Freelancer Sofiq

Freelancer Sofiq পরিশ্রমী হলে আল্লাহ সফলতা দিবেই ইনশাআল্লাহ। আপনার উপকার করতে পারি আর না পারি,
আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হবেনা ইনশাআল্লাহ।

29/08/2023

কেউ খাবার যোগাতে কাজের সন্ধানে দৌড়াচ্ছে, আবার কেউ অতিরিক্ত খেয়ে, খাবার হজমের জন্য দৌড়াচ্ছে.

গভীর রাতে কারো বিলাসবহুল গাড়ি থামছে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে!
কেউ ভাঙা ঘরে থেকেও স্ত্রীকে নিয়ে অবিরত সুখের স্বপ্ন বুনছে!

কেউ ভাবছে আর কয়েকটা দিন ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি!! কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে.

কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে. কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা!
কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্ৰাসে ভাত গিলছে.

কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে! কেউ আবার হিমেল হাওয়ায়,রাস্তায়,ওভার ব্রিজে অঘোরে ঘুমোচ্ছে.

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে করছেনা.
কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

কেউ দামী গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো?
কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে সন্তানতো মানুষ করতে পেরেছি! আল্লাহ চাইলে, ওরাই জীবনটা এখন গড়ে নিবে.

সত্যিই নানান রঙের মানুষ, নানান রঙের স্বপ্নের ঘুড়ি...!
তবে শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটি।

29/08/2023

✍️সংগৃহীত

খুব সুন্দরী সফল ক্যারিয়ারের নারীকে দেখেছি ডিভোর্সি হয়ে যেতে।
অতি সুখী দম্পতিকে দেখেছি নিঃসন্তান থেকে যেতে শত চেষ্টার পরেও।

বাংলাদেশের সর্বোচ্চ সফল পেশায় থাকা মানুষটিকে দেখেছি সুইসাইড করতে।

অনেক ফ্যামিলির উচ্চশিক্ষিত সুন্দরী তরুনীকে দেখেছি বয়স ৪০ এর কোটায় চলে গেলেও পার্টনার না খুঁজে পেতে।
আবার অতি কুৎসিত মেয়েটির ও দেখেছি অত্যন্ত ভাল পার্টনার এসেছে জীবনে।

একদম ফার্স্ট গার্ল মেয়েটাকে দেখেছি একদম হাউজ ওয়াইফ হয়ে থাকার ডিপ্রেশন বুকে নিয়ে বেড়াতে।
আবার অতি ব্যাক বেঞ্চার মানুষটিকেও অনেক সময় দেখেছি সাফল্যের চুড়ায় উঠতে।

আসলে মানুষ এর জীবনে সুখ,সফলতা,ভাল পার্টনার, এসব কিছু কিন্তু সৌন্দর্য্য,মেধা,ভাল ক্যারিয়ার এসবের উপর নির্ভর করেনা।

একসময় সবচেয়ে পিছিয়ে যাওয়া মানুষটিও এগিয়ে যেতে পারে।
আবার সবচেয়ে এগিয়ে থাকা মানুষটিও দিন শেষে ব্যর্থ হতে পারে।

বিসিএস হয়ে যাওয়া মানেই এইনা সেই সবচেয়ে সফল ব্যাক্তি,
সবচেয়ে সুন্দরী হওয়া মানেই এইনা সেই সবচেয়ে ভাল পার্টনার পাবে।
ফার্স্ট স্টুডেন্ট থাকা মানে এইনা সেই সবচেয়ে ভাল চাকরী পাবে।

জীবনের এই প্যারামিটারগুলো আমরা ফিক্সড করতে চাই।
কিন্তু আমরা জানিনা এই ফিক্সড করার ক্ষমতা আমাদের হাতে নেই।

কারন আল্লাহপাকই সর্বোত্তম পরিকল্পনাকারী।

22/08/2023
15/07/2023

২০২৩ সালের সেরা ১০টি মার্কেটিং AI Tools : 🔥👇
1. Blog2Social : অটোমেট সোশ্যাল মিডিয়া পোস্টিং।
2. MidJourney : টেক্সট থেকে ছবি।
3. Umos : ওয়েবসাইট তৈরি।
4. Colossians : লেখা থেকে ভিডিও।
5. QuillBot : রিফ্রেজ।
6. Frase.io : এসইও।
7. Cariyon.com : ছবি তৈরি করুন।
8. Synthesia : ভিডিও তৈরি করুন।
9. AnswerThePublic : কনটেন্ট ধারণা।
10. SurferSEO : কনটেন্ট ফিডব্যাক দেখুন।



Remember...
12/07/2023

Remember...

12/07/2023

12/07/2023


10/07/2023

|| বুয়েটের এক ভাইয়ের জীবন থেকে নেওয়া ৷৷

আমার জীবনে পাওয়া দশটি সেরা লজ্জাঃ

১) ক্লাস ফাইভে পড়ি, পাশের বাড়ির আমার বয়েসি এক ছেলের সাথে ওর বিদেশী লেগো সেট নিয়ে খেলা করি। একদিন ওর সেটের একটা পার্টস খুজে পাওয়া যাচ্ছে না। আমি ও খুজলাম। আমি ওর বাসা থেকে বের হবার সময় ওর মা আমার শার্ট প্যান্টের পকেট চেক করলো।

2) আমার এক কাজিন একটা দূর্দান্ত আই,বি,এম পিসি কিনলো। মানে ওর বাবা কিনে দিয়েছিলো। উনি তখন ইন্টার পড়তেন। সবাই কে দাওয়াত করে এনে কম্পিউটার দেখাচ্ছে। আমি ওই পিসি র মাউস টা একটু নাড়ানোর অপরাধে কষে থাপ্পড় খেলাম।

৩) কুরবানি ঈদের পরের দিন আমি বাড়িওয়ালার বাসায় দেখা করতে যাই। উনারা কথা বার্তা বললেন। আমি টেবিলে বসে আছি। পরিচারিকা পোলাও মাংস, কাবাব নিয়ে এলো। আমি হাত ধুতে বাথরুমে
গেলাম। এসে দেখি কিছুই নেই। সে তাদের
আত্মীয়কে খাবার দেবার পরিবর্তে ভুল করে আমাকে দিয়েছে। পরে সেমাই খেয়ে চলে এলাম।

৪) পাড়ার সবাই একটা রেস্টুরেন্ট এ খেতে
গিয়েছি। এক ভাইয়ার বাবা গাড়ি কিনেছেন সেই সেলিব্রেশনে। আসার সময় দামী মাইক্রোবাস এ সবার যায়গা হলো। আমার হলো না। এক বড় ভাই
বল্লো, তুমি একটা রিকশা করে চলে আসো। আমি
গাড়ি থেকে নেমে গেলাম। একটা মেয়ে ফিক করে হেসে ফেল্লো।

৫) আমার ক্যালকুলেটর নষ্ট, বন্ধু কে বললাম
এক্সাম চলছে কলেজে, দুই/তিন দিনের জন্য ক্যালকুলেটরটা ধারদে। ওর ক্যালকুলেটর টা এক্সপেনসিভ। ও দিলো না। হেসে হেসে বল্লো, এইটা হারায়া ফেললে তোর আব্বাও এইটা কিনে দিতে
পারবে না।

৬) স্কুল লাইফে একটা মেয়ে কে অনেক পছন্দ
করতাম। তাকে বলার সাহস কখনো হয়নি। একদিন সাহস করে ওর বার্থডে তে একটা গোলাপ দিয়ে ওকে বললাম, হ্যাপি বার্থডে। ওর গোলাপ টা ছুড়ে ফেলে আমাকে বল্লো, যেমন ফকিন্নি মার্কা চেহারা তেমন ফকিন্নি ছাত্র। এতো সাহস ক্যান তোমার!!
পাশে ওর অনেক বান্ধবী ছিলো, সবাই হো
হো করে হেসে ফেল্লো।

৭) ক্রিকেট ম্যাচ হবে। পাশের পাড়ার সাথে।
চ্যালেঞ্জ ম্যাচ। আমি খুবই এক্সাইটেড। আগের দিন ব্যাট মুছে রেডি করলাম। সকালে আমার মা আমাকে আদর করে দোয়া পড়ে
দিলেন। মাঠে গিয়ে দেখি আমাদের টিমে ১৪ জন। আমি ওপেনিং বোলিং করবো। হালকা প্র্যাক্টিস করছি। ক্যাপ্টেন বড় ভাই ১১ জন
সিলেক্ট করে দুই জন এক্সট্রা রাখলেন। আমি রিকশা
করে মাথা নিচু করে বাড়ি ফিরে এলাম। ১৪তম লোকটা আমি।

৮) নাইনে অংকে পেলাম ৩৯। ক্লাস টেনে রোল
নাম্বার পিছিয়ে ৬০। আমার আত্মীয় স্বজন আমাকে নিয়ে হাসাহাসি করে। একবার আমার মামার বাসায় বেড়াতে গেলাম। ক্লাস থ্রি তে পড়া মামাতো বোন আমার কাছে একটা অংক নিয়ে এলো। সুন্দর
করে বুঝিয়ে দিলাম। আমার মামী বল্লো, যাও সুমনের (আমার আরেক কাজিন) কাছে বুঝো। ও অংক বুঝে নাকি? যথারীতি সবাই হেসে ফেল্লো।
ক্লাস থ্রি এর অংক ও আমি বুঝি না।

৯) ছোট্ট বেলায় খুব রোগা ছিলাম। দেখতেও
ভালো ছিলাম না। একসাথে পাড়ার সব ছেলেরা যখন খেলতাম, কোনো সুন্দর মেয়ে আশেপাশে এলে অন্য রা আমাকে আব্দুল আব্দুল করে ডাকতো। একবার আমি শুনতে পেরেছিলাম একটা ছেলে
বলছিলো, ওর নাম ও আব্দুল, দেখতে ও
আব্দুলের মতো।

১০) কলেজ লাইফে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের
উপস্থাপনা আমার করার কথা, কিন্তু উপস্থাপিকা আমার সাথে উপস্থাপনা করতে চায়নি। কারণ, আমি ওর লেভেলের স্মার্ট নই। আমাকে অনুষ্ঠানের দিন রিহার্সেল সত্ত্বেও দর্শক সারি তে বসতে হলো, যদিও বেশীক্ষণ থাকা লাগেনি, অন্য ছাত্র ছাত্রীর হাসাহাসির কারনে বাধ্য হয়ে বাসায় চলে এসেছিলাম।

এই ঘটনা গুলো প্রতিটাই আমার সাথে ঘটা। আমি নিজের ব্যাপারে সত্যিই কনফিডেন্ট ছিলাম না। খুব কষ্ট হতো। মাঝে মাঝে মনে হতো মরে যাই না কেনো? আমি বড়লোক নই, সুদর্শন নই, স্মার্ট নই, কথা বলতে পারি না, খারাপ ছাত্র। কি দরকার আমার পৃথিবী তে থাকার? অনেক সময় শিক্ষকদের বকা খেতাম, মার খেতাম। কিন্তু আমি বেচে রইলাম, মরতে ভয় হয়। আমি চেষ্টা করে গেলাম। আমার ভালো কোনো গুন না থাকলে ও একটা শক্তি ছিলো। স্বপ্ন কে বাস্তবতার রূপ দেবার জন্য সাহস। একা একাই যুদ্ধ করেছি। পাশে পেয়েছি আমার মা আর বাবা কে। আমার উপর তাদের অনেক বিশ্বাস ছিলো। মানুষের সব অপমান, লাঞ্ছনা সহ্য করে, সেখান থেকে শিক্ষা নিয়ে আমি নিজেকে পরিবর্তন করেছি।

I always forgive, but never forget.
আমার জীবন টা খুব সহজ সুন্দর ছিলো না। আমাকে জীবনে অনেক অনেক ধাক্কা খেতে হয়েছে। আর আমি শিখেছি - "জীবনে তোমার সব চেয়ে বিশ্বস্ত বন্ধু তুমি নিজেই।" চোখের পানি কেউ মুছে দেয় না, নিজেকেই মুছতে হয়। ঘুরে দাঁড়াতে হয়। যখন কোনো আশা থাকেনা, আশা তৈরী
করে নিতে হয়। লজ্জা পেয়ে মাথা নিচু করে চলে
যাবার পর ও সেখানে যাবার জন্য নিজেকে প্রস্তুত করতে হয় মাথা উচু করে সবার মাঝে নিজেকে আলোকিত করতে।
আমি কষ্ট করেছি, সবাই যখন আনন্দ করতো, আমি
তখন পারতাম না। কিন্তু একদিন পেরেছি। এবং সেই জয়ের তৃপ্তি যে কত খানি, আমি জানি।

আজ আমাকে যে কোনো প্রোগ্রামে সন্মান
করা হয়। আমাকে লজ্জা পেতে হয় না। মোটামুটি সফল একজন প্রকৌশলী বলা চলে।
আমার যে পরিমান লেগো সেট আছে,
অনেকেই ঈর্ষান্বিত হবে। আমি যে কম্পিউটার
ব্যবহার করি ওই ভ্যালু তে সাধারন মানের দশ টা
কম্পিউটার কেনা যাবে। অনেক অনেক
ইলেকট্রনিক গেজেট আমি কিনি। অপচয় হয়তো,
কিন্তু তৃপ্তি পাই। প্রতি টা লজ্জার, চড়ের, লাঞ্ছনার হিসাব আদায় করি। অসুন্দর বলে অনেক অপমানিত হয়েছি, এখন হইনা
বরং সবাই বেশ হ্যান্ডসাম ই বলে কথা না বলতে
পেরেও এখন ভালো বক্তা। আনস্মার্ট হয়েও এখন অফিসে স্মার্টনেসের রেফারেন্স।
ঘুরে দাঁড়ানো খুব কষ্টের কিছু না। প্রয়োজন শুধু
সাহস আর দমের। বুকে দম থাকলে হারতে চাইলেও হারা যায় না। আর আশা, সুন্দর একটা স্বপ্ন। যা পূরন করা একমাত্র লক্ষ্য হতে হবে।

* Don't expect help.... help yourself. আমি যখন
ভেঙ্গে পড়েছিলাম, তিন টা ওষুধ, আমার কাজে
লেগেছিলো...

Self motivation.
Self Confidence.

08/07/2023

খুবই অসুস্থ একটা প্রজন্ম আসছে!

১) এদের না আছে ধর্মীয় জ্ঞান কিংবা ভালো আচার ব্যবহার!
২) এরা হালাল হারামের পার্থক্য জানেনা। কোথায় আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ বলতে হয় সেটা জানেনা!
৩) এরা পড়তে বসে রাত ১২-১ টায় আর ঘুমাতে যায় ভোরে।
৪) এদের কাছে সকাল হচ্ছে দুপুর ১২ টায়, এরা নাস্তা করে দুপুর ২ টায়।
৫) এরা শিক্ষকদের শ্রদ্ধা করে সিজিপিএ এর জন্য।
৬) এরা সালাম দিতে কিংবা সালাত পড়তে লজ্জা পায়! এদের আছে পেট ভর্তি ইগো নামক দূষিত গ্যাস।
৭) এরা পাপ কে পাপ মনে করে না। এরা গালাগালি ছাড়া কথা বলেনা!


সবাই   নিয়ে কথা বলছে। কিন্তু, AI-এর রেভ্যুলুশন মিস করছে বেশিরভাগ মানুষ। তাই, কিছু টপ AI-টুলস সম্পর্কে সবার জানা দরকার।1...
01/07/2023

সবাই নিয়ে কথা বলছে। কিন্তু, AI-এর রেভ্যুলুশন মিস করছে বেশিরভাগ মানুষ। তাই, কিছু টপ AI-টুলস সম্পর্কে সবার জানা দরকার।

1. Krisp: Krisp এর AI ফোনে কথা বলার সময় আপনার ব্যাকগ্রাউন্ড ভয়েস, নয়েস ও ইকো রিমুভ করে দিবে।
🔗লিঙ্ক: https://krisp.ai/

2. Beatoven: রয়্যালটি-ফ্রি মিউজিক তৈরি করতে beatoven ব্যবহার করুন।
🔗লিঙ্ক: https://www.beatoven.ai/

3. Cleanvoice: আপনার পডকাস্ট পর্বগুলি অটোম্যাটিকভাবে এডিট করুন৷
🔗লিঙ্ক: https://cleanvoice.ai/

4. Podcastle: স্টুডিও মানের রেকর্ডিং করুন সরাসরি আপনার কম্পিউটার থেকে।
🔗লিঙ্ক: https://podcastle.ai/

5. Flair: খুব সহজে ব্র্যান্ডেড সামগ্রী ডিজাইন করুন
🔗লিঙ্কঃ https://flair.ai/

6. Illustroke: টেক্সট প্রম্পট থেকে ভেক্টর ইমেজ তৈরি করুন
🔗লিঙ্ক: https://illustroke.com/

7. Patterned: আপনার ডিজাইনের জন্য সঠিক প্যাটার্ন তৈরি করুন
🔗লিঙ্ক: https://www.patterned.ai/

8. Stockimg: আপনার প্রয়োজনীয় স্টক ফটো তৈরি করুন
🔗লিঙ্ক: https://stockimg.ai/

9. Copy: কনভার্সন বাড়াতে AI জেনারেটেড কপি পাবেন।
🔗লিঙ্কঃ https://www.copy.ai/

10. CopyMonkey: সহজে অ্যামাজন লিস্টিং তৈরি করুন
🔗লিঙ্ক: http://copymonkey.ai/

11. Ocoya: সোশ্যাল মিডিয়া কন্টেন্ট তৈরি করে তা শিডিউল করুন
🔗লিঙ্ক: https://www.ocoya.com/

12. Unbounce: হাই-পারফর্মিং কোল্ড ইমেল লিখুন
🔗লিঙ্ক: https://unbounce.com/

13. Vidyo: মাত্র কয়েক ক্লিকে লং-ফর্ম থেকে শর্ট-ফর্ম ভিডিও তৈরি করুন
🔗লিঙ্কঃ https://vidyo.ai/

14. Maverick: ব্যক্তিগত ভিডিও তৈরি করুন
🔗লিঙ্ক: https://lnkd.in/dmrkz_ah

15. Quickchat.: অটোম্যাটিক কাস্টমার সার্ভিস চার্ট তৈরি করার চ্যাটবট
🔗লিঙ্কঃ https://www.quickchat.ai/

16. Puzzlelabs: আপনার টিম এবং ইউজারদের জন্য AI-চালিত নোলেজ বেজ তৈরি করুন
🔗লিঙ্কঃ https://www.puzzlelabs.ai/

17. Soundraw: আপনার মনের মত গান তৈরি করুন।
🔗লিঙ্ক: https://soundraw.io/

18. Cleanup: আপনার ছবি থেকে যেকোনো অনাকাঙ্ক্ষিত অবজেক্ট, ডিফেক্ট বা টেক্সট মুছে ফেলুন
🔗লিঙ্ক: https://cleanup.pictures/

19. Resumeworded: আপনার রেজ্যুম এবং LinkedIn প্রোফাইল ডেভেলপ করুন
🔗লিঙ্ক: https://lnkd.in/d9EurcnX

20. Looka: আপনার নিজের জন্য ব্র্যান্ড ডিজাইন করুন
🔗লিঙ্কঃ https://looka.com/

21. Theresanaiforthat: প্রতিটি কাজের জন্য AI এর ডাটাবেস তৈরি করুন
🔗লিঙ্ক: https://lnkd.in/dKhqaaF3

22. Synthesia: টেক্সট টাইপ করে এআই ভিডিও তৈরি করুন।
🔗লিঙ্ক: https://www.synthesia.io/

23. Descript: ভিডিও এবং পডকাস্ট করার নতুন উপায়
🔗লিঙ্ক: https://lnkd.in/d_Kdj35E

24. Otter: আপনার মিটিং-এর ইনসাইট ক্যাপচার করুন এবং শেয়ার করুন
🔗লিঙ্ক: https://otter.ai/

25. Inkforall: AI কন্টেন্ট (জেনারেশন, অপ্টিমাইজেশান, পারফরম্যান্স)
🔗লিঙ্ক: https://inkforall.com/

ক্রেডিট: Freelancer Sofiq
প্রচুর শেয়ার করুন যেন সবাই জানতে পারে।



Krisp cancels background noise and reduces echo during your calls. Get started with Krisp today and enjoy effective online meetings.

01/07/2023




30/06/2023



Address

Char Jainkathi, Jainkathi, Patuakhali Sadar, Patuakhali
Patuakhali
8600

Telephone

+8801608886811

Website

Alerts

Be the first to know and let us send you an email when Freelancer Sofiq posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Freelancer Sofiq:

Share