21/06/2025
আসসালামু আলাইকুম,,,
"একটি মানবিক সাহায্যের আবেদন"
নাম : পারভীন আক্তার (রোগী)
আবেদনকারীর নাম : নুসরাত জাহান সাথী
বাসা - ৩১১, ইব্রাহিমপুর, কাফরুল, ঢাকা - ১২০৬।
আমার পরিবার শুধু আমরা তিনজন মানুষ আমি আমার মা ও নানু। আমার বাবা ও ভাই থাকা সত্যেও তারা আমাদের থেকে আলাদা থাকে নিজের সংসার নিয়ে ব্যস্ত। আমার মা দুরারোগ্য ব্যাধি ক্যান্সার ( ব্রেস্ট ক্যান্সার) এ আক্রান্ত হয়ে জাতীয় ক্যানসার হাসপাতাল অধীনে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তাকে কেমোথেরাপি দেওয়ার জন্য প্রসেসিং চলছে। কেমোথেরাপীর পর তার অপারেশন হবে। প্রতি কেমোথেরাপিতে ২০,০০০/-( বিশ হাজার) টাকার অধিক খরচ হয়। এছাড়াও ঔষধ পত্র মিলে প্রতিনিয়ত অনেক টাকার প্রয়োজন হচ্ছে। আমি ক্ষুদ্র বেতনের একটি পার্লারে চাকরিজীবী। আমাদের যা কিছু ছিল সবকিছু দিয়ে আমি ও নানু মিলে চিকিৎসা করাচ্ছি ২ বছর যাবত। কেমোথেরাপী ও অপারেশন মিলে ৩/৪ লক্ষ (তিন থেকে চার লক্ষ) টাকা প্রয়োজন। এই টাকা এই মুহূর্তে আমার পক্ষে যোগান দেওয়া অসম্ভব। আর্থিক অসহায়ত্ব, আমি। এই চরম বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে আমি নিরুপায় হয়ে আপনাদের নিকটে সাহায্যের হাত বাড়াচ্ছি। যদি কোন সহৃদয়বান ব্যক্তি আমার মার জন্য সাহায্য করেন আমি চিরজীবন তার জন্য দোয়া এবং তার নিকট চির কৃতজ্ঞ থাকব।
(পরিশেষে আমার জীবনের চেয়েও, আমার মার জীবনটা আমার কাছে অনেক দামি।)
যোগাযোগ :
নুসরাত জাহান সাথী
মোবাইল নাম্বার: 01764-477764
সাহায্য পাঠানোর ঠিকানা:
৩১১, ইব্রাহিমপুর, কাফরুল, ঢাকা - ১২০৬।
বিকাশ পার্সোনাল: 01764-477764
এন,আইডি নাম্বার : 6473322797