26/07/2025
সবচেয়ে শান্তির বিষয় হলো — নিজের মত করে সময় কাটানো, নিজের মতো করে ইনকাম করা।
ফ্রিল্যান্সিং শুধু একটা কাজ না, এটা একটা জীবনশৈলী।
বাইরে না বের হয়ে, ভিড় ঠেলে না গিয়ে,
চুপচাপ নিজের ঘরে বসেই একটা স্বপ্নকে বাস্তব করা যায় —
শুধু দরকার সঠিক দিক আর একটুখানি সাহস।"
#হালালইনকাম