
15/05/2025
একদিন সমুদ্রের পার দিয়ে হেঁটে যাচ্ছিলাম । একা ই হাঁটছিলাম সাথে ছিল না কেউ , সাথে থাকার বলতে কাঁধে ক্যামেরা টা ছিল । হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেলাম, কিছু সময় পর সমুদ্রের দিক তাকালাম দেখলাম দুইজন মানুষ , দেখার সাথে সাথে মনে করে নিয়েছি প্রেমিক প্রেমিকা ই হবে । তারপর আর কিছু না ভেবেই ক্যামেরায় ফ্রেম বন্ধি করলাম । একে ই কি ঐ ভালোবাসার মানুষের সাথে সমুদ্রবিলাস বলে ?
📍: কুয়াকাটা সমুদ্র সৈকত
ছবি : Jit