Police Inspector Kajal

Police Inspector Kajal Works on road safety measures

28/10/2025

> “বলো, তোমরা কাজ করো; আল্লাহ তোমাদের কাজ দেখবেন, তাঁর রাসূলও এবং মুমিনরাও…”
(সূরা আত-তাওবা ৯:১০৫)

মানুষের চোখে তোমার কাজ ছোট হতে পারে, কেউ হয়তো প্রশংসা করবে না, কেউ হয়তো খেয়ালই করবে না। কিন্তু মনে রেখো — আল্লাহ দেখছেন।
তাঁর কাছে কোনো মেহনতই বৃথা যায় না, কোনো ভালো কাজই হারিয়ে যায় না।

তুমি যদি নীরবে কাউকে সাহায্য করো, কারও মুখে হাসি ফোটাও, কিংবা নিজের দায়িত্বটা সততার সঙ্গে পালন করো — সেটাও আল্লাহর কাছে গন্য হয়।
তিনি দেখছেন, লিখে রাখছেন, আর একদিন তাঁর কাছেই সেই কর্মের ফল ফিরিয়ে দেওয়া হবে।

তাই কাজ করে যাও — মানুষ নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য।
💫

---

আমাকে মেট্রোরেল এ প্রেষনে কাজ করার সুযোগ দিন। অতিরিক্ত কোন বেতন ভাতা দিতে হবে না।★★★★★★★কেন আমাকে দায়িত্ব দিবেন? উত্তর-য...
27/10/2025

আমাকে মেট্রোরেল এ প্রেষনে কাজ করার সুযোগ দিন। অতিরিক্ত কোন বেতন ভাতা দিতে হবে না।
★★★★★
★★কেন আমাকে দায়িত্ব দিবেন? উত্তর-যদি বিয়ারিং প্যাড পড়ে কেউ মারা যায়,তার প্রতিটির ক্ষতিপূরণ আমার বেতন ও পেনশন থেকে দিব।
আমার সম্পদ শেষ হলে আইনত বিচার করবেন।
ইনশাআল্লাহ।
১ম চিত্র বর্তমান অনিরাপদ ভাবে লাগানো।
২য় চিত্রে নিরাপত্তা ১০০% নিশ্চিত করবে।
এছাড়া প্রতিটি প্যাডের চারপাশে রাখা হবে সেন্সর।
স্থানচ্যূত হলে সিগন্যাল দিবে।
আরো অনেক কারিশমা আছে যা বলা যাবে না।

আলহামদুলিল্লাহ,, ২৫ বছর (প্রায়) চাকুরীর বয়স।এখনো নিজের গাড়ি নিজে ধুইতে পারি।টানা ৫_১০ ঘন্টা  ড্রাইভ করতে পারি,শুধু এককাপ...
20/10/2025

আলহামদুলিল্লাহ,,
২৫ বছর (প্রায়) চাকুরীর বয়স।
এখনো নিজের গাড়ি নিজে ধুইতে পারি।
টানা ৫_১০ ঘন্টা ড্রাইভ করতে পারি,শুধু এককাপ কফি পান করে।
বাইকে ২ মন ওজনের সওদা নিয়ে, নিজেই চালিয়ে বাসায় আসতে পারি।
হে মহান সৃষ্টিকর্তা, এর
সবকিছুই তো তোমার ইচ্ছাতেই হয়।
হে মাবুদ,তোমার ইচ্ছাতেই শরীরে এতটা শক্তি পাই।তাই আমি কখনো গায়ে গতরের কাজকে অলসতা ও লজ্জার অজুহাতে টাকা দিয়ে করাতে নারাজ। উপরন্তু আল্লাহর কাছে শুকরিয়া করি,তিনি এখনো আমাকে যুবক মানুষের যে পরিমান শক্তি তা দিয়ে রেখেছেন।
সৃষ্টিকর্তার কাছে একটাই শেষ চাওয়া- জীবন যত কঠিন হোক তাও তুমি সততার দিকে আমাকে ঠেলে রেখো।
আমি কখনো কোন অবস্থাতেই যেন"তোমার অনুগ্রহের কথা" ভুলে না যাই-আমীন!!

শুভ সকাল
19/10/2025

শুভ সকাল

বিমানবন্দরের কার্গো ভিলেজ পড়ে যাওয়ার দৃশ্য
18/10/2025

বিমানবন্দরের কার্গো ভিলেজ পড়ে যাওয়ার দৃশ্য

18/10/2025
এরা চোখে মুখে নাকে মি*থ্যা*বাদী।বাস্তবে এরা এত সুন্দরীও না।এবং এদের মুখের কথার সাথে অন্তরের কথার মিল নেই।
11/10/2025

এরা চোখে মুখে নাকে মি*থ্যা*বাদী।
বাস্তবে এরা এত সুন্দরীও না।
এবং এদের মুখের কথার সাথে অন্তরের কথার মিল নেই।

11/10/2025
সারাজীবন বনে বাদারেই খাটিয়ে দিলাম।নগর ভালোলাগে না।নগরের মানুষ খুব বেশি স্বার্থপর হয়।ছবি- ২০১৩
07/10/2025

সারাজীবন বনে বাদারেই খাটিয়ে দিলাম।
নগর ভালোলাগে না।
নগরের মানুষ খুব বেশি স্বার্থপর হয়।
ছবি- ২০১৩

সময়ের সাথে সাথে পরিবর্তিত আমি।
02/10/2025

সময়ের সাথে সাথে পরিবর্তিত আমি।

Address

Patuakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when Police Inspector Kajal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Police Inspector Kajal:

Share