Md Saifuddin Salehi

Md Saifuddin Salehi ❤️‍🩹💝
আমার প্রফাইলে আপনাকে স্বাগতম 🫶 Patuakhali
(40)

09/10/2025

ঘড়ি মানুষকে সময় দেখায়, আর সময় মানুষের আসল রূপ দেখায়!
এটাই বাস্তবতা।

08/10/2025

মানুষের দাম বুঝতে হলে, অবশ্যই তাকে হারাতে হবে !!

08/10/2025

জরুরী ভিত্তিতে বরিশাল বিভাগে একটি হিফজ খানায় হুফফাজুল কুরআন ট্রেনিং প্রাপ্ত একজন হাফেজ শিক্ষক দরকার।
01650270557

পৃথিবীটা অনেক সুন্দর কিন্তু থাকার সময় খুব কম।
08/10/2025

পৃথিবীটা অনেক সুন্দর কিন্তু থাকার সময় খুব কম।

08/10/2025

যে মানুষ রাত জাগে না-
সে আগামী দিনের শক্তি জমা রাখে, ঘুম হলো মানুষের আসল এনার্জি ব্যাংক!

গলাচিপা মানব কল্যাণ সংস্থা-Gmks এর অর্থায়নে সম্পন্ন হলো দুই শতাধিক বৃক্ষ রোপণ। পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার সর্বাধি...
07/10/2025

গলাচিপা মানব কল্যাণ সংস্থা-Gmks এর অর্থায়নে সম্পন্ন হলো দুই শতাধিক বৃক্ষ রোপণ।

পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার সর্বাধিক জনপ্রিয় স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন হলো গলাচিপা মানব কল্যাণ সংস্থা-Gmks

গত এক সপ্তাহ ব্যাপী এই সংগঠনের উদ্যোগে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ কর্মসূচি চলমান ছিলো।

গলাচিপা উপজেলা হলো উপকূলীয় অঞ্চল যাতে ঘুর্ণিঝড়, বন্যা ও জলোচ্ছ্বাস প্রতি বছর ই হয়। প্রাকৃতিক বিপর্যয় ও প্রতিকূল আবহাওয়ার ক্ষতি থেকে মানুষ কে রক্ষা করতে, গলাচিপা মানব কল্যাণ সংস্থা-Gmks সংগঠন টি বেশি বেশি বৃক্ষ রোপণ এর উদ্যোগ গ্রহণ করেন এবং কার্যক্রম অব্যহত রাখে।

এ বছর এই সংগঠনের অর্থায়নে দুই শতাধিক বৃক্ষ রোপণ করা হয়েছে।

এর মাঝে ফলের গাছে রয়েছে যেমন আমলকী, জলপাই আমড়া, সুপারি।

কাঠের গাছের মধ্যে রয়েছে, চাম্বুল, আকাশমনি, রেন্ডি ও মেহগনি।

সাধারণ সম্পাদক বলেন আমরা সংগঠনের উদ্যোগে পূর্বের বছরেও অনেক ফলজ, বনজ ও ভেজজ বৃক্ষ রোপণ করেছিলাম।

সর্বোপরি গলাচিপা উপজেলার একঝাঁক তরুণ নিঃস্বার্থ স্বেচ্ছাসেবক দ্বারা গলাচিপা মানব কল্যাণ সংস্থা-Gmks সংগঠন টি এগিয়ে যাচ্ছে।

সকলের ভালবাসা ও সহযোগিতা পেলে সংগঠন টি মানব কল্যানে আরো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারবে ইনশাআল্লাহ।

গলাচিপা মানব কল্যাণ সংস্থা-Gmks এর অর্থায়নে সম্পন্ন হলো দুই শতাধিক বৃক্ষ রোপণ। পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার সর্বাধি...
07/10/2025

গলাচিপা মানব কল্যাণ সংস্থা-Gmks এর অর্থায়নে সম্পন্ন হলো দুই শতাধিক বৃক্ষ রোপণ।

পটুয়াখালী জেলাধীন গলাচিপা উপজেলার সর্বাধিক জনপ্রিয় স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন হলো গলাচিপা মানব কল্যাণ সংস্থা-Gmks

গত এক সপ্তাহ ব্যাপী এই সংগঠনের উদ্যোগে বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ কর্মসূচি চলমান ছিলো।

গলাচিপা উপজেলা হলো উপকূলীয় অঞ্চল যাতে ঘুর্ণিঝড়, বন্যা ও জলোচ্ছ্বাস প্রতি বছর ই হয়। প্রাকৃতিক বিপর্যয় ও প্রতিকূল আবহাওয়ার ক্ষতি থেকে মানুষ কে রক্ষা করতে, গলাচিপা মানব কল্যাণ সংস্থা-Gmks সংগঠন টি বেশি বেশি বৃক্ষ রোপণ এর উদ্যোগ গ্রহণ করেন এবং কার্যক্রম অব্যহত রাখে।

এ বছর এই সংগঠনের অর্থায়নে দুই শতাধিক বৃক্ষ রোপণ করা হয়েছে।

এর মাঝে ফলের গাছে রয়েছে যেমন আমলকী, জলপাই আমড়া, সুপারি।

কাঠের গাছের মধ্যে রয়েছে, চাম্বুল, আকাশমনি, রেন্ডি ও মেহগনি।

সাধারণ সম্পাদক বলেন আমরা সংগঠনের উদ্যোগে পূর্বের বছরেও অনেক ফলজ, বনজ ও ভেজজ বৃক্ষ রোপণ করেছিলাম।

সর্বোপরি গলাচিপা উপজেলার একঝাঁক তরুণ নিঃস্বার্থ স্বেচ্ছাসেবক দ্বারা গলাচিপা মানব কল্যাণ সংস্থা-Gmks সংগঠন টি এগিয়ে যাচ্ছে।

সকলের ভালবাসা ও সহযোগিতা পেলে সংগঠন টি মানব কল্যানে আরো গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে পারবে ইনশাআল্লাহ।

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আপনার সন্তানকে সু-শিক্ষা দান করুন।
06/10/2025

আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, আপনার সন্তানকে সু-শিক্ষা দান করুন।

যে ব্যক্তি ধনী হওয়া সত্ত্বেও অভাবীকে দেওয়ার জন্য পকেট থেকে টাকা বের করে না, সে মানবতার দিক থেকে দরিদ্র।গলাচিপা মানব কল...
05/10/2025

যে ব্যক্তি ধনী হওয়া সত্ত্বেও অভাবীকে দেওয়ার জন্য পকেট থেকে টাকা বের করে না, সে মানবতার দিক থেকে দরিদ্র।
গলাচিপা মানব কল্যাণ সংস্থা-Gmks

যাদের দাদা বেঁচে আছে তারা অনেক গল্প ও পুরাতন ইতিহাস ঐতিহ্য শোনার সুযোগ পায়।
04/10/2025

যাদের দাদা বেঁচে আছে তারা অনেক গল্প ও পুরাতন ইতিহাস ঐতিহ্য শোনার সুযোগ পায়।

01/10/2025

আউলিয়াপুর দারুসসুন্নাত মডেল মাদ্রাসার মহিলা হেফজ শাখায় একজন হাফেজা প্রয়োজন, দশমিনা পটুয়াখালী যোগাযোগ 01748770029

Address

Patuakhali

Alerts

Be the first to know and let us send you an email when Md Saifuddin Salehi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Md Saifuddin Salehi:

Share