18/06/2025
❝ আমেরিকার জমিনে মুসলিম কমিউনিটির এক অবিস্মরণীয় ইতিহাস হতে যাচ্ছে আগামী ২৮ ও ২৯ জুন ২০২৫ ইং ❞
মার্কিন যুক্তরাষ্ট্রে সুফি মুসলিমরা দারুণ একটা কাজ করে ফেলেছেন। তারা North America Muslim Alliance নামে সকল তরিকা পন্থীদের একটি প্ল্যাটফর্ম করেছে। এবং প্রথম আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত হচ্ছে নিউইয়র্ক এর আলবেনী শহরে ২৮-২৯ জুন। এতে বিশ্ববরেণ্য সব স্কলার, ধর্ম তত্ত্ববিদরা উপস্থিত থাকবেন। প্রথম দিনের একটি সেশনে প্রধান অতিথি হিসেবে থাকবেন প্রাণপ্রিয় মুর্শিদ সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারি (ক) এবং এতে বক্তা হিসেবে থাকবেন বিশ্ববরেণ্য সুফি স্কলার ড: ইয়াহিয়া নিনোয়ি। এতে উপস্থিত থাকবেন হযরত নুর মোহাম্মদ কাব্বানী, ইমাম জায়েদ শাকির সহ আরো অনেকেই।
নর্থ আমেরিকা মুসলিম অ্যালায়েন্স কর্তৃক আয়োজিত প্রথম ইসলামিক কনভেনশন ২০২৫ সফলকল্পে আপনার রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন।
কনভেনশনে রেজিষ্ট্রেশন করতে নিচের লিংকে ক্লিক করুন:
https://shorturl.at/lj802
রেজিস্ট্রেশন সংক্রান্ত যেকোন তথ্য বিস্তারিত জানতে যোগাযোগ করুন:
📞 +1 (857) 237-0023
📅 Date: 28th & 29th June 2025
📍 Location: Empire State Plaza Convention Center, Albany, NY
⏰ Time: 09:00 Am
|| নর্থ আমেরিকা মুসলিম অ্যালায়েন্স
প্রেসিডেন্ট: শাইখ মুহাম্মদ সাইফুল আজম আল আজহারী ||