Police Inspector Kajal

Police Inspector Kajal Works on road safety measures

সারাজীবন বনে বাদারেই খাটিয়ে দিলাম।নগর ভালোলাগে না।নগরের মানুষ খুব বেশি স্বার্থপর হয়।ছবি- ২০১৩
07/10/2025

সারাজীবন বনে বাদারেই খাটিয়ে দিলাম।
নগর ভালোলাগে না।
নগরের মানুষ খুব বেশি স্বার্থপর হয়।
ছবি- ২০১৩

সময়ের সাথে সাথে পরিবর্তিত আমি।
02/10/2025

সময়ের সাথে সাথে পরিবর্তিত আমি।

29/09/2025

নারীর উপর পূরুষের কর্তৃত্ব ও শ্রেষ্টত্ব স্বয়ং আল্লাহ্ তালা দিয়েছেন।
সূরা আন-নিসা (৪:৩৪) বাংলা অনুবাদ:

> পুরুষরা নারীদের অভিভাবক ও দায়িত্বশীল – কারণ আল্লাহ্‌ মানুষকে একের উপর আরেককে শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং পুরুষরা নিজেদের ধন-সম্পদ ব্যয় করে।

সুতরাং সৎ নারীরা অনুগত থাকে এবং আল্লাহ্‌ যা সংরক্ষণ করতে বলেছেন, তা স্বামীর অনুপস্থিতিতেও রক্ষা করে।

আর যেসব নারীর অবাধ্যতা ও অসদাচরণের আশঙ্কা করবে, তাদের প্রথমে উপদেশ দাও; যদি না শোনে তবে শয্যায় তাদের থেকে পৃথক থাকো; আর তাতেও কাজ না হলে সামান্য প্রহার করো।

এরপর যদি তারা অনুগত হয় তবে তাদের বিরুদ্ধে অন্য কোন উপায় খুঁজো না। নিশ্চয়ই আল্লাহ্‌ মহান, শ্রেষ্ঠ।

29/09/2025

প্রিয় ইমানদার ভাইয়েরা,
আপনার জীবনে যদি একটি কাজ অসমাপ্ত থেকে থাকে যা হচ্ছে --
আল কোরআনের বাংলা অনুবাদ পড়া!
তাহলে মনে রাখবেন সবচেয়ে বড় কাজটিই অসমাপ্ত রয়েছে।
দ্রুত শুরু করুন।
এখন পড়ছি সূরা নিসার বাংলা।
এই সূরার প্রতিটি আয়াত যদি মুসলাম ভাইয়েরা পড়ে বুঝে হৃদয়ে ধারণ করে তবে জীবন সহজ হয়ে যাবে।
আদালতের যত রকমের দেওয়ানীমোকদ্দমা ও নারী নির্যাতন মোকদ্দমা আছে তা ৮০ ভাগ কমে যাবে।
আরবি ভাষায় আল কোরআন মুখস্ত করে রেখে দিলে জীবনে হয়ত কিছু সওয়াব পাবেন,কিন্তু আল কোরআনকে জীবন বিধান হিসাবে পাবেন না।
না বুঝলে কিভাবে মানবেন?
তাই জীবনের সবচেয়ে বড় অসমাপ্ত কাজটি আজকেই শুরু করুন।
ধন্যবাদ

শুভ অপরাহ্ন।
29/09/2025

শুভ অপরাহ্ন।

28/09/2025

যে "বাবা-মা" দের মেয়ে সন্তান নাই,
তারা কখনোই সুখী হয় না।
এই জন্যই মেয়ে সন্তানের সাথে জান্নাত জাহান্নামের উদাহরণ গুলো ধর্মে আলোচনা করা হয়।
যাদের মেয়ে নাই তারাই উপলব্ধি করতে পারবেন।

28/09/2025

কি আর বলব??

এইবার ঠিক আছে।
28/09/2025

এইবার ঠিক আছে।

শুভ সকাল।
28/09/2025

শুভ সকাল।

শুভ সন্ধ্যা।
27/09/2025

শুভ সন্ধ্যা।

27/09/2025

এই হুজুর তো কাবা শরীফ দিয়া ব্যবসা শুরু করছে।
তারে কিছু কইবেন না??

Address

Patuakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when Police Inspector Kajal posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Police Inspector Kajal:

Share