Patiya news 24

Patiya news 24 পটিয়ার ২৪ ঘন্টার খবর দিতে আমরা আছি আপনাদের সাথে ........

সামনে এক ভয়ংকর দিন দেখতে পারে পটিয়া তথা দক্ষিণ চট্টগ্রামের মানুষ ৭০০০+১০০০০= ১৭০০০ সময় থাকতে রক্ষা করুন আজকে কর্মসূচি...
11/08/2025

সামনে এক ভয়ংকর দিন দেখতে পারে পটিয়া তথা দক্ষিণ চট্টগ্রামের মানুষ ৭০০০+১০০০০= ১৭০০০ সময় থাকতে রক্ষা করুন আজকে কর্মসূচিতে অংশগ্রহণ করুন । অধিকার আপনার, অধিকার আপনার ভাইয়ের , অধিকার আপনার বোনের , অধিকার আপনার অঞ্চলের ।

চাকুরী"চ্যু"ত হওয়া ব্যাংক কর্মকর্তাদের চাকুরীতে পু"নর্বহা"ল করার দাবিতে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শান্তিপূর্ণ অবস্থ...
10/08/2025

চাকুরী"চ্যু"ত হওয়া ব্যাংক কর্মকর্তাদের চাকুরীতে পু"নর্বহা"ল করার দাবিতে পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে জড়ো হচ্ছে ব্যাংকারসহ সর্বস্তরের জনগণ!

আগামীকাল রবিবার সকাল ৭ টায় চাকুরীচ্যুত ভাই-বোনদের আহবানে পটিয়া স্কুল মাঠের শান্তিপূর্ণ মহা সমাবেশে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আ...
09/08/2025

আগামীকাল রবিবার সকাল ৭ টায় চাকুরীচ্যুত ভাই-বোনদের আহবানে পটিয়া স্কুল মাঠের শান্তিপূর্ণ মহা সমাবেশে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আসার অনুরোধ করছি!

📣 পটিয়া নিউজ ২৪ ফ্যামিলির পক্ষ থেকে ব্যাংক চাকুরীচ্যুতদের প্রতি একাত্মতা 📣ব্যাংকে নামকাওয়াস্তা প্রতিশ্রুতি দেওয়া হয় চাক...
01/08/2025

📣 পটিয়া নিউজ ২৪ ফ্যামিলির পক্ষ থেকে ব্যাংক চাকুরীচ্যুতদের প্রতি একাত্মতা 📣

ব্যাংকে নামকাওয়াস্তা প্রতিশ্রুতি দেওয়া হয় চাকরির,
আর বাস্তবে হয় "পরীক্ষার নামে" ছাঁটাই—
তখন সেটি শুধু একটি চাকরি হারানোর গল্প নয়,
সেটি একটি পরিবার ভাঙার গল্প। একটি স্বপ্ন ভেঙে পড়ার গল্প।

প্রায় ৭০০০ জন দক্ষ, পরিশ্রমী, শিক্ষিত মানুষ—
তাদের পরিবার, আত্মীয়স্বজন নিয়ে আজ তারা দিশেহারা।
এটা শুধু তাদের সমস্যা নয়,
এটা আমাদের সমাজের, অর্থনীতির, ভবিষ্যতের সংকট।

❗ আমরা যদি এখনই ঐক্যবদ্ধ না হই, তাহলে বেকারত্ব নামক আগুন আমাদের সবাইকে পুড়িয়ে ফেলবে।

তাদের জায়গায় নতুন কারা আসছে?
কি নীতিতে?
কি স্বচ্ছতায়?
এই প্রশ্নগুলো এখন আর শুধু চাকুরিচ্যুতদের নয়—
এখন এই প্রশ্ন আমাদের সবার।

💪 পটিয়া নিউজ ২৪ ফ্যামিলি দৃঢ়ভাবে এই অন্যায়ের প্রতিবাদে ব্যাংক আন্দোলনের পাশে আছে।
আমরা বিশ্বাস করি —
🔗 ঐক্যই শক্তি, প্রতিবাদই পরিবর্তনের শুরু।

✊ চলুন, আমরা কণ্ঠ মেলাই অন্যায়ের বিরুদ্ধে।
চলুন, একতাবদ্ধ হই একটা ন্যায্য, স্বচ্ছ, মানবিক নিয়োগ ব্যবস্থার জন্য।

#ঐক্যইশক্তি
#ব্যাংকআন্দোলন
#পটিয়া_নিউজ_২৪

সাবধান সাবধান সাবধান পটিয়া তথা চট্টগ্রামে স্থায়ী ব্যাংকারদের চাকরিচ্যুত করার নতুন পরিকল্পনা নাম পরিক্ষা । তাই কোন অবস্...
18/02/2025

সাবধান সাবধান সাবধান
পটিয়া তথা চট্টগ্রামে স্থায়ী ব্যাংকারদের চাকরিচ্যুত করার নতুন পরিকল্পনা নাম পরিক্ষা । তাই কোন অবস্থাতেই পরিক্ষা দেওয়া যাবে না । কারণ এই পরিক্ষা নেওয়ার মূল কারণ চাকরিচ্যুত করা । ব্যাংক চাইলে স্থায়ী কর্মকর্তা ও কর্মচারীদের চাকরিচ্যুত করতে পারবে না , কারণ ব্যাংক গুলো আইনি জটিলতায় পড়ে যাবে কারণ আপনার নিয়োগ এবং স্থায়ীকরণ সব করেছে বাংলাদেশ ব্যাংক, এখন তাদের পিট বাঁচাতে তাড়া পরিক্ষা নিচ্ছে । আপনি যখন পরিক্ষা দিবেন তখন বলবে তারা আমাদের সকল শর্ত মেনে পরিক্ষা দিয়েছে তাই তারা পাশ মার্ক না পাওয়ায় তাদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হলো । তখন কিছুই করার থাকবে না । সময় থাকতে সবাই এক হোন ।

17/12/2024
05/10/2024

২০২৪ সালের ২৬ সেপ্টেম্বর ‘S Alam nexus laundered $815 million through two LCs’ শিরোনামে প্রকাশিত ভুল তথ্য সম্বলিত প্রতিবেদনটি প্রত্যাহার করে ন.....

04/10/2024

এস. আলম গ্রুপ ও এসএস পাওয়ার প্ল্যান্টকে জড়িয়ে মিথ্যা অর্থপাচারের খবরটি প্রকাশের জন্য ভুল স্বীকার করেছে দ্য ডেইলি স্টার।

একইসঙ্গে পত্রিকাটি এ সংক্রান্ত খবর তাদের সকল ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছে।

স্বনামধন্য গণমাধ্যম হিসেবে দ্য ডেইলি স্টারের কাছ থেকে ভবিষ্যতে আমরা আরো দায়িত্বশীলতা আশা করি।

সর্বসাধারণকে এস. আলম গ্রুপ নিয়ে ছড়ানো সকল প্রোপাগাণ্ডা থেকে দূরে থাকার অনুরোধ রইল।

লিংক কমেন্টে।

22/09/2024

জাহাজে ৫৪ হাজার ১৬৩ মেট্রিক টন কয়লা রয়েছে, এই কয়লা খালাস করতে প্রায় ছয় দিন সময় লাগবে।

15/09/2024
10/09/2024
08/09/2024

একুশে প্রতিবেদক : খেলাপি ঋণের ক্রমাগত বৃদ্ধির ফলে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতির রেকর্ড পরিমাণে পৌঁছেছে, যা গ্রাহকদে...

Address

Patiya
Chittagong

Website

Alerts

Be the first to know and let us send you an email when Patiya news 24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Patiya news 24:

Share

Category