Kallan Saha

Kallan Saha Hi
I am an Entrepreneur & Digital Markter

27/03/2025

অলসতা কাটিয়ে উঠতে কিছু কার্যকরী টিপস:

# # # ১. **ছোট লক্ষ্য নির্ধারণ করুন**
- বড় কাজকে ছোট ছোট অংশে ভাগ করে নিন।
- প্রতিদিনের জন্য একটি সহজ টু-ডু লিস্ট তৈরি করুন।

# # # ২. **রুটিন তৈরি করুন**
- প্রতিদিন একটি নির্দিষ্ট সময়ে কাজ শুরু করুন (যেমন: সকাল ৮টায়)।
- অলসতা দূর করতে নিয়মিত রুটিন খুবই গুরুত্বপূর্ণ।

# # # ৩. **প্রোডাক্টিভিটি টেকনিক ব্যবহার করুন**
- **পোমোডোরো টেকনিক**: ২৫ মিনিট কাজ + ৫ মিনিট ব্রেক, এরপর ৪ সেট পর একটু লম্বা ব্রেক নিন।
- **২-মিনিট রুল**: যদি কোনো কাজ ২ মিনিটে শেষ করা যায়, এখনই করুন।

# # # ৪. **ফিজিক্যাল অ্যাক্টিভিটি বাড়ান**
- হাঁটা, স্ট্রেচিং বা যোগব্যায়াম করলে শক্তি বাড়বে।
- অলসতা দূর করতে প্রতিদিন অন্তত ১০-১৫ মিনিট হালকা ব্যায়াম করুন।

# # # ৫. **ডিজিটাল ডিটক্স করুন**
- সোশ্যাল মিডিয়া, গেমস বা অপ্রয়োজনীয় স্ক্রিন টাইম কমিয়ে ফোকাস বাড়ান।
- প্রয়োজনে অ্যাপ ব্লকার ব্যবহার করুন (যেমন: Forest, StayFocusd)।

# # # ৬. **ইতিবাচক পরিবেশ তৈরি করুন**
- কাজের জায়গা পরিষ্কার ও গোছালো রাখুন।
- অনুপ্রেরণাদায়ক বই, পডকাস্ট বা সঙ্গী খুঁজে নিন।

# # # ৭. **রিওয়ার্ড সিস্টেম চালু করুন**
- কাজ শেষ করলে নিজেকে পুরস্কার দিন (যেমন: পছন্দের খাবার, একটি ছোট ব্রেক)।

# # # ৮. **মনস্তাত্ত্বিক কৌশল**
- "৫-৪-৩-২-১" রুল: যখন অলসতা আসে, ৫ সেকেন্ডের মধ্যে কাজ শুরু করুন।
- ভিজুয়ালাইজেশন: সফল হওয়ার ছবি মাথায় রাখুন।

# # # ৯. **পর্যাপ্ত ঘুম ও পুষ্টি নিন**
- অলসতার একটি বড় কারণ ক্লান্তি। ৭-৮ ঘন্টা ঘুম এবং স্বাস্থ্যকর খাবার গুরুত্বপূর্ণ।

# # # ১০. **সেলফ-কম্পাসন রাখুন**
- একদিন না পারলে হতাশ না হয়ে আবার চেষ্টা করুন।

> 💡 **মূল কথা**: অলসতা জয় করতে **শুরু করা**ই সবচেয়ে বড় ধাপ। একবার শুরু করলে মোমেন্টাম তৈরি হবে!

আপনার জন্য শুভকামনা! 🚀

22/10/2023
Logo design
29/08/2023

Logo design

যেহেতু তোমার মধ্যে ভালোবাসা জন্মলাভ করে, সুতরাং সেখানে সৌন্দর্যও জন্ম নেয়। ভালোবাসা হলো আত্মার সৌন্দর্য।– সেইন্ট আগস্টি...
10/06/2023

যেহেতু তোমার মধ্যে ভালোবাসা জন্মলাভ করে, সুতরাং সেখানে সৌন্দর্যও জন্ম নেয়। ভালোবাসা হলো আত্মার সৌন্দর্য।– সেইন্ট আগস্টিন
Since love grows within you, so beauty grows. For love is the beauty of the soul.- Saint Augustine

অনেকেরই একটি কমন প্রশ্ন?🌚~ ফ্রিল্যান্সিং কি..?~ কিভাবে শুরু করবো?~ ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায়?~ আমি কি ফ্রিল্য...
21/05/2023

অনেকেরই একটি কমন প্রশ্ন?🌚
~ ফ্রিল্যান্সিং কি..?
~ কিভাবে শুরু করবো?
~ ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায়?
~ আমি কি ফ্রিল্যান্সিং এ ক্যারিয়ার বানাতে পারবো?

1. ফ্রিল্যান্সিং কি..?
★★ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত বা স্বাধীনপেশা, আর যিনি ফ্রিল্যান্সিং করেন তিনি হলেন একজন ফ্রিল্যান্সার🌼

★★যিনি বি​ভিন্ন প্রতিষ্ঠানের হয়ে নিজ দক্ষতা ( ডিজিটাল মার্কেটিং,গ্রাফিক্স ডিজাইন,ওয়েব ডিজাইন) অনুযায়ী বিভিন্ন ধরনের কাজ করে থাকেন।❤️

2. কিভাবে শুরু করবো?
★★ আমরা প্রত্যেকেই জানি কোনো একটা কাজ শুরু করতে গেলে আগে সেটা শিখতে হয়। এর ক্ষেত্রেও বিকল্প নেই। আমরা প্রথমে একটা ভালো কোনো প্রতিষ্ঠান থেকে শিখে নিতে পারি, তবে তার আগে যে এই বিষয়ে অভিজ্ঞ তার নিকট অবশ্যই পরামর্শ নিয়ে যেতে হবে।❤️

3.ফ্রিল্যান্সিং করে কত টাকা আয় করা যায়?
★★ আমার প্রশ্ন তাদের প্রতি যে... আপনি কতো টাকা আয় করতে চান?🤔 ফ্রিল্যান্সিং সেক্টরে ততোই আয় করা সম্ভব আপনার ইচ্ছাশক্তি আর কাজের দক্ষতা দিয়ে❤️
★কিন্তু তার জন্য একটা জিনিস অবশ্যই প্রয়োজন তা হলো আপনার পরিশ্রম আর ধৈর্য্য❤️

4.আমি কি ফ্রিল্যান্সিং এ ক্যরিয়ার বানাতে পারবো?
★★ফ্রিল্যান্সিং এমন একটা সেক্টর, যে সেক্টরের কাজ কখনো শেষ হবে না, বরং প্রযুক্তি যতো উন্নত হচ্ছে ততোই এই সেক্টরের কাজ বেড়েই চলেছে 🔥(100% ক্যরিয়ার)।❤️

Address

Patuakhali

Alerts

Be the first to know and let us send you an email when Kallan Saha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share