23/08/2025
আমি জানি, এই পৃথিবীতে হাজারটা মানুষ আসবে-যাবে, কিন্তু আমার কাছে সবচেয়ে আপন তুমি, আর আমি ঠিক করে নিয়েছি, যতদিন বাঁচবো, আমি তোমার পাশে থাকবো।
তুমি হাসলে আমি হাসি, তুমি কাঁদলে আমার বুক ফেটে যায় তোমাকে খুশি রাখতে যা যা দরকার, আমি সব করবো, কারণ আমার কাছে তোমার হাসিই আমার বেঁচে থাকা।
তোমার পাশে থাকলেই মনে হয়, সব অসম্পূর্ণতা, সব শূন্যতা এক নিমিষেই মুছে যায়। তুমি পাশে থাকলে মনে হয়, আমি আসলেই কারো জন্য কিছু, আমি পূর্ণ, আমি ভাগ্যবান। ভালোবাসা শুধু কথায় নয়, ভালোবাসা প্রমাণে, আর আমি তোমাকে প্রমাণ করেই দেখাবো, ভালোবাসা কাকে বলে।
তোমার দুঃখ, তোমার আনন্দ, তোমার স্বপ্ন, তোমার ব্যথা, সব কিছুতে আমি আছি, আর থাকবো সারাজীবন। যদি একদিন সবাই ছেড়ে যায়, তবুও আমি ছাড়বো না, আমি থাকবো, তোমার পাশে, তোমার হাতে হাত রেখে, তোমার নামের পাশে আমার নাম রেখে। যে স্বপ্নে তুমি আছো, সেই স্বপ্নটা শেষ হতে দেবো না, যতই ঝড় আসুক, যতই সময় বদলাক, আমার কথা মনে রেখো, আমি আছি, আমি থাকবো, তোমার জন্য সব করতে রাজি আছি!
কারণ একটাই, আমি তোমাকে ভালোবাসি, আর এই ভালোবাসার চেয়ে বড় কিছু আমার কাছে নেই। তুমি পাশে থাকলে সব কিছু সম্ভব, তুমি পাশে থাকলে আমি পূর্ণ, আমি সুখী, আমি 'আমি' হয়ে উঠি! তাই তোমার হাসি, তোমার শান্তি, তোমার ভালো থাকা, এটাই আমার চাওয়া, এটাই আমার দোয়া!
আমি আছি, আমি থাকবো, আর সারাজীবন তোমাকেই ভালোবাসবো...❤️🫶❤️