03/03/2024
'জাতির পিতা' .......
* মুসলিম জাতির পিতা হলেন হযরত ইব্রাহীম ( আঃ )
* মানব জাতির পিতা হলেন আদম ( আঃ ) আদি পিতা
* বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান'-কে বাঙ্গালী জাতির পিতা কেনো বলা হয় ?
'জাতির পিতা' ইস্যুতে জনগণকে বিভ্রান্ত করে থাকে 'বিএনপি - জামায়াত' পন্থীরা । তাদের মতে – “ আমরা মুসলিম, আর মুসলিম জাতির পিতা হলেন হযরত ইব্রাহীম ( আঃ ) । শেখ মুজিব আমাদের জাতির পিতা হতে পারেন না " ।
আসলেই কি তাই ? চলুন ব্যবচ্ছেদ করি .....
'জাতি' বলতে কী বোঝায় ?
'জাতি' বলতে কোন একক অংশকে বুঝায় না । জাতির বহুরূপতা আছে । যেমন - দেশ জাতি, ভাষা জাতি, ধর্ম জাতি, বর্ণ জাতি, গোত্র জাতি, প্রভৃতি । আমরা এক একজন মানুষ একই সাথে বহুজাতির মধ্যে অর্ন্তভুক্ত ।
যেমন - আমি 'দেশ জাতি' হিসেবে একজন 'বাংলাদেশী', 'ভাষা জাতি' হিসেবে একজন 'বাঙ্গালী', 'ধর্ম জাতি' হিসেবে একজন 'মুসলিম / হিন্দু',
'বর্ণ জাতি' হিসেবে একজন 'শ্বেতাঙ্গ / কৃষ্ণাঙ্গ' ইত্যাদি ।
এতগুলো 'বিভাজিত' জাতির মধ্যে যে যে অংশে যে নেতার অবদান, সে সে অংশে বা গন্ডিতে তিনিই 'জাতির পিতা'। সে ক্ষেত্রে কেউ কারও স্ব স্ব অবস্থান ছেড়ে অন্যের অবস্থান কেড়ে নিতে যাবেন না ।
যে জাতিতে আমি 'মুসলিম', সে জাতির আঙ্গিকে আমার জাতির পিতা হযরত ইব্রাহিম ( আ: ) এবং যে জাতিতে আমি একজন 'বাঙ্গালী', সে জাতির আঙ্গিকে আমার জাতির পিতা 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' - এই কথাটি আমি নির্দ্বিধায় বলতে পারি ।
আসুন ধর্মীয় দৃষ্টিকোন থেকে দেখা যাক, বঙ্গবন্ধুকে বাঙ্গালি জাতির জনক বললে ক্ষতি আছে কিনা ?
মহান আল্লাহ তা’লা বলেছেন --- مِّلَّةَ أَبِيكُمْ إِبْرَاهِيمَ ۚ هُوَ سَمَّاكُمُ الْمُسْلِمِينَ ( তোমরা তোমাদের পিতা ইব্রাহিমের দ্বীনের উপর প্রতিষ্ঠিত থাকো । তিনিই তোমাদেরকে মুসলিম নাম প্রদান করেছেন পূর্বেও আর পরেও ) । ( সূরা - আল হাজ্জঃ ৭৮ )
এখানে উল্লেখ্য যে, দ্বীন দ্বারা ধর্মকে বুঝায় । তাই এখানে ইব্রাহীম ( আঃ ) -এর সাথে 'পিতা, ধর্ম, মুসলিম' - এই তিনটি শব্দ স্পষ্ট উল্লেখ আছে । যার অর্থ দাঁড়ায় 'মুসলিম' ধর্মের জাতির পিতা । আল্লাহ তা’লা মহাজ্ঞানী ; তিনি ভালো ভাবেই জানেন 'জাতি' কোন একক বিষয় নয়, তাই তিনি ’মুসলিমীন’ কথাটি উল্লেখ করে 'জাতিগত বিভেদ' দূর করেছেন । তাই, এই নিয়ে বিতর্কের কোন স্থান নেই ।
আমাদের মধ্যে যদি কেউ 'বঙ্গবন্ধূ'-কে এই বলে 'জাতির পিতা' বলতে অস্বীকার করে যে - ’ইব্রাহীম জাতির পিতা, বঙ্গবন্ধু নয়' । সে মূলত: না বুঝেই এ কথা বললো এবং কোরআনের সঠিক ব্যাখ্যা বুঝলো না ।
বহু 'মুসলিম' দেশে তাদের 'জাতির পিতা' আছে ।
যেমন : -- পাকিস্থানের 'জাতির পিতা' ( বাবা-এ-কওম ) কায়েদে আজম জিন্নাহ । বলা বাহুল্য - 'জামায়াতী'রা এখন বঙ্গবন্ধুকে 'জাতির পিতা' বলতে নারাজ, কিন্তু তারা কায়েদে আজম জিন্নাহকে খুব 'জাতির পিতা' মেনেছে । তখন 'ধর্ম - যুক্তি' কিছুই প্রয়োজন হয়নি । হা হা হা ।
আবার আমরা দেখবো -- পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়াতে 'জাতির পিতা' হলেন 'সূকর্ণ' ।
ইরানের মতো এতো বড় ধর্মীয় অনুশাসনের দেশেও 'জাতির পিতা' আছেন । আর, তিনি হলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হযরত আল্লামা আয়েতুল্লাহ খামেনী ( রহঃ ) । তিনি হাদিস কোরআনে প্রচুর ধারণা রাখতেন । সেখানে কোন ধর্মীয় বিরোধ নেই 'জাতির পিতা' মানার ক্ষেত্রে ।
একমাত্র 'ইউরোপিও মুসলিম দেশ' তুর্কিস্থান ( তুরস্ক ) - সেখানে 'জাতির পিতা' কামাল আতাতুর্ক পাশা ।
'ফিলিস্তিন' - যে দেশ 'ইহুদি' দ্বারা আক্রান্ত, সে দেশের 'জাতির পিতা' হলেন 'ইয়াসির আরাফাত' ।
সংযুক্ত আরব আমিরাতে শেখ যায়েদ বিন সুলতান আল নাহিয়্যান, আফগানিস্তানে 'মুহাম্মাদ জহীর শাহ্' ।
ঠিক এভাবেই আরও অনেক মুসলিম দেশেই 'জাতির পিতা' আছে, মানা হয় ।
নীচে সৌদি আরব সহ ১২ দেশের 'জাতির পিতা'র নাম দেয়া হলো ।
এখন ছাগুরা কি বলবে -- সৌদি আরবও 'নাস্তিক দেশ', নাকি নীচের সবগুলো দেশই 'নাস্তিক' ?!!
পাকিস্তান -- কায়েদে আজম জিন্নাহ
ইন্দোনেশিয়া -- সুকর্ণ
ইরান -- আয়েতুল্লাহ খামেনি ( রহ: )
তুর্কিস্তান -- কামাল আতাতুর্ক পাশা
ফিলিস্তিন -- ইয়াসির আরাফাত
আরব আমিরাত -- শেখ যায়েদ বিন সুলতান আল নাহিয়্যান
আফগানিস্তান -- মোহাম্মদ জাহির শাহ ভারত -- মহাত্মা গান্ধী
সৌদি আরব -- সৌদ আল্ আব্দুল্লাহ্
দক্ষিন আফ্রিকা -- নেলসন ম্যান্ডেলা
মালয়েশিয়া -- আবদুল রহমান
লিবিয়া -- মুয়াম্মার গাদ্দাফি ।
অন্যান্য মুসলিম দেশের মতোই আমাদের দেশের 'জাতির পিতা' হলেন 'বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান' । এতে কোন ভাবেই ধর্মীয় বিরোধ নেই । তবে, কোন 'জাতি' তা উল্লেখ করতে হবে । আর, তা হলো 'বাঙ্গালি জাতি' ।
আমাদের বলতে হবে - " বাঙ্গালী জাতির জনক, তথা বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান " ।
এখানে তুলনা করা বা না মানা সম্পূর্ণ অযৌক্তিক ও ভিত্তিহীন । কারণ, নবী - রাসুলগণের সাথে কারোরই তুলনা চলে না । কিন্তু, 'জামায়াত - শিবির - বিএনপি' এই বিষয়টির 'ভুল ব্যাখ্যা' করে মুসলমানদের বিভ্রান্ত করতে চায় । আর, বাংলাদেশে 'জাতির পিতা' বঙ্গবন্ধু শেখ মুজিব -এর নাম শুনলে তাদের গায়ে জ্বালা ধরে যায় !! অথচ, তারাই আবার বাংলাদেশ সৃষ্টির আগে 'কায়েদে আজম জিন্নাহ'-কে জাতির পিতা মানতো - এখনও সেটা মানে ।।
✔ 'হৃদয়ে বাংলাদেশ - চেতনায় বঙ্গবন্ধু'