মাসিক আত্-তাওহীদ অফিসিয়াল

মাসিক আত্-তাওহীদ অফিসিয়াল Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from মাসিক আত্-তাওহীদ অফিসিয়াল, News & Media Website, Patiya.

28/05/2025
আকাশে যেমন নীরব-নিভৃতে একেকটি নক্ষত্র জ্বলে, ঠিক তেমনি পৃথিবীর মানচিত্রেও কিছু মহৎ প্রাণ আলো ছড়িয়ে যান। তারা শুধু নিজে...
26/05/2025

আকাশে যেমন নীরব-নিভৃতে একেকটি নক্ষত্র জ্বলে, ঠিক তেমনি পৃথিবীর মানচিত্রেও কিছু মহৎ প্রাণ আলো ছড়িয়ে যান। তারা শুধু নিজেদের জন্য নয়, অগণিত হৃদয়কে আলোকিত করেন, প্রজন্মের পর প্রজন্মকে সত্য ও কল্যাণের পথ দেখিয়ে যান। তাঁরা নিজেদের অস্তিত্বকে বিলিয়ে দিয়ে গড়ে তোলেন এক দীপ্ত অধ্যায়, যার আলো যুগ থেকে যুগান্তরে ছড়িয়ে পড়ে।

আল্লামা আমিনুল হক রহ. ছিলেন তেমনি এক জাজ্বল্যমান দীপ্তি—এক নীরব আলোকবর্তিকা, যাঁর জীবন ছিল ইলম, আমল ও আধ্যাত্মিকতার এক অনন্ত ধারার মোহনা। তিনি ছিলেন এমন এক সৌরভময় প্রাণ, যার প্রতিটি শ্বাস-প্রশ্বাস ছিল রবের সন্তুষ্টির আকাঙ্ক্ষায় আবদ্ধ। তাঁর চলাফেরা, কথা, দৃষ্টি—সবকিছুতেই ছিল খাঁটি ইখলাসের প্রতিচ্ছবি।
পটিয়ার জমিনে, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়ার আকাশে তিনি ছিলেন দীর্ঘ সাত দশকেরও অধিক সময়ের এক দীপ্তিমান নক্ষত্র। তিনি শুধু একজন শিক্ষক নন, ছিলেন ইলমী বিশুদ্ধতার এক জীবন্ত মূর্তি; ছিলেন আখলাকের এক আদর্শ নমুনা। তাঁর দারস ছিল জ্ঞানের ঝরনা, যার প্রতিটি শব্দ থেকে নিঃসৃত হতো মাধুর্য, নীরবতা আর গভীরতা। তাঁর উপস্থিতিই ছিল যেন জামিয়ার বাতাসে এক বিশেষ সুবাস, শিক্ষার্থীদের হৃদয়ে এক বিশেষ আলো।

বিস্তারিত লিংকে :

মাওলানা আবিদ সিদ্দিকী   আকাশে যেমন নীরব-নিভৃতে একেকটি নক্ষত্র জ্বলে, ঠিক তেমনি পৃথিবীর মানচিত্রেও কিছু মহৎ প্রাণ ...

গত ২৫ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, জুমাবারে রাজধানীর এক হাসপাতালে ইহজগতের সকল বন্ধন ছিন্ন করে চিরদিনের জন্য পরপারে পাড়ি জমান...
26/05/2025

গত ২৫ এপ্রিল ২০২৫ খ্রিস্টাব্দ, জুমাবারে রাজধানীর এক হাসপাতালে ইহজগতের সকল বন্ধন ছিন্ন করে চিরদিনের জন্য পরপারে পাড়ি জমান হাজারো আলেমের প্রিয় উস্তাদ, আল্লামা আব্দুল মান্নান দানিশ রহমতুল্লাহি আলাইহি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালের সময় তিনি একমাত্র স্ত্রী, চার ছেলে ও চার মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
২৬ এপ্রিল রাবার বাগান ইউনুসিয়া মাদরাসা ময়দানে হযরতের সুযোগ্য সাহেবজাদা মাওলানা ত্বহা দানিশ মাক্কী হাফিজাহুল্লাহর ইমামতিতে হযরতের নামাযে জানাযায় অংশ নেন হাজার হাজার ওলামা-তলাবা ও ধর্মপ্রাণ জনতা। জানাযা শেষে ছোট বেতুয়া রহমানিয়া মাদরাসা সংলগ্ন পারিবারিক কবরস্থানে হযরতকে সমাহিত করা হয়।
স্বজনদের বর্ণনা অনুযায়ী, মৃত্যুর প্রাক্কালে তাঁর মধ্যে কোনো বড় ধরনের অসুস্থতার লক্ষণ দেখা যায়নি। মাত্র সামান্য জ্বর ছিল। এমনকি মৃত্যুর দিনও তিনি যথারীতি সুস্থতার সাথে পবিত্র জুমার নামাজ আদায় করেন। এ যেন ছিল তাঁর এই নশ্বর দুনিয়ায় শেষবারের মতো আল্লাহর সামনে দাঁড়ানো—এক অন্তিম সেজদার প্রস্তুতি।
নামাজের পর হঠাৎ করে তাঁর শরীরের অবস্থার অবনতি হতে থাকে। দ্রুত তাঁকে রাজধানীর মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ সর্বোচ্চ চেষ্টা করেও তাঁকে ফিরিয়ে আনতে ব্যর্থ হন। নিভে গেল ইলমের আলো ছড়িয়ে যাওয়া এক উজ্জ্বল নক্ষত্র। চিকিৎসকেরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন—আল্লামা দানিশ রহ. দুনিয়ার জীবন শেষ করে অনন্ত জীবনের পথে যাত্রা করেছেন। আল্লাহ তাআলা তাঁকে জান্নাতে সুউচ্চ মাকাম দান করুন এবং তাঁর রেখে যাওয়া জ্ঞানের আলো দ্বারা আমাদের সবাইকে উপকৃত করুন—আমীন।

বিস্তারিত : লিংকে

কাজী আবুল কালাম সিদ্দীক   জন্ম ও বংশ : চট্টগ্রাম জেলার উত্তর ফটিকছড়ির এক শান্ত, সুনিবিড় অজপাড়া গাঁ ছোট বেতুয়া—এ গ্র...

অভিশপ্ত ট্রান্সজেন্ডারবাদ : সমাজধ্বংসের ভয়ঙ্কর অ্যাজেন্ডাহাফেজ মুহাম্মদ জাফর সাদেক
26/05/2025

অভিশপ্ত ট্রান্সজেন্ডারবাদ : সমাজধ্বংসের ভয়ঙ্কর অ্যাজেন্ডা

হাফেজ মুহাম্মদ জাফর সাদেক

হাফেজ মুহাম্মদ জাফর সাদেক আবদুল্লাহ ইবনে আব্বাস(রা.) থেকে বর্ণিত, তিনি বলেন- لَعَنَ النَّبِيُّ صلى الله عليه وسلم الْمُخَنَّثِينَ م...

আলহামদুলিল্লাহ, পাঠকের হৃদয়ে আসন করে নেওয়া দীনী চিন্তা-চেতনার শীর্ষমঞ্চ মাসিক আত-তাওহীদ এর জুন সংখ্যাটি এখন প্রেসে। ইনশা...
26/05/2025

আলহামদুলিল্লাহ, পাঠকের হৃদয়ে আসন করে নেওয়া দীনী চিন্তা-চেতনার শীর্ষমঞ্চ মাসিক আত-তাওহীদ এর জুন সংখ্যাটি এখন প্রেসে। ইনশাআল্লাহ, জুন মাসের সূচনাতেই এটি পৌঁছে যাবে আপনাদের চৌকাঠে। এবারের সংখ্যাটি সাজানো হয়েছে ঈমান জাগানিয়া আলোচনায়, সময়োপযোগী বিশ্লেষণে এবং অনুপ্রেরণাময় জীবনীচিত্রে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক এবারের সংখ্যার বৈচিত্র্যপূর্ণ বিষয়বস্তুসমূহ—

🔹 পাঠকের পাতা
🔹 সম্পাদকীয়
🔹 কুরআনের আলো
🔹 হাদীসের বাণী

🔹 কুরবানী : ফাযাইল ও মাসাইল
✍ মাওলানা যুবাইর হানীফ কাসেমী
— কুরবানীর তাৎপর্য, ফিকহী দিকনির্দেশনা ও আত্মত্যাগের শিক্ষা নিয়ে একটি গভীর আলোচনা।

🔹 কওমী মাদরাসা : ইলম, তাকওয়া ও ত্যাগের শিক্ষালয়
✍ আল্লামা মুফতী আবু তাহের কাসেমী নদভী
— প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষাকেন্দ্রগুলোর ভূমিকা ও আত্মিক শিক্ষার আলোকছায়া।

🔹 ওয়াকফ : এক হারানো ঐতিহ্যের সন্ধানে (২য় পর্ব)
✍ ইসামুদ্দীন মাহমুদ
— ইসলামী সমাজব্যবস্থায় ওয়াকফের গুরুত্ব ও হারিয়ে যাওয়া ঐতিহ্যের পুনরুদ্ধার।

🔹 সাধনায় খোলে সাফল্যের দ্বার
✍ মূল : ইবরাহিম সাকরান, অনুবাদ : ইমরান রাইহান
— আত্মশুদ্ধির পথে সাধনার প্রেরণা ও বাস্তব শিক্ষা।

🔹 ইলম অর্জন, নাকি প্রবৃত্তির অনুসরণ?
— জ্ঞান ও প্রবৃত্তির দ্বন্দ্বে এক চিন্তাশীল আহ্বান।

🔹 বিশ্ব রাজনীতিতে গাযা বনাম একবিংশ শতাব্দীতে নারী ও ইসলামের লড়াই
✍ আসআদ শাহীন
— সময়ের কঠিন প্রশ্নে এক সাহসী বিশ্লেষণ।

🔹 আমরা ভারতকে দেখিয়ে দিয়েছি— পাকিস্তান ও গাযা এক নয়
✍ হামিদ মীর
— বাস্তব রাজনীতির প্রেক্ষাপটে এক উন্মোচন।

🔹 মুফতী শামসুদ্দীন জিয়া দা. বা.-এর জীবনী (৩য় পর্ব)
✍ মুহাম্মাদ আদম আলী
— একজন আলোকিত মানুষের অনন্যসাধারণ জীবনের গল্প।

🔹 স্মৃতিতে অম্লান আল্লামা সুলতান যওক নদভী রহ.
✍ আল্লামা মুফতী আবু তাহের কাসেমী নদভী
— স্মৃতিপটে গেঁথে থাকা এক আলোকশিখার কথা।

🔹 জ্ঞানসাধক আল্লামা সুলতান যওক নদভী (রহ.) : শিক্ষাজাগরণের এক অমর পথিকৃৎ
✍ সলিমুদ্দিন মাহদি কাসেমী
— শিক্ষা-সংগ্রামে অগ্রদূতের জীবনালেখ্য।

🔹 ঐন্দ্রজালিক জ্যোতি
— হৃদয় ছুঁয়ে যাওয়া প্রবন্ধে জাগ্রত হোক চেতনা।

🔹 ঝড়-বৃষ্টি-তুফানের সময় কী পড়বো?
— বিপদের সময়ে পঠিত দু’আর আলোকে সুরক্ষা ও আত্মশুদ্ধির বার্তা।

🔹 ইসলামের দৃষ্টিতে বাজেট
✍ মাওলানা ওয়ালী উল্লাহ আরমান
— আর্থসামাজিক নীতিমালায় ইসলামি ভাবনার স্পষ্ট দিকনির্দেশনা।

🔹 শিক্ষার্থীদের পাতা
— ভবিষ্যতের দীপ্ত তারকাদের জন্য বিশেষ আয়োজন।

🔹 মহিলাঙ্গন
— নারীদের জাগরণ ও আত্মগঠনের দিশা।

🔹 নওল হাতের কলম
— নবীন লেখকদের হৃদয় নিংড়ানো শব্দমালা।

🔹 ছড়া-কবিতা
— ছন্দে ছন্দে ছুঁয়ে যাক হৃদয়ের অনুভব।

🔹 আল-জামিয়ার দিন-রাত
— জামিয়ার প্রাঙ্গণে ছড়িয়ে থাকা দিনলিপির উন্মোচন।

📚 আপনিও হয়ে উঠুন পাঠক-লেখক-প্রেরণাদাতা—
আপনার ভাবনাগুলো পৌঁছে দিন "আত-তাওহীদ" পত্রিকার পাতায়।
এই জ্যোতির্ময় যাত্রায় আপনাকে পাশে চাই...

আত-তাওহীদ
আপনার ঈমানি ভাবনার বিশ্বস্ত সহচর

অনলাইনে পড়ুন :
https://monthlyattawheed.net/

📢 সুসংবাদ! সুসংবাদ!================আপনাদের প্রতীক্ষার অবসান ঘটাতে হাজির হয়েছে নতুন সংখ্যা—মাসিক আত-তাওহীদ 📖আলহামদুলিল্লা...
04/05/2025

📢 সুসংবাদ! সুসংবাদ!
================
আপনাদের প্রতীক্ষার অবসান ঘটাতে হাজির হয়েছে নতুন সংখ্যা—
মাসিক আত-তাওহীদ 📖

আলহামদুলিল্লাহ! ছাপার কাজ সম্পন্নের পথে।
ইনশাআল্লাহ, দুয়েক দিনের মধ্যেই প্রিয় পাঠকের হাতে পৌঁছে যাবে সদ্য ছাপা এই ইলমের পুষ্প।

🕌 তাওহীদের পরিপূর্ণতা, সুন্নাহর দীপ্ত আলো এবং সহীহ আকীদার ভিত্তিভূমিতে দাঁড়িয়ে...

যার প্রতিটি পৃষ্ঠা সাজানো হয়েছে নির্ভরযোগ্য হাদীস, সালফে সালেহীনের বাণী ও চিন্তাশীল বিশ্লেষণে—

সেই আত-তাওহীদ আবারও এসেছে নতুন আলো, নতুন আয়োজন নিয়ে।

অনলাইনে পড়ুন :
https://monthlyattawheed.net/

আলহামদুলিল্লাহ!প্রিয় পাঠকবৃন্দ,আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় প্রকাশনা মাসিক আত-তাওহীদ–এর নতুন সংখ্যাটির ছাপার কাজ চলছে। ...
04/05/2025

আলহামদুলিল্লাহ!

প্রিয় পাঠকবৃন্দ,

আলহামদুলিল্লাহ, আপনাদের প্রিয় প্রকাশনা মাসিক আত-তাওহীদ–এর নতুন সংখ্যাটির ছাপার কাজ চলছে। ইনশাআল্লাহ, দুয়েক দিনের মধ্যেই এটি আপনাদের হাতে পৌঁছে যাবে।

আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় আপনাদের আগ্রহ, ভালোবাসা ও দুআ আমাদের নিরন্তর অনুপ্রেরণা জুগিয়ে যাচ্ছে। আমরা আশাবাদী, এবারের সংখ্যাটিও কুরআন-হাদীসের বিশুদ্ধ জ্ঞানে সমৃদ্ধ একটি প্রকাশনা হিসেবে আপনাদের মন জয় করবে।

আল্লাহ তাআলার কাছে প্রার্থনা—তিনি যেন আমাদের এই কাজ কবুল করেন। একে হিদায়াত ও ইলমের বাহন বানান।

পড়ুন, ভাবুন, জানুন—কুরআন ও সহীহ সুন্নাহর আলোকে।

মাসিক আত্-তাওহীদ এর চলতি (এপ্রিল ২০২৫ খ্রি.) সংখ্যা প্রচ্ছদ ও সূচিপত্র
14/04/2025

মাসিক আত্-তাওহীদ এর চলতি (এপ্রিল ২০২৫ খ্রি.) সংখ্যা
প্রচ্ছদ ও সূচিপত্র

Address

Patiya

Alerts

Be the first to know and let us send you an email when মাসিক আত্-তাওহীদ অফিসিয়াল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share