Factbuzz

Factbuzz "FactBuzz – Discover amazing facts from history, science, tech, and more! Stay curious, stay informed

07/05/2025

পাকিস্তান-ভারত ওসব বুঝি নাহ। শত মা-বোনের সম্মান,লাখো শহীদের রক্তের বিনিময়ে যে স্বাধিনচেতা "বীর বাঙালী" তকমা আমরা পেয়েছি?আমরা সেই বাঙালী! যুদ্ধ কখনো ভালো কিছু বয়ে আনে নাহ। অবশ্যই চাইবো,সমঝোতা হোক!
তবে আমরা কিভাবে বলি "পাকিস্তান জিন্দাবাদ"? একটু কি চিত্ত কেঁপে ওঠে না💔?

06/05/2025

Caption in video 😁

# ゚ #viralreelsシ ゚viralシシ゚シ゚viralシalreellreelsシ゚viralシ

01/05/2025

মাত্র ৫টি AI টুলেই বানিয়ে ফেলুন ইউটিউব চ্যানেলের জন্য ঝকঝকে ভিডিও কনটেন্ট!
ইউটিউব চ্যানেল খুলেছেন, কিন্তু কনটেন্ট বানানো কঠিন? না, এখন আর নয়! AI দিয়ে আপনি নিজেই তৈরি করতে পারেন একদম প্রফেশনাল লেভেলের ভিডিও, সেটাও কোনো ভিডিও এডিটিং জ্ঞান ছাড়াই! চলুন জেনে নেই ৫টি দুর্দান্ত ফ্রি AI টুল—
১. Pictory.ai – শুধু স্ক্রিপ্ট দিলেই অটো ভিডিও বানিয়ে দেয়। ব্যাকগ্রাউন্ড মিউজিক, সাবটাইটেল—সবই পায়।
২. Invideo.io – রেডি টেমপ্লেট, AI ভয়েসওভার আর স্ক্রিপ্ট থেকে ভিডিও বানানোর সুবিধা একসাথে।
৩. Descript – ভয়েস রেকর্ড করে অটো ট্রান্সক্রিপশন, এডিটিং আর ভিডিও কাটিং এক ক্লিকে।
৪. Lumen5 – ব্লগ বা আর্টিকেল থেকে ভিডিও বানিয়ে ফেলে নিজে থেকেই, একদম স্মার্টলি।
৫. HeyGen.com – AI অ্যাভাটার দিয়ে ভিডিও বানান, যেখানে আপনার স্ক্রিপ্ট অনুযায়ী চরিত্র কথা বলবে।
এই টুলগুলো আপনার ইউটিউব ভিডিও তৈরির পুরো প্রক্রিয়াটাকেই সহজ, দ্রুত এবং প্রফেশনাল করে তুলবে।
#বাংলায়টেকনোলজি

25/04/2025
23/04/2025

এই মেমে-টা বুঝলে বুঝো, না বুঝলে রাজনীতি তোমার জন্য না! 😅

🧨 উপরে আছে JKP সংগঠন, লস্কর-ই-তৈয়বা, TRF ইত্যাদি—তারা বলছে "আমরা কাশ্মীরের হা/ম/লা করেছি।"

👇 নিচে অনলাইন রাজনীতিবিদ, আলবটার, বাম, বামপন্থী, এবং বস্তু বলছে: "না, এসব মোদি-বিজেপির ষড়যন্ত্র!"

👉 যখন ষড়যন্ত্র থিওরি বাস্তবতার চেয়ে বেশি গুরুত্ব পায়, তখন এটাই হয়। মজা করে হলেও চিন্তা করার মতো একখানা মেমে!

🧩 আপনি কী ভাবছেন এই মেমে দেখে? বাস্তবতা না ষড়যন্ত্র? কমেন্টে জানান!

#মিমরাজনীতি #ভারত_কাশ্মীর #রাজনীতি_হাস্যরস

আমরা অনেক সময় ভুলে যাই ১৯৭১ এ বাঙ্গালি জাতি কিসের মধ্য দিয়ে গিয়েছিল। কিভাবে স্বাধীনতা এসেছিল।গতকাল কাশ্মীরের টেরর এটাক য...
23/04/2025

আমরা অনেক সময় ভুলে যাই ১৯৭১ এ বাঙ্গালি জাতি কিসের মধ্য দিয়ে গিয়েছিল। কিভাবে স্বাধীনতা এসেছিল।

গতকাল কাশ্মীরের টেরর এটাক যেন সেই স্মৃতিই মনে করিয়ে দিলো আবার।

পাকিস্তানি সেনাবাহিনী বাঙ্গালীদের মধ্য থেকে এভাবেই টেররিস্ট স্টাইলে হিন্দু, মুক্তিযোদ্ধা, বুদ্ধিজীবী দের খুঁজে খুঁজে ব্রাশ ফায়ার করেছিল।

৭১ এ আমরা কি অর্জন করেছি? এই বর্বর দের হাত থেকে চির মুক্তি। না হয় আজও হয়ত বেলুচিস্তানের মত ভয়াবহ অবস্থায় থাকতাম আমরা।

এই জঘন্যতম বর্ববতার কি কখনও ক্ষমা হয়?
never!

18/04/2025

ইজরায়েলের সৈন্যরা অফিসিয়ালি ঘোষণা দিয়ে কোনো ফিলিস্তিনি মহিলা কে ধর্ষণের খবর পেয়েছেন আজ পর্যন্ত.? পান নাই। এই পর্যন্ত গত দুই বছরে সর্বমোট কত মানুষ হত্যা করেছে বর্বর ইসরাইলীরা ? ৫০-৬০ হাজার। আজ দল মত, জাতি ধর্ম নির্বিশেষে আমরা সবাই ইজরায়েলিদের ঘৃণা করি, ধিক্কার জানাই।

এবার একবার চোখ বন্ধ করে চিন্তা করুন তো এদেশে, আপনি যেখানে দাঁড়িয়ে আছেন ঠিক এই জমিনে ১৯৭১রে মাত্র নয় মাসে ৩০ লক্ষ, ধরুন আপনার দ্বীমত আছে - আপনার কথা ই মেনে নিলাম (৩ লক্ষ) মানুষ হত্যা করা হয়েছে। অফিসিয়ালী ঘোষণা দিয়ে ০২ লক্ষ মহিলা কে ধর্ষণ করেছে ! চিন্তা করতে পারেন কত বড় গনহত্যা ? ইজরায়েলি বাহিনীর তুলনায় কত শত গুণ বর্বর ছিল পাকিস্তানের মিলিটারি !

কিন্তু কোন একটা অদ্ভুত কারনে আপনি পাকিস্তানের পক্ষে ! কোন একটা অজানা করনে আপনি পাকিদের ঘৃনা করা তো দূরের কথা বরং তাদের পছন্দ করেন ?

ধর্মের কারনে ? তাহলে শুনুন ফিলিস্তিনিদের যুদ্ধ রাজনৈতিক যুদ্ধ, স্বাধীনতার যুদ্ধ। ধর্ম যুদ্ধ নয়। গাজা তে যে যে বাহিনী ইজরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে যুদ্ধ করছে তার মধ্যে অন্যতম হলো 'ফিলিস্তিনি কমিউনিস্ট পার্টি'। এতটুকু তো বোঝেন কমিউনিস্টের কোন ধর্ম নেই, ওরা ধর্মে বিশ্বাস করে না।

ফিলিস্তিন কে সমর্থন করতে কোন ধর্মের দরকার নেই, বাংলাদেশ কে সমর্থন করতে ৭১রে যেমন কোন ধর্মের দরকার হয়নি। শুধু মানুষ হওয়া ই যথেষ্ট ছিল।

আপনি যদি আজ ফিলিস্তিন কে সমর্থন করেন অথচ ৭১রে নিজ দেশের, নিজের মানুষের মুক্তির সংগ্রাম কে অস্বীকার করেন তবে আপনি মানুষ নামের কলঙ্ক, মুসলমানের লেবাসে মুনাফিক ছাড়া কিছুই নয়।

🇵🇸🇧🇩

উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থা সেই স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। তবে বিশ্বব্...
03/04/2025

উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থা সেই স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। তবে বিশ্বব্যাপী বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে, যা মেধাবী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এই স্কলারশিপগুলো শুধু টিউশন ফি-ই নয়, বরং যাতায়াত, আবাসন এবং অন্যান্য খরচও কভার করতে পারে। তবে মনে রাখতে হবে, এসব স্কলারশিপ অত্যন্ত প্রতিযোগিতামূলক। আগেভাগে প্রস্তুতি নেওয়া এবং সময়মতো আবেদন করা সফলতার সম্ভাবনা বাড়িয়ে দেয়। সঠিক পরিকল্পনা ও দৃঢ় মনোবল থাকলে, যেকোনো শিক্ষার্থী তার স্বপ্নের গন্তব্যে পৌঁছাতে পারে!

ফুলব্রাইট স্কলারশিপ (যুক্তরাষ্ট্র)
https://foreign.fulbrightonline.org/

চেভেনিং স্কলারশিপ (যুক্তরাজ্য) 🇬🇧
https://www.chevening.org/

DAAD স্কলারশিপ (জার্মানি) 🇩🇪
https://www.daad.de/en/

ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ (ইউরোপ) 🇪🇺
https://www.eacea.ec.europa.eu/scholarships/erasmus-mundus-catalogue_en

MEXT স্কলারশিপ (জাপান)🇯🇵
https://www.studyinjapan.go.jp/en/

CSC স্কলারশিপ (চীন) 🇨🇳
https://www.csc.edu.cn/

কমনওয়েলথ স্কলারশিপ (যুক্তরাজ্য ও কমনওয়েলথ দেশসমূহ)
https://cscuk.fcdo.gov.uk/

গেটস কেমব্রিজ স্কলারশিপ (যুক্তরাজ্য)
https://www.gatescambridge.org/

রোডস স্কলারশিপ (অক্সফোর্ড, যুক্তরাজ্য)
https://www.rhodeshouse.ox.ac.uk/

সুইস এক্সিলেন্স স্কলারশিপ (সুইজারল্যান্ড) 🇨🇭
https://www.sbfi.admin.ch/sbfi/en/home/education/scholarships-and-grants.html

নেদারল্যান্ডস স্কলারশিপ (হল্যান্ড) 🇳🇱
https://www.studyinnl.org/finances/scholarships

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ 🇦🇺
https://www.dfat.gov.au/people-to-people/australia-awards

নিউজিল্যান্ড স্কলারশিপ 🇳🇿
https://www.studywithnewzealand.govt.nz/scholarships

অক্সফোর্ড ক্ল্যারেনডন স্কলারশিপ 🇬🇧
https://www.ox.ac.uk/clarendon

সিঙ্গাপুর সরকারী স্কলারশিপ (SGUS) 🇸🇬
https://www.moe.gov.sg/financial-matters/awards-scholarships

কানাডা ভ্যানিয়ার স্কলারশিপ 🇨🇦
https://vanier.gc.ca/

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন স্কলারশিপ
https://www.gatesfoundation.org/

এডা লাভলেস স্কলারশিপ (মহিলা শিক্ষার্থীদের জন্য)
https://www.adalovelaceinstitute.org/

গুগল অ্যানা ইউনিভার্সিটি স্কলারশিপ
https://buildyourfuture.withgoogle.com/scholarships

মাইক্রোসফট রিসার্চ স্কলারশিপ
https://www.microsoft.com/en-us/research/academic-programs/

সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ 🇸🇪
https://si.se/en/apply/scholarships/

ডেনমার্ক সরকারী স্কলারশিপ 🇩🇰
https://ufm.dk/en/education/admission-and-guidance

ফিনল্যান্ড সরকারী স্কলারশিপ 🇫🇮
https://www.studyinfinland.fi/scholarships

নরওয়ে আর্কটিক স্কলারশিপ 🇳🇴
https://www.studyinnorway.no/scholarships

অস্ট্রিয়ান সরকারী স্কলারশিপ 🇦🇹
https://grants.at/en/

কোরিয়া গ্লোবাল স্কলারশিপ (KGSP) 🇰🇷
https://www.studyinkorea.go.kr/

তাইওয়ান স্কলারশিপ 🇹🇼
https://www.taiwanembassy.org/

হংকং PhD ফেলোশিপ 🇭🇰
https://www.polyu.edu.hk/hkpf/

মালয়েশিয়া ইন্টারন্যাশনাল স্কলারশিপ 🇲🇾
https://educationmalaysia.gov.my/scholarships/

Schwarzman Scholars Program (China) 🇨🇳
https://www.schwarzmanscholars.org/

স্ট্যানফোর্ড নাইট-হেনেসি স্কলারশিপ 🇺🇸
https://knight-hennessy.stanford.edu/

কানাডা ট্রুডো ফাউন্ডেশন স্কলারশিপ 🇨🇦
https://www.trudeaufoundation.ca/

কেমব্রিজ ট্রাস্ট স্কলারশিপ 🇬🇧
https://www.cambridgetrust.org/

রোটারি ইন্টারন্যাশনাল স্কলারশিপ
https://www.rotary.org/en/our-programs/scholarships

NASA ইন্টার্নশিপ ও স্কলারশিপ
https://intern.nasa.gov/

ইউনেস্কো স্কলারশিপ
https://en.unesco.org/fellowships

গুগল ল্যান্স স্কলারশিপ
https://buildyourfuture.withgoogle.com/scholarships

মেটা রিসার্চ স্কলারশিপ
https://research.fb.com/programs/fellowship/

টেসলা STEM স্কলারশিপ
https://www.tesla.com/careers/university

ETH Zurich Excellence Scholarship (Switzerland) 🇨🇭
https://ethz.ch/en.html

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি স্কলারশিপ
https://www.olympic.org/scholarships

ব্রিটিশ কাউন্সিল উইমেন ইন STEM স্কলারশিপ
https://www.britishcouncil.org/education/women-in-stem

University of Toronto Lester B. Pearson Scholarship (Canada) 🇨🇦
https://future.utoronto.ca/pearson/

আপনার যোগ্যতা অনুযায়ী স্কলারশিপ নির্বাচন করুন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন। প্রয়োজনীয় ডকুমেন্ট ও আবেদনপত্র প্রস্তুত করুন। সবশেষে, অপেক্ষা করুন এবং সুযোগের সর্বোচ্চ ব্যবহার করুন!

তথ্যবহুল পোস্টটি টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন।

Courtesy: Md Mahfuz Sheikh

ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদের বিজ্ঞাপন। ২১টি খালি পদ। বিদেশী প্রার্থীদের আবেদনে উন্মুক্ত। লি...
27/03/2025

ইউনিভার্সিটি অফ ম্যানিটোবাতে রিসার্চ অ্যাসিস্ট্যান্ট পদের বিজ্ঞাপন। ২১টি খালি পদ। বিদেশী প্রার্থীদের আবেদনে উন্মুক্ত। লিংক নিচের কমেন্টে।

আমাদের সন্তানদের জানা উচিৎ কেন আমরা ঘৃনা করি পাকিস্তান কে?? "যুদ্ধ শেষে ক্যাম্প থেকে কয়েকটি কাঁচের জার উদ্ধার করা হয়,য...
27/03/2025

আমাদের সন্তানদের জানা উচিৎ কেন আমরা ঘৃনা করি পাকিস্তান কে??

"যুদ্ধ শেষে ক্যাম্প থেকে কয়েকটি কাঁচের জার উদ্ধার করা হয়,যার মধ্যে ফরমালিনে সংরক্ষিত ছিল মেয়েদের শরীরের বিভিন্ন অংশ। অংশগুলো কাটা হয়ে ছিল খুব নিখুঁতভাবে।"
- ডাঃ বিকাশ চক্রবর্তী, খুলনা
"মার্চে মিরপুরের একটি বাড়ি থেকে পরিবারের সবাইকে ধরে আনা হয় এবং কাপড় খুলতে বলা হয়। তারা এতে রাজি না হলে বাবা ও ছেলেকে আদেশ করা হয় যথাক্রমে মেয়ে এবং মাকে ধর্ষণ করতে। এতেও রাজি না হলে প্রথমে বাবা এবং ছেলে কে টুকরো টুকরো করে হত্যা করা হয় এবং মা মেয়ে দুজনকে দুজনের চুলের সাথে বেঁধে উলঙ্গ অবস্থায় টানতে টানতে ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।"
-মোঃ নুরুল ইসলাম, বাটিয়ামারা কুমারখালি।
"আমাদের সংস্থায় আসা ধর্ষিত নারীদের প্রায় সবারই ছিল ক্ষত-বিক্ষত যৌনাঙ্গ। বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে ছিড়ে ফেলা রক্তাক্ত যোনিপথ, দাঁত দিয়ে ছিড়ে ফেলা স্তন, বেয়োনেট দিয়ে কেটে ফেলা স্তন-উরু এবং পশ্চাৎদেশে ছুরির আঘাত নিয়ে নারীরা পুনর্বাসন কেন্দ্রে আসতো।"
-মালেকা খান
যুদ্ধের পর পুনর্বাসন সংস্থায় ধর্ষিতাদের নিবন্ধীকরণে যুক্ত সমাজকর্মী।
"১৮ ডিসেম্বর মিরপুরে নিখোঁজ হয়ে যাওয়া একজনকে খুঁজতে গিয়ে দেখি মাটির নিচে বাঙ্কার থেকে ২৩জুন সম্পূর্ণ উলঙ্গ, মাথা কামানো নারীকে ট্রাকে করে নিয়ে যাচ্ছে পাক আর্মিরা।"
-বিচারপতি এম এ সোবহান
"যুদ্ধের পর পর ডিসেম্বর থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে উদ্বাস্তুর মতো ঘুরে বেড়াতে দেখা গেছে বেশ কিছু নারীকে। তাদের পোশাক এবং চলাফেরা থেকে আমরা অনেকেই নিশ্চিত জানতাম ওরা যুদ্ধের শিকার এবং ওদের যাওয়ার কোনো জায়গা নেই।"
-ড. রতন লাল চক্রবর্তী, অধ্যাপক ইতিহাস বিভাগ ঢাকা বিশ্ববিদ্যালয়।
"কোনো কোনো মেয়েকে পাকসেনারা এক রাতে ৮০ বারও ধর্ষণ করেছে।"
-সুসান ব্রাউনি মিলার (এগেইনেস্ট আওয়ার উইল: ম্যান, উইম্যান এন্ড রেপঃ ৮৩)
"এক একটি গণধর্ষণে ৮/১০ থেকে শুরু করে ১০০ জন পাকসেনাও অংশ নিয়েছে।"
-ওয়ার ক্রাইমস ফ্যাক্টস ফাইন্ডিং কমিটির গ্রন্থ “যুদ্ধ ও নারী"।
মুক্তিযুদ্ধের সময়কালে দেশে পাকিস্তানি সেনাবাহিনীর অধিনায়ক ছিলেন জেনারেল আমির আবদুল্লাহ খান নিয়াজী। এই নরপশুর নেতৃত্বেই রাওফরমান, রহিম খান, টিক্কা খানের মত পাকিস্তানী জেনারেল এদেশের উপর চালায় শতাব্দীর ঘৃণ্যতম গণহত্যা। সেই সাথে এসব বিকৃত রুচির জেনারেলদের পরিকল্পনায় সংঘটিত হয় ধর্ষণের মহোৎসব।
আমার এখনকার আগ্রহের কেন্দ্রবিন্দু মুক্তিযুদ্ধে নারী নির্যাতন, যত ঘাঁটছি আমার বিস্ময় তত বেড়েই চলছে। এই সেক্টরে এসে আমরা বরাবরই ঘুরিয়ে ফিরিয়ে পুরনো কিছু গল্প বলে পাশ কাটিয়ে যেতে চাই, আর এর ফাঁকে আড়াল হয়ে যায় নির্মমতার অনেক গল্প, যে গল্প হার মানাবে হিটলারের নির্মমতাকে, আনা ফ্র্যাঙ্কের ডাইরিকে। আমার হিসাবে মুক্তিযুদ্ধে প্রকৃত ধর্ষণের সংখ্যা হয়ত দশ লক্ষও হতে পারে।
জ্বি, ভাই আমি দশ লক্ষই বলছি।
হাতে যথেষ্ট প্রমাণ আছে দেখেই বলছি। সম্ভবত সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি ধর্ষণের রেকর্ডটাও আমাদের পকেটেই যাচ্ছে। আর এই ধর্ষণ উৎসবের হালালাইজেশানটা করা হয়েছিলো ধর্মের নামে।
ব্রিগেডিয়ার আবদুল রহমান সিদ্দিকী তার "East Pakistan The End Game" বইতে লেখেন, "নিয়াজী জওয়ানদের অসৈনিকসুলভ, অনৈতিক এবং কামাসক্তিমূলক কর্মকাণ্ডে উৎসাহিত করতেন। 'গতকাল রাতে তোমাদের অর্জন কি আমার বাঘেরা?' চোখে শয়তানের দীপ্তি নিয়ে জিজ্ঞেস করতেন তিনি। অর্জন বলতে তিনি ধর্ষণকেই বোঝাতেন।"
সেপ্টেম্বরে পূর্ব পাকিস্তানের সকল ডিভিশান কমান্ডারের কনফারেন্সে এক অফিসার তুলেছিলেন পাকিস্তানি সেনা কর্তৃক বাঙ্গালি নারীদের ধর্ষনের প্রসঙ্গ । নিয়াজী তখন সেই অফিসারকে বলেন,
"আমরা যুদ্ধের মধ্যে আছি। যুদ্ধক্ষেত্রে এই ধরনের ঘটনাকে স্বাভাবিক বলে ধরে নিও।"
তারপর তিনি হেসে বলেন,
"ভালই তো হচ্ছে, এসব হিন্দুয়ানি বাঙ্গালি রক্তে সাচ্চা মুসলিম পাঞ্জাবি রক্ত মিশিয়ে তাদের জাত উন্নত করে দাও।"
আর এই ধর্ষণের পক্ষে তিনি যুক্তি দিয়ে বলতেন,
"আপনারা কি ভাবে আশা করেন একজন সৈন্য থাকবে,যুদ্ধ করবে, মারা যাবে পূর্ব পাকিস্তানে এবং যৌন ক্ষুধা মেটাতে যাবে ঝিলমে?"
ধর্ষণে লিপ্ত এক পাকিস্তানী মেজর তার বন্ধুকে চিঠি লিখেছে;
"আমাদের এসব উশৃঙ্খল মেয়েদের পরিবর্তন করতে হবে যাতে এদের পরবর্তী প্রজন্মে পরিবর্তন আসে, তারা যেন হয়ে ওঠে ভালো মুসলিম এবং ভালো পাকিস্তানি।"
স্বাধীনতার পর ধর্ষিতা বাঙালি মহিলাদের চিকিৎসায় নিয়োজিত অষ্ট্রেলিয়ান ডাক্তার জেফ্রি ডেভিস গনধর্ষনের ভয়াবহ মাত্রা দেখে হতবাক হয়ে কুমিল্লা ক্যান্টনমেন্টে আটক পাক অফিসারকে জেরা করেছিলেন যে তারা কিভাবে এমন ঘৃণ্য কাজ-কারবার করেছিলো। অষ্ট্রেলিয়ান চিকিৎসক বিচলিত হলেও পাক অফিসারদের সাচ্চা ধার্মিক হৃদয়ে কোন রকম রেখাপাত ঘটেনি। তাদের সরল জবাব ছিল,
"আমাদের কাছে টিক্কা খানের নির্দেশনা ছিলো যে একজন ভালো মুসলমান কখনই তার বাবার সাথে যুদ্ধ করবে না। তাই আমাদের যত বেশী সম্ভব বাঙালী মেয়েদের গর্ভবতী করে যেতে হবে।"
নিয়াজী ধর্ষণে তার সেনাদের এতই চাপ দিতেন যে তা সামলে উঠতে না পেরে এক বাঙালি সেনা অফিসার আত্মহত্যা করতে বসেন।
ঘৃণা আর ভালোবাসা একটা মুদ্রার এপিঠ ওপিঠ, আপনি কাউকে প্রচণ্ড ভালোবাসতে পারেন শুধুমাত্র তখনই যখন আপনি ঘৃণা করতে পারবেন তার বিপরীত সত্ত্বাকে।
কৃতজ্ঞতায়ঃ শহীদ রুমী স্কোয়াড(সংগৃহীত)।
#
#ʙᴍᴡɢʀᴀᴍ

বস্তায় আদা চাষ কৌশল: (আংশিক ছায়াযুক্ত স্থানেও আদার ভালো ফলন হয়ে থাকে) •বীজ আদা তৈরি: বাজার থেকে কেনা আদা ভেজা বালুতে ...
25/03/2025

বস্তায় আদা চাষ কৌশল:

(আংশিক ছায়াযুক্ত স্থানেও আদার ভালো ফলন হয়ে থাকে)

•বীজ আদা তৈরি: বাজার থেকে কেনা আদা ভেজা বালুতে কয়েক দিন রেখে দিলেই অংকুর বের হয়
•বীজ আদা রোপণ: উত্তম সময় এপ্রিল মাস
•বস্তা প্রতি মাটির পরিমাণ: ১৮-২৫ কেজি
•মাটি প্রস্তুতি: ৬০% দোআঁশ মাটি + ৩০% গোবর সার + ১০% নদীর বালু
•বস্তা প্রতি বীজ: ৩-৪ ঝোপ আদা (৫০-৮০ গ্রাম)
•বস্তা প্রতি ফলন: ১.৫-২ কেজি বা আরও বেশি

*বিস্তারিত চাষ পদ্ধতি আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে - লিংক প্রথম কমেন্টে

#আদা #বস্তায়_আদা_চাষ

Address

Patuakhali
8602

Telephone

+8801642948324

Website

Alerts

Be the first to know and let us send you an email when Factbuzz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Factbuzz:

Share

Category