Mother's Boy Muddasir

Mother's Boy Muddasir আমি আমার মায়ের সপ্ন🤲

13/09/2025
কয়েক দিন আগে মেয়ে ভাই কে বলে,, সোহান ফোসকা খাইতে ইচ্ছে করছে🙂ভাই বলে আমার আজ অনেক বেশি খাইতে ইচ্ছে করছে  হাতে টাকাও ছিল  ...
12/09/2025

কয়েক দিন আগে মেয়ে ভাই কে বলে,, সোহান ফোসকা খাইতে ইচ্ছে করছে🙂ভাই বলে আমার আজ অনেক বেশি খাইতে ইচ্ছে করছে হাতে টাকাও ছিল কিন্তু আবার বের হয়ে গেছি😔কারণ আবার ভাবছি কাল তো স্কুল এ আসার জন্য রিক্সা ভাড়া লাগবে 😔😔আম্মু থেকে তো টাকা নাই
তাই না খেয়ে টাকা গুলো নিয়ে চলে আসছি।😔
এতক্ষণ ওদের সব কথা শুনে ছিলাম
ওদের কে কিছু বলিনি
সেজদায় আল্লাহ কে বললাম।
হে আল্লাহ তুমি আমার ছেলে মেয়েকে আরো ধৈয্য ধরার তৌফিক দেন 😥 যেন ওরা অনেক ভালো মানুষ হয়
ঈমানদার হয়❤️❤️
আজ এক সপ্তাহ পর ওদের ইচ্ছা টা পুরন করলাম

10/09/2025

ছেলে বেলার ভাবনা চিন্তা 🥰🥰

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:“সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না। বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্...
08/09/2025

রাসূলুল্লাহ ﷺ বলেছেন:

“সূর্য ও চাঁদ কারো মৃত্যুর জন্য বা জন্মের জন্য গ্রহণ করে না।
বরং এগুলো আল্লাহর নিদর্শনসমূহের অন্তর্ভুক্ত। সুতরাং তোমরা যখন এগুলো দেখবে, তখন সালাত আদায় করো এবং দোয়া করতে থাকো,
যতক্ষণ না তা শেষ হয়।”

- (সহিহ বুখারি, হাদিস: ১০৪৪; সহিহ মুসলিম, হাদিস: ৯০১)

স্কুল খালি হয়ে গেলো।বেল বাজতে-বাজতে শেষ টুংটাও থেমে গেছে অনেকক্ষণ হলো।সে তখনও বসে ছিল—ছোট্ট শিশু, কন্যা, একা,বইয়ের ব্যাগ...
07/09/2025

স্কুল খালি হয়ে গেলো।
বেল বাজতে-বাজতে শেষ টুংটাও থেমে গেছে অনেকক্ষণ হলো।
সে তখনও বসে ছিল—
ছোট্ট শিশু, কন্যা, একা,
বইয়ের ব্যাগটি পায়ের কাছে রেখে,
বসে ছিল,
এবং তাকাচ্ছিলো পথটির শেষ প্রান্তের দিকে শূন্য দৃষ্টিতে।

ওখানে কেউ নেই,
না শিক্ষক, শিক্ষিকা, সহপাঠী-পাঠিনী, না তার বাড়ির কেউ, পথচারীও না,
শুধুমাত্র সে,... এবং তার পাশ দিয়ে যাওয়া একজন পুলিশ অফিসার।

অফিসার চলে যেতে পারতেন,
ভেবে নিতে পারতেন: 'এটা আমার কাজ না।'
কিন্তু তিনি গেলেন না।

দাঁড়ালেন।
দাঁড়িয়ে রইলেন,
শিশুটির পাশে,
চুপচাপ,
ঢাল।
কোনো প্রশ্ন নয়, কৌতূহল নয়, তাড়া নয়।
শুধু দাঁড়িয়ে থাকা,... যতোক্ষণ শিশুকন্যার ঘরের কেউ নিরাপদে নিয়ে যেতে আসছে না তাকে।

এই পৃথিবীতে— যেখানে দুঃসংবাদ আলোর গতির আগে ছোটে—
এই ছোট্ট, প্রায় অদৃশ্য, ঘটনাটির হতে পারতো— 'মানুষ'।

ইউনিফর্ম হিরো বানায় না,
হিরো সেই ইউনিফর্ম পরিহিতের হৃদয়।

ধন্যবাদ মানুষেরা—
যারা দাঁড়াতে জানেন;
যারা রক্ষক হতে জানেন চুপচাপ, অদৃশ্যেও;
যারা জানেন— কোন কাজটি মানুষের।

এই পৃথিবী এমন 'মানুষ' খুঁজে চলেছে, চিরকাল।...

Salah Uddin Ahmed jwel ゚

আমার শাশুড়ী কে উনার ছেলে এতটাই ভালোবাসতো যেটা আমি আমার জীবন এ খুব কম দেখেছি ❤️❤️ ছেলে মা কে চকলেট জুস আচার যা মেয়ের জন্য...
02/09/2025

আমার শাশুড়ী কে উনার ছেলে এতটাই ভালোবাসতো যেটা আমি আমার জীবন এ খুব কম দেখেছি ❤️❤️ ছেলে মা কে চকলেট জুস আচার যা মেয়ের জন্য নিয়ে আসতো তা আবার মায়ের জন্য নিয়ে আসতো 🥰🥰রাতে ১,০০ আসলেও মাকে সেবা করে কথা বলে যা নিয়ে আসতো তা থেকে খাওয়ায় তারপর রুমে যেত ফ্রেশ হতে 🥰আমি অবাক হয়ে যেতাম
কারণ ছেলেরা ভালো ব্যবহার করে দেখেছি এই ভাবে প্রকাশ করতে ওনাকে দেখেছি।
ছেলে চলে যায়
১০,,০৮,,২০১৭আর মা চলে যাই
১৬,,০৮,,২০২৫ এ আমার শাশুড়ী মা ওনার ছেলের জন্য অনেক বেশি দোয়া করতো কান্না করতো 🥺🥺😥😥
আজ আমার উনাকে বেশি মনে পড়ছে।
উনার শেষ পানি টুকু যে আমি দিতে পেরেছি ওনার ছেলের দায়িত্ব আমি পালন করছি ওটার জন্য আলহামদুলিল্লাহ
এই নাম্বারে আর কল দেওয়া হবে না কখনো
😥😥প্রতি টি মোনাজাত এ আমি ওনাদের জন্য দোয়া করি
হে আল্লাহ তুমি ওনাদের বাবা মা ছেলেকে "জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকামে ইবরাহীম""" এ পোছায়ে দিন

হুম😊😊 ゚
30/08/2025

হুম😊😊

Address

Patiya

Alerts

Be the first to know and let us send you an email when Mother's Boy Muddasir posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share