পশুরীবুনিয়া আদর্শ যুব সংঘ

পশুরীবুনিয়া আদর্শ যুব সংঘ Not for the sake of fame,for the sake of the welfare of humanit
খ্যাতির জন্যনয়,মানবতার কল্যাণের জন্য

14/07/2025

এদেশে আইনের শাসন নাই। থাকলে আওয়ামীলিগ, ছাত্রলীগ, যুবলীগ, ওলামালীগ সবাই কপিরাইট আইনে মামলা করতে পারত....😂😂

04/07/2025
"উই আর লুকিং ফর শত্রুজ"র ব্যাপারটা খেয়াল করেছেন? বিএনপির নেতা লুতফুজ্জামান বাবর সাহেবের কথা বলছি। ভারতের আধিপত্যবাদের ঘো...
25/05/2025

"উই আর লুকিং ফর শত্রুজ"র ব্যাপারটা খেয়াল করেছেন? বিএনপির নেতা লুতফুজ্জামান বাবর সাহেবের কথা বলছি। ভারতের আধিপত্যবাদের ঘোর বিরোধী এই লোকটা জুলাইয়ের বিপ্লবের ফলে নেহাত ভাগ্যের জুরে বেঁচে এসেছেন; নইলে গলায় দড়ি পরতেই হতো।

কারামুক্তির পর থেকে রহস্যজনকভাবে লোকটার কোনো এক্টিভিটি নেই! যে ভারতীয় ষড়যন্ত্রের কারণে লোকটার জীবন-যৌবনের বড় একটা সময় কারাগারে চলে গেল, সেই লোকটা বাংলাদেশের চলমান রাজনৈতিক টালমাটাল পরিস্থিতিতে একেবারে চুপ! অথচ, বাংলাদেশের চলমান রাজনীতি নিয়ে ভারতের নাক গলানোর এই সময়ে তিনি চুপটি মেরে বসে থাকার কথা নয়!

একজন প্রভাবশালী নেতা জেলে ফাঁ সির দড়ির অপেক্ষা করছেন, ফ্যাসিবাদের আমলে সেই নেতাকে নিয়ে বিএনপির তেমন কোনো মাথাব্যথা দেখা যায়নি। এখন মুক্তির পর সেই লোকটাকে মিউট করে রাখা হয়েছে, আর ডিসপ্লেতে শো করা হয়েছে সালাহুদ্দিন সাহেবকে।

ভারতের কারণে ১৭ বছর যেই নেতা ফাঁ সির আসামি ছিলেন, তাকে সাইডে রেখে ১১ বছর যেই নেতা ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের অভিজাত বাংলোবাড়িতে জামাইআদরে ছিলেন তাকেই এখন সর্বেসর্বা বানিয়ে নেওয়া হয়েছে।

এই সমীকরণটা বুঝে নিলে খুব সহজেই বোঝে আসবে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, ভারতীয় আধিপত্যের ঘোর বিরোধী ড. খলিলুর রহমানকে নিয়ে বিএনপির কেন এত আপত্তি!

২ মে—একটি হৃদয়বিদারক দিন, এক শোকগাথার অধ্যায়।২০০২ সালের এই দিনে চাঁদপুরের মোহনায় হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে ...
03/05/2025

২ মে—একটি হৃদয়বিদারক দিন, এক শোকগাথার অধ্যায়।২০০২ সালের এই দিনে চাঁদপুরের মোহনায় হঠাৎ কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যায় সালাউদ্দিন-২ লঞ্চ।রাঙাবালী, দশমিনা ও বাউফলের বহু মানুষ ছিলেন সেই লঞ্চের যাত্রী—যাদের অনেকেই আর ফিরে আসেননি।

এক নিমেষে বদলে গিয়েছিল অগণিত পরিবারের জীবনের গতি। বাতাস ভারী হয়ে উঠেছিল কান্নায়, নদীর ঢেউয়ে মিশে গিয়েছিল অসংখ্য স্বপ্নের চিহ্ন।

আজ, ২ মে—আমরা গভীর শ্রদ্ধা ও শোকের সঙ্গে স্মরণ করি সেই কালো দিনের সকল শহিদ যাত্রীদের।
আল্লাহ যেন তাঁদের সবাইকে শহীদি মর্যাদা দান করেন এবং জান্নাতের সর্বোচ্চ স্থানে স্থান দেন।
আমিন

জেনে নিন! ১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।  ২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা। ...
03/05/2025

জেনে নিন!
১. ChatGPT – যেকোনো লেখা বা প্রশ্নের উত্তর দিতে পারে।
২. Canva AI – ডিজাইন তৈরি ও কনটেন্ট সাজাতে AI সহায়তা।
৩. Pictory – লেখা থেকে অটো ভিডিও তৈরি করে।
৪. Copy.ai – মার্কেটিং কপিরাইটিং বা ব্লগ লেখে।
৫. Jasper AI – ব্লগ, বিজ্ঞাপন, ইমেইল লেখায় সাহায্য করে।
৬. Grammarly – ইংরেজি লেখার ভুল ধরিয়ে সংশোধন করে।
৭. Quillbot – লেখাকে রি-রাইট বা প্যারাফ্রেজ করে।
৮. Synthesia – AI এভাটার দিয়ে ভিডিও বানায়।
৯. Looka – লোগো ও ব্র্যান্ড ডিজাইন করে।
১০. Remove.bg – ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে এক ক্লিকে।
১১. Leonardo AI – কল্পনাশক্তির ইমেজ ডিজাইন করে।
১২. Durable – কয়েক সেকেন্ডে ওয়েবসাইট তৈরি করে।
১৩. SlidesAI – লেখা থেকে অটো স্লাইড প্রেজেন্টেশন বানায়।
১৪. Runway ML – ভিডিও এডিটিং ও AI ভিজ্যুয়াল এফেক্টে সাহায্য করে।
১৫. Tome – স্টোরি-বেইজড প্রেজেন্টেশন তৈরি করে।
১৬. Notion AI – নোট নেয়া, টাস্ক ম্যানেজমেন্ট ও লেখায় সাহায্য করে।
১৭. Krisp – কলের ব্যাকগ্রাউন্ড নোইজ রিমুভ করে।
১৮. Cleanup.pictures – ছবির অবাঞ্চিত জিনিস মুছে ফেলে।
১৯. Replika – AI ভার্চুয়াল বন্ধু বা চ্যাট সঙ্গী।
২০. Soundraw – AI দিয়ে অরিজিনাল মিউজিক তৈরি করে।
২১. Beatoven – ভিডিও/পডকাস্টের জন্য মিউজিক তৈরি করে।
২২. Voicemod – ভয়েস চেঞ্জ বা ভয়েস ইফেক্টে ইউজ হয়।
২৩. Lumen5 – ব্লগ থেকে ভিডিও কনভার্ট করে।
২৪. Descript – ভিডিও এডিট করে টেক্সট দিয়ে।
২৫. Kaiber – AI দিয়ে ভিডিও অ্যানিমেশন বানায়।
২৬. AutoDraw – হ্যান্ড-ড্রয়িংকে পারফেক্ট ডিজাইনে রূপ দেয়।
২৭. ElevenLabs – রিয়েলিস্টিক ভয়েস জেনারেশন করে।
২৮. Heygen – AI স্পোকেন ভিডিও বানায় ফেস ও ভয়েস দিয়ে।
২৯. Writesonic – কনটেন্ট রাইটিং ও কপি তৈরি করে।
৩০. Play.ht – ব্লগ বা লেখাকে ভয়েসে পরিণত করে।
৩১. Papercup – ভিডিওর ভয়েস অন্য ভাষায় ডাব করে।
৩২. AI Dungeon – ইন্টার‍্যাকটিভ গল্প বানায়।
৩৩. TTSMaker – লেখা থেকে স্পিচ জেনারেট করে।
৩৪. Magic Eraser – ছবির অবজেক্ট সরিয়ে ক্লিন ব্যাকগ্রাউন্ড দেয়।
৩৫. Designs.ai – লোগো, ভিডিও, অডিও সব তৈরি করতে পারে।
৩৬. Midjourney – কমান্ড থেকে ইমেজ তৈরি করে।
৩৭. TinyWow – ডকুমেন্ট, ভিডিও, পিডিএফ টুলস ফ্রি অফার করে।
৩৮. ChatPDF – যেকোনো PDF পড়ে আপনাকে সারাংশ দেয়।
৩৯. Scalenut – SEO কনটেন্ট ও ব্লগ প্ল্যান করে।
৪০. INK – SEO, রাইটিং, মার্কেটিং একসাথে করে।
৪১. DeepL – প্রোফেশনাল লেভেলের ট্রান্সলেশন দেয়।
৪২. OpenArt – AI আর্ট ও ইমেজ তৈরি করে।
৪৩. NameSnack – AI দিয়ে বিজনেস নাম সাজেস্ট করে।
৪৪. Tidio – AI চ্যাটবট তৈরি করে ওয়েবসাইটের জন্য।
৪৫. FormX.ai – স্ক্যান করা ডকুমেন্ট থেকে ডেটা এক্সট্রাক্ট করে।
৪৬. Murf.ai – প্রফেশনাল ভয়েসওভার তৈরি করে।
৪৭. Zyro AI Writer – ওয়েবসাইট বা কনটেন্ট লেখায় ব্যবহার হয়।
৪৮. Hugging Face – বিভিন্ন ধরনের NLP ও AI টুলস হোস্ট করে।
৪৯. Adobe Firefly – AI দিয়ে ইমেজ ও ডিজাইন তৈরি করে।
৫০. Illustroke – লেখা থেকে SVG ইলাস্ট্রেশন তৈরি করে।

আমি লিখছি সাধারণ মানুষ হিসেবে,আমি লিখছি আমার স্বাধীনতা থেকে,আমি কোনো রাজনৈতিক দলের কর্মি নই তাই লেখাটি রাজনৈতিক পরিচয়ে ভ...
16/03/2025

আমি লিখছি সাধারণ মানুষ হিসেবে,আমি লিখছি আমার স্বাধীনতা থেকে,আমি কোনো রাজনৈতিক দলের কর্মি নই তাই লেখাটি রাজনৈতিক পরিচয়ে ভেবে আপনি আপনার দলের দাসত্বের পরিচয় দিবেন না।
সম্ভব হলে যুক্তি এবং যথাযথ তথ্য দিয়ে আমার লেখা খন্ডন করুন!

তোমাদের এত হেডাম, তাইলে তোমরা বিগত ১৫ বছর এই হেডাম দেখাওনাই ক্যা, কই ছিলো তোমাগো এখনকার হেডাম?

আর তোমরাও যে এত সুফি, আউলিয়া,পীর সাহেব, তাইলে তোমরা গর্তে লুকাইছ ক্যা?

একদল এত দিন খাইছে, আর অন্য দল খাওয়ার জন্য রেডি হইছে,

তোমরাইত বলো আওয়ামীলীগ খারাপ,আওয়ামীলীগ পালাইছে,তাইলে তোমরা যদি মসজিদের ইমাম সাহেব হও তাইলে এখন চাদাবাজি,দখল বানিজ্য করতেছে কারা?
টেম্পুষ্টান,অটোষ্টান,ঘাট দখন ইত্যাদি ইত্যাদি কারা করতেছ?

শালার আমরা সাধারন মানুষই ভালো না,আমরাই খারাপ 😢

পরিশেষে এটাই বলি,ইতিহাস থেকে শিক্ষা নাও, হয়তো এমনও হতে পারে,যেভাবে এই বাংলায় ৫ই আগষ্ট হয়েছে,হয়ত আবারো এরকমই একটা তারিখ আবার হবে।
সেদিন তোমাদের অবস্থা কিন্তু আওয়ামিলীগ এর চেয়েও ভয়াবহ হবে।

গত বছরেই আমার পালিয়ে যাওয়া অবিভাবক এই কথা বলেছিলেন....😂😂😂
16/03/2025

গত বছরেই আমার পালিয়ে যাওয়া অবিভাবক এই কথা বলেছিলেন....😂😂😂

30/10/2024

বাংলাদেশের অধিকাংশ মানুষ এত বছর জানতই না আমাদের ছাপাখানা বন্ধ রেখে ভারত হতে আমাদের পাঠ্য বই ছাপানো হত। কি চমৎকার দেশপ্রেম ছিল।

কাকে বলবেন ভালো,লিংক কমেন্ট বক্সে
10/10/2024

কাকে বলবেন ভালো,
লিংক কমেন্ট বক্সে

05/10/2024

কাকে বলবেন ভালো?

শিক্ষক দিবসের শুভেচ্ছা।
05/10/2024

শিক্ষক দিবসের শুভেচ্ছা।

Address

Patuakhali
8600

Alerts

Be the first to know and let us send you an email when পশুরীবুনিয়া আদর্শ যুব সংঘ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share