Freelance By Ismiyat

Freelance By Ismiyat Freelancer || Digital Marketer || Entrepreneur

আলহামদুলিল্লাহ আমার বিগত কিছু প্রজেক্ট এর পেমেন্ট একসাথে withdraw করলাম নিজের ছোট্ট একটা একাউন্ট থেকে। নিজের পরিশ্রম এর ...
20/09/2025

আলহামদুলিল্লাহ আমার বিগত কিছু প্রজেক্ট এর পেমেন্ট একসাথে withdraw করলাম নিজের ছোট্ট একটা একাউন্ট থেকে। নিজের পরিশ্রম এর টাকা হাতে আসলে খুশিতে মনটা ভরে যায় কাজ করার প্রতি মনোবল হাজার গুণ বেড়ে যায় 🥲


Students & Leaders Appreciation Sept. 2025 ✨❤️
15/09/2025

Students & Leaders Appreciation Sept. 2025 ✨❤️

08/09/2025

"আপনি যেটা ভালোবাসেন—সংসার, বাসা, হাবির খেয়াল রাখা—সেটা নিঃসন্দেহে অনেক সম্মানের কাজ।
তবে আমি মনে করি, একজন নারী চাইলে সংসারের পাশাপাশি নিজের জন্যও কিছু করতে পারে।
নিজের একটা ছোট পরিচয় তৈরি করা মানে কখনোই পরিবারকে কম সময় দেওয়া নয়, বরং নিজের মূল্যও বোঝা।
আজ না পারলে কাল, কিন্তু একদিন নিজের জন্য একটু সময় বের করতেই হবে—কারণ আপনিও গুরুত্বপূর্ণ।"

07/09/2025

আজকাল মানুষ ফোনেই ইনকাম করে।
যে ফোনে শুধু স্ক্রল করতাম, এখন সেখান থেকেই কিছু শিখে নিজের জায়গা তৈরি করছি।
সময় কম? ঠিক আছে—কাজ শিখলেই সময়টা নিজের হয়ে যাবে ইনশাআল্লাহ।

07/09/2025

ঘর সামলানো, পড়াশোনা, আবার নিজের পরিচয় গড়া—
সব একসাথে করতে কষ্ট হয় ঠিক,
তবুও থেমে যাই না, কারণ আমি জানি
পরিবারের পর এখন নিজের স্বপ্নকেও সময় দেওয়া দরকার।
সামনে এগোতে চাইলে ছোট শুরুই যথেষ্ট!



02/09/2025
আলহামদুলিল্লাহ
02/09/2025

আলহামদুলিল্লাহ

31/08/2025

সব ক্লায়েন্টের কাজ করা উচিত না!

ফ্রিল্যান্সিং হোক বা এজেন্সি—সব ক্লায়েন্টের জন্য সময়, এনার্জি আর টেনশন খরচ করার দরকার নেই।

কেন?

কারণ কিছু ক্লায়েন্ট আছে যারা শুরু থেকেই আপনাকে শুধু time waste আর mental stress ছাড়া কিছু দিবে না। যেমনঃ

1| Brief পরিষ্কার না –

কাজ শুরু করার আগে তারা আসলে কি চায় সেটা জানেই না।

“এইরকম কিছু লাগবে” / “একটু ইউনিক করে দেন” টাইপ vague কথা বলে।

2| বারবার চেঞ্জ –

একটা কাজ approve দিলো, আবার পরেরদিন এসে বলে “ভাই, আবার একটু পরিবর্তন করেন তো।”

এমনকি খুঁটিনাটি লাইন, ফন্ট, কালার নিয়েও অতিরিক্ত ঝামেলা করে একসময় দেখছেন নতুন আরেকটা ডিজাইন করে নিচ্ছে।

৩| time value বোঝে না –

তাদের কাছে আপনার সময় = কোনো মূল্যই নাই। যেমন-

রাত ১২টায় রিভিশন দিবে পরদিন বিকাল ৫টায় ফিডব্যাক দিবে।এভাবে একটা কাজ নিয়ে আপনাকে অনেক ঘুরাবে।

৪| Respect কম –

অনেকে ভেবে নিবে আপনি শুধু একটা worker, কিন্তু আসলে আপনি একজন professional।

তাদের এই mindset থাকলে কাজ করাই কঠিন।

এইসব ক্লায়েন্টের সাথে কাজ করলে কী হবে?

• একটা প্রজেক্ট শেষ করতে করতে সারাদিন, এমনকি কয়েকদিন নষ্ট হয়ে যাবে।

• আপনি demotivated হবেন। প্যারায় পরে আর কাজ করতে ইচ্ছা করবে না।ডিজাইন লাইফ Boring লাগবে। তাই প্রয়োজনে কাজ কম করুন কিন্তু এই সেক্টর টাকে উপভোগ করুন।

• আসল প্রজেক্ট আর ভালো ক্লায়েন্ট হাতছাড়া হয়ে যাবে।

তাহলে কাদের সাথে কাজ করবেন?

• যারা professional ভাবে কথা বলে।

• যাদের brief পরিষ্কার থাকে।

• যারা আপনার সময় আর স্কিলের value বোঝে।

• যারা আপনাকে designer হিসেবে respect করে।

মনে রাখবেন:

ভালো ক্লায়েন্ট = ভালো কাজ + কম টেনশন + নিজের growth।

খারাপ ক্লায়েন্ট = স্ট্রেস, সময় নষ্ট আর demotivation।

তাই ক্লায়েন্ট বেছে কাজ করুন। সবাইকে হ্যাঁ বললেই যে লাভ হবে, সেটা নয়। বরং কখনো কখনো “না” বলা আপনার ক্যারিয়ারের জন্য অনেক বেশি লাভজনক হতে পারে।

30/08/2025

*"গৃহিণী মানেই শুধু রান্না করা, সন্তান মানুষ করা, ঘরের কাজ করা—এই ধারণা কি বদলানো উচিত নয়?"*

*ঘরের বউ শুধু ঘরের গন্ডিতেই থাকবে কেন?*
তার কি স্বপ্ন দেখতে নেই? নিজের পরিচয় গড়তে নেই?

যে মেয়ে সকাল থেকে রাত অবধি পরিবারকে আগলে রাখে,
সে মেয়ে চাইলেই ডিজিটাল দুনিয়ায় নিজের একটা জায়গা তৈরি করতে পারে।
*সে শুধু রান্না জানে না—সে চুল বাঁধতেও জানে, ল্যাপটপ চালাতেও পারে।*

আজও অনেক পরিবারে গৃহিণীর স্বপ্নকে "অপ্রয়োজনীয়" বলা হয়।
তাদের বলা হয়—"তোমার কাজ ঘর দেখা, এইটুকুই করো!"
কিন্তু আমরা যদি এই মানসিকতা না বদলাই, তাহলে কিভাবে একজন নারী নিজের যোগ্যতা প্রমাণ করবে?

*আমি চাই—এই ধারণার পরিবর্তন হোক প্রতিটি পরিবার থেকে।*
*ঘরের বউ শুধু ঘর সামলাবে না, নিজের জীবনও গড়বে।*

👉 তাকে সময় দিন, সমর্থন দিন, বিশ্বাস করুন—
তাহলেই একদিন সে আপনার গর্ব হয়ে উঠবে।




30/08/2025

ভাবছেন অবসর সময়টা কীভাবে কাজে লাগানো যায়?”*
⏳ দিন তো চলে যায়, কিন্তু সেই সময়টা যদি কাজে লাগানো না যায়—তাহলে পিছিয়ে পড়াটাই স্বাভাবিক।

আপনি চাইলে এই ফাঁকা সময়টাই হয়ে উঠতে পারে আপনার নতুন ক্যারিয়ারের শুরু!
✅ একটা স্কিল শিখুন
✅ ফ্রিল্যান্সিং শুরু করুন
✅ ডিজিটাল দুনিয়ায় নিজের পরিচয় তৈরি করুন

*কারণ আজকের ছোট্ট একটি সিদ্ধান্ত, আগামী দিনের বড় পরিবর্তন আনতে পারে।*
শুধু শুরু করাটা দরকার।

27/08/2025

*“জীবন বদলাতে সময় না, সাহস লাগে।”*
অনেকেই ভাবে — "সময় হলে শুরু করবো", "আরও কিছু শিখে নি", "পরিস্থিতি একটু ঠিক হোক..."
কিন্তু সত্যি হলো — সময় কখনও একদম পারফেক্ট হয় না।

✅ বদল আনতে হলে সাহস নিতে হয় প্রথম পদক্ষেপটার।
✅ ভয়, অনিশ্চয়তা, ব্যর্থতার আশঙ্কা — সবকিছুর মাঝেই শুরুটা হয়।

*তাই আজই শুরু করো, ছোট হলেও একটুখানি এগিয়ে যাও।
কারণ দেরি করলেই শুধু সময় নয়, স্বপ্নটাও পিছিয়ে পড়ে।*

Address

Patiya

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelance By Ismiyat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelance By Ismiyat:

Share