29/11/2025
আলহামদুলিল্লাহ মহান ৬ই জমাদিউস সানি
পবিত্র চন্দ্র বার্ষিকী ওরশ শরীফ,শরীয়ত তরিকত মোতাবেক,সুন্দর ভাবে অনুষ্ঠিত হলো।
ঐতিহ্যবাহী পটিয়া সাতগাছিয়া দরবার শরীফের প্রাণ পুরুষ আওলাদে রাসূল সুলতানুল আউলিয়া গাউছে জামান হযরত শাহসূফী শেখ সৈয়দ মাওলানা আবুল খায়ের সুলতানপুরী (রা.) কেবলা কাবার চন্দ্র বার্ষিকী ও মোজাদ্দেদে জামান, দয়ার সাগর, শাহসূফী সৈয়দ আবু মোহাম্মদ মোস্তাক বিল্লাহ সুলতানপুরী (রা.) এর বেছাল শরীফ পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম, হযরত খাজা গরীবে নেওয়া (রা.) এর ওরশ শরীফ উপলক্ষে, ৪০ এর অধিক ডাক্তার দ্বারা ১০০০ এর অধিক গরীব দুঃখী, মেহনতী মানুষদের বিনা মূল্যে ফ্রি চিকিৎসা ও ঔষধ দেওয়া হয় ও ফ্রি চিকিৎসা ক্যাম্প পর্ব শেষে বাদে মাগরীব থেকে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দিবস খানা প্রথমের দিকে খাস কিছু মুরিদান মুর্শিদ কেবলার অসিয়ত মোতাবেক নির্দিষ্ট নিয়ম নীতির মাধ্যমে পালন করা হলেও পরবর্তীতে বর্তমান মুর্শিদ কেবলা সুলতানপুরী উক্ত দিনে বিভিন্ন সেবামূলক কার্যক্রম চালু করেন
যেমন,
* বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা চিকিৎসা সেবা
* সুন্নতে খৎনা ক্যাম্প
* রক্তের গ্রুপ নির্ণয়
* ফ্রী ডেন্টাল ক্যাম্প
* ফ্রী চক্ষু সেবা
* ফ্রী কর্ণ ও নাক ছেদন
*ফ্রি ঔষধ বিতরণ
এবং নাত, কেরাত ও আর্ট প্রতিযোগিতা।
সেই সাথে পবিত্র খতমে কুরআন গিয়ারবী শরীফ মিলাদ মাহফিল সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে মাইজভাণ্ডার দরবার শরীফ সহ দেশের বিখ্যাত বিভিন্ন দরবার থেকে পীর সাহেব গন উপস্থিত ছিলেন।
এতে ছদারত করেন ঐতিহ্যবাহী সাতগাছিয়া দরবার শরীফের বর্তমান সাজ্জ্বাদানশীন ইমামে তরিকত রাহনুমায়ে শরিয়ত আওলাদে রাসূল হযরত শাহসূফী সৈয়দ আবুল মাকছুম মুহাম্মদ মোতাছিম বিল্লাহ সম্পদ সুলতানপুরী কেবলা কাবা।
#সাতগাছিয়া_দরবার_শরীফ
াদিউস_সানি
#গাউছিয়া_খায়রীয়া_এম_বি_মঞ্জিল