মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি চক্রশালা শাখা-২ পটিয়া

  • Home
  • Bangladesh
  • Patiya
  • মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি চক্রশালা শাখা-২ পটিয়া

মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি চক্রশালা শাখা-২ পটিয়া মাইজভাণ্ডারী ত্বরিকার প্রচার-প্রসার করায় মূল উদ্দেশ্য। মাইজভাণ্ডারী ত্বরিকার দর্শন বিশ্ববাসীর নিকট তুলে ধরা।

বিশ্বখ্যাত University of Cambridge-এ Maizbhandari Academy'র আয়োজনে আওলাদে রাসুল(‎ﷺ)রাহবারে আলম মাওলা হুজুর শাহসুফি সৈয়দ ...
30/11/2025

বিশ্বখ্যাত University of Cambridge-এ Maizbhandari Academy'র আয়োজনে
আওলাদে রাসুল(‎ﷺ)রাহবারে আলম মাওলা হুজুর
শাহসুফি সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভাণ্ডারী (ম.)র সভাপতিত্বে গুনীজনদের উপস্থিততে ২৯শে নভেম্বর ২৫ইং শনিবার বিকাল ২:০০টায় অনুষ্ঠিত হয়।
Reclaiming Spiritual Authenticity:
Challenging the Simplified Portrayals of Sufism.

29/11/2025

আল্লাহর মস্ত বড় অলি মওলা হুজুর মাইজভান্ডারি 🥀🥀🥀

17/11/2025

আল্লাহর দেওয়া নেয়ামতের মধ্য একটি হলো হক্কানি মুর্শিদ। 🥀🙏🌹

তিনি সেই সেই সালাফি সৌভাগ্যবান ব্যক্তি, যাকে শেখে ফা'য়াল মুশকিল কোশা মাওলায়ে কায়েনাত হযরত শাহ সৈয়দ মুহাম্মদ হাসান মাওলা ...
07/11/2025

তিনি সেই সেই সালাফি সৌভাগ্যবান ব্যক্তি, যাকে শেখে ফা'য়াল মুশকিল কোশা মাওলায়ে কায়েনাত হযরত শাহ সৈয়দ মুহাম্মদ হাসান মাওলা মাইজভাণ্ডারী কাদামাহু আলা আইনী ওয়া রা'সী ফীদদুনিয়া ওয়াল আখেরাহ স্বপ্নে বলেছিলেন যে, "এই রাস্তায় যেও না, এই রস্তায় আসো"। তিনি ছিলেন সালাফি আকিদার একজন ব্যক্তি, কিন্তু স্বপ্নাদিষ্ট হওয়ার পর তিনি শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী সাথে যোগাযোগ করে উনার সাক্ষাৎ করে স্বপ্নের বর্ণনা দেন। অতঃপর তিনি তাকে মাওলায়ে কায়েনাতের কদম পর্যন্ত পৌছানোর ব্যবস্থা করে দেন। বর্তমান তিনি শেখে ফা'য়াল মুশকিল কোশা মাওলায়ে কায়েনাত হযরত শাহ সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভাণ্ডারী কাদামাহু আলা আইনী ওয়া রা'সী ফীদদুনিয়া ওয়াল আখেরাহ এর মোবারক হস্তে দাস্তে বায়াত কবুল করে গোলামীতে সামিল হয়ে গিয়েছেন। এই বর্ণনাটি গত মহান ২৬ আশ্বিন ওরশ শরীফের মাহফিলে মাওলানা ছাহেব বর্ণনা করেছিলেন। কয়েকদিন পূর্বে সেই সৌভাগ্যবান ব্যক্তির সাথে আমার কথা হয় এবং তিনি আমাকে বিষয়টি পূণরায় জানান। মাহফিলের ভিডিওটি কমেন্ট বক্সে পিন করা আছে।

যে ব্যক্তি তরিকতের পথে চলতে চায় তার উচিৎ, প্রথম দুনিয়া ও দুনিয়ার সকল বস্তুকে ত্যাগ করে, তারপর নিজের নফসকে তিন তালাক দ...
02/11/2025

যে ব্যক্তি তরিকতের পথে চলতে চায় তার উচিৎ, প্রথম দুনিয়া ও দুনিয়ার সকল বস্তুকে ত্যাগ করে, তারপর নিজের নফসকে তিন তালাক দেয়, তারপর আহলে সুলুকের পথে পা রাখে।”
বাণী:গরীবে নেওয়াজ🙏

তিঁনি আওলাদে রাসূল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম। এক অনন্য,বিস্ময়কর,সৌন্দর্য্য ও ব্যাক্তিত্বে অনেক উর্ধে।মহান যুগ সংস্কার...
30/10/2025

তিঁনি আওলাদে রাসূল সাল্লালাহু আলাইহি ওয়াসাল্লাম।

এক অনন্য,বিস্ময়কর,সৌন্দর্য্য ও ব্যাক্তিত্বে অনেক উর্ধে।
মহান যুগ সংস্কারক,জমানার মুজাদ্দেদ। সৃষ্টির কল্যানের জন্য দুনিয়ার বুকে তশরিফ এনেছেন। সৃষ্টির জন্য যা কিছু কল্যানকর তার সব কিছুই তিঁনি করছেন। শাহানশাহ বাবাজান উঁনাকে মস্তবড় অলি বলেছেন। উনাঁর দেখানো পথ,ফর্মূলায় সকলে হাটছেন। তিঁনি জগৎ বরেণ্য।

"জগতের রাহবার"

25/10/2025

চোখোর ও মনের শান্তি 🥀🥀🙏🙏

21/10/2025

মুর্শিদ মওলা হুজুর

মহান ২৬ শে আশ্বিন... ✨গাউসিয়া হক মনজিলে সাজসজ্জা 💝
09/10/2025

মহান ২৬ শে আশ্বিন... ✨

গাউসিয়া হক মনজিলে সাজসজ্জা 💝

07/10/2025

কে কে যাবি ভান্ডারে,
মহান ২৬শে আশ্বিন বিশ্বঅলি জিয়া বাবার ওরশে

হুজুর গাউছুল আজম মাইজভাণ্ডারী (কাঃসিঃআঃ)তিনি যে গাউছুল আজম, এই উপাধি তাঁকে দুনিয়ার কোনো আলেম বা অলির দেওয়া নয়; বরং এই উপ...
02/10/2025

হুজুর গাউছুল আজম মাইজভাণ্ডারী (কাঃসিঃআঃ)
তিনি যে গাউছুল আজম, এই উপাধি তাঁকে দুনিয়ার কোনো আলেম বা অলির দেওয়া নয়; বরং এই উপাধি তাঁকে স্বয়ং মদীনার মালিক (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) দিয়েছেন। এই কথাটি তাঁর জীবনী ও কেরামত বিষয়ক গ্রন্থে বর্ণিত রয়েছে।
এছাড়া আল্লামা আজিজুল হক শেরে বাংলা তাঁর দিওয়ান-ই-আযীয শরীফ গ্রন্থেও এই বিষয়ে উল্লেখ করেছেন।
কেউ যদি তাঁকে গাউছুল আজম না-ও মনে করে, তাতে তাঁর মর্যাদার কোনো ঘাটতি হবে না। তবে যিনি অস্বীকার করবে, তাকে অবশ্যই এর পরিণতি ভোগ করতে হবে।

সকল কে ২৬শে আশ্বিনের শুভেচ্ছা।সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দাওয়াত র‌ইলো।
30/09/2025

সকল কে ২৬শে আশ্বিনের শুভেচ্ছা।
সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দাওয়াত র‌ইলো।

Address

Chittagong
Patiya
4370

Telephone

+8801648088675

Website

Alerts

Be the first to know and let us send you an email when মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি চক্রশালা শাখা-২ পটিয়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to মাইজভান্ডারী গাউছিয়া হক কমিটি চক্রশালা শাখা-২ পটিয়া:

Share