News25HD

News25HD সত্য প্রকাশে প্রতিশ্রুতিবদ্ধ
(10)

পাবনায় ঘুমের ওষুধ খাইয়ে বান্ধবীর ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে আরেক বান্ধবী উধাও!পাবনা প্রতিনিধি পাবনার ভাঙ্গুড়ায় ব্যাংকার বা...
09/08/2025

পাবনায় ঘুমের ওষুধ খাইয়ে বান্ধবীর ১৫ ভরি স্বর্ণালংকার নিয়ে আরেক বান্ধবী উধাও!

পাবনা প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় ব্যাংকার বান্ধবীকে ঘুমের ওষুধ খাইয়ে বান্ধবীর ১৫ ভরি স্বর্ণালংকারসহ ১২ হাজার টাকা চুরি করে উধাও হওয়ার ১ মাসেও অভিযুক্ত শিক্ষক ইফফাত মোকাররমা সানিমুন (৩২)কে আটক করতে পারেনি পুলিশ ।
এ ঘটনায় তারই বান্ধবী ও ব্যাংকার তানিয়া হক শনিবার বেলা ১১টার দিকে ভাঙ্গুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন।

অভিযুক্ত ইফফাত মোকাররমা সানিমুন উপজেলার সোহরাব হোসেন এর মেয়ে ও পারভাঙ্গুড়া ইউনিয়নের আরাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা।

এদিকে ব্যাংকার তানিয়া হক ও তার ভাইকে মামলা দিয়ে হয়রানি করারও হুমকি প্রদানর করা হচ্ছে মর্মে সংবাদ সম্মেলনে অভিযোগও করেন ভুক্তভোগী। তবে পুলিশ বলছেন, আসামীকে আটকের চেষ্টা অব্যহত রয়েছে। হুমকির বিষয়ে তিনি কিছু জানেন না।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যাংকার তানিয়া হক বলেন, তারই বান্ধবী সহকারি শিক্ষিকা ইফফাত মোকাররমা সানিমুন । গত ৫ জুলাই বিকালের দিকে তিনি ও তার বান্ধবী সানিজা ইয়াসমিন পপিসহ বিবাদী বিকেলে বেড়ানোর উদ্দেশ্যে গহনা পড়ে সেজেগুজে চাটমোহর কুটুমবাড়ি রেস্টুরেন্টে বেড়াতে যান।

উক্ত স্থান থেকে এসে পূনরায় রাতে তিনি তার সব গহনাগুলো আলমারীতে দেখেন। গহনাগুলো দেখার সময় সহকারি শিক্ষিকা ইফফাত মোকাররমা সানিমুন তার ঘরে উপস্থিত ছিল।

এদিন রাত সাড়ে ১১টার দিকে তিনিসহ উক্ত বান্ধবী রাতে খাওয়া দাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। ঘুমানোর পূর্বে অভিযুক্ত সহকারি শিক্ষিকা ইফফাত মোকাররমা সানিমুন তানিয়া হকের অনিচ্ছা সত্ত্বেও তাকে কফি বানিয়ে খাওয়ায়। উক্ত কফি খাওয়ার পর ব্যাংকার তানিয়া হকের মাথা ব্যাথা শুরু হয় এবং গভীর ঘুমিয়ে পড়েন।

পরবর্তীতে ৬ জুলাই সকাল অনুমান ১০ টার সময় ঘুম থেকে উঠে তার বান্ধবীকে ঘরে দেখতে না পেয়ে তার সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করেন । এ সময় অপর প্রান্ত থেকে তার বান্ধবী মোকাররমা সানিমুন প্রথমে ফোন রিসিভ না করায় তানিয়া হকের সন্দেহ হয়। পরবর্তীতে অভিযুক্ত সহকারি শিক্ষিকা ইফফাত মোকাররমা সানিমুন জানায় যে, তার জরুরী কাজ রয়েছে। সেই জন্য সে বাস যোগে ঢাকায় চলে যাচ্ছে।

অতঃপর তানিয়া হকের হাত ব্যাগে লক্ষ্যে দেখেন যে, তার হাত ব্যাগের ভিতরে থাকা নগদ ১২ হাজার টাকা নেই। তখন তার সন্দেহ বেড়ে যায় এবং তার ঘরের আলমারীতে থাকা স্বর্ণের গহনাগুলো পরীক্ষা করেন।

পরীক্ষা করে দেখেন যে, আলমারীতে থাকা স্বর্ণের ২ ভরি ৮আনা ওজনের ১ জোড়া চুর, যার মূল্য অনুমান ৩লক্ষ ৬০ হাজার টাকা, স্বর্ণের ৪ ভরি ওজনের ২ টি হার, যার মূল্য অনুমান-৬ লক্ষ ৬০ হাজার টাকা, স্বর্ণের ১ ভরি ওজনের কানের দুল ১ জোড়া, মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা, স্বর্ণের ৩ টি ছোট কানের দুল ৩ জোড়া,

যার ওজন ২ ভরি যার মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা, ১ ভরি ২ আনা ওজনের স্বর্ণের একটি চেইন মূল্য অনুমান ২ লাখ টাকা এবং ২ ভরি ওজনের স্বর্ণের বেসলেট ২টি, মূল্য অনুমান-৩ লাখ ৬০ হাজার টাকা, ৬ টি স্বর্ণের আংটি, যার ওজন ২ ভড়ি, মূল্য অনুমান ৩লাখ ৬০হাজার টাকা গহনার বাক্সের ভিতরে নেই।

এর পর অনেক বার সহকারি শিক্ষিকা ইফফাত মোকাররমা সানিমুন এর ব্যবহৃত মোবাইল ফোনে ফোন করলেও আর তিনি তার মোবাইল ফোন রিসিভ করেননি।

এ বিষযে তার পরিবারের ভাই এবং পিতার সাথে যোগাযোগ করা হলেও তারা জানান, সহকারি শিক্ষিকা ইফফাত মোকাররমা সানিমুন এর সাথে তাদের কোনো যোগাযোগ নেই।

এ ঘটনায় গত ৯ জুলাই ব্যাংকার তানিয়া হক বাদী হয়ে ভাঙ্গুড়া থানায় একটি মামলা দায়ের করেন। সেই মাললার এক মাস পার হলেও আসামীকে পুলিশ আটক করতে না পাড়ায় তিনি হতাশা প্রকাশ করেন।

পক্ষান্তরে অভিযোগের পর ব্যাংকার তানিয়া হক ও তার ভাইয়ের বিরুদ্ধে আসামী পক্ষ থেকে উল্টা মামলা করে আরও হয়রানি করা হবে বলে হুমকি প্রদান করেছেন।

এমতাবন্থায় আসামীকে দ্রুত সময়ে আটক করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে হারানো গহনা ও টাকা উদ্ধার করতে পুলিশ প্রশাসনের প্রতি জোর দাবী জানান। সংবাদ সম্মেলনের সময় তানিয়া হকের পিতা এনামুল হক ও তার ভাই মামুন উপস্থিত ছিলেন।

এ ব্যপারে জানতে অভিযুক্ত সহকারি শিক্ষিকা ইফফাত মোকাররমা সানিমুন এর ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিক বার ফোন করলেও তা বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সেকেন্দার আলী জানান, সহকারি শিক্ষিকা ইফফাত মোকাররমা সানিমুন প্রায় এক বছর ধরে ছুটি নিয়ে ঢাকায় আছেন। মাঝে মাঝে এসে মেডিক্যাল সার্টিফিকেট দেখিয়ে আবার ছুটি নেন।

ছুটি না দিলে উর্ধতন কর্মকর্তাদের দিয়ে ফোন করিয়ে ছুটি নেন। এমন দীর্ঘ দিন কর্মক্ষেত্রে অনুপস্থিতে তারাও কিছুটা বিব্রতকর অবস্থায় আছেন।

এ ব্যপারে ভাঙ্গুড়া থানার ওসি মোঃ শফিকুল ইসলাম বলেন, পুলিশ আসামীদের ধরতে সর্বোচ্চ তৎপর চালিয়ে যাচ্ছে। যে কোনো সময় আসামী ধরা পড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন।

ঘটনার বিষয়ে জানতে সহকারি পুলিশ (চাটমোহর সার্কেল) আরজুমা আক্তার বলেন, অভিযোগ হওয়ার পর আসামী সাধারণত গা ঢাকা দেয়। আসামী যেহেতু ঢাকাতে থাকে। সে কারণে তাকে ধরতে একটু সময় লাগছে। পুলিশ সেখানেও অভিযান চালিয়ে ধরার চেষ্টায় অব্যাহত আছে।

প্রায় ২০ বছর আগে খুঁজে পাওয়া এক ধাতব বস্তুকে এতদিন ধরে হাতুড়ি ভেবে ব্যবহার করে এসেছেন চীনের কিন নামের এক বৃদ্ধা। তিনি ওট...
09/08/2025

প্রায় ২০ বছর আগে খুঁজে পাওয়া এক ধাতব বস্তুকে এতদিন ধরে হাতুড়ি ভেবে ব্যবহার করে এসেছেন চীনের কিন নামের এক বৃদ্ধা। তিনি ওটা দিয়ে মরিচ গুঁড়া করেছেন, বাদাম ভেঙেছেন, এমনকি পেরেক গাথার কাজও করেছেন।

অবশেষে বছরখানেক আগে শ্রমিকরা বাড়িতে যখন কাজ করছিল, তখন তারা জিনিসটি দেখে সাথে সাথেই চিনে ফেলে- ওটা একটা গ্রে নে ড! এরপর আর যায় কোথায়! সাথে সাথেই বো মা নিষ্ক্রিয়করণ ইউনিটকে খবর দেওয়া হয়। তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে।

নেটিজেনদের ধারণা, ওটা সম্ভবত কোনো ট্রেনিং গ্রে নে ড ছিল, যেটার ভেতরে কোনো বি স্ফো র ক ছিল না। ফলে ওটা বি স্ফো রি ত হয়নি, আর বেঁচে গিয়েছে সেই বৃদ্ধার প্রাণ।

হঠাৎ ঠাকুরগাঁও সদর হাসপাতালের আউটসোর্সিংয়ের ৩৫, জনর চাকরিচ্যুত।আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশি...
09/08/2025

হঠাৎ ঠাকুরগাঁও সদর হাসপাতালের আউটসোর্সিংয়ের ৩৫, জনর চাকরিচ্যুত।

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ

ঠাকুরগাঁও ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ৩৫ জন কর্মচারী হঠাৎ চাকরিচ্যুত হওয়ায় ক্ষোভ ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনায় পুনঃনিয়োগের দাবি তুলে সংবাদ সম্মেলন করেছেন তারা।

শনিবার (৯ অক্টোবর) দুপুরে শহরের মানব কল্যাণ এ ‘বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ, ঠাকুরগাঁও’ এর ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় লিখিত বক্তব্য পাঠ করেন আউটসোর্সিং চাকরিচ্যুত কর্মীদের পক্ষে সন্দিপ কুমার রায়।।

লিখিত বক্তব্যে জানানো হয়, ২০২০-২১ অর্থবছর থেকে ওয়ার্ড বয়, ওটি বয়, সিকিউরিটি গার্ড, আয়া, বাবুর্চি, পরিচ্ছন্নতাকর্মী ও লিফট অপারেটর হিসেবে কর্মরত ৩৫ জন কর্মচারী করোনাকাল, ডেঙ্গু ও অন্যান্য দুর্যোগে জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়ে এসেছেন। কিন্তু হঠাৎ চলতি মাসের ৫ তারিখ থেকে হাজিরা খাতা ও ডিউটি রোস্টার থেকে তাদের নাম বাদ দেওয়া হয়। চাকরিচ্যুতির কোনো লিখিত নোটিশও দেওয়া হয়নি।

তাদের অভিযোগ, কোনো তদন্ত বা কথা না শুনেই রাজনৈতিক অভিযোগের ভিত্তিতে ঠিকাদারি প্রতিষ্ঠান কর্ম থেকে বাদ দিয়েছে। নতুন নিয়োগে তাদের অভিজ্ঞতা ও দক্ষতা বিবেচনায় নেওয়া হয়নি, বরং অযোগ্য ও নবাগতদের অগ্রাধিকার দেওয়া হয়েছে। এছাড়া অনেকের বকেয়া বেতনও এখনো পরিশোধ করা হয়নি।

এ সময় জেলা প্রশাসন, স্বাস্থ্য অধিদপ্তর, জনপ্রশাসন মন্ত্রণালয় ও বর্তমান সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসসহ সংশ্লিষ্টদের প্রতি বিষয়টি দ্রুত সমাধানের আহ্বান জানান তারা।

গাজীপুরে সাংবাদিক হত্যার বিচারের দাবিতে ববি প্রেসক্লাবের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ  ববি প্রতিনিধি গাজীপুরে সাংবাদিক মোঃ...
09/08/2025

গাজীপুরে সাংবাদিক হত্যার বিচারের দাবিতে ববি প্রেসক্লাবের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

ববি প্রতিনিধি

গাজীপুরে সাংবাদিক মোঃ আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার,সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা ও সুরক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব (ববিপ্রেক)।

আজ শনিবার (৯ আগষ্ট) বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) মূল ফটকের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে ববি প্রেসক্লাব এবং বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।

এসময় তারা এসব ঘটনায় জড়িত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তাদের হাতে- সাংবাদিক তুহিন হত্যার বিচার চাই;গণমাধ্যমের স্বাধীনতা চাই, অপরাধীর বিচার চাই; WE DEMAND JUSTICE, WE DEMAND SAFETY, JUSTICE FOR TUHIN ইত্যাদি লেখা প্লাকার্ড দেখা যায়।

এসময় দ্যা ডেইলি ক্যাম্পাস ও দৈনিক মানবজমিনের ববি প্রতিনিধি আরিফ হোসাইন বলেন, আজ আমরা এখানে এক গভীর শোক ও ক্ষোভ নিয়ে দাঁড়িয়েছি। কারণ, ৭ই আগস্ট, গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাহসী সংবাদকর্মী মোঃ আসাদুজ্জামান তুহিন; যিনি সত্যের পক্ষে দাঁড়িয়েছিলেন, দুর্নীতি আর অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছিলেন তাকে দুর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে ও জবাই করে হত্যা করেছে।

এই হত্যাকাণ্ড কোনো ব্যক্তিগত ঘটনা নয়, এটি গোটা সাংবাদিক সমাজের জন্য একটি শোকবার্তা, একটি হুমকি। একজন সাংবাদিককে হত্যা মানে—সত্যের কণ্ঠরোধ করা, মানুষের জানার অধিকারকে অন্ধকারে ঠেলে দেওয়া।

বাংলাদেশে সরকারসহ সকলে গণমাধ্যমের স্বাধীনতার কথা বললেও বাস্তবে তার প্রমাণ দেখা যায় না। সাগর-রুনী হত্যার ১যুগ পেরিয়ে গেছে, এর মাঝে অনেক সাংবাদিককে হত্যা করা হয়েছে, অনেক সাংবাদিক মারধর করা হয়েছে, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের সাংবাদিকও বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হেনস্তার স্বীকার হয়েছে ;কিন্তু এগুলোর কোনো বিচার হয়নি।এভাবে চলতে থাকলে সাংবাদিকরা সত্য, অপরাধ ও দুর্নীতির তথ্য প্রকাশ করতে পারবে না।

তিনি বলেন, আমাদের দাবি, তুহিন হত্যার সর্বোচ্চ বিচারের মাধ্যমে এমন দৃষ্টান্ত সৃষ্টি হোক যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করতে না পারে।

দৈনিক সংগ্রাম পত্রিকার ববি প্রতিনিধি আবু উবাইদা বলেন, ৫ আগস্ট পরবর্তী নতুন বাংলাদেশে আমরা আশা করেছিলাম গণমাধ্যম স্বাধীন হবে, আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারবো, কিন্তু তার উল্টো ঘটছে। গণমাধ্যম আসলে পরিপূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারছে না। সহকর্মী তুহিনকে হত্যার মাধ্যমে দেশের সকল গণমাধ্যমকর্মীদের উপর আঙুল তোলা হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাব ইন্টেরিম গভর্মেন্টকে হুশিয়ারি করে দিচ্ছে অতিদ্রুত সময়ের ভিতর যদি সাংবাদিক তুহিন হত্যার সর্বোচ্চ বিচার করতে না পারে তাহলে সারা বাংলাদেশের সাংবাদিক একত্রিত হয়ে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।

কুড়িগ্রামে সাংবাদিক নিপীড়ন ও হত্যার প্রতিবাদে মানববন্ধনপ্রতিবেদক:  রিপন আহমেদ রনিগাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে...
09/08/2025

কুড়িগ্রামে সাংবাদিক নিপীড়ন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

প্রতিবেদক: রিপন আহমেদ রনি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার প্রতিবাদ, দোষীদের বিচার এবং সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবীতে কুড়িগ্রামে মানববন্ধন করেছেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন (KUJ) সাংবাদিকরা। শনিবার (৯ আগস্ট) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার প্রধান গেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জেলার সকল প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।
এসময় সাংবাদিকরা বলেন, গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে প্রকাশ্যেই কুপিয়ে হত্যা করা হয়েছে। এতে করে গাজীপুরসহ দেশের সাংবাদিকরা উদ্বেগ প্রকাশসহ নিরাপত্তাহীনতা অনুভব করছেন। এরই মধ্যে গ্রেপ্তার হওয়াদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে অভিযুক্ত সকল আসামী গ্রেপ্তার করাসহ নেপথ্যে জড়িতদের আইনের আওতায় আনার দাবি করেন সাংবাদিকরা।
কুড়িগ্রামসহ সারাদেশের সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহবান জানিয়ে সাংবাদিক সুরক্ষা আইনের যথাযথ বাস্তবায়ন দাবী করা হয় মানবন্ধনে।

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক: আরিফুল ইসলাম রিগান (বাংলা ট্রিবিউন ও আজকের পত্রিকা) সদস্য সচিব: মনোয়ার হোসেন লিটন (এটিএন নিউজ), সিনিয়র যুগ্ম আহ্বায়ক: আমিনুল ইসলাম (বাংলাদেশ প্রতিদিন ডিজিটাল),যুগ্ম আহ্বায়ক: বাবুল জামান (দৈনিক আমার দেশ), ৫.রাশিদুল ইসলাম রাসেদ (প্রতিদিনের বাংলাদেশ),.তামজিদ হাসান তুরাগ (কালের কণ্ঠ),সদস্য: আব্দুল্লাহ আল মুজাহিদ (কালবেলা), .রাশেদুজ্জামান তাওহীদ (গ্লোবাল টিভি), মুহাম্মাদ জুবায়ের (স্টার নিউজ) রিপন আহমেদ রনি কুড়িগ্রাম জেলা মাল্টিমিডিয়া প্রতিনিধি দৈনিক আমার বার্তা সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

সাংবাদিক তুহিন হ*ত্যার প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন নীলফামারী প্রতিনিধিগাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার ...
09/08/2025

সাংবাদিক তুহিন হ*ত্যার প্রতিবাদে জলঢাকায় মানববন্ধন

নীলফামারী প্রতিনিধি

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ এর স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে নীলফামারীর জলঢাকায় মানববন্ধন করেছে স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

শনিবার ( ৯ আগষ্ট) বেলা সাড়ে ১১টায় জলঢাকা থানার মোড়ে উপজেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সভাপতিত্ব করেন জলঢাকা প্রেসক্লাবের সভাপতি কামারুজ্জামান এবং স্বাগত বক্তব্য রাখেন নীলফামারী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও নিউজ ২৪ টিভির প্রতিনিধি আব্দুর রশিদ শাহ।

অনুষ্ঠানে বক্তব্য দেন জলঢাকা প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহবুবর রহমান মনি, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহজাহান কবির লেলিন, প্রেসক্লাব যুগ্ম সম্পাদক মাইদুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ, রিপোর্টার্স ইউনিটি সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

কর্মসূচিতে বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নির্মমভাবে খুনের ঘটনা দেশে সাংবাদিকসহ সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রমাণ। শুধু গাজীপুরে নয়, সারা দেশেই এখন সাংবাদিকেরা নিরাপত্তাহীন হয়ে পড়েছে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক আসামিকে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, দৈনিক প্রলয়ের উপজেলা প্রতিনিধি বিধান চন্দ্র রায়, আইনি সহায়তা কেন্দ্র আসক এর সভাপতি আল আমিন, একুশে টিভির প্রতিনিধি নুর আলম বাবু, দৈনিক সংবাদ সারাবেলার প্রতিনিধি আল ইসলাম বিপ্লব,সাংবাদিক ভবদিশ চন্দ্র প্রমুখ।

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্টিতরফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :'দ...
09/08/2025

সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে ও দ্রুত বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্টিত

রফিকুল ইসলাম, কুষ্টিয়া প্রতিনিধি :
'দৈনিক প্রতিদিনের কাগজ' পত্রিকার গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিন হত্যার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্টিত হয়েছে।

শনিবার (০৯ আগষ্ট) সকাল ১১ টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক মাটির ডাক পত্রিকার সম্পাদক লুৎফর রহমান কুমারের সভাপতিত্বে মানববন্ধনে দৈনিক সময়ের কাগজের প্রকাশক ও সম্পাদক আবু বকর সিদ্দীক, দৈনিক সংবাদের জেলা প্রতিনিধি মিজানুর রহমান লাকি, দৈনিক সূত্রপাত পত্রিকার সম্পাদক মোকাদ্দেস হোসেন, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক তৌহিদী হাসান, দৈনিক সমকাল ও ডিবিসি'র জেলা প্রতিনিধি সাজ্জাদ রানা ও দেশ টিভির কুষ্টিয়া প্রতিনিধি নাহিদ হাসান তিতাস, বরি বর্তার সম্পাদক গোলাম মাওলা, দৈনিক সত্যখবর পত্রিকার সসম্পাদক ও প্রকাশক হাসিবুর রহমান রিজুসহ জেলার সর্বস্তরের সাংবাদিকবৃন্দ।

মানববন্ধনে সাংবাদিক নেতারা দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি আসাদুজ্জামান তুহিনকে হত্যার সকল আসামিদের গ্রেফতার করে দ্রুত বিচারের দাবি জনান।

উল্লেখ্য, গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে (৩৮)। গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মহানগরীর ব্যস্ততম মসজিদ মার্কেটের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কয়রায় জামায়াতের নির্বাচনী কর্মশালা কয়রা(খুলনা) প্রতিনিধিঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সাম...
09/08/2025

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে কয়রায় জামায়াতের নির্বাচনী কর্মশালা

কয়রা(খুলনা) প্রতিনিধিঃ

আগামী জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে খুলনার কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে (৯ আগষ্ট শনিবার) কয়রা কপোতাক্ষ মাহা বিদ্যালয়ের অডিটোরিয়ামে। কয়রা উপজেলা জামায়াতে ইসলামীর
সেক্রেটারি মাওঃ শেখ সাইফুল্লাহ 'র' সঞ্চালনায় ও উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ কয়রা-পাইকগাছা জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওঃ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
খুলনা জেলা নায়েবে আমীর মাওঃ গোলাম সরোয়ার, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, এ্যাড মোস্তাফিজুর রহমান, কেন্দ্রীয় শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি মাষ্টার শফিকুল আলম, মাওঃ রফিকুল ইসলাম নায়েবে আমীর কয়রা উপজেলা জামায়াতে ইসলামী, মোহাঃ মিজানুর রহমান আমীর কয়রা সদর ইউনিয়ন, প্রভাষক নুরুজ্জামান
সেক্রেটারি কয়রা সদর ইউনিয়ন, মোস্তাকিম বিল্লাহ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি কয়রা সদর ইউনিয়ন, মাষ্টার নূরকামাল আমীর উত্তর বেদকাশী ইউনিয়ন, মাওঃ মতিউর রহমান আমীর দক্ষিণ বেদকাশি। প্রধাণ অতিথির বক্তব্যে আবুল কালাম আজাদ বলেন দীর্ঘ ১৫ বছর পর কয়রা,পাইকগাছা সহ সারা বাংলাদেশের সাধারণ জনগণক এবার ভোট দেবে।
সেই ভোট ইসলামের পক্ষে হয় যেনো তার জন্য নিরলস ভাবে কাজ করে যেতে হবে-সাধদরণ ভোটার দের সাথে যোগাযোগ বাড়াতে হবে। আগামীর বাংলাদেশ হবে ন্যায় ইসাফের বাংলাদেশ। বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশে নীতি নৈতিকতা ইসলামি শাসন ব্যবস্থা কায়েম করতে চায়।
দূর্নীতি, চাঁদাবাজি, টেন্ডার বাজি,দখলদার মুক্ত একটি সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখে জামায়াতে ইসলামী। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কয়রা-পাইকগাছা সাধারণ জনগণ যদি জামায়াতে ইসলামীর প্রার্থী কে ভোট দিয়ে নির্বাচিত করে কয়রা-পাইকগাছার রাস্তা, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করে দেওয়া হবে। খাল দখল, ঘেরদখল জায়গা জমি দখল চাঁদাবাজি মুক্ত কয়রা-পাইকগাছা গড়া হবে।

থানচিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন।থানচি (বান্দরবান) প্রতিনিধি:মথি ত্রিপুরা। বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার রক্...
09/08/2025

থানচিতে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন।

থানচি (বান্দরবান) প্রতিনিধি:মথি ত্রিপুরা।

বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার রক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের আহ্বানে বান্দরবানের থানচিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালন করা হয়েছে।
৯ আগস্ট (শনিবার) সকালে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে উপজেলা বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে বিভিন্ন সম্প্রদায়ের নারী পুরুষের অংশগ্রহণে বিশাল বর্ণাঢ্য র‍্যালী অনুষ্ঠিত হয়। পরে সাবেক উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান বকুলি মারমা সভাপতিত্বে টাউন হলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ বছর দিবসটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘আদিবাসী জনগণ ও কৃত্রিম বুদ্ধিমত্তা'।
এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, যুব নেতা রেইংচিং ম্রো, যুব নেতা সিংওয়াইমং মারমা, শিক্ষক বেনেডিক ত্রিপুরা, সাবেক রেমাক্রি ইউনিয়নের চেয়ারম্যান মালিরাম ত্রিপুরা, এনজিও কর্মী অন্তর খিয়াং, ছোট মদক মৌজার হেডম্যান শিমন ত্রিপুরা, সাংবাদিক মংবোওয়াংচিং মারমা অনুপম ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান চসাথোয়াই মারমা পকশৈ প্রমুখ।
বক্তারা বলেন, ১৯৯৩ সালকে জাতিসংঘ প্রথমবার ‘আদিবাসী বর্ষ’ ঘোষণা করে। পরের বছর ১৯৯৪ সালে জাতিসংঘ সাধারণ পরিষদে ৯ আগস্টকে আদিবাসী দিবস হিসেবে ঘোষণা করে এবং তা পালনের জন্য সদস্য রাষ্ট্রগুলোকে আহ্বান জানানো হয়।
এরপর 'বাংলাদেশ আদিবাসী ফোরাম’ ২০০১ সালে বাংলাদেশে দিবসটি পালন করতে শুরু করে। বাংলাদেশে ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠীকে জাতিসত্তার স্বীকৃতি দিয়েছে। এরই মধ্যে পার্বত্য চট্টগ্রামের চাকমা, মারমা, ত্রিপুরা, ম্রো, বম, খুমি, খিয়াং, পাংখোয়া, লুসাই, তংচংঙ্গা, চাকসহ ১১টি ভাষা ১৩ টি জাতিসত্বার মানুষের বসবাস। যাদের মধ্যে নিজস্ব ভাষা ও সংস্কৃতি রয়েছে।
এসময় বিভিন্ন সম্প্রদায়ের নারীরা নিজস্ব পোষাক সংস্কৃতিতে নাচ গান পরিবেশন করা হয়।

মাটির মা ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলার পূর্নাঙ্গ কমিটি গঠন। মোঃ গোলাম মোস্তফা, স্টাফ রিপোর্টার  শুক্রবার মাটির মা ফাউন্ডেশন...
09/08/2025

মাটির মা ফাউন্ডেশনের টাঙ্গাইল জেলার পূর্নাঙ্গ কমিটি গঠন।

মোঃ গোলাম মোস্তফা,
স্টাফ রিপোর্টার

শুক্রবার মাটির মা ফাউন্ডেশন জেলা কার্যালয়ে টাঙ্গাইল জেলা কমিটি পূর্ণাঙ্গ করার লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব ফিরোজ আহমেদ বাচ্চু, উপদেষ্টা মাটির মা ফাউন্ডেশন টাঙ্গাইল জেলা কমিটি। সভায় সকলের উপস্থিতিতে পূর্ব ঘোষিত সভাপতি জনাব আরিফুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আরিফ আহমেদের মতামতের ভিত্তিতে জনাব রুহুল আমিন ও ইঞ্জিনিয়ার মো ফজলুল হক মল্লিক কে উপদেষ্টা ঘোষণা করা হয়। সভার সর্বসম্মতিক্রমে বিভিন্ন পদে যাদের দায়িত্ব দেয়া হয়

লুৎফর রহমান -সহ সভাপতি
খান মো সওদাগর- সাংস্কৃতিক সম্পাদক
সজীব আনোয়ার- শিশু কল্যাণ সম্পাদক
সুশান্ত সরকার - সাহিত্য সম্পাদক
ফারুক হোসেন - প্রচার সম্পাদক
মো সবুজ আহমেদ - সমাজ কল্যাণ সম্পাদক।
সোহেল রানা- দপ্তর সম্পাদক

আর উপস্থিত ছিলেন
আবু মাসুম বীর মুক্তিযোদ্ধা ও কলামিস্ট, রত্মা খাতুন সম্পাদক মায়ের ঘর, রুহেদ তালুকদার আহ্বায়ক রক্তের সন্ধানে মায়ের ঘর ও মাটির মা ফাউন্ডেশনের চেয়ারম্যান মতিয়ারা মুক্তা প্রমুখ।
মাটির মা ফাউন্ডেশনের সন্মানিত চেয়ারম্যান মহোদয় কমিটির সকল সদস্যদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং মাটির মা ফাউন্ডেশনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

আর কোন সাংবাদিক নিহত হওয়ার আগেই ঐক্যবদ্ধ শক্তিতে দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবেগাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সা...
09/08/2025

আর কোন সাংবাদিক নিহত হওয়ার আগেই ঐক্যবদ্ধ শক্তিতে দুর্বৃত্তদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার সাংবাদিকরা হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আর কোনো সাংবাদিক নিহত হওয়ার আগেই সারাদেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ শক্তিতে দুর্বৃত্ত ও তাদের গডফাদারদের রুখে দেওয়া হবে। এ কারণে শুধু কলম বা ক্যামেরায় নয়,হাতে হাত রেখে প্রতিরোধ গড়ে তোলার আহব্বান জানান তারা। গাইবান্ধার আইন-শৃঙ্খলার অবনতিতেও উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকরা।গাইবান্ধা প্রেসক্লাবের আয়োজনে শনিবার দুপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তারা এ কথা বলেন।গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রতিবাদ, হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গাইবান্ধা প্রেসক্লাব সংলগ্ন ডিবি রোডে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা অংশ গ্রহণ করেন।গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুনের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য দেন, সংগঠনের প্রধান উপদেষ্টা কে.এম রেজাউল হক,সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা,সিনিয়র সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, যুগ্ম সাধারণ সম্পাদক মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন,নির্বাহী সদস্য ফিরোজ কবির মিলন,খায়রুল ইসলাম,রিক্তু প্রসাদ,লাল চান বিশ্বাস,সময় টিভির এসএম বিপ্লব ইসলাম, প্রতিদিনের কাগজের প্রতিনিধি তৌহিদুর রহমান তুহিন, সাংবাদিক জান্নাতুল ইসলাম নাঈম,শাহীন নূরী প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন গাইবান্ধা প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো.জাভেদ হোসেন।বক্তারা সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের নিন্দা,প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের সর্বোচ্চ বিচার দাবি করেন।এছাড়াও বক্তারা সারাদেশে সাংবাদিক নির্যাতন বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে সাংবাদিকদের বিশেষ নিরাপত্তা প্রদান ও সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।উল্লেখ্য,ঢাকার গাজীপুরের চান্দনা চৌরাস্তায় গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যা করে চিহ্নিত সন্ত্রাসী ও ছিনতাইকারী দলের সদস্যরা।

ফেনীতে আওয়ামী লীগ নেতা তপন গ্রেপ্তারফেনী প্রতিনিধি : ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় ...
09/08/2025

ফেনীতে আওয়ামী লীগ নেতা তপন গ্রেপ্তার

ফেনী প্রতিনিধি :

ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনায় ফেনী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল বাশার মজুমদার তপনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৯ আগস্ট) রাত ১০টার দিকে রাজধানীর শান্তি নগর থেকে তাকে আটক করা হয়।

ফেনী মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান জানান, রাজধানীর শান্তি নগর থেকে খায়রুল বাশার মজুমদার তপনকে গ্রেপ্তার করা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

গত বছরের ৪ আগস্ট ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা সরকার পতনের একদফা কর্মসূচির সমর্থনে ছাত্র-জনতা মহিপাল ফ্লাইওভারের নিচে অবস্থান নেন। ওই দিন দুপুরে ট্রাংক রোড থেকে মিছিল নিয়ে আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহিপাল ফ্লাইওভার দিক এগোতে থাকেন। একপর্যায়ে মুহুর্মুহু গুলি ও ককটেল বিস্ফোরণে শহীদ শহীদুল্লা কায়সার সড়কের চারপাশ প্রকম্পিত হয়।

এসি মার্কেট সংলগ্ন এলাকা থেকে নিরস্ত্র ছাত্র-জনতার কর্মসূচিতে নির্বিচারে গুলি চালানোর ফলে মহিপাল ফ্লাইওভার থেকে সার্কিট হাউস রোড পর্যন্ত অন্তত ৭ জন নিহত হন। নিহতদের মধ্যে ছিলেন শ্রাবণ, শিহাব, শাহী। একইসাথে গুলিবিদ্ধ হন শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও পথচারীসহ তিন শতাধিক মানুষ।

ফেনী জেলায় বৈষম্যবিরোধী আন্দোলনে এ পর্যন্ত ২২টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ৭টি হত্যা ও ১৫টি হত্যাচেষ্টা মামলা রয়েছে। এসব মামলায় ২ হাজার ১৯৯ জন এজাহারনামীয় এবং ৪ হাজার অজ্ঞাত আসামি রয়েছে। এদের মধ্যে ১ হাজারের বেশি আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার থাকা ১১ জন আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন এবং ইতোমধ্যে একটি মামলায় চার্জশিট দাখিল করা হয়েছে।

Address

Patiya

Telephone

+8801312755177

Website

Alerts

Be the first to know and let us send you an email when News25HD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to News25HD:

Share