News today 24

News today 24 সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ
(11)

বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাবিতে সকল ক্লাস ও পরীক্ষা স্থগিতজাবি প্রতিনিধিবাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, সাবেক প্র...
30/12/2025

বেগম খালেদা জিয়ার প্রয়াণে জাবিতে সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত

জাবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আজকের সকল প্রসানিক কার্যক্রম, ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর ) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। তাঁর মৃত্যুতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গভীরভাবে শোকাহত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মরহুমার আত্মার মাগফেরাত কামনা করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেগম খালেদা জিয়া'র মৃত্যুতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আজকের সকল প্রকার প্রশাসনিক কার্যক্রম এবং বিভাগীয় সভা ও পরিক্ষা স্থগিত ঘোষণা করেছে।

এরআগে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক করা হয়।

খালেদা জিয়ার মৃত্যুতে জাবির জাতীয়তাবাদী ফোরামে শোক ও কালো ব্যাজ ধারনজাবি প্রতিনিধিবাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চে...
30/12/2025

খালেদা জিয়ার মৃত্যুতে জাবির জাতীয়তাবাদী ফোরামে শোক ও কালো ব্যাজ ধারন

জাবি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে কালো ব্যাজ পড়ে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ফোরাম।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে শোক কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এসময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জামাল উদ্দীন বলেন, বেগম খালেদা জিয়া শুধু একজন গৃহিণী বা রাষ্ট্রপতির সহধর্মিণী ছিলেন না; তিনি ছিলেন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপসহীন এক নেত্রী। তাঁর প্রয়াণ মানে জাতির একজন অভিভাবককে হারানো। তিনি শুধু জাতীয়তাবাদী দলের নয়, সংকটকালে পুরো দেশের নেত্রী হিসেবেই আবির্ভূত হয়েছেন। ১৯৯১ সালে মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হিসেবে তাঁর নেতৃত্ব গ্রহণ, সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রবর্তনে তাঁর ভূমিকা ছিল ঐতিহাসিক।

তিনি আরও বলেন, তাঁর প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। এ উপলক্ষে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরিবার কোরআন খতম ও দোয়া মাহফিল, কালো ব্যাজ ধারণ এবং ব্যানার প্রদর্শনের মাধ্যমে তাঁকে স্মরণ করছে। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরামও স্মরণমূলক কর্মসূচি পালন করবে।
আমি বিশ্বাস করি, তাঁর আদর্শ ও চেতনাকে ধারণ করে নেতাকর্মীরা দেশ গঠনে এগিয়ে যাবে এবং তাঁর উত্তরাধিকার সেই পথেই অগ্রসর হবে।

সভাপতি অধ্যাপক মো. শামছুল আলম বলেন, আমাদের জাতির অভিভাবক হিসেবে তিনি ছিলেন মৃদুভাষী, সহনশীল ও মানবিক একজন মানুষ। গত ১৬ বছরে তাঁর ওপর বহু নির্যাতন ও অবিচার হলেও তিনি কখনো কারও প্রতি ক্ষোভ প্রকাশ করেননি। প্রিয় বাসা থেকে উৎখাত হয়েও তিনি দেশ ছাড়ার কথা ভাবেননি; দেশকেই তিনি ভালোবেসেছেন। গণতন্ত্র প্রতিষ্ঠায় আজীবন সংগ্রাম করে তিনি বহুবার কারাবরণ করেছেন এবং আপসহীন নেতৃত্বের মাধ্যমে গণতন্ত্রের প্রতীক হয়ে উঠেছেন। আল্লাহ যেন তাঁকে জান্নাতবাসী করেন।

এই শোকাবহ সময়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ফোরাম কালো ব্যাজ ধারণ, গেরুয়া মসজিদে দোয়া মাহফিল ও কোরআন খতম এবং কালো ব্যানার প্রদর্শনসহ কর্মসূচি পালন করছে। কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সমন্বয় রেখেও এসব কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সহ-সভাপতি অধ্যাপক ছালেহ আহাম্মাদ খান, অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর, অধ্যাপক মো. শাহাদাত হোসেন, অধ্যাপক মোহাম্মদ মামুন হোসেন ও অধ্যাপক নাসরীন সুলতানা। যুগ্ম সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, অধ্যাপক বোরহান উদ্দিন ও অধ্যাপক মোহাম্মদ রায়হান শরীফ। সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মুহম্মদ নজরুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন খান, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মনোয়ার হোসেন, দপ্তর সম্পাদক অধ্যাপক আমিনুর রহমান খান, প্রচার সম্পাদক এস এম মাহমুদুল হাসান এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী অংশ নেন।

এছাড়া ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া, পরিবেশ ও গবেষণা সম্পাদক অধ্যাপক মো. নজরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক মো. আব্দুল হালিম এবং নারী বিষয়ক সম্পাদক অধ্যাপক শামছুন নাহার উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য অধ্যাপক মো. গোলাম মোস্তফা, অধ্যাপক মোহা. তালিম হোসেন, অধ্যাপক নাহিদ আখতার, মিসেস কামরুন নেছা খন্দকার, অধ্যাপক মুহাম্মাদ তারেক চৌধুরী, অধ্যাপক আবু ফয়েজ মো. আসলাম, অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম, অধ্যাপক তাসলিমা নাহার, অধ্যাপক মোহাম্মদ এমাদুল হুদা, অধ্যাপক কে. এম. জাহিদুল ইসলাম, অধ্যাপক মাসুম শাহরিয়ার এবং অধ্যাপক মুহাম্মাদ শফিকুল ইসলামসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর প্রায় একশতাধিক অফিসার, কর্মকর্তা-কর্মচারী কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার, দলীয় নেতাকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে।

এরআগে সকাল ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম খালেদা জিয়া। এতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষনা করে।

30/12/2025

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী ফোরামের শোক ও কালো ব্যাজ ধারণ

30/12/2025

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী ফোরামের শোক ও কালো ব্যাজ ধারন

News today 24

30/12/2025

খালেদা জিয়ার মৃত্যুতে জাবিতে জাতীয়তাবাদী ফোরামের শোক ও কালো ব্যাজ ধারন

সুন্দরগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী মাজেদুর রহমানের মনোনয়নপত্র দাখিলগাইবান্ধা প্রতিনিধি: মো: শাহিন মিয়া ত্রয়োদশ জাতীয় সং...
30/12/2025

সুন্দরগঞ্জে জামায়াত মনোনীত প্রার্থী মাজেদুর রহমানের মনোনয়নপত্র দাখিল

গাইবান্ধা প্রতিনিধি: মো: শাহিন মিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ও গাইবান্ধা জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান মনোনয়নপত্র দাখিল করেছেন।

রোববার (২৮ অক্টোবর) বিকেলে সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ঈফফাত জাহান তুলির কাছে তিনি তার মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সহকারী কমিশনার (ভূমি) চৌধুরী আল-মাহমুদ, উপজেলা নির্বাচন কর্মকর্তা রোকনুজ্জামান সরকারসহ নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলকালে জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক মাজেদুর রহমানের সঙ্গে ছিলেন উপজেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম সরকার মঞ্জু, সেক্রেটারি সামিউল ইসলাম, সুন্দরগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নুরুন্নবী প্রামাণিক সাজু, উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি শাহিন মিয়াসহ জামায়াতের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র দাখিল শেষে অধ্যাপক মাজেদুর রহমান বলেন, ‘দীর্ঘ ১৭ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার জনগণ ভোট দিতে প্রস্তুত। যদি নির্বাচনি পরিবেশ সুষ্ঠু থাকে এবং প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করে, তাহলে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে।’

তিনি আরও বলেন, ‘সুন্দরগঞ্জের মানুষ পরিবর্তন চায়। তারা ন্যায়বিচার, সুশাসন ও দুর্নীতিমুক্ত রাজনীতি দেখতে চায়। সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠা, এলাকার সার্বিক উন্নয়ন এবং একটি মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যেই আমরা এই নির্বাচনে অংশ নিয়েছি।’

পাবনায় ২০ ইটভাটার মালিককে ২৫ লাখ টাকা জরিমানাপাবনা প্রতিনিধি পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নে অবৈধ ইটভাটায় অভিযান চাল...
30/12/2025

পাবনায় ২০ ইটভাটার মালিককে ২৫ লাখ টাকা জরিমানা

পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীর লক্ষীকুন্ডা ইউনিয়নে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়ে ২০ ভাটার মালিককে ২৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছে যৌথ বাহিনী। সোমবার (২৯ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তরের রাজশাহীর উপ-পরিচালক তাসমিনা হোসেনের নেতৃত্বে যৌথবাহিনী নিয়ে এই অভিযান পরিচালনা করেন।
অভিযানের এক পর্যায়ে নবীনগর এলাকায় ইটভাটায় কর্মরত শ্রমিকরা প্রতিরোধ সৃষ্টি এবং সড়ক অবরোধের চেষ্টা করে। অভিযানের সময় একটি অবৈধ ভাটা ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, যৌথবাহিনী সোমবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পাকুড়িয়া এলাকায় জনৈক মিজান সরদারের এসবিএম ব্রিকস নামক অবৈধ ইটভাটা ভেঙ্গে গুড়িয়ে দেয়। এরপর নবীনগর এলাকায় অভিযানে আসলে ভাটা শ্রমিকরা অভিযানে বাধা দেওয়ার চেষ্টা করে।

এসময় দাদাপুর-ঈশ্বরদী সড়ক অবরোধ করে শ্রমিকরা বিভিন্ন স্লোগান দিতে থাকে। যৌথবাহিনী অবরোধ সরিয়ে ফেলার পর পুনরায় অভিযান শুরু হয়। এসময় ২০টি ভাটায় মোট ২৫ লাখ ৩০ হাজার টাকা জরিমানা আদায় এবং অবৈধ ভাটা পরিচালনা না করার জন্য মুচলেকা আদায় করা হয়।

পরিবেশ অধিদপ্তরের রাজশাহীর উপ-পরিচালক তাসমিনা হোসেন বলেন, অবৈধ ইটভাটায় অভিযান অব্যাহত থাকবে। অবৈধ ইটভাটা পরিচালনা না করার জন্য মালিকদের সতর্ক করার পাশাপাশি মুচলেকা নেওয়া হয়েছে।

30/12/2025
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেইস্টাফ রিপোর্টার রংপুর।সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জি...
30/12/2025

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই

স্টাফ রিপোর্টার
রংপুর।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া আর নেই, ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিলস ৮০ বছর।

আজ (৩০ ডিসেম্বর) বুধবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত‍্যু সংবাদটি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার ব‍্যক্তিগত চিকিৎসক ও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন।

এ সময় এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ছেলের বউ ডা. জোবায়দা রহমান, নাতনি জাইমা রহমান, ছোট ছেলের বউ শার্মিলী রহমান সিঁথি, ছোট ভাই শামীম ইসকান্দার, ছোট ভাইয়ের স্ত্রী, বড় বোন সেলিনা ইসলাম সহ সকল আত্মীয় স্বজন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বেগম খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সকল চিকিৎসক বৃন্দ উপস্থিত ছিলেন।

মরহুমা বেগম খালেদা জিয়ার নামাজে জানাজার সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আইসিইউতে চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থা অত্যন্ত জটিল এবং তিনি সংকটময় মুহূর্ত পার করছিলেন বলে তার ব্যক্তিগত চিকিৎসক, দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়ে ছিলেন।

29/12/2025

বারহাট্টায় মনোনয়নপত্র জমা দিলেন নেত্রকোনা-২ আসনের বিএনপির প্রার্থী ডাঃ আনোয়ারুল হক

29/12/2025

খাগড়াছড়ি জেলা প্রশাসক কার্যালয়ে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র জমা

News today 24

Address

Patiya

Telephone

+8801312755177

Website

Alerts

Be the first to know and let us send you an email when News today 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News today 24:

Share