প্রথম পটিয়া Prothom Patiya

প্রথম পটিয়া Prothom Patiya পটিয়ার খবরে সবার আগে সব সময়।

29/07/2025

খোশগল্প with বাপ্পি

� New to streaming or looking to level up? Check out StreamYard and get $10 discount! �

হেড অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন "আল-আরাফা ইসলামী ব্যাংক" পিএলসি হতে ৫৪৭ জন কর্মকর্তাকে চাকুরীচ্যুতরা। #প্রথ...
29/07/2025

হেড অফিসের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন
"আল-আরাফা ইসলামী ব্যাংক" পিএলসি হতে ৫৪৭ জন কর্মকর্তাকে চাকুরীচ্যুতরা।
#প্রথমপটিয়া

27/07/2025

সমন্বয়ক পরিচয়ে ১০ লাখ টাকা চাঁদা নেয়ার সিসিটিভি ফুটেজ ভাইরাল

কোটি টাকা চাঁদা সংগ্রহে গ্রেফতার পাঁচ সমন্বয়ক।১০ লক্ষ টাকা নেওয়ার পর আটকে যায় তারা। #সমন্বয়ক #জুলাইআআন্দোলন    #প্রথমপটি...
26/07/2025

কোটি টাকা চাঁদা সংগ্রহে গ্রেফতার পাঁচ সমন্বয়ক।

১০ লক্ষ টাকা নেওয়ার পর আটকে যায় তারা।

#সমন্বয়ক
#জুলাইআআন্দোলন

#প্রথমপটিয়ানিউজ

25/07/2025

ঐতিহাসিক শাপলা চত্ত্বরে জাতিসংঘের মানবাধিকার কমিশন এর কার্যালয় স্থাপনের প্রতিবাদে ড. এনায়েতুল্লাহ আব্বাসী অগ্নিঝড়া বক্তব্য।

#প্রথমপটিয়ানিউজ

নিয়োগ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বয়স ২৮ হলেও আবেদনের সুযোগ।আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই http://army.teletalk...
25/07/2025

নিয়োগ দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, বয়স ২৮ হলেও আবেদনের সুযোগ।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা এই http://army.teletalk.com.bd/home.php ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২১ আগস্ট, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

পটিয়া বেল্লাপাড়া ১নং ওয়ার্ডের জানে আলম নামের ভাইটি কাজ করার সময় ব*জ্র*পাতে ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু হয়।ইন্না-লিল্লাহি ওয়া ই...
24/07/2025

পটিয়া বেল্লাপাড়া ১নং ওয়ার্ডের জানে আলম নামের ভাইটি কাজ করার সময় ব*জ্র*পাতে ম*র্মা*ন্তি*ক মৃ*ত্যু হয়।

ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী মনোনীত হয়েছেন ডা. এমদাদুল হাসান
24/07/2025

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে গণঅধিকার পরিষদের এমপি প্রার্থী মনোনীত হয়েছেন ডা. এমদাদুল হাসান

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরে আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্যের (এমপি) সঙ্গে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনে...
23/07/2025

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতরে আওয়ামী লীগের সাবেক তিন সংসদ সদস্যের (এমপি) সঙ্গে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেনের একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। কারা কর্তৃপক্ষের দাবি, অন্য কয়েদিদের মতো আওয়ামী লীগ নেতাদের সঙ্গেও কুশল বিনিময় করেছেন উপদেষ্টা। তাদের মধ্যে অন্য কোনো বিষয়ে আলাপ হয়নি।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, ড. আ ফ ম খালিদ হোসেনের সামনে ফেনী-৩ আসনের সাবেক স্বতন্ত্র এমপি রহিম উল্লাহ, চট্টগ্রামের সাতকানিয়া-লোহাগাড়া আসনের সাবেক এমপি আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী ও চট্টগ্রাম-১১ আসনের সাবেক এমপি এম এ লতিফ।

ছবিটিতে লতিফের পেছনে এক পাশে দাঁড়িয়ে আছেন হাটহাজারী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। ধর্ম উপদেষ্টার পেছনে দাঁড়িয়ে আছেন বেসরকারি কারা পরিদর্শক মুহাম্মদ নাছির উদ্দিন ও তার পাশে ছিলেন কারা উপমহাপরিদর্শক টিপু সুলতান।

বেসরকারি কারা পরিদর্শক মুহাম্মদ নাছির উদ্দিন জানান, ধর্ম উপদেষ্টা কারাগারকে সংশোধানাগার হিসেবে গড়ে তুলতে চান। এ লক্ষ্যে তিনি গত ১৫ জুলাই চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার পরিদর্শনে এসেছিলেন। তিনি শুরুতে মহিলা ওয়ার্ডে যান। ওই ওয়ার্ডের কয়েদিদের অভাব-অভিযোগের কথা শোনেন তিনি। সেগুলো সমাধানের আশ্বাস দেন। এভাবে তিনি বিভিন্ন ওয়ার্ডে হাঁটতে হাঁটতে অন্তত ৫০ জন কয়েদির সঙ্গে কুশল বিনিময় করেন। তাদের নানা সমস্যার কথা শোনেন। এর মধ্যে একটি ওয়ার্ডে সাবেক এমপিদের সঙ্গে দেখা হয়। তাদের সঙ্গে অন্য কয়েদিদের মতো একইভাবে কথা বলেছেন।

তিনি বলেন, ‘সাবেক এমপি লতিফের কোনো অভিযোগ ছিল না। নদভী জিনিসপত্রের দাম বেশি রাখা হয় বলে ধর্ম উপদেষ্টাকে জানিয়েছেন। তবে কারা কর্তৃপক্ষ বলেছে, পণ্যের প্যাকেটের মূল্যের চেয়ে বেশি রাখার সুযোগ নেই। সাবেক স্বতন্ত্র এমপি রহিম উল্লাহ তাকে ফেনী কারাগারে বদলির অনুরোধ করেছিলেন। কিন্তু ধর্ম উপদেষ্টা এ নিয়ে কোনো মন্তব্য করেননি।’

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ইকবাল হোসেন বলেন, ‘ধর্ম উপদেষ্টা সরকারি সফরে কারাগারে এসে রান্নাঘরসহ বিভিন্ন ওয়ার্ড সরেজমিন পরিদর্শন করেন। কয়েদিদের সঙ্গে কথা বলেন। এক পর্যায়ে হাঁটতে হাঁটতে তিনি সেল ব্লকে যান। সেখানে সাবেক এমপিদের সঙ্গে দেখা হয়েছে। তাদের সঙ্গে আর দশ কয়েদির মতো কথা বলেছেন। কারাগারের ভেতরে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠকের কোনো সুযোগ নেই।

স্থগিত হওয়া এইচএসসির ২২ জুলাইয়ের পরীক্ষা ১৭ আগষ্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগষ্ট
23/07/2025

স্থগিত হওয়া এইচএসসির ২২ জুলাইয়ের পরীক্ষা ১৭ আগষ্ট এবং ২৪ জুলাইয়ের পরীক্ষা ১৯ আগষ্ট

22/07/2025

মাইলস্টোনে সাংবাদিক ও পুলিশের উপর হা'ম'লায় আহত ৩

#প্রথমপটিয়া #প্রথমপটিয়ানিউজ

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে।
22/07/2025

শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়েরকে প্রত্যাহার করা হয়েছে।

Address

Patiya
4370

Alerts

Be the first to know and let us send you an email when প্রথম পটিয়া Prothom Patiya posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Nearby media companies