Freelancer Ismot Emu

Freelancer Ismot Emu Freelancer || Digital Marketer || Entrepreneur

26/07/2025

সবচেয়ে শান্তির বিষয় হলো — নিজের মত করে সময় কাটানো, নিজের মতো করে ইনকাম করা।
ফ্রিল্যান্সিং শুধু একটা কাজ না, এটা একটা জীবনশৈলী।
বাইরে না বের হয়ে, ভিড় ঠেলে না গিয়ে,
চুপচাপ নিজের ঘরে বসেই একটা স্বপ্নকে বাস্তব করা যায় —
শুধু দরকার সঠিক দিক আর একটুখানি সাহস।"


#হালালইনকাম

😂😂😂
26/07/2025

😂😂😂

20/07/2025

হালাল রিজিক কামানো শুধু পুরুষদের দায়িত্ব নয় – মেয়েরাও পারবে, যদি উদ্দেশ্য হয় পরিশুদ্ধ।"

ইসলামে নারীদের হালাল পথে উপার্জনের অনুমতি আছে। হযরত খাদিজা (রা.) ছিলেন একজন সফল ব্যবসায়ী, যাঁকে স্বয়ং রাসুল (সা.) সম্মান করতেন।
একজন নারী ঘরে বসে থেকেও হালাল ইনকাম করতে পারে –
✅ পরিবারকে সাহায্য করতে,
✅ নিজের আত্মমর্যাদা বজায় রাখতে,
✅ সমাজে নিজের অবস্থান গড়তে।

👩‍💻 আজ যারা বলে, "তুমি পারবে না",
তাদের ভুল প্রমাণ করে দাও –
শুধু হালাল পথে থেকো, নিয়ত ঠিক রাখো, আর আল্লাহর ওপর ভরসা রাখো।

তুমি শুধু একজন নারী নও, তুমি একজন সম্ভাবনার নাম।
#ইসলামিকমেয়েরা #হালালইনকাম #মুসলিমউইমেন #অনুপ্রেরণা #ফ্রিল্যান্সিং_ইসলামিক_ভাবনায়

19/07/2025

"ভোরের সূর্য উঠার আগে ঘুম থেকে উঠে, নিজের পছন্দের প্রজেক্টে কাজ করা…
এটাই ফ্রিল্যান্সিং।
নির্দিষ্ট বস নেই, নেই টাইম কার্ড—
আছে শুধু আপনার ট্যালেন্ট আর ইচ্ছাশক্তি।"



18/07/2025

স্বামী সাপোর্ট করেন না, তাই থেমে যাব?
না!
কারণ আমি জানি—
আল্লাহর রহমত আর নিজের চেষ্টায়
সবই সম্ভব।
আমি একজন নারী,
আর আমি পারি!”



18/07/2025

"মানুষের মধ্যে উত্তম সেই ব্যক্তি, যে মানুষের উপকারে আসে।"
(আল-মুআজ জামি)

17/07/2025

❓ ফ্রিল্যান্সিং কি কঠিন?

না, কঠিন না — কিন্তু সিরিয়াস না হলে কঠিন হয়ে যাবে।
কারণ এখানে আপনাকে ধৈর্য ধরে শিখে যেতে হয়। অনেকে একমাস শিখেই ইনকামের চিন্তা করেন — তখনই হতাশ হন।
আপনি যদি:

শেখার সময় ধৈর্য ধরেন

নিয়মিত প্র্যাকটিস করেন

গাইডলাইন অনুসরণ করেন
👉 তাহলে এটা একদমই কঠিন না। বরং এক সময় খুব মজা লাগবে।

Ismiyat Emu

16/07/2025

"ফ্রিল্যান্সিং মানে শুধু ঘরে বসে আয় নয়, নিজের দক্ষতাকে পুঁজি করে স্বাধীন ক্যারিয়ার গড়ার সুযোগ। চাকরির পেছনে না ছুটে, নিজের স্কিল দিয়েই গড়ে তুলুন স্বপ্নের ভবিষ্যৎ। 💼✨"

08/07/2025

সফলতা একদিনে আসে না — আসে প্রতিদিনের ছোট ছোট পরিশ্রমের পর।
নিজেকে গড়ো আজ, যেন আগামীকাল তোমার গল্পে অনুপ্রেরণা খোঁজে হাজারো মানুষ।" ✨💪

LinkedIn-এ চাকরি খোঁজার সঠিক কৌশল!✅আপনি কি জানেন LinkedIn শুধু একটি প্রোফাইল বানিয়ে রাখার জায়গা নয়? ❌এটি হতে পারে আপনার ...
05/07/2025

LinkedIn-এ চাকরি খোঁজার সঠিক কৌশল!✅

আপনি কি জানেন LinkedIn শুধু একটি প্রোফাইল বানিয়ে রাখার জায়গা নয়? ❌এটি হতে পারে আপনার স্বপ্নের চাকরি পাওয়ার অন্যতম প্ল্যাটফর্ম! 📢কিন্তু সঠিকভাবে কিভাবে LinkedIn ব্যবহার করবেন?❗

🔍 এই কৌশলগুলো মেনে চলুন:
1️⃣ Complete Your Profile: আপনার প্রোফাইল 100% সম্পূর্ণ করুন। পেশাদার ছবি, হেডলাইন, এবং বিস্তারিত তথ্য দিন।✅
2️⃣ Powerful Connections: যাদের সাথে কাজ করতে চান, তাদের সাথে নেটওয়ার্ক তৈরি করুন। রিকোয়েস্ট পাঠানোর সময় কাস্টমাইজ করা মেসেজ ব্যবহার করুন।⏪
3️⃣ Keyword Optimization: প্রোফাইলের ভিতর এমন শব্দ ব্যবহার করুন যা রিক্রুটাররা সার্চ করেন।🔍
4️⃣ Engage & Share: নিজের দক্ষতা এবং চিন্তাধারা শেয়ার করুন। অন্যদের পোস্টে কমেন্ট ও আলোচনা করুন।📖
5️⃣ Apply Through LinkedIn: চাকরির পোস্টে Apply করুন এবং Hiring Manager-এর সাথে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করুন।✅

🎯 Bonus Tip: প্রোফাইলের "Open to Work" ফিচারটি অন করুন। এতে রিক্রুটাররা আপনাকে সহজে খুঁজে পাবে।🎥

✅ সঠিক কৌশলে LinkedIn-কে কাজে লাগিয়ে ক্যারিয়ারে নতুন দিগন্ত খুলে দিন!🎑

আপনি কি LinkedIn-এ কাজ খোঁজার এই কৌশলগুলোর কোনটি ব্যবহার করছেন?

03/07/2025

আলহামদুলিল্লাহ ৮০ টার চেয়ে বেশি প্রজেক্ট কমপ্লিট করলাম

03/07/2025

❝শুধু স্কিল নয় — এখন সবাই খোঁজে সেই মানুষকে, যাকে বিশ্বাস করা যায়❞

আপনাকে জানতে হবে, Personal Branding কিভাবে আপনার ক্যারিয়ার বদলে দিতে পারে🎯

Address

Patiya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Ismot Emu posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Ismot Emu:

Share