14/07/2025
বিবাহিত নারীকে শিশু সন্তানের সামনে ধ-র্ষ-ন চেষ্টা!
চালিতা বুনিয়ার চিনাবুনিয়া নিবাসী মুহাম্মাদ মিজানুর রহমানের বিবাহিত বোন মোসাঃ কুলসুম বেগম গতকাল ১৩-০৭-২৫ ইং ঢাকা থেকে দেশের উদ্দেশ্যে আসায় পান পট্টি থেকে (চালিতা বুনিয়া টু পানপট্টি) খেয়াযোগে আসায় যখন সকল মানুষ খেয়া থেকে নেমে গেছে তখন চালিতা বুনিয়া বিএনপি নেতা ইকবাল গাজীর ভাগিনা ( অত্র খেয়ার অংশীদার) রাসেল গাজী, পিতাঃ বেলাল গাজী মাতাঃ লিপি বেগম ( সাবেক মহিলা মেম্বর) কুলসুম বেগমের শিশু সন্তানের সামনে বসেই তাকে টেনে হিচড়ে ট্রলারের ভিতরে ছাউনীর মধ্যে নিয়ে যায়!
তখন ঐ নারী নিজের ইজ্জত রক্ষায় চিৎকার দিতে থাকে এবং ঐ নারীর মা তাকে গ্রহণ করতে বাড়ি থেকে ট্রলার ঘাট আসায় তিনিও ঐ ঘটনা দেখতে পায় এবং উপরে বসে চিৎকার দিতে থাকে। তখন ধর্ষণ চেষ্টারত পিচাশ রাসেল গাজী ঐ নারীকে ছেড়ে দেয় এবং তার ব্যাগ এলোপাথাড়ি ভাবে মাটিতে ফেলে দেয় এবং ভুক্তভোগী নারীকে নামিয়ে দিয়ে এই বলে হুমকি দেয় যে , এই ঘটনা কাউকে বলবি না! আমি গাজী বাড়ির পোলা ( ছেলে)।
যদি এই কথা ( ঘটনা) কাউকে বলো তাই মেরে ফেলব। অনেক সমস্যা হবে তোদের।
উক্ত ঘটনা ভুক্তভোগী নারীর পক্ষ থেকে বিএনপির ইউনিয়ন সভাপতি জনাব মোঃ বাহাউদ্দিন হাওলাদার সাহেবকে জানানো হলেও এখন পর্যন্ত কোন সুরাহা করতে দেখা যায় নাই। এবং এটিকে কোন গুরুত্বও দিচ্ছে না।
আমরা বিভিন্নভাবে জানতে পেরেছি উক্ত ধর্ষক নাকি বিভিন্ন মাদকের সাথে জড়িত!
আমরা চালিতা বুনিয়ার নাগরিক হিসেবে প্রশাসনের কাছে এই ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এবং অনতিবিলম্বে খেয়া থেকে এই লম্পটকে সরিয়ে নেয়া হোক।যদি কিন্তু ছাড়া দেশবাসী এই অন্যায়ের বিচার দেখতে চায়। ধর্ষকের কোন দলীয় পরিচয় থাকা উচিত নয়। এবং দল তাকে সাপোর্ট দেওয়াও উচিত না।
কিন্তু এটিকে ধামাচাপা দেওয়ার হীন চেষ্টা করলে জনগণ আরো প্রতিবাদী হবে এবং এটি অনেক দূর পর্যন্ত গড়াবে। তাই বিএনপি সমর্থিতও সকলের উচিত এই লম্পটের বিচার চাওয়া।
আমরা এটিকে সাধারণ ভাবে এবং প্রাথমিকভাবে বিএনপির নেতাকর্মী ও চালিতা বুনিয়ার স্থানীয় প্রশাসনের কাছে বিচার কামনা করছি।
এরপরেও যদি এটাকে নিয়ে কোন অপতৎপরতা করা হয় তাইলে উক্ত ভুক্তভোগী নারীকে নিয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
(চালিতা বুনিয়ায় এমন ঘটনা দ্বিতীয়টা ঘটেছে কিনা আমার জানা নেই!আমি শিহরিত উক্ত ঘটনায়)
copy By .kaosar mahmud
বিস্তারিত কমেন্টে👇