Shawon On Fire 1Ster

24/06/2024

আসমানে জাইওনারে বন্দু দরতে পারবো না গান ছোট এক ভাইয়ের কন্ঠে গাওয়া গান 🥰

22/06/2024

কোকাকোলা বয়কট😌

20/06/2024

হায়রে পরালেখা এখন কোথায় 😌

16/06/2024

গ্ৰাম বাংলার ওইতিজ্য বাহি চাচদের মুখে গাওয়া গান-আমি সপন দেইখা আইলাম ভবে

15/06/2024

বাংলার কিং জিরো আলমের নতুন গান ভুথা দাদে কাটিস না 😂

16/03/2024

তুমি হলে ঘুমের অপেক্ষায় চোখ বুজে কাটানো সময়টা,
ঘন অন্ধকার , সাদা কাপড় পড়া হৃদয়ে,
মস্তিষ্ক থেকে সাদাকালো আলোতে ফুটে উঠা দৃশ্যটা ,
যার চেহারা কল্পনায় এখনো অজানা।

তুমি হলে মস্তিষ্কের বিকলতা
হৃদয়ের অধিকার নিয়ে লড়াই করা অন্নপূর্ণা ।
তুমি হলে কানে স্পর্শ করা বাতাসে শব্দ
যার উপস্থিতি উপলব্ধিতে অবস্থানে অজ্ঞাত ।
তুমি হলে পাহাড়ের সেই বিভ্রম
যাকে প্রথম দেখাতে খুব কাছে মনে হয়েছিল
তবে,এখনো হাটছি অজনা দূরত্বে।

তুমি হলে সকালের অতৃপ্ত ঘুম
বিরুক্ত এলার্ম গুলো বুঝেনা
তারা ব্যবহৃত হচ্ছে
আমাকে জাগাতে অতৃপ্তির তৃপ্তিতে।

তুমি হলে অলংকারের অহংকার
আমি রক্ষক মোহনলাল
বিশ্বাসে যখন রাখবে আমায়
অবিশ্বাস্য তখন করব তোমায়
দীর্ঘশ্বাস কভু ফেলবে যদি
জানিও পরলোক এইবার ফিরলাম বুঝি।

16/03/2024

অদ্বিতীয়া
রিয়াদ রহমান সাহিত্য

তুই নেই এখনো, ছিলিনা তখনো মানি থাকবি না কখনো।
আমি বুঝতে চাইনি তখনো, বুঝিনি এখনো জানি বুঝব না কখনো।

তুই ছিলিনা কখনো,আমি খুঁজেছি তখনো
বলেছি তখনো, খুঁজিনি শুনতে পারব না কখনো।

তুমি আসনি আমি ডেকেছি,
তুমি শুননি আমি বলেছি,
তুমি চাওনি আমি বুঝেছি,
আমি ফিরিনি তুমি ডাকনি।

আমি নিম্নচাপের মেঘ তুমি অধৈর্য,
আমি মরভূমির সূর্য তুমি ক্লান্ত,
আমি মাইনাসে যাওয়া তাপ তুমি বিরক্ত,
আমি ছিরে যাওয়া আকাশের ঘুরি তুমি নিশ্চিন্ত।

তুমি সূচনা আমি বুঝিনি,
তুমি উপসংহার আমি লিখিনি,
তুমি কাব্য আমি পড়িনি,
তুমাকে বিশ্লেষণ আমি করিনি।

16/03/2024

দেখলেই যেন মায়া লাগে, আহারে!
রাস্তার পাশের গাছ গুলাতে আজকে পাতা নেই,
তার মানে এই না গাছ গুলা মারা গেছে।
প্রত্যেকটা ঢালে পাতা গজাচ্ছে, যা হয়তো খালি
চোখে ধরা পরছে না।
দেখে নিয়ো,
এই গাছগুলা আবারো ছায়া দিবে।
নিজের আবেগ ধরে রাখতে পারিনি তখন, পাগলামির বশত করে ফেললাম একটা প্রশ্ন
রাস্তার পাশের এই গাছটাকে, আচ্ছা তুমি কী
বেঁচে আছো? উওর শুনে, আমার শরীর শিওরে উঠে তখন, হে স্বার্থপর মানব আজকে এসেছ
আমার খোজ নিতে, তাও আবার জিজ্ঞেস করছ
আমি বেঁচে আছি না মরে গেছি?
তুমি কি ভুলে গেছ,প্রচ্ছন্ন গরমে যখন তুমি ঘাম
ঝরাচ্ছিলে, আমারি ছায়ার নিচে তখন তুমি বসেছিলে৷ যদিও আমার মথার উপরেই ছিল সূর্য, গরম সহ্য করতে পারিনি তখন আমার শরীর থেকেও তখন ঝরে ছিল রক্ত, যাকে তুমারা আজকে আঠা বলে আখ্যায়িত করেছ,সূর্যের এই তিব্র রোদে আজ
আমর শরীরের একটা পাতাও বেঁচে নেই,প্রতিনিয়তই লড়াই করছি মিত্যুর সাথে কারণ
খাদ্য তৈরি করতে পারছি না। আজকে আমার এই বিপর্যয়ে তুমরা কি করেছ,মাটির বুক থেকে
পানি ছিনিয়ে নিচ্ছ,ফসলী জমিনে দোহায় দিয়ে,
আজকে আমি পানি পাচ্ছি না,আর তুমি জিজ্ঞেস করছ আমি কি বেঁচে আছি?

09/02/2024

সখের আইডিটা এখন থেকে এভাবেই পড়ে থাকবে,,
হয়তো আবার কখনো পিরতে পারি এই সখের আইডিটাতে,😅💔🤞
বা নাও পিরতে পারি😔
সবাই ভালো থাকবেন,,
আমার জন্য দোয়া করবেন ❤️❤️
কেউ যদি আমার কোন ব্যবহারে কস্ট পেয়ে থাকো আমাকে ক্ষমার দৃস্টিতে দেখবেন🙂

07/02/2024

Address

Patukhali
Patuakhali

Telephone

+8801758608314

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shawon On Fire 1Ster posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Shawon On Fire 1Ster:

Share

Category