07/11/2025
তিনি সেই সেই সালাফি সৌভাগ্যবান ব্যক্তি, যাকে শেখে ফা'য়াল মুশকিল কোশা মাওলায়ে কায়েনাত হযরত শাহ সৈয়দ মুহাম্মদ হাসান মাওলা মাইজভাণ্ডারী কাদামাহু আলা আইনী ওয়া রা'সী ফীদদুনিয়া ওয়াল আখেরাহ স্বপ্নে বলেছিলেন যে, "এই রাস্তায় যেও না, এই রস্তায় আসো"। তিনি ছিলেন সালাফি আকিদার একজন ব্যক্তি, কিন্তু স্বপ্নাদিষ্ট হওয়ার পর তিনি শাহজাদা সৈয়দ আহমদুল হক মাইজভাণ্ডারী সাথে যোগাযোগ করে উনার সাক্ষাৎ করে স্বপ্নের বর্ণনা দেন। অতঃপর তিনি তাকে মাওলায়ে কায়েনাতের কদম পর্যন্ত পৌছানোর ব্যবস্থা করে দেন। বর্তমান তিনি শেখে ফা'য়াল মুশকিল কোশা মাওলায়ে কায়েনাত হযরত শাহ সৈয়দ মুহাম্মদ হাসান মাইজভাণ্ডারী কাদামাহু আলা আইনী ওয়া রা'সী ফীদদুনিয়া ওয়াল আখেরাহ এর মোবারক হস্তে দাস্তে বায়াত কবুল করে গোলামীতে সামিল হয়ে গিয়েছেন। এই বর্ণনাটি গত মহান ২৬ আশ্বিন ওরশ শরীফের মাহফিলে মাওলানা ছাহেব বর্ণনা করেছিলেন। কয়েকদিন পূর্বে সেই সৌভাগ্যবান ব্যক্তির সাথে আমার কথা হয় এবং তিনি আমাকে বিষয়টি পূণরায় জানান। মাহফিলের ভিডিওটি কমেন্ট বক্সে পিন করা আছে।