16/03/2024
দেখলেই যেন মায়া লাগে, আহারে!
রাস্তার পাশের গাছ গুলাতে আজকে পাতা নেই,
তার মানে এই না গাছ গুলা মারা গেছে।
প্রত্যেকটা ঢালে পাতা গজাচ্ছে, যা হয়তো খালি
চোখে ধরা পরছে না।
দেখে নিয়ো,
এই গাছগুলা আবারো ছায়া দিবে।
নিজের আবেগ ধরে রাখতে পারিনি তখন, পাগলামির বশত করে ফেললাম একটা প্রশ্ন
রাস্তার পাশের এই গাছটাকে, আচ্ছা তুমি কী
বেঁচে আছো? উওর শুনে, আমার শরীর শিওরে উঠে তখন, হে স্বার্থপর মানব আজকে এসেছ
আমার খোজ নিতে, তাও আবার জিজ্ঞেস করছ
আমি বেঁচে আছি না মরে গেছি?
তুমি কি ভুলে গেছ,প্রচ্ছন্ন গরমে যখন তুমি ঘাম
ঝরাচ্ছিলে, আমারি ছায়ার নিচে তখন তুমি বসেছিলে৷ যদিও আমার মথার উপরেই ছিল সূর্য, গরম সহ্য করতে পারিনি তখন আমার শরীর থেকেও তখন ঝরে ছিল রক্ত, যাকে তুমারা আজকে আঠা বলে আখ্যায়িত করেছ,সূর্যের এই তিব্র রোদে আজ
আমর শরীরের একটা পাতাও বেঁচে নেই,প্রতিনিয়তই লড়াই করছি মিত্যুর সাথে কারণ
খাদ্য তৈরি করতে পারছি না। আজকে আমার এই বিপর্যয়ে তুমরা কি করেছ,মাটির বুক থেকে
পানি ছিনিয়ে নিচ্ছ,ফসলী জমিনে দোহায় দিয়ে,
আজকে আমি পানি পাচ্ছি না,আর তুমি জিজ্ঞেস করছ আমি কি বেঁচে আছি?