28/10/2025
> “বলো, তোমরা কাজ করো; আল্লাহ তোমাদের কাজ দেখবেন, তাঁর রাসূলও এবং মুমিনরাও…”
(সূরা আত-তাওবা ৯:১০৫)
মানুষের চোখে তোমার কাজ ছোট হতে পারে, কেউ হয়তো প্রশংসা করবে না, কেউ হয়তো খেয়ালই করবে না। কিন্তু মনে রেখো — আল্লাহ দেখছেন।
তাঁর কাছে কোনো মেহনতই বৃথা যায় না, কোনো ভালো কাজই হারিয়ে যায় না।
তুমি যদি নীরবে কাউকে সাহায্য করো, কারও মুখে হাসি ফোটাও, কিংবা নিজের দায়িত্বটা সততার সঙ্গে পালন করো — সেটাও আল্লাহর কাছে গন্য হয়।
তিনি দেখছেন, লিখে রাখছেন, আর একদিন তাঁর কাছেই সেই কর্মের ফল ফিরিয়ে দেওয়া হবে।
তাই কাজ করে যাও — মানুষ নয়, আল্লাহর সন্তুষ্টির জন্য।
💫
---