07/04/2024
ুয়াখালী_জেলা_
কিছু গুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে জেনে নেওয়া যাকঃ
* সাগরকন্যা নামে পরিচিত বিখ্যাত এক জেলা।
* কুয়াকাটা সমুদ্র সৈকত যেখান থেকে ভৌগোলিক অবস্থানের কারনে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য দেখা যায়।
* অষ্টাদশ শতকের রতনদির এক গম্বুজবিশিষ্ট মাসজিদ (গলাচিপা)।
* সোনার চর সমুদ্র সৈকত (রাঙ্গাবালি)।
* মরহুম ইয়ার উদ্দিন খলিফা (রাঃ) এর দরবার শরীফ (মির্জাগঞ্জ)।
* ৫০০ বছরের পুরনো ঐতিহ্যেবাহী মুন্সী আমিরুল্লাহ জামে মসজিদ (দশমিনা)।
* বাংলাদেশের সর্ববৃহৎ তাপবিদ্যুৎকেন্দ্র 'পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্র' (কলাপাড়া)।
* বাংলাদেশের তৃতীয় এবং গভীরতম সমুদ্রবন্দর 'পায়রা সমুদ্রবন্দর' (কলাপাড়া)।
* ঐতিহ্যবাহী মৃৎশিল্পের কারখানা (বাউফল)।
* বিশ্বে অষ্টম ও দক্ষিণ এশিয়ার প্রথম পানি জাদুঘর (পাখি মারা,কলাপাড়া)।এখানে বাংলাদেশের ৭০০ নদীর পানি,নদীর ইতিহাস, ছবি ও গুরুত্বপূর্ণ তথ্যসহ বাংলাদেশের সাথে ৫৭ টি আন্তর্জাতিক নদীর ইতিহাস বর্নিত রয়েছে।
* দেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার (সদর)।
* দেশের পঞ্চম বৃহত্তম এবং সবচেয়ে সুন্দর সেতু 'পায়রা/লেবুখালী সেতু' (দুমকি)।
* অবিভক্ত বাংলার জাতীয় নেতা এবং 'বাংলার বাঘ' নামে খ্যাত শেরে বাংলা এ কে ফজলুল হক এর পৈতৃক নিবাস (বিলবিলাস,বাউফল)।
* ঐতিহ্যবাহী লাল কাঁকড়ার চর,ফাতরার চর(ম্যানগ্রোভ),রাখাইন পল্লী,শুটকি পল্লী(কুয়াকাটা,কলাপাড়া)।
* এশিয়ার বৃহত্তম বীজ বর্ধন খামার (দশমিনা)।
* পটুয়াখালী মেডিকেল কলেজ (সদর)
* সরকারি নার্সিং ইনস্টিটিউট পটুয়াখালী (সদর)
* বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব নার্সিং ইনস্টিটিউট(বাউফল)
* পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (দুমকি)।
* বাংলাদেশের বৃহত্তম ইপিজেড (প্রস্তাবিত)।
* দেশের ৫ম আন্তর্জাতিক বিমান বন্দর (প্রস্তাবিত)।
এছাড়াও আমার অজানা অনেক গুরুত্বপূর্ণ ও আকর্ষণীয় স্থান রয়েছে এ জেলায়।
াদের_পটুয়াখালী💥