16/10/2025
আদনান ভাই, কি দরকার ছিল?🤔
✅আবু তাওহা মুহাম্মাদ আদনান ভাই লিখেছেন —
দিনের পর দিন ক্ষতবিক্ষত হয়ে নিজের প্রয়োজন ও মানসিক প্রশান্তির আশায় “সুলাসা” করতে চাওয়া! যাতে আমার প্রথম স্ত্রী, মা কিংবা বোন সবাই সম্মত ছিল! যা শরিয়তে হালাল, তাতে যদি কেউ সম্মত না থাকত, তবে সে ঘরে বসে উত্তম বিচ্ছেদ (সারাহান জামিলায়) করে চলে যেতে পারত! অতীত টেনে সম্পর্ক, স্বামী, সম্মান ও দ্বীনকে এভাবে ক্ষতিগ্রস্ত করত না! আর সত্যি বলতে যার চোখে আমি এতটাই “চরিত্রহীন” হয়ে থাকি, তবে কেনইবা সে আমার মতো অপবিত্র মানুষের সঙ্গে সম্পর্ক রেখেছে বা রাখবে? কোন স্বার্থে??
তার মানে —
দিনের পর দিন ক্ষতবিক্ষত হয়ে নিজের প্রয়োজন ও মানসিক প্রশান্তির আশায় আদনান ভাই এখন “সুলাসা” অর্থাৎ তৃতীয় বিয়ে করতে চাইছেন! এবং তিনি তার দ্বিতীয় স্ত্রীকে বোঝাতে চাইছেন — যেহেতু আমার প্রথম স্ত্রী, মা কিংবা বোন সবাই সম্মত আছে তৃতীয় বিয়ের ব্যাপারে, তাছাড়া সেটা শরিয়তেও হালাল! সুতরাং তুমি যদি তৃতীয় বিয়েতে সম্মত না হও, তবে ঘরে বসে উত্তম বিচ্ছেদ (সারাহান জামিলায়) করতে পারো! আহেতুক অতীত টেনে সম্পর্ক, স্বামী, সম্মান ও দ্বীনকে এভাবে ক্ষতিগ্রস্ত কেন করছো?
আর সত্যি বলতে কী, তোমার চোখে আমি যদি এতটাই “চরিত্রহীন” হয়ে থাকি, তবে কেনইবা তুমি আমার মতো “অপবিত্র” মানুষের সঙ্গে সম্পর্ক রেখেছো বা রাখতে চাও? কোন স্বার্থে?
প্রিয় আদনান ভাই!
স্বার্থের কথা পরে বলছি, তার আগে বলি —
আপনার লেখাটি পড়ে এটা স্পষ্ট যে, আপনি তৃতীয় সম্পর্কে জড়িয়ে তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন, বলেই এই সমস্যাগুলো তৈরি হয়েছে! যদিও আপনার স্ত্রী অনেকগুলো ভয়ানক অভিযোগ করেছে (সেদিকে এই মুহূর্তে আর না যাই)। আগে বলুন, দিনের পর দিন ক্ষতবিক্ষত হয়ে মানসিক প্রশান্তির আশায় তৃতীয় বিয়ে করার দলিল আপনি কোথায় পেলেন?
আপনার কথায় বোঝা যাচ্ছে, আপনি দুই স্ত্রী নিয়েই অশান্তির মধ্যে জীবন যাপন করে আসছেন। প্রথম স্ত্রী সহজ-সরল, অসহায় — এজন্য সে চুপচাপ। আর দ্বিতীয় স্ত্রী চালাক, চতুর এবং সাহসী বলে অবলীলায় প্রতিবাদ-প্রতিরোধ করে যাচ্ছে! প্রবলেমটা কিন্তু এখানেই!
এমন পরিস্থিতিতে, যেখানে আপনি দুইজন নিয়েই মহা বিপদে, সেখানে তৃতীয় বিয়ে কেন করতে হবে?
হ্যাঁ, মহান আল্লাহ বলেছেন —
فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِّنَ النِّسَاءِ مَثْنَىٰ وَثُلَاثَ وَرُبَاعَ
“তোমরা বিবাহ করো নারীদের মধ্যে যাকে তোমাদের ভালো লাগে; দুই, তিন অথবা চারজন।”
কিন্তু পরবর্তীতে মহান আল্লাহ এটাও বলেছেন —
فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً
“আর যদি আশঙ্কা কর যে তোমরা ইনসাফ করতে পারবে না, তবে একটিই যথেষ্ট।”
আপনি কি আপনার দুই স্ত্রীকে ইনসাফের চাদরে আবৃত করে রাখতে পেরেছেন?
আবার আপনি সুকৌশলে সাহসী স্ত্রীকে প্রশ্ন ছুঁড়ে দিচ্ছেন — “বনিবনা না হলে ডিভোর্স দাও, এত কাহিনী করার দরকার কী! কোন স্বার্থে এমন করছো?”
ভাই! কাহিনী তো করবেই, স্বার্থও থাকবে!
কারণ, সে তো অসহায়। আপনি তো অসহায় নন — আপনি সেলিব্রিটি!
সে তো সেলিব্রিটি নয়! আপনি ধরা-ছাড়া, ছাড়া-ধরা করলে সমস্যা নাই,
কিন্তু তার তো সমস্যা! ভবিষ্যৎ অন্ধকার!
স্বার্থ এটাই!
দিন শেষে যন্ত্রণা তো তারই বেশি।
আর আপনি বললেন —
“হয়তো কিছু বিচ্ছেদেই শান্তি থাকে।”
শান্তি তো থাকবেই ভাই! কারণ এই বিচ্ছেদ হলে তৃতীয় বিয়ে করতে আপনার জন্য আর কোনো বাধা থাকবে না — ফাঁকা মাঠে গোল!
অথচ এই সাবিকুন নাহার সারা কিন্তু আপনি গুম হবার পর মিডিয়ার সামনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছিল!
পরিশেষে বলতেই চাই —
আপনার কিছু শব্দচয়ন যেমন —
“আরশের মালিকের কসম!”, “কাবার রবের শপথ!”, “মুহাম্মাদের রবের কসম!”, “হে আমার জাতি!”, “ইউসুফ (আঃ)-এর উদাহরণ” ইত্যাদি —
আপনার এহেন ঘটনার জন্য বড়ই বেমানান!
ভাই, মানুষ এখন সচেতন। লেখনীর শৈল্পিক বাহার আর কথার যাদু দিয়ে মানুষকে আর বোকা বানানোর চেষ্টা করবেন না। আপনার মতো এত বড় সেলিব্রিটি দাঈ ইলাল্লাহর কাছ থেকে মানুষ এমনটি আশা করে না। গোঁজামিল দিয়ে বহুবিবাহ আর কাটছাঁট তো একেবারেই মানায় না!
✍️ হাফেজ আফতাব আহমদ