The Parasol Tutorial Home

The Parasol Tutorial Home We are committed to make a skill workforce for future digital competitive career journey. Strongly saying that we are different and we are smart.

You can move with us confidently. হ্যালো বন্ধুরা,আপনাদের জানাই আন্তরিক শুভেচ্ছা। বিশেষ বার্তা হল , আমাদের এই পেজ এর মাধ্যমে ৬৯০০ টাকা--৯০০০ টাকার মধ্যে কোন কোর্স আপনি অনলাইন বা অফলাইন সার্ভিস হিসেবে নিলে আমরা তাদের রিগুলার কোর্স এর পাশাপাশি সোশ্যাল মিডিয়া মার্কেটিং বিষয়ে আলাদা একটা কোর্স ফ্রি দিয়ে থাকি।যা আপনাদের বাড়তি আয় করতে সাহায্য করে। এছাড়া ও আপনি চাইলে কিছু শর্ত সাপেক্ষে ১ম মাস হতে এফিলিয়েট

আয় শুরু করতে পারেন। মনে রাখবেন, আপনি জীবনে আগাবেন নাকি পিছাবেন এটা সিদ্ধান্ত নিতে পারেন এক মাত্র আপনি।বর্তমান ডিজিটাল সময়ে আপনার অনলাইন আয় নিশ্চিত করতে আমরা হতে পারি আপনার বিশ্বস্ত সহযোগী।ধন্যবাদ।

25/12/2025

২০২৫ এর শেষ সময়ে ২০২৬ সালের আগমনের মুহুর্তে ছাত্র ছাত্রীদের প্রতি ১০ টি উপদেশমূলক বার্তা, যা একটি বিদেশী সম্পাদকীয় থেকে অনুবাদকৃত।
অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দশটি উক্তি মনের মধ্যে গেঁথে নাও👇👇
✅সফলতা একটি প্রক্রিয়া, ঘটনা নয়। ব্যর্থতা একটি ঘটনা, ব্যক্তি নয়।

- ✅ভুল হওয়া একটি স্বাভাবিক প্রক্রিয়া। পরবর্তী প্রচেষ্টার ওপর নির্ভর করে সাফল্য।

- ✅ঝুঁকি নাও এবং ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে নাও। বিনামূল্যে শেখা যায় না।

- ✅ব্যর্থতা মানে সব শেষ নয়, শেখার প্রথম ধাপ।

- ✅তোমার প্রতি অন্যের ব্যবহার দ্বারা তাদের চারিত্রিক বৈশিষ্ট্যই প্রকাশ পায়, তোমার নয়।

- ✅নিজের প্রতি সদয় হও।

- ✅(মেয়েদের প্রতি) তোমরা কোনো পণ্য নও, (ছেলেদের প্রতি) তোমরা ছাঁচে তৈরি পুতুল নও। আত্মবিশ্বাসী হও, স্বাধীনভাবে নিজের লক্ষ্য স্থির করো, নিজের পথ নিজে তৈরি করো।

- ✅নিজেকে অপদার্থ বলার সুযোগ দিও না কাউকে, এমনকি নিজেকেও না।

- ✅নিজের সময়কে উপভোগ করো।

- ✅তুমি যা ভাব তার গুরুত্ব আছে, তুমি যা বলো তার গুরুত্ব আছে, তুমি যা করো তার গুরুত্ব আছে, তোমার গুরুত্ব আছে।

বিশ্বাস করছি, এগুলো তোমাদের অনেক সাহস ও শক্তি যোগাবে।


Preposition Hand note 👇
24/12/2025

Preposition Hand note 👇

24/12/2025

গতানুগতিক কোচিং পদ্ধতির বাইরে গিয়ে সম্পুর্ন ঘরোয়া পদ্ধতিতে এক জন ছাত্রের বেসিক টু এডভান্স একাডেমিক উন্নতির জন্য আমরাই পারি শতভাগ নিশ্চয়তা দিতে।
অভিভাবকের দায়িত্বে সম্পুর্ন একাডেমিক ও নৈতিক অগ্রগতির বিষয়ে বদ্ধপরিকর আমরাই।
তাই নির্দ্বিধায় যোগাযোগ করুন আমাদের সাথে।

24/12/2025

আসসালামু আলাইকুম,
ভালো ছাত্রছাত্রীদের দায়িত্ব নিতে সবাই চায়, কিন্তু অপেক্ষাকৃত পিছিয়ে পরা ছাত্রছাত্রীদের এগিয়ে নেওয়ার দায়িত্ব নিতে চায় খুব কম প্রতিষ্ঠান।

✅আমরা আছি তাদের পাশেই।

একদিন দুই ব্যাঙ বন্ধু মাঠে হাঁটছিল আর গল্প করছিল। হাঁটতে হাঁটতে খেয়াল না করায় তারা দুজনেই হঠাৎ ধুপ করে পড়ে গেল একটা গভীর...
23/11/2025

একদিন দুই ব্যাঙ বন্ধু মাঠে হাঁটছিল আর গল্প করছিল। হাঁটতে হাঁটতে খেয়াল না করায় তারা দুজনেই হঠাৎ ধুপ করে পড়ে গেল একটা গভীর গর্তে। গর্তটা এতটাই গভীর ছিল যে তারা গর্ত থেকে উপরে উঠতে পারছিল না।
গর্তের বাইরে অন্য ব্যাঙেরা দাঁড়িয়ে ছিল, কিন্তু তারা সাহায্য না করে উল্টো ভয় দেখাতে লাগল।
একজন বলল, এই গর্ত থেকে আজ পর্যন্ত কেউ বাঁচেনি।
আরেকজন বলল, তোমাদেরও এখানেই মরতে হবে….. এসব কথা শুনে এক ব্যাঙ ভীষণ হতাশ হয়ে গেল। সে আর চেষ্টা করলো না।
কিন্তু আরেকটা ব্যাঙ হাল ছাড়লো না। সে বারবার লাফাতে লাগল। উপরের ব্যাঙরা যতই খারাপ কথা বলল, সে ততই জোরে জোরে লাফাতে থাকল। শেষমেশ সবাইকে অবাক করে দিয়ে সে গর্ত থেকে বের হয়ে এলো।
সব ব্যাঙ জিজ্ঞেস করল, তুমি কীভাবে পারলে?
ব্যাঙটা তখন হেসে বলল, আসলে আমি কানে ঠিকমতো শুনতে পাই না। তোমরা যখন চিৎকার করছিলে, আমি ভেবেছিলাম তোমরা আমাকে উৎসাহ দিচ্ছো। তাই আমি আরো জোরে জোরে লাফাতে লাগলাম, আর গর্ত থেকে বের হতে পারলাম।

গল্পের শিক্ষা :

জীবনে অনেক সময় মানুষ হতাশাজনক কথা বলে। কিন্তু আমাদের কান বন্ধ করে চেষ্টা চালিয়ে যেতে হবে। আর আমরা নিজেরাও যেন সবসময় অন্যকে উৎসাহ দিই, যাতে সবাই স্বপ্ন পূরণের পথে এগিয়ে যেতে পারে।

ভর্তি পরীক্ষার প্রস্তুতি হিসেবে প্রতিটি বিষয়ের ছোট ছোট টপিকগুলো মনোযোগ দিয়ে পড়া উচিত।
18/11/2025

ভর্তি পরীক্ষার প্রস্তুতি হিসেবে প্রতিটি বিষয়ের ছোট ছোট টপিকগুলো মনোযোগ দিয়ে পড়া উচিত।

আগামী জানুয়ারি মাসের ২ তারিখ ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা। তার জন্য প্রয়োজন এখন থেকে ভাল প্রস্তুতি নেওয়া। প্রস্তুতির অংশ হ...
17/11/2025

আগামী জানুয়ারি মাসের ২ তারিখ ষষ্ঠ শ্রেণির ভর্তি পরীক্ষা। তার জন্য প্রয়োজন এখন থেকে ভাল প্রস্তুতি নেওয়া। প্রস্তুতির অংশ হিসেবে আমাদের ধারাবাহিক প্রয়াস অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।
এমন সব তথ্য পেতে পেজ ফলো করে আমাদের সাথে থাকুন। 👍

09/10/2025

দেখি কে কে পারো😜 ゚viralシalシ

09/10/2025

ঘুড়তে যাওয়ার জন্য কার পছন্দের জায়গা কোনটি??🤔
১) পাহাড়
২) সমুদ্র
কমেন্টে লিখ👈👇

08/10/2025

এমন একটি দেশ, বাংলাদেশ! যেখানে সবসময় সব সরকার, সব উচ্চ মহল, কেবল মাত্র এক থেকে দুই শতাংশ মানুষের স্বার্থ নিয়ে কাজ করে। বাকিদের অবস্থা কখনোই চিন্তা করেনি, করছে না, করবেও না। কারন, ওরা জমিদার, ব্যবসায়ী! আর বাকিরা? প্রজা, খদ্দের। এদের যতো লুট করা যায় ততই লাভ।
মজার বিষয় হলো, আমরা হলাম মাথা মোটা। সার্কাসের পুতুল। তাদের ইশারায় নাচার জন্য আমাদের জন্ম, বেড়ে উঠা, শিক্ষা, ক্যারিয়ার সব কিছু। আমরা অহংকারী, আমরা কারো সাপোর্ট পেয়ে একটু দাড়ালেই মনে করি আসমান সহ আমাদের।
আমাদের প্রচুর জ্ঞান, কিন্তু সবসময় তা ব্যবহার করবো জমিদার, ব্যবসায়ী বা দাদাভাইদের জন্য। নিজের জন্য কিছুই না।
আমরা অন্যের চাকরি করতে, বা অন্যের তেল মারতে সবাই এক থাকতে পারি।
কিন্তু নিজেদের জন্য কখনো এক হতে পারবো না। আমরা সব সময় অন্যের এজেন্ডার অংশ হয়ে থাকবো। এটাই আমাদের স্বভাব!
যাক, আমার অনুভূতি টুকু বললাম। প্রত্যেকের ভিন্ন মত থাকতেই পারে।
সবাইকে আল্লাহ হেফাজত করুক। উত্তম রিজিক দান করুক।
তবে, অনুরোধ🙏🏿 সুূদ থেকে দূরে থাকুন। সতর্ক থাকুন।
ফ্যাক্ট: ব্যাংক।
゚viralシalシ

Address

Boiltali Road. Patiya
Chittagong
4370

Telephone

+8801838827393

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Parasol Tutorial Home posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to The Parasol Tutorial Home:

Share

আমাদের ভুবনে আপনাদের স্বাগতম।

প্রিয় বন্ধুরা্‌,

সময়ের বিবর্তনের সাথে সাথে বদলে যাচ্ছে পৃথিবী। তারই ধারাবাহিকতায় পরিবর্তনএর জোয়ারে ভাসছে আমাদের দেশ ও।পরিবর্তন হয়েছে শিক্ষা ব্যবস্থার।সেই সাথে বিবর্তন এর হাওয়ায় ভাসছে কর্ম ব্যবস্থা। একটা সময় ছিল, কিছুটা পড়ালেখা জানলেই ঘর থেকে ডেকে নিয়ে চাকরির করার জন্য অনুরোধ করা হতো নাকি!! পরবর্তী সময়ে নিজেকেই চাকরির জন্য আবেদন করতে হলো। তখন অনুরোধের দিন শেষ ! এরপর আবেদন করলেই শুধু হলো না, দরকার সুপারিশ !! এরপর পড়ালেখা+ সুপারিশ কাজ হয় না। দরকার উৎকোচ !! যদি ও সব ক্ষেত্রে না । মজার বিষয় হলো, এসব ক্ষেত্রে পড়াশোনা মোটামুটি ও না, বরং বিবিএ- এমবিএ শেষ করা পাবলিক। হবেই বা না কেন? মানুষের পড়ালেখার জন্য সম্মান বাড়লো, আন্তরিকতা বাড়লো, প্রেষণা বাড়লো, বাড়লো পাশের হার ও। তাই এটুকু প্রতিযোগিতা চলতেই পারে। এই প্রতিযোগিতায় কিন্তু এগিয়ে থাকে একদল বুদ্ধিমান। যারা সব কিছুর পাশাপাশি নিজেকে দক্ষতার ওপর এগিয়ে রাখে। এক বা একাধিক বিষয়ে। সামাজিক বিভিন্ন সমস্যা ও দুর্নীতি বন্ধ করার জন্য আজকের দিনে নিজের যোগ্যতাটা খুবই জরুরী। সময় টাকে নিজের যোগ্যতা বাড়ানোর মাধ্যমে বিশ্ব কর্ম বাজারে প্রবেশ করানোর জন্য প্রস্তুতিতে কাজে লাগালে বেশি ভালো হয়। আজকাল মানুষ অনলাইন জগৎকে অনুধাবন করতে শিখেছে। তাই আমাদের চাওয়া হলো রেজাল্ট পিছিয়ে থাকলে ও যেন ক্যারিয়ার টা কারও পিছিয়ে না থাকে। ভালোরা তো ভালোই! ছাত্র-ছাত্রীদেরকে পেশাদারি শতাংশ হিসেবে ভাগকরে করে তর্ক বাঁধাবো না। আজকের দিনে যা না থাকলেই নয় এমন সব বিষয় নিয়ে আমরা আসছি আপনাদের পাশে। আপনার আনমনে বয়ে যাওয়া সময়কে মূল্যবান করার জন্য আমাদের সাথে থাকুন।এই প্রত্যাশায়******* দেখা হচ্ছে খুব শীঘ্রই!!!