Freelancer Rajib

Freelancer Rajib Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Freelancer Rajib, Digital creator, patuakhali, sador patuakhali, Patuakhali.

22/03/2025

#আমার পরম সৌভাগ্যে যে তুমি আমার প্রেমে পড়েছিলে

ভুলে যাওয়া শিখতে হবেভালো থাকতে হলে অনেক কিছু      ভুলে যেতে হবে।
17/03/2025

ভুলে যাওয়া শিখতে হবে
ভালো থাকতে হলে অনেক কিছু
ভুলে যেতে হবে।

28/01/2025

ফ্রি মার্কেটিং করে প্রতি মাসে ২৫-৩০ হাজার টাকা ইনকাম করতে চাইলে ইনবক্সে নক করুন

12/01/2025

নোটিশ
বিষয়: নেটওয়ার্ক মার্কেটিং কেন এবং এর ভবিষ্যৎ সম্ভাবনা

নেটওয়ার্ক মার্কেটিং এমন একটি ব্যবসায়িক মডেল যা আপনাকে নিজস্ব উদ্যোগে কাজ করার সুযোগ দেয় এবং অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করতে সাহায্য করে।

কেন নেটওয়ার্ক মার্কেটিং করবেন?

1. স্বাধীনতা: চাকরির বাঁধাধরা নিয়ম ছাড়াই নিজের সময় ও পরিকল্পনায় কাজ করার সুযোগ।

2. অল্প পুঁজিতে বড় আয়: ছোট মূলধন দিয়ে শুরু করে ক্রমে বড় আয় করা সম্ভব।

3. শিক্ষা ও উন্নতি: নেতৃত্ব গুণ, ব্যবসায়িক দক্ষতা এবং ব্যক্তিগত উন্নতির সুযোগ।

4. প্যাসিভ ইনকাম: একবার শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুললে দীর্ঘমেয়াদী আয়ের সুযোগ।

ভবিষ্যৎ সম্ভাবনা:

1. আর্থিক সাফল্য: একাধিক আয়ের উৎস তৈরির মাধ্যমে আর্থিক স্বাধীনতা।

2. ব্যক্তিগত ব্র্যান্ডিং: আপনার ব্যক্তিত্ব এবং ব্র্যান্ড তৈরি করার সুযোগ।

3. গ্লোবাল কানেকশন: আন্তর্জাতিকভাবে নতুন নতুন লোকের সাথে যোগাযোগ করার সুযোগ।

4. উন্নত জীবনযাত্রা: স্থিতিশীল আয়ের মাধ্যমে উন্নত জীবনযাত্রার নিশ্চয়তা।

নেটওয়ার্ক মার্কেটিং সঠিক পরিকল্পনা এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে একটি সফল এবং স্থায়ী ক্যারিয়ারের পথ খুলে দিতে পারে।

*Livegood My Best Choice*

*লিভগুড কোম্পানিতে কাজ করে ক্যারিয়ার গড়তে চাইলে দেরি না করে এখনই ইনবক্সে নক দিন, ফুল সাপোর্ট পাবেন।

📣 পুরো এক সপ্তাহ কাজ করে বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করা কতটুকু আনন্দের একজন লিভগুড মেম্বারকে জিজ্ঞেস করে দেখুন..!🥳💸
29/08/2024

📣 পুরো এক সপ্তাহ কাজ করে বৃহস্পতিবারের জন্য অপেক্ষা করা কতটুকু আনন্দের একজন লিভগুড মেম্বারকে জিজ্ঞেস করে দেখুন..!🥳💸

LiveGood On Fire 🔥এই সপ্তাহে ১২ হাজার+ মেম্বার লিভগুডে জয়েন করেছে..!😱🥳আপনার জয়েনিং কনফার্ম করতে এখনই রেজিষ্ট্রেশন করে হ...
10/08/2024

LiveGood On Fire 🔥

এই সপ্তাহে ১২ হাজার+ মেম্বার লিভগুডে জয়েন করেছে..!😱🥳

আপনার জয়েনিং কনফার্ম করতে এখনই রেজিষ্ট্রেশন করে হোয়াটসঅ্যাপে নক দিন
https://livegoodtour.com/Rajib234

01749338619(whatsapp)

31/07/2024

Livegood কোম্পানি প্রোফাইল।

Livegood আমেরিকার Jupiter park এ অবস্থিত ২০ বৎসর এর ব্যবসায়ীক অভিজ্ঞতা সম্পন্ন একটি সদস্য পদ বেইসড আন্তর্জাতিক ডাইরেক্ট সেলিং আমেরিকান কোম্পানি।

Livegood এ শুধুমাত্র সদস্য পদ গ্রহনের মাধ্যমে প্রোডাক্ট এর ক্রয়মূল্য পরিষোধ না করেই বিশ্বের ২০০ টির ও বেশী দেশে ব্যবসা করার সুযোগ রহিয়াছে।

Livegood এর সকল প্রোডাক্ট World Class হওয়া সত্বেও অন্যান্য কোম্পানির সাথে তুলনামূলক অনেক সাশ্রয়ী মুল্যে ঘরে বসেই সংগ্রহ করা যায়।

Livegood এ আপনার ব্যবসায়ীক পন্যের বিশ্বব্যাপী ডেলিভারি ও কালেকশন এর দায়িত্ব কোম্পানি নিজেই নিয়ে থাকে। তাই Livegood এ কোনো ঝামেলা ছাড়াই আপনি বিশ্বব্যাপী আপনার ব্যবসায়িক বিস্তৃতি গড়ে তুলতে পারেন।

Livegood WFDSA এর টপ হান্ড্রেড ডাইরেক্ট সেলিং কোম্পানির মধ্যে মোমেন্টাম রেংকে প্রথম স্থান অধিকার করেছে।
Livegood এ ১২ জন টপ আর্নার রয়েছে।
এতো কম সময়ে এতো বেশি টপ আর্নার ডাইরেক্ট সেলিং ইতিহাসে Livegood এ ই প্রথম।

Livegood এর সকল প্রোডাক্ট থার্ড পার্টি ল্যাব টেষ্ট সহ আমেরিকার বিভিন্ন মান নিয়ন্ত্রণকারী সংস্থা থেকে পিউরিটি,সেইফটি এবং কোয়ালিটির উপর সার্টিফিকেট প্রাপ্ত

পৃথিবীর অন্যান্য ডাইরেক্ট সেলিং কোম্পানির সাথে তুলনা করলে Livegood এ সর্বোচ্চ রেংক অর্জন অনেক সহজ।

কিছু কিছু সনামধন্য কোম্পানিতে প্রথম রেংক অর্জন ও ধরে রাখা যত কঠিন লিভগুড এ সর্বোচ্চ রেংক অর্জন ও ধরে রাখা তত সহজ।

লিভগুডের সর্বোচ্চ রেংক ধারীদের মধ্যে কোম্পানির সমস্ত বিক্রয়য়ের ২% এবং ০.৫% বন্টন করা হয় যে আয়ের পরিমান আমাদের কল্পনা কে ও ছাড়িয়ে যায়। এবং এ বিশাল অংকের আয়ের জন্য বাড়তি কোনো কাজ করতে হয় না।

লিভগুড এর পরিচালনা পর্ষদে লিভগুড এর সি ই ও
বেন জেলেনেস্কি স্যার এর সাথে রয়েছেন অনেক ডাক্তার, ডক্টরেট, ফার্মাসিস্ট সহ সুবিশাল দক্ষ একটি পরিচালনা পর্ষদ। যাহারা ক্রমাগত প্রতি সপ্তাহে জুমে অংশগ্রহণ করেন এবং সকলের মতামত গ্রহণ করে থাকেন।

আজকের সংক্ষিপ্ত আলোচনার পরিশেষে বলবো লিভেগুড এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে Livegood বিশ্বের একমাত্র কোম্পানি যেখানে আপনি শুধুমাত্র সদস্য পদ ধরে রাখার মাধ্যমেও কোম্পানির প্রোফিট এর অংশ হিসাবে কোম্পানি থেকে প্রতিমাসে বিশাল অংকের সদস্য সম্মানি ভাতা পেতে পারেন।

Livgood এর এই সদস্য পদ সুবিধা সিম্পল আই ডি পাসওয়ার্ড হস্তান্তর এর মাধ্যমে আপনার পরবর্তী প্রজন্ম ভোগ করিবে যাহাতে কোম্পানির অনুমতির ও প্রোয়োজন নাই।

তাই আসুন আমরা সবাই একসাথে লিভগুডের সাথে থাকবো এবং নিজের ও নিজের পরিবার তথা আমাদের সমাজ এবং আমাদের দেশকে সুস্বাস্থ্য ও আর্থিক সমৃদ্ধি প্রদান করবো।

আমাকে এতক্ষণ ধৈর্য ধরে শুনার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ।

ডায়রেক্ট সেইলিং ,নেটওয়ার্ক মার্কেটিং এই ইন্ডাস্ট্রিটা খারাপ নয়। কিছু খারাপ মানুষ এবং কিছু খারাপ কোম্পানী এই ইন্ডাস্ট্রিট...
16/07/2024

ডায়রেক্ট সেইলিং ,নেটওয়ার্ক মার্কেটিং এই ইন্ডাস্ট্রিটা খারাপ নয়। কিছু খারাপ মানুষ এবং কিছু খারাপ কোম্পানী এই ইন্ডাস্ট্রিটাকে খারাপ করে রেখেছে। এর ফলে আমরা এবং আপনারা যারা এই ইন্ডাস্ট্রি-টাকে ভিষন ভাবে সমর্থন করি অথবা এই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত তাদের প্রবল অস্বীকৃতির (Negativity) সম্নুখীন হতে হয়।

তো এই ক্ষেত্রে এই নেতিবাচক কথা কারা বলে?
পাড়ার মোড়ে দাঁড়িয়ে থাকা কিছু কাকাবাবু, দাদা বাবু, আমাদের বড় যারা নিজের জীবনে কিছু করতে পারে নি। আমাদের কাছের কিছু বন্ধু বান্ধব যারা এখান থেকে ওখান থেকে ধোকা খেয়েছে । আপনার পারা প্রতিবেশি, যারা আপনাকে সফল দেখতে চায় না।

এমনকি আমাদের পরিবারের মানুষ পর্যন্ত। তারা বলেন এই পথে এগিয়ো না, এগোলেই ঝামেলা সুতরাং আপনি বুঝতে পারছেন আমাদের লড়াইটা কত কঠিন। অথচ দেখুন এই ইন্ডাস্ট্রিতে কাজ করার ফলে আজ প্রবাস থেকে শুরু করে দেশে গেলেও বিজনেস চলমান।

ঘরে বসেই সামান্য পুজি নিয়ে লাইফটাইম প্যাসিভ ইনকাম নিশ্চিত করতে এখন ই ইনবক্সে নক দিন, আপনাকে এই ইন্ডাস্ট্রিতে সফল করিয়ে দেওয়ার আমরা নিবো,

Livegood 💥💥💥

এই জগতের সবকিছুর পরিবর্তন নির্ধারিত                    শুধু অপেক্ষা করসেই অপেক্ষা শেষ হলে তুমি দেখতে পাবে        কারুর ম...
09/07/2024

এই জগতের সবকিছুর পরিবর্তন নির্ধারিত
শুধু অপেক্ষা কর
সেই অপেক্ষা শেষ হলে তুমি দেখতে পাবে
কারুর মনের পরিবর্তন হয়েছে
তো কারুর
দিন পালটেছে।
বানীতে(শ্রীকৃষ্ণ)
সময়ের সাথে সাথে নিজেকে বদলানোর জন্য জীবনে একবার এর জন্য হলেও আপনাকে নেটওয়ার্ক মার্কেটিং এ আসতে হবে,তাই আমার শুভাকাঙ্ক্ষী, বন্ধুবান্ধব সবাইকে বলতেছি আর দেরী না করে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত আর বিশ্বের তিন নম্বর রেংকিং এ থাকা ডিরেক্ট সেলিং কোম্পানি লিভগুডের সাথে নিজেকে যুক্ত করে একটা পেসিভ ইনকামের পাশাপাশি দেশকে একটা সমৃদ্ধশালী দেশে রূপান্তরিত করতে সবাই এগিয়ে আসুন, টিমওয়ার্ক করলে পৃথিবী জয় করা সম্ভব।
বি:দ্র্য:নিচের দেওয়া লিংক থেকে ফ্রি রেজিষ্ট্রেশন করে আপনিও একজন এ্যাফিলিয়েট মেম্বার হয়ে আমাদের সাথে কাজ শুরু করতে পারেন👇
https://livegoodtour.com/Rajib234

জরুরী প্রয়োজনে হোয়াটসঅ্যাপ করুন👇
( 01749338619)

08/07/2024

শুধুমাত্র মজা করছিলাম,সিরিয়াসলি নেওয়ার কিছু নেই।
বি:দ্র:আপনারা সাপোর্ট করলে,ভালবাসলে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব🙏🙏🙏









Address

Patuakhali, Sador Patuakhali
Patuakhali

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Rajib posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Rajib:

Share