কিছু নেই। কিন্তু আসলে আমার ভেতরে প্রতিদিন যুদ্ধ হয় - নিজের সাথে, নিজের সিদ্ধান্তে...
20/08/2025

মানুষ ভাবে আমি চুপ থাকি বলে আমার ভেতরে কিছু নেই। কিন্তু আসলে আমার ভেতরে প্রতিদিন যুদ্ধ হয় - নিজের সাথে, নিজের সিদ্ধান্তের সাথে, নিজের কষ্টের সাথে।

আমি চাই না সবাইকে আমার ভেতরের ব্যথা দেখাতে।
কারণ দেখালেই তারা বিচার করবে, উপদেশ দেবে, আবার হয়তো উপহাসও করবে। তাই আমি চুপ থাকি।
নীরবতা আমার ঢাল, আমার নিরাপদ জায়গা।

---
লেখায় - মোহাম্মদ আরিফ

অন্যদের কাছে আমরা নিজেদের যতখানি প্রকাশ করে থাকি,তার থেকে বহুগুন বেশি  নিজেদের মাঝে আড়াল করে রাখি। হোক সেটা ভালোবাসা বা ...
18/08/2025

অন্যদের কাছে আমরা নিজেদের যতখানি প্রকাশ করে থাকি,তার থেকে বহুগুন বেশি নিজেদের মাঝে আড়াল করে রাখি।

হোক সেটা ভালোবাসা বা ভালো-লাগা,দোষ-গুন কিংবা ভুলত্রুটি,ঘৃণা, হাসি-কান্না, দুঃখ বা মন খারাপ।

যেমন করে পাহাড়ের বিশলতা আমাদের যতখানি চোখে পড়ে,ঠিক তারচেয়ে তারা বহুগুণ বিশাল।এরজন্যই বুঝি পাহাড় মানুষকে এত কাছে টেনে নিতে চায়, পাখিদের মতো করে উড়াতে চায় নিজদের মাঝে।

অথচ,আমরাও চাই মনের আনন্দে পাখিদের মতো করে উড়ে বেড়াতে। হয়তো কারো চোখের মায়ায়, কারো হাসির মাঝে,কারো হৃদয়ে, কারো ভালোবেসে লেখা একটু টুকরো চিঠির ভাঁজে।
অথবা না চাইতেও আবার আমরা থেকে যাই কারো মন খারাপে কিংবা তীব্র ঘৃণায়।

আমরা আসলে কার হৃদয়ের কোথায় থাকি মূলত নিজেরাও তা জানি না। এবং অন্যদেরকেও কোথায় রাখছি সেটাও আমাদের অজানা। যেমন অজানা থেকে গেলো আমাদের ভিতরে গভীরতা ঠিক কতটুকু।🖤

আল্লাহ বলেন:অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো, অভিযোগ করা বন্ধ করো, নিজের উপর অতিরিক্ত চাপ দেয়া বন্ধ করো। বরং তুমি আমাকে বিশ্...
18/08/2025

আল্লাহ বলেন:

অতিরিক্ত চিন্তা করা বন্ধ করো, অভিযোগ করা বন্ধ করো, নিজের উপর অতিরিক্ত চাপ দেয়া বন্ধ করো। বরং তুমি আমাকে বিশ্বাস করো, আমার উপরে তোমার বিশ্বাস কোথায়? আমি তোমাকে তোমার পরিকল্পনার চেয়েও বেশি ভালোবাসি, আমি তোমাকে হতাশ করবো না।🤍

Address

Patiya Chittagong
Patiya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Humaira Hera posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share