Freelance By Ismiyat

Freelance By Ismiyat Freelancer || Digital Marketer || Entrepreneur

09/10/2025

ফলোয়ার বাড়াতে চান? আমিই আছি—মেসেজ দিন এখনই! 🚀
Ismiyat Emu

05/10/2025

মাত্র 20 দিনে Top-rated হওয়ার গল্প।
Fiverr এ Account করেছিলাম ২০২১ সালে, বিভিন্নভাবে চেষ্টা করেছি Fiverr এ কাজ পাওয়ার, কোন ভাবেই হয়ে উঠে নাই কারন জানতাম না Communication, বুঝতাম না Fiverr এর Algorithm. তবে থেমে থাকি নি, শেখার কোন Scope বাদ দেই নি।

সবারই প্রথম প্রথম মনে হয় যে Fiverr GIG দিলেই কাজ শেষ, Order আসবেই। আমারো ঠিক তাই মনে হয়েছে, আর এই মনে করে একের পর এক গিগ দিয়েই গেছি তেমন কাজ আর হয় নাই 🥲

সঠিক strategy follow করে ২০২১ এর দিকে দিলাম একটা GIG পেলাম ১টা Client আর ওই 1 client এর Good review এর কারনে আর পেছনে ফিরে তাকাতে হয় নি।

টানা ১ বছর ঠিক ঠাক কাজ করে Level 1 & level 2 পার করে এখন আমি Top-rated seller.

Top-rated এর জন্য সকল Criteria পুরোন করি গত সেপ্টেম্বরের ১৪ তারিখ এবং খুব অল্প সময়ের মদ্ধেই, আগস্টের ২ তারিখে Fiverr আমাকে Top-rated seller বানায়, যেখানে কারো বছরের পর বছর অপেক্ষা করেও হতে পারে না।

এর একটাই কারন সেটা হল প্রথম থেকেই আমি প্রফেশনালি আমার Profile রেখেছি এবং ভিতরে বাহিরে সব জায়গাতে Fiverr এর রুলস মেনে মানসম্মত কাজ Delivery করার চেষ্টা করেছি।

একসময় অন্যান্য Freelancer দের পাশে এই badge গুলো দেখে অবাক হয়ে তাকিয়ে থাকতাম কিভাবে করল?
আজ আমার নিজের নামের পাশে Badge গুলো।

সব কিছুওর জন্য আলহামদুলিল্লাহ 😇
আমার জন্য দোয়া করবেন 😇

সংগ্রহীত

28/09/2025

সময় নষ্ট নয়, সময় কাজে লাগান
দিনে ১-২ ঘণ্টা হলেও স্কিল শেখার চেষ্টা করুন। ছোট সময় থেকেই বড় কিছু শুরু হয়।

আলহামদুলিল্লাহ আমার বিগত কিছু প্রজেক্ট এর পেমেন্ট একসাথে withdraw করলাম নিজের ছোট্ট একটা একাউন্ট থেকে। নিজের পরিশ্রম এর ...
20/09/2025

আলহামদুলিল্লাহ আমার বিগত কিছু প্রজেক্ট এর পেমেন্ট একসাথে withdraw করলাম নিজের ছোট্ট একটা একাউন্ট থেকে। নিজের পরিশ্রম এর টাকা হাতে আসলে খুশিতে মনটা ভরে যায় কাজ করার প্রতি মনোবল হাজার গুণ বেড়ে যায় 🥲


Students & Leaders Appreciation Sept. 2025 ✨❤️
15/09/2025

Students & Leaders Appreciation Sept. 2025 ✨❤️

08/09/2025

"আপনি যেটা ভালোবাসেন—সংসার, বাসা, হাবির খেয়াল রাখা—সেটা নিঃসন্দেহে অনেক সম্মানের কাজ।
তবে আমি মনে করি, একজন নারী চাইলে সংসারের পাশাপাশি নিজের জন্যও কিছু করতে পারে।
নিজের একটা ছোট পরিচয় তৈরি করা মানে কখনোই পরিবারকে কম সময় দেওয়া নয়, বরং নিজের মূল্যও বোঝা।
আজ না পারলে কাল, কিন্তু একদিন নিজের জন্য একটু সময় বের করতেই হবে—কারণ আপনিও গুরুত্বপূর্ণ।"

07/09/2025

আজকাল মানুষ ফোনেই ইনকাম করে।
যে ফোনে শুধু স্ক্রল করতাম, এখন সেখান থেকেই কিছু শিখে নিজের জায়গা তৈরি করছি।
সময় কম? ঠিক আছে—কাজ শিখলেই সময়টা নিজের হয়ে যাবে ইনশাআল্লাহ।

07/09/2025

ঘর সামলানো, পড়াশোনা, আবার নিজের পরিচয় গড়া—
সব একসাথে করতে কষ্ট হয় ঠিক,
তবুও থেমে যাই না, কারণ আমি জানি
পরিবারের পর এখন নিজের স্বপ্নকেও সময় দেওয়া দরকার।
সামনে এগোতে চাইলে ছোট শুরুই যথেষ্ট!



02/09/2025
আলহামদুলিল্লাহ
02/09/2025

আলহামদুলিল্লাহ

Address

Patiya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelance By Ismiyat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelance By Ismiyat:

Share