11/05/2023
"পাওয়ার ফ্যাক্টর বাড়াও নয়তো বাড়তি বিলের টাকা তোমার স্যালারি থেকে কাটা যাবে"- বসের এই কড়া হুশিয়ারি শুনে কোম্পানির ইঞ্জিনিয়ার খুব চিন্তাবনে গেলেন"
কিন্তু পাওয়ার ফ্যাক্টর কমে গেলে বিদ্যুৎ বিল বেড়ে যাওয়ার কারণটা কি?
ভোল্টেজ ও কারেন্ট দম্পতির সবচেয়ে বড় শত্রু কে জানেন?! তাদের সবচেয়ে বড় শত্রু হল ইন্ডাক্টিভ লোড। কিভাবে ভাই? প্রমাণ ছাড়া কাউকে দোষারোপ করা ঠিক না। তাই এক্ষেত্রেও প্রমাণ দরকার।
ইন্ডাক্টিভ লোড ব্যবহার করা মানেই ভোল্টেজ ও কারেন্ট দম্পতির মধ্যে বিরহ তৈরি কথা। সাহিত্যিকতার বাইরে গিয়ে যদি কারিগরি ভাষায় বলি তাহলে, " ফেজ ডিফারেন্স বাড়িয়ে দেয়া"। আর ভোল্টেজ ও কারেন্টের ফেজ ডিফারেন্স বেড়ে যাওয়া মানেই পাওয়ার ফ্যাক্টর কমে যাওয়া।
কারণ PF = cos@
আর @ (V & I এর মধ্যবর্তী কোণ) এর মান যত বাড়বে কোসাইন মান তথা পাওয়ার ফ্যাক্টরের মান তত কমে যাবে। বিলিফ না হলে ক্যালকুলেটর মেরে দেখেন।
বুঝলাম কমবে কিন্তু বিদ্যুৎ বিল বেশি আসবে কেন? একটু গাণিতিকভাবে বুঝিয়ে বলিঃ
P = VICos@
P = VI x Power factor
I = P/(VxPower Factor)
এখন, ফিক্সড রিয়েল পাওয়ার ও ফিক্সড ভোল্ট রেটিং এর জন্য পাওয়ার ফ্যাক্টর কমে গেলে কারেন্ট ফ্লো (I) তত বাড়বে। কিন্তু বাড়লে কি হবে?
বাড়লে লাইন লস/ কপার লস = I^2*R তত বাড়বে।
আর বাড়তি পাওয়ার লসের জন্য অযাচিত বৈদ্যুতিক বিল ত কোম্পানি তার নিজ পকেট থেকে দিবেনা, আপনার থেকে উসুল করে ছাড়বেই। তাই বুঝতেই পারছেন পাওয়ার ফ্যাক্টর কমে যাওয়াটা কতটা আর্থিক ক্ষতি। তাইতো পাওয়ার ফ্যাক্টর ইউনিটি রাখতে কিাছু টাকা খরচ করে ইন্ডাস্ট্রি পি এফ আই (PFI) প্যানেল বসিয়ে নিন
বিদুৎ ব্যাবহারে সাশ্রয়ী হোন!
বাসা কিংবা ইন্ডাস্ট্রিতে (PFI) বসাতে
আমরা আছি আপনাদের পাশে
contact us- Regent Twin Tech