
07/05/2025
যদি যুদ্ধ শুরু হয়, তবে ইতিহাসে আরেকবার সবচেয়ে বড় ভিক্টিম হবে আমাদের নিজ দেশ। বাংলাদেশ!
সরাসরি মিসাইল আক্রমণের সম্ভাবনা বাদই দিলাম। তারপরেও যুদ্ধের পরিণাম আমাদের জন্য ভীষণ ভয়াবহ হবে।
যুদ্ধ শুরু হলে ভারতের ত্রিপুরা, মেঘালয়, এবং আসামের সীমান্ত এলাকা থেকে হাজার হাজার মানুষ শরণার্থী হয়ে বাংলাদেশে প্রবাহিত হতে শুরু করবে। বাংলাদেশের অর্থনীতি, নিরাপত্তা এবং কূটনৈতিক ফিল্ডে বিরাট প্রভাব পড়বে। আমদানি-রপ্তানি সংকট, মূল্যস্ফীতি, সীমান্ত অস্থিরতা—এসব সমস্যা মোকাবেলা করতে আমাদের বর্তমান সরকার কঠিন চ্যালেঞ্জের সম্মুখীন হবে। এছাড়া, যদি যুদ্ধ দীর্ঘস্থায়ী হয়, তবে ভারত-চীন এবং যুক্তরাষ্ট্র-রাশিয়া মত আন্তর্জাতিক ব্লকের চাপেও বাংলাদেশ পড়ে যেতে পারে।
তাই আমাদের উচিত যুদ্ধ না হওয়ার জন্য প্রার্থনা করা। পাকিস্তান বর্তমানে যথেষ্ট সংযত পদক্ষেপ নিচ্ছে, তবে যদি তাদের পক্ষ থেকে যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণা আসে, তখন আমরা একটা অদৃশ্য বিপদের সম্মুখীন হতে পারি।
তাই, ভারত প্রীতি কিংবা পাকিস্তান প্রীতি নয়, আমাদের এখন একমাত্র প্রীতি হওয়া উচিত শুধুমাত্র বাংলাদেশ প্রীতি।
যুদ্ধ কোন ফ্যান্টাসি না। তোপের মুখে কখনো শান্তি জন্ম নেয় না। এটা শুধু ধ্বংসের আর্তনাদ, কিংবা প্রাণের মুখে ক্ষত-বিক্ষত হওয়ার রূপকথা।