Asif সুখী হতে বেশি কিছু লাগে না,শুধু সততা আর আত্মবিশ্বাসই যথেষ্ট !💙

05/07/2025
04/07/2025

#ভালোবাসা_দিবা_না_আগে_কইবা_না 💔🙁 ゚viral 🇧🇩tikt

Alhamdulillah 😍🙂
29/06/2025

Alhamdulillah 😍🙂

অপরুপ সৌন্দর্য কুয়াকাটা সমুদ্র সৈকত সূর্যোদয়ের মুহূর্ত  💙😍
25/11/2024

অপরুপ সৌন্দর্য কুয়াকাটা সমুদ্র সৈকত সূর্যোদয়ের মুহূর্ত 💙😍

02/11/2024

স্বার্থপর হতে পারিনি বলে,হয়তো জীবনে এতোটা কষ্ট তবুও কোন আফসোস নেই, কারন আমি কষ্টে থাকার কারনে হয়তো,অন্য কারো জীবন ধন্য।

02/11/2024

মা*রা তো আমি প্রতি মাসেই খা*ই, হুদাই নভেম্বর ডিসেম্বরের দোষ দিয়ে লাভ নাই!

29/10/2024

Follow me

27/10/2024

মানুষ যাহাকে ভালোবাসে,ক্বিয়ামতের দিন তাহার সহিত থাকিবে,( বুখারী ও মুসলিম ৩৭)

27/10/2024

-যেদিন বোছবে চেদিন কুচবে ভালুপাসা কেন এত অতহায় 🙂

24/10/2024

চোখে লাগার মতো অনেক মানুষ খুঁজে পাবাএই দুনিয়ায়। যেদিকে তাকাবা দেখবা একজনার চেয়ে আরেকজন আরো বেশি সুন্দর। যোগ্যতা খুঁজতে গেল ও তালিকা শেষ করতে পারবা না মানুষের। সমানে সমান খুঁজতে চাইলে সারা জীবন একা বসে থাকা লাগবে এইটুকু নিশ্চিত। যুক্তি দিয়ে সব বিচার করতে গেলে সম্পর্ক বা সুখ শেষে কিছুই পাবা না। সবকিছুর বাইরে গিয়ে একটা কথা বলি, মানুষকে ভালোবাসা খুঁজতে হয় না বরং ভালোবাসা মানুষকে খুঁজে নেয়। এই ধরো মনে ধাক্কা লাগার মতো একজন মানুষ আসলেই সবার জীবনে তুমি নিজেও জানবা কী দেখলা তার মাঝে। শুধু মনে থাকবে তারে একবার দেখছিলা আর কখনো ভুলতে পারার ক্ষমতা তোমার হয়নি। যদি পারো সেই মানুষটারে ধইরা রাইখো। যার জন্য তোমার চোখে মুগ্ধতা বিরাজ করে কিংবা যে তোমার মুগ্ধতার নজরে দেখতে পারে। দেখবা জীবনে এর চেয়ে ভালো কোয়ালিটি একজন মানুষের মাঝে অন্য কিছু খুঁজতে হয় না। শুধু ঐ টানটুকুই তোমাদের একসাথে পুরো একটা জীবন পার করার জন্য যথেষ্ট একবারে ,ব্যস। মনে যে কড়া নাড়বে, হারাই যাইতে দিবা না তারে নিজের জীবন থেকে কোন ভাবে।

23/10/2024

তোমায় নিয়ে হাজারো কবিতা, হাজার বার দেখতে মন চায়,তোমার ঐ ছবিটা চোখ খুলতেই দেখি, আমি তুমি হীন ছায়াটা কীভাবে কাটে বলো তোমার ঐ মায়াটা যতই, দেখি ততই বারে তোমার প্রতি মায়া,সারাজীবন থেকে যেও তুমি আমার দিক গোছানো ছায়া,ভোরের আলোই তুমি আমার হাজারো সূর্যের কিরন আমার জীবনে তোমার জন্য নেই কোনো বারন,হঠাৎ বৃষ্টি নামলে জানালায় বাড়িয়ে দিও তোমার দুটি হাত আমি বৃষ্টি হয়ে খুজবো তোমায় ছোঁয়ার অজুহাত, ভালোবাসা কাকে বলে তা হয়তো আমি জানিনা, তোমার ছাড়া একটা মূহুর্ত মনটা আমার মানে না,তোমার হাসিতে হাসি আমি হাসে পুরো পৃথিবী, কান্না তোমায় মানায় না,প্রিয় আমার আলিম,তুমি ফুল তবে তোমায় আমি ভাবি কাঁচা ফুলের কলি প্রতিটা দিন তোমাকে নিয়ে হাজারো কথা মনক পরে,চাঁদ ছুঁতে পারি না, হাজারো মাইল দূরত্ব তাই, তোমার বুকে রাখি সেটার দিও গুরুত্ব সন্ধ্যা হলে,ডুবে যায় দুনিয়ার আলো,আলো হয়ে ছায়া দিবো যতই হউক না কালো,হাত ছেরো না মায়ায় জড়িয়ে তোমার জালে বন্দী হাজার বিচ্ছেদ পর,আবারও চাই তোমার সাথে সঙ্গি বিশ্বাস তুমি নিঃশ্বাস, তুমি আমার ছায়া,ভালোবাসি তোমায় সারা জীবন থেকো বিচিত্র অদ্ভুত মায়া 💙🙂

26/09/2024

শোনো!!
তুমি কি অপেক্ষা বোঝো?
তীব্র অভিমানে মুখ ফিরিয়ে নিয়েও বার্তা পাবে না জেনেও আকুলতায় একটি বার্তার আশায় বসে থাকার নাম অপেক্ষা। ঐ যে, সন্ধ্যা নামলে যে পাখি নীড় হারায়, সে পাখি দ্বিকবিদিক ছুটাছুটি করে ঘরে ফেরার তাড়া নিয়ে। ঘর খুঁজে পাবে না জেনেও সে উড়তে থাকে আকাশে।

আচ্ছা তুমি নীরবতার ভাষা বোঝো?
বলার অনেককিছুই থাকে, শুধু বলতে গিয়ে গলায় আঁটকে যাওয়ার নামই নীরবতা। অপেক্ষা, অবহেলায় পড়ে থেকে মানুষ নীরব হয়ে যায়!

তুমি তো সবই বোঝো। শুধু বোঝো না, কেউ থাকার পরেও একা লাগার যন্ত্রণা। বোঝো না, ভালো থাকার একমাত্র অবলম্বন হারিয়ে ফেলার বেদনা। ঐ যে সঙ্গী হারানো ডাহুক পাখির চিৎকার-কান্না, তুমি তো বোঝো না। তুমি মৃ ত্যু দেখো, ভালোবেসে মানুষের হৃদয়ের মৃত্যু! এসব দেখে দেখে অভ্যস্ত তুমি। শুধু আমায় দেখো না, শুধু আমায় বোঝো না!

Address

Patuakhali

Website

Alerts

Be the first to know and let us send you an email when Asif posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share