22/09/2025
'মানুষ ভাবে, তার মৃত্যু বুঝি কেবল শারীরিক। তাই সে শরীরের যত্ন নেয়। অসুখ হলে সারিয়ে তুলতে চায়। কিন্তু সে জানে না, তার আসল মৃত্যুতো মানসিক। অথচ মনের অসুখ হলে তার খবর কেউ রাখে না। যত্ন নেয় না। এইজন্যই হয়তো কথারা ফুরিয়ে গেলে সম্পর্কের যেমন মৃত্যু ঘটে, তেমনি মৃত্যু ঘটে মানুষেরও। সেই মৃত্যু শরীরের নয়, মনের। কিংবা কে জানে, হয়তো মনের মৃত্যু ঘটে বলেই ফুরিয়ে যায় কথা, ফুরিয়ে যায় সম্পর্ক। '.
লেখায়- সাদাত হোসাইন