31/08/2025
সব ক্লায়েন্টের কাজ করা উচিত না!
ফ্রিল্যান্সিং হোক বা এজেন্সি—সব ক্লায়েন্টের জন্য সময়, এনার্জি আর টেনশন খরচ করার দরকার নেই।
কেন?
কারণ কিছু ক্লায়েন্ট আছে যারা শুরু থেকেই আপনাকে শুধু time waste আর mental stress ছাড়া কিছু দিবে না। যেমনঃ
1| Brief পরিষ্কার না –
কাজ শুরু করার আগে তারা আসলে কি চায় সেটা জানেই না।
“এইরকম কিছু লাগবে” / “একটু ইউনিক করে দেন” টাইপ vague কথা বলে।
2| বারবার চেঞ্জ –
একটা কাজ approve দিলো, আবার পরেরদিন এসে বলে “ভাই, আবার একটু পরিবর্তন করেন তো।”
এমনকি খুঁটিনাটি লাইন, ফন্ট, কালার নিয়েও অতিরিক্ত ঝামেলা করে একসময় দেখছেন নতুন আরেকটা ডিজাইন করে নিচ্ছে।
৩| time value বোঝে না –
তাদের কাছে আপনার সময় = কোনো মূল্যই নাই। যেমন-
রাত ১২টায় রিভিশন দিবে পরদিন বিকাল ৫টায় ফিডব্যাক দিবে।এভাবে একটা কাজ নিয়ে আপনাকে অনেক ঘুরাবে।
৪| Respect কম –
অনেকে ভেবে নিবে আপনি শুধু একটা worker, কিন্তু আসলে আপনি একজন professional।
তাদের এই mindset থাকলে কাজ করাই কঠিন।
এইসব ক্লায়েন্টের সাথে কাজ করলে কী হবে?
• একটা প্রজেক্ট শেষ করতে করতে সারাদিন, এমনকি কয়েকদিন নষ্ট হয়ে যাবে।
• আপনি demotivated হবেন। প্যারায় পরে আর কাজ করতে ইচ্ছা করবে না।ডিজাইন লাইফ Boring লাগবে। তাই প্রয়োজনে কাজ কম করুন কিন্তু এই সেক্টর টাকে উপভোগ করুন।
• আসল প্রজেক্ট আর ভালো ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাবে।
তাহলে কাদের সাথে কাজ করবেন?
• যারা professional ভাবে কথা বলে।
• যাদের brief পরিষ্কার থাকে।
• যারা আপনার সময় আর স্কিলের value বোঝে।
• যারা আপনাকে designer হিসেবে respect করে।
মনে রাখবেন:
ভালো ক্লায়েন্ট = ভালো কাজ + কম টেনশন + নিজের growth।
খারাপ ক্লায়েন্ট = স্ট্রেস, সময় নষ্ট আর demotivation।
তাই ক্লায়েন্ট বেছে কাজ করুন। সবাইকে হ্যাঁ বললেই যে লাভ হবে, সেটা নয়। বরং কখনো কখনো “না” বলা আপনার ক্যারিয়ারের জন্য অনেক বেশি লাভজনক হতে পারে।